Jagomedia24.com

  • Home
  • Jagomedia24.com

Jagomedia24.com সবার আগে বাংলাদেশ।
https://JagoMedia24.com

জাগোমিডিয়া২৪ডটকম

চকরিয়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ২,আহত ৫।
04/07/2025

চকরিয়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ২,আহত ৫।

চট্টগ্রামের চকবাজারে রিকশাসহ নালায় পড়ে ৬ মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় কাপাসগো...
18/04/2025

চট্টগ্রামের চকবাজারে রিকশাসহ নালায় পড়ে ৬ মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নালায় বৃষ্টির পানির তোড়ে শিশুটি হারিয়ে গেছে। তবে শিশুর পরিচয় নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস!
এ বিষয়ে চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, সন্ধ্যায় বেশকিছুক্ষণ বৃষ্টি হয়েছে। কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ৬ মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে নারীর কোলে থাকা শিশুটি পানির তোড়ে নিখোঁজ রয়েছে।
তিনি আরও বলেন, আমরা সাড়ে ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধারে কাজ করছি। ডুবুরি চাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছাবে।.....

শক্তিশালী বাংলাদেশ!
09/04/2025

শক্তিশালী বাংলাদেশ!

মহান স্বাধীনতা দিবস।
25/03/2025

মহান স্বাধীনতা দিবস।

সাভারের হাসপাতালে যেসকল গুণি চিকিৎসকদের হাতের স্পর্শ পেয়ে তামিম ইকবাল এর হৃৎপিন্ডে রিং পড়ানো হলো, উনি রিস্ক ফ্রি হলেন, ২...
24/03/2025

সাভারের হাসপাতালে যেসকল গুণি চিকিৎসকদের হাতের স্পর্শ পেয়ে তামিম ইকবাল এর হৃৎপিন্ডে রিং পড়ানো হলো, উনি রিস্ক ফ্রি হলেন, ২২ মিনিট CPR দিয়ে এখন কথা বলতে পারছেন, তো সাংবাদিক ভাইয়েরা কয়জন এই বিষয়টিকে হাইলাইট করেছেন? কয়জন আমাদের চিকিৎসা সেবার নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিছুটা আলো আছে সেইটা প্রকাশ করেছেন |
"ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু" শীর্ষক ভয়াবহ শিরোনামে খবর প্রকাশ তো খুব হলো, অনেক উত্তেজনা ছড়াইলেন, অনেক চিকিৎসক রোগীর আত্মীয়-স্বজনের হাতে লাঞ্চিত হলেন |

এবার একটু আলোর খবর টা দেন সবাইকে, ঐসকল চিকিৎসক যাদের কারণে এবং দেশবাসীর দোয়ায় আল্লাহর রহমতে তামিম ইকবাল এখন মোটামুটি সুস্থ, তাদের সাফল্যগাথা বলেন |

ইন্টারমিডিয়েট পাশ করে মেডিকেল এডমিশন দিয়ে যারা চিকিৎসক হইতে চায়, তাদের ভবিষ্যৎ টা প্রাক্টিক্যাল্লি ভালো সেইটাও তুলে ধরেন |

রোগী মারা গেলে ডাক্তারের দোষ, আর বাঁচলে আল্লাহ ফিরাইছে, এই ট্যাগগুলো একটু চেঞ্জ হোক |

জন্ম-মৃত্যু আল্লাহর হাতে, কথা সত্য, কিন্তু যারা ভয়াবহ লেখাপড়া জীবন পার করে চিকিৎসা সেবায় নিজেকে নিযুক্ত করেছে, তাদেরকে একটু হাইলাইট কইরেন |

[ লিখেছেন ফাহাদ হোসাইন- অনলাইন শিক্ষক ]

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি।
01/03/2025

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি।

জুম্মার নামাজের বিরতি বন্ধ করে মুসলিমদের ধর্মীয় অনুভূতি কখনো সুখকর  হবে না, আগামীতে এমন আইন হবে - জুম্মাবার  রাষ্ট্রীয় ছ...
22/02/2025

জুম্মার নামাজের বিরতি বন্ধ করে মুসলিমদের ধর্মীয় অনুভূতি কখনো সুখকর হবে না, আগামীতে এমন আইন হবে - জুম্মাবার রাষ্ট্রীয় ছুটি কার্যকর করা হবে।

মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
21/02/2025

মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

আয় ১২ কোটি টাকা
18/02/2025

আয় ১২ কোটি টাকা

চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এখন থেকে ‘জুলাই স্মৃতি উদ্যান’। শুক্রবার দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর ...
03/01/2025

চট্টগ্রামের জাতিসংঘ পার্ক এখন থেকে ‘জুলাই স্মৃতি উদ্যান’। শুক্রবার দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান নতুন এই নামে এটি উদ্বোধন করেন।

এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই-অগাস্টের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে তার নামে চট্টগ্রামে একটা উড়াল সেতু এবং এখানে শহীদদের স্মরণে করা হলো জুলাই স্মৃতি উদ্যান।’

গত ১৫ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদেরকেও স্মরণ করে তিনি বলেন, ‘কখনোই যেন ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে।’ আগামী প্রজন্ম যাতে জুলাই-আগস্টের শহীদদের ত্যাগের কথা মনে রাখতে পারে সেজন্যই এই নামকরণ বলে উল্লেখ করেন আদিলুর রহমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম ও প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরীর কেন্দ্রে ৬৯ একর আয়তনের পাঁচলাইশ আবাসিক এলাকা। ১৯৫৪ সালে আবাসিক এলাকাটির জন্য জমি বরাদ্দ দেয় গণপূর্ত অধিদপ্তর। এর মধ্যে অবস্থিত ওই উদ্যানের নাম শুরুতে ছিল ‘পাঁচলাইশ পার্ক’।

পরে ২০০২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রস্তাবে সে সময়ে এই পার্কের নাম দেয়া হয় ‘জাতিসংঘ পার্ক’। সেই থেকে পার্কটি এই নামেই পরিচিত.।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jagomedia24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagomedia24.com:

  • Want your business to be the top-listed Media Company?

Share