Tohfa's Gallery

Tohfa's Gallery Keep the mind fresh for a good health

26/02/2025

Our School Annual Sports Competition-2025

20/12/2024

হই হই কান্ড রই রই ব্যাপার......

আমি একবার ইরানের একটি এলাকায় গিয়ে ছিলাম। সেখানে দেখলাম কারোর ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়ে ছিলাম তাদের কে জিজ্ঞেস...
16/11/2024

আমি একবার ইরানের একটি এলাকায় গিয়ে ছিলাম। সেখানে দেখলাম কারোর ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়ে ছিলাম তাদের কে জিজ্ঞেস করলে তারা বললো, আমরা ঘরে ফ্রিজ থাকাকে গুনাহ মনে করি।

#জিজ্ঞেস_করলাম, কেনও...?

আমি কথাটি শুনে আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর আমাকে বলতে লাগলেন, শাহে ইরানের শাসনকালে রাষ্ট্র জনগণকে ফ্রিজ কিনতে উৎসাহ দিতেন। স্বল্পমূল্যে কিস্তিতে ফ্রিজ, টিভি, অনেক কিছু মিলতো। মানুষও ব্যাপকহারে ফ্রিজ কিনলো।

কিছুদিন পর আমরা বুঝতে পারলাম যে, আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে গিয়েছে। অতিরিক্ত খাবারগুলো অনাহারীকে না বিলিয়ে #ফ্রিজে রেখে দিতে অভ্যস্ত হয়ে গেলাম। আগে অতিরিক্ত খাবার অভাবীদের মধ্যে দান করে দিতাম বা প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিতাম, তারাও আমাদের ঘরে পাঠাতেন।

কিন্তু #ফ্রিজ ওই দান আর প্রীতির ধারাবাহিকতা বন্ধ করে দিলো। পরে একদিন আমাদের জামে মসজিদের ইমাম সাহেব পুরুষ-মহিলা সকলকে জুম্মার দিন হাজির হতে বললেন। এরপর তিনি সামাজিক বন্ধন ও প্রীতি নিয়ে দীর্ঘ আলোচনা করে ফ্রিজকে হারাম ঘোষণা করলেন।

আমরা সমগ্র এলাকাবাসী ফ্রিজ বিক্রি করে ফেললাম।
#আলহামদুলিল্লাহ, আবার আমাদের সেই পরিবেশ ফিরে আসলো। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের এলাকায় আর ফ্রিজ প্রবেশ করে নি...!!

আমি জিজ্ঞেস করলাম, এতে ফায়দা আর কি হলো...?

বললেন, সবচেয়ে বড় যে ফায়দাটা হয়েছে তা হলো, আমাদের এলাকায় কেউ এখন ক্ষুধার্ত থাকে না, অনাহারে কেউ রাত কাটায় না।

#পাকিস্তানের_জনপ্রিয়_লেখক...

(মির্জা জাহানজাবের)

একটি আর্টিকেল থেকে সংগৃহিত।

মানুষ সবসময় পূর্ণিমাতেই মুগ্ধ হয় কিন্তু এর পেছনে অন্ধকারকে কেউ খেয়াল করেনা। অথচ আঁধার ছাড়া তো পূর্ণিমা মূল্যহীন।
15/11/2024

মানুষ সবসময় পূর্ণিমাতেই মুগ্ধ হয় কিন্তু এর পেছনে অন্ধকারকে কেউ খেয়াল করেনা। অথচ আঁধার ছাড়া তো পূর্ণিমা মূল্যহীন।

পৃথিবীর সবথেকে 'কৃপণ' হিসেবে গিনেস বুকে নাম আছে এই মহিলার !!হেটি গ্রিন...ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা, তার স...
15/11/2024

পৃথিবীর সবথেকে 'কৃপণ' হিসেবে গিনেস বুকে নাম আছে এই মহিলার !!

হেটি গ্রিন...ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা, তার সম্পদের পরিমাণ আনুমানিক $2.3 বিলিয়নেরও বেশি।

Hetty Greene 1835 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা ছিলেন।

তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন $7.5 মিলিয়ন আনুমানিক সম্পদ। যখন তার বয়স একুশ বছর, তিনি ওয়াল স্ট্রিটে তার অর্থ বিনিয়োগ করার জন্য নিউইয়র্কে বসবাস করতে চলে আসেন , তাকে একসময় 'ওয়াল স্ট্রিটার রানি' বলা হত।

তিনি নিজের মতো একজন কোটিপতিকে বিয়ে করেছিলেন,
কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হাড় পাওয়ার জন্য দোকানীর সাথে ঝগড়া করতেন!!

হেট্টি গ্রিন পোষাকের ব্যাপারে খুবই কার্পণ্য দেখাতেন , 16 বছর বয়সে অন্তর্বাস গুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন

তিনি কখনই একটি পয়সা খরচ করেননি, তাই বলা হয় যে তিনি কখনও গরম জল ব্যবহার করেনি।

তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেননি, এজন্য অনেকে তাকে আড়ালে ' black witch' বলতেন ।

তিনি মাত্র দুই সেন্ট দামের একটি পাই খেয়ে বেঁচে ছিলেন বহুদিন।

হেট্টির কৃপণতার কারনে তার ছেলের একটি পা কেটে ফেলতে হয়েছিল কারণ যখন ছেলেটির পা ভেঙ্গে যায় তিনি কোন টাকা খরচ না করে বিনামূল্যে চিকিৎসার জন্য খোঁজ করছিলেন।

হেটি গ্রিন 1916 সালে নিউ ইয়র্ক সিটিতে 81 বছর বয়সে মারা যান এবং "বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি" হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেন।

তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া, মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিল।

তিনি মারা যাওয়ার পর একটি বিপুল সম্পদ রেখে গেছেন।
তার সন্তানরা তার চরম কৃপণতার উত্তরাধিকারী হয়নি, বরং তারা উদার ছিল,
তার মেয়ে তার অর্থ দিয়ে একটি বিনামূল্যে হাসপাতাল তৈরি করেছিলেন!!

#ধারকরা

Address

Chittagong

Telephone

+8801633140080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tohfa's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tohfa's Gallery:

Share