Md Zahidul Islam

Md Zahidul Islam লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকুন

14/01/2025

কিছু মায়া শুধু হৃদয়কেই
জখম করে না!!
মস্তিষ্ককেও জখম করে।
নিজেকে এমন ভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
যেখান থেকে চাইলেও বেড়িয়ে আসা
সম্ভব হয় না-! !
পৃথিবীর কোণায় এমন অজস্র ভুক্তভোগী আছে
যাদের স্বপ্ন দেখা যানা,,!
সুখকে ছোঁয়া মানা,, !
শুধু কল্পনার সাগরে নিজেকে ডোবানোর যানা নেই-
কারণ সেখানে এই জখম করা যায়ার
বাস্তবায়ন থাকে না!!!
আমার বেদনার্ত হৃদয়
এখন আর তর্কে যাতে না-
সে বুঝে গেছে
গায়ের জোরে বা হাজার যুক্তি দিয়ে
কখনো জেতা যায় না!!
নিজের সাথে ভালো হলেও
অভিযোগ রাখতে নেই
খারাপ হলেও না-
কার উপর অভিযোগ করবো?
নিজের ভাগ্যের উপর...?!
তার চেয়ে বরং সইতে থাকি
আমিও দেখি শেষটা কোথায় গিয়ে দাড়ায়...।।
অপেক্ষা💔🥲

13/11/2024
12/11/2024

@

11/11/2024

মনের গভীর থেইকা কোন জিনিস চাইলে সে জিনিস পাওয়াই দিতে পুরো দুনিয়া চেষ্টা করে। আমিও বিশ্বাস করতাম তীব্র আকাঙ্খা নিয়া মন থেকে কিছু চাইলে তা পাওয়া যায়। আমি আমার এই নাজুক হৃদয়ের সমস্ত আকুতিভরা প্রেম লইয়্যা খোদার কাছে চাইয়া বসলাম তোমারে। তোমারে রাখলাম আমার যাবতীয় প্রার্থনায়।

দিনের পর দিন গেল আমি শুধু অপেক্ষা কইরা গেলাম। কত বসন্ত চইলা গেলো চোখ রাঙ্গাইয়া, কত ফাল্গুন ফুরাইয়া গেল হাওয়াই মিঠাইর মতো, কত রাইত কাইটা গেল নির্ঘুম, কত সন্ধ্যায় ভিজে গেল চোখ অহেতুক। তবুও আমার অপেক্ষা শেষ হইলো না।

অনেকদিন পর আমি বুঝলাম, একজন চাইলেই শুধু হয়না, দুইজন মিলে চাইতে হয়, দুইজনের চাওয়ায় মিল থাকা লাগে। আমি বুঝলাম এই একতরফা মায়া, মহব্বত, ভালোবাসা, আবেগ বড়োই তুচ্ছ জিনিস, বড়োই বেহায়া কর্মকাণ্ড।

আমি বুঝলাম, মানুষ চাইলে জয় করতে পারে পৃথিবীর সবচে উঁচু পাহাড়ের চূড়া, মানুষ চাইলে সাঁতরাইয়া পার করতে পারে ভূমধ্যসাগর, মানুষ চাইলে তছনছ করে দিতে পারে তামাম দুনিয়া। কিন্তু যে ভালোবাসে না, তার মনে ভালোবাসা জন্ম দিবার পারে না।

আমি বুঝলাম, যে মানুষ আমারে চায় না তার কাছে ভালোবাসা চাইলে সে বড়জোর আমারে করুণা করতে পারে, কিন্তু কখনোই ভালোবাসতে পারে না...

11/11/2024

"আমি পরম মমতায় মানুষটার মাথায় হাত রাখলাম। সে উদভ্রান্তের মতো কেঁপে উঠলো, গায়ে প্রচণ্ড জ্বর। তারপর আমাকে অবাক করে দিয়ে সে অনুনয় করে বললো, 'আপনি প্লিজ চলে যান। আমার কাউকে দরকার নেই।'

প্রথমে ভেবেছিলাম, মানুষ বোধহয় অভিমান থেকেই ভালোবাসা থেকে দূরে পালাতে চায়। পরে জানলাম, অভিমান না, একটা সময়ে গিয়ে মানুষ ভালোবাসাকে ভয় পেতে শুরু করে। কেউ যত্ন করলে আ' তঙ্কে মানুষ দূরে পা'লাতে চায়।

কারণ সে একবার সমস্ত কিছু পেয়েছিলো, তারপর এক নিমেষে সব হারিয়ে ফেলেছিলো। না পাওয়ার আক্ষেপ নাকি পেয়েও হারিয়ে ফেলার য'ন্ত্রণা - কোনটা বেশি তীব্র?

যে মানুষটা একবার সব হারিয়েছে, সে চোখ বুজে বলবে হারিয়ে ফেলার যন্ত্রণাই সবচেয়ে বেশি তীব্র। আর যে মানুষটা তৃষ্ণার্ত চাতক পাখির মতো হন্য হয়ে দু'ফোঁটা জলের মতো ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে, তার আক্ষেপ তার কাছে সবচেয়ে বেশি ভারী।

ক্ষুদ্র এই জীবনটায় মানুষ আসে, মানুষ চলে যায়। মাঝে কেউ নিঃশেষ হয়ে যায়। তারপর একদিন সৃষ্টি হয় আক্ষেপ আর ভ'য়ের যু' দ্ধ। সেই যু' দ্ধে কেউ জেতে না। কেউ হারায় আর কেউ হেরে যায়।"

-মুশফিকুর রহমান আশিক

11/11/2024

প্রিয় আখি!

তুমি বোধহয় গভীর ঘুমে আচ্ছন্ন। তোমারে লিখে পাঠাচ্ছি, ঘুম ভাংলে পড়ে নিও।

আবছা আলোয় নিজেকে লোকানোর চেষ্টা আমার বারংবার বৃথা গেছে। রাত পাইনি বহুদিন। স্বপ্নের মাঝে তোমারে পেয়েছি বহুবার। তুমি আমারই আছো।

ক'দিন আগে জ্বর হলো। তোমারে প্রতিদিনের থেকে অধিক মনে পড়লো।

আমাদের কত মাইলের দূরত্ব?

চোখের নিচে অজস্র কালো দাগ, তোমার বুঝি এখনো ম্যালা পছন্দ?

তবে আমার আর দোষ কই, এতো তোমার জন্য।

ফিরতি একটা চিঠি দিও। আজই না, একদিন। কি লিখবা জানো?

ভালোবাসি!

ম্যালাদিন শুনিনি, ইচ্ছে হয় ভিষণ।

ভালো থেকো। আইজ আসি।

তোমার, জাহিদুল!

Address

Bauphal
Chittagong

Telephone

+8801307151921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Zahidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share