Jabed's World

Jabed's World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jabed's World, Digital creator, Chittagong.

‎Pursuing BBA in Accounting | Focused on personal growth | Inspired by my mother’s prayers | Embracing challenges with a positive mindset | A content person |
❤️AB+❤️
I'm from Bangladesh 🇧🇩

কাটিরহাট আন্তর্জাতিক বিমানবন্দর 😂Katirhat International Airport 😂
20/05/2025

কাটিরহাট আন্তর্জাতিক বিমানবন্দর 😂
Katirhat International Airport 😂

30/03/2025

সবাইকে ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Ramadan Kareem! May this holy month bring you peace, blessings, and endless joy. Wishing you and your family a blessed R...
02/03/2025

Ramadan Kareem! May this holy month bring you peace, blessings, and endless joy. Wishing you and your family a blessed Ramadan!

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।‎শহীদের রক্ত ‎জাবেদ হোসাইন...
21/02/2025

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
‎শহীদের রক্ত
‎জাবেদ হোসাইন
‎===========================

‎শহীদের প্রতি ফোঁটা রক্ত,
‎বাংলা ভূমি সিক্ত।

‎লাখ শহীদের ক্রোধ,
‎হানাদার বাহিনী পারে নি করতে রোধ,

‎বাংলা ছিল শহীদদের প্রাণ,
‎জয় বাংলা ছিল তাঁদের স্লোগান।

‎ভাষার জন্য দিয়েছে তারা রক্ত,
‎করেছে বাংলাকে হানাদার মুক্ত।

‎বীর বাঙালি করেনি কখনো মাথা নত,
‎রক্ত দিয়ে আনব বিজয়, এটাই ছিল ব্রত।

‎তারাই এনেছে বাংলার স্বাধীনতা,
‎সাক্ষ্য দেবে রক্তে লেখা ইতিহাসের পাতা।

‎স্মরণ রেখ হে বাঙালি নবীন,
‎শহীদের রক্তে হয়েছে দেশ স্বাধীন।

‎ভুলি ও না তাদের এই অবদান,
‎গাইতে থাকো দেশ প্রেমে শহীদের গান।

‎হে নবীন বাঙালি জাতি,
‎জ্বালাও প্রেমের বাতি।

‎প্রতিটি হৃদয়ে জ্বালো,
‎শহীদদের মতো দেশপ্রেমের আলো।
‎=============================

‎বিশেষ দ্রষ্টব্য: আমার লেখা আমার অনুভূতির প্রকাশ মাত্র। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

20/02/2025

Some people around you want you to be well, but not more than them.

01/02/2025

People respect you based on your financial status.

27/01/2025

আরশের মেহমান করেছেন আল্লাহ,
কতো শান কতো মান
মোর কামলিওয়ালার।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।

একটি কবিতা লিখার প্রয়াস চালিয়েছি।দয়াময় প্রভুমুহাম্মদ জাবেদ হোসাইন =====================================প্রভু তুমি বানি...
21/01/2025

একটি কবিতা লিখার প্রয়াস চালিয়েছি।

দয়াময় প্রভু
মুহাম্মদ জাবেদ হোসাইন
=====================================

প্রভু তুমি বানিয়েছো কত সুন্দর মহতী,
নেই যার সুন্দরের কমতি।

যত সুন্দর সবি তোমার সৃষ্টি,
দেখে জুড়িয়া যাই মোর দুই দৃষ্টি।

সৃষ্টি তোমার এত সুন্দর,
জানি প্রভু তুমি কত সুন্দর।

কি বা করিব তোমার সৃষ্টির বর্ণনা,
কিছুই তো জানি না,
বিচিত্র রহস্যময় জগৎ তোমার,
সবি তো মোর অজানা।

সৃজন করেছে তুমি কত রঙের রূপ,
সত্যি প্রভু তুমি বড়ই অপরূপ।

প্রকৃতিকে সাজালে নানা রূপের সাজে,
হারিয়ে যাই আমি সেই সৌন্দর্যের মাঝে।

ভালোবেসে প্রভু তুমি করেছো সৃজন,
কুদরতি হাতে সাজালে এই ভূবন।

কত দয়া-রহমত করেছ মোদের দান,
সত্যি প্রভু তুমি বড়ই মহান।

======================================

বিঃদ্রঃ আমার লেখা আমার অনুভূতির প্রকাশ মাত্র। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

একটি নাত(গজল) লিখার প্রয়াস চালিয়েছি।মদিনার মুসাফিরমুহাম্মদ জাবেদ হোসাইন =================================অদম কবে মদিনা...
09/01/2025

একটি নাত(গজল) লিখার প্রয়াস চালিয়েছি।
মদিনার মুসাফির
মুহাম্মদ জাবেদ হোসাইন
=================================

অদম কবে মদিনার মুসাফির হবো?
কেঁদে কেঁদে নবীর রওজায় সালাম জানাবো।

নয়ন ভরে নবীজীর রওজা দেখিব,
দেখে দেখে আমি অদম প্রাণ জুড়াবো।

ইয়া রাসুলুল্লাহ বলে আমি ডাকিবো,
মনের যত আরজি নবীর কাছে জানাবো।

নবীর রওজা দেখে অদম অশ্রু ঝরাবো,
কেঁদে কেঁদে নবীর রওজায় সালাম জানাবো।

ঐ মদিনার ধুলাবালি কুড়িয়ে নিবো,
আমি অদম চোখে তাহা সুরমা লাগাবো।

ইয়া রাসূলুল্লাহ আমি বড়ই গরিব,
অদমেরে দিও নবী দিদার নসিব।

দিদার পেলে আমি অদম অন্তর জুড়াব্যে,
দেখে দেখে নবীজিকে সালাম জানাবো।

অদম কবে মদিনার মুসাফির হবো?
কেঁদে কেঁদে নবীর রওজায় সালাম জানাবো।

=================================

বিঃদ্রঃ আমার লেখা আমার অনুভূতির প্রকাশমাত্র। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

শীতের কুয়াশামাখা ভোরের অনুভূতি নিয়ে একটি কবিতা লিখার প্রয়াস চালিয়েছি।অনুষ্ণ প্রভাতমুহাম্মদ জাবেদ হোসাইন ============...
07/01/2025

শীতের কুয়াশামাখা ভোরের অনুভূতি নিয়ে একটি কবিতা লিখার প্রয়াস চালিয়েছি।

অনুষ্ণ প্রভাত
মুহাম্মদ জাবেদ হোসাইন
================================

প্রভাতের ঐ কুয়াশার চাদর,
প্রকৃতিকে করেছে শিশিরের শহর।
দেখিতে লাগে বেশ কি সুন্দর প্রহর,
অনুভূতিগুলো করে খেলা হৃদয়ের ভিতর।

উত্তুরে হাওয়া বলেছে আমায় এসে,
ছড়িয়ে দিবে প্রশান্তি সে পরিবেশে।
ঘাসে, লতা-পাতায় জমেছে শিশিরের জল,
রবির কিরণে করছে তা ঝলমল।

এই মন মানছে না আর আপন নীড়ে,
হাঁটবো আমি ঐ শিশির ভেজা নদীর তীরে।
শিশিরের ফোটা যখন পড়বে ঝরে ঝরে,
খোঁজবো আমি নিজেকে কুয়াশার ভীড়ে।

স্নিগ্ধ হাওয়ায় ভাসছে, খেজুর রসের ঘ্রাণ,
সেই ঘ্রাণে জুড়িয়ে যাই আমার এই প্রাণ।
কুয়াশার মাঝে হাঁটছি আমি চাদর গায়ে,
লক্ষ্যহীন পানে চলছি আপন পায়ে।

শেষ যদি না হয় এই কুয়াশাচ্ছন্ন সকাল,
শিশির ভেজা ঘাসের উপর হাঁটবো আমি চিরকাল।

====================================

বিঃদ্রঃ আমার লেখা আমার অনুভূতির প্রকাশমাত্র। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

একটি কবিতা লিখার প্রয়াস চালিয়েছি।বিত্তজাবেদ হোসাইন ========================================অহংকারের উৎস তুমি বিত্ত,বাস...
02/01/2025

একটি কবিতা লিখার প্রয়াস চালিয়েছি।

বিত্ত
জাবেদ হোসাইন
========================================

অহংকারের উৎস তুমি বিত্ত,
বাস্তবতাই হলো বড় সত্য।

বিত্তহীন জীবন বড়ই ব্যর্থ,
সম্পর্কে বাড়ে অতি দূরত্ব।

বিত্তবান হলে চিনবে তোমায় ভূমি,
বিত্ত হারালে ভুলবে ধরণী কে তুমি।

অতীতের পানে তাকিয়ে দেখ একবার,
বিত্তের পিছে ছুটেছো তুমি হাজারবার।

বিত্তের লোভে যখন নিবেক লোপ পায়,
এই জীবনে মোরা তখন হেরে যাই।

বিত্তের দ্বারা চাহিদা করা যায় ভোগ,
মিলবে না তবে প্রকৃত সুখ।

বিত্ত বিনে জীবন বড় অসহায়,
অসুস্থ সমাজে হবে নিরুপায়।

বিত্তের পিছে পার করেছো কত যুগ,
পেরেছ কি করতে জীবনকে উপভোগ?
========================================

বিঃদ্রঃ আমার লেখা আমার অনুভূতির প্রকাশমাত্র। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

15/10/2024

যারা যারা ফরিক্ষেত্ ফাশ্ গইজ্জু,
চাই তোঁয়ারা বিয়াগ্গুনে মিষ্টি হাভাই দো

Address

Chittagong

Telephone

+8801874274390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jabed's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jabed's World:

Share