
27/06/2025
আলহামদুলিল্লাহ টানা ১১ মাস কাজ করে সৌদি আরব পবিত্র কাবার নতুন গিলাফ তৈরি সম্পন্ন করেছে। এটা সূক্ষ্ম কারুকাজ ও আন্তরিক পরিশ্রমের এক নমুনা। কাবার গিলাফ মূলত ৪৭টি কাপড়ের টুকরোর সমন্বয়। ৮২৫ কেজি কালো প্রাকৃতিক রেশম কাপড়ের এসব অংশে ১২০ কেজি সোনা ও ৬০ কেজি রূপার সুতা দিয়ে ৬৮টি কোরআনের আয়াত ক্যালিগ্রাফি করে লেখা রয়েছে। সবমিলিয়ে কাবার গিলাফের ওজন ১ হাজার ৪১৫ কেজি। এবারের গিলাফ তৈরিতে খরচ হয়েছে ২৫ মিলিয়ন সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় তা প্রায় ৭৬ কোটি।
কিসওয়া পবিত্রতা ও ইসলামি কারুশিল্পের এক অনন্য নিদর্শন। আগের যুগে বিভিন্ন দেশের রাজা-বাদশাহরা কাবার জন্য গিলাফ পাঠাতেন। কিন্তু সৌদি আরব প্রতিষ্ঠার পর কাবার গিলাফ তৈরির জন্য আলাদা একটি কারখানা স্থাপন করা হয়। কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবা নামের ওই কারখানা মক্কার পাশে উম্মুল জুদ এলাকায় অবস্থিত।
সংগৃহীত: