14/01/2025
কিছু মায়া শুধু হৃদয়কেই
জখম করে না!!
মস্তিষ্ককেও জখম করে।
নিজেকে এমন ভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
যেখান থেকে চাইলেও বেড়িয়ে আসা
সম্ভব হয় না-! !
পৃথিবীর কোণায় এমন অজস্র ভুক্তভোগী আছে
যাদের স্বপ্ন দেখা যানা,,!
সুখকে ছোঁয়া মানা,, !
শুধু কল্পনার সাগরে নিজেকে ডোবানোর যানা নেই-
কারণ সেখানে এই জখম করা যায়ার
বাস্তবায়ন থাকে না!!!
আমার বেদনার্ত হৃদয়
এখন আর তর্কে যাতে না-
সে বুঝে গেছে
গায়ের জোরে বা হাজার যুক্তি দিয়ে
কখনো জেতা যায় না!!
নিজের সাথে ভালো হলেও
অভিযোগ রাখতে নেই
খারাপ হলেও না-
কার উপর অভিযোগ করবো?
নিজের ভাগ্যের উপর...?!
তার চেয়ে বরং সইতে থাকি
আমিও দেখি শেষটা কোথায় গিয়ে দাড়ায়...।।
অপেক্ষা💔🥲