22/05/2024
আজ সুন্নিয়তের রণবীর সিরিকোট দরবারের অন্যতম খাদেম মাওলানা বাকীবিল্লাহ জালালী আল-কাদরী (রহ.)'র ২০তম শাহাদত বার্ষিকী।
সুন্নিয়তের জন্য সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি চষে বেরিয়েছিলেন জীবদ্দশায়। অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। দিন রাত সীমাহীন পরিশ্রম করেছিলেন। বিভিন্ন জায়গায় বাতেল কর্তৃক প্রতিরোধের প্রাচীর ভেঙ্গে বিজয় ছিনিয়ে এনেছিলেন সুন্নীয়তের।
আমার সাথে ছিল গভীর হৃদ্যতা।
নোয়াখালীর লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় সেই ১৯৮৭ সাল থেকে একসাথে কাজ করেছিলাম সুন্নিয়ত ও তরিকত প্রসারে। বাধার সম্মুখীন হয়েছিলাম আমরা অনেকবার। তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং আপসহীন। সেই লক্ষ্মীপুরবাসী সুন্নি ভাইয়েরা এখনো ভুলতে পারছেনা সুন্নিয়তের এই রণবীরকে।
সুন্নিয়তের ময়দানে নিরলস খেদমতের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন সুন্নি জনতার মনিকোটায়।
সিরিকোট দরবারের এই আশেক মুরিদ হুজুর কেবলার নামে প্রতিষ্ঠা করেছিলেন একাধিক সুন্নী দ্বীনি প্রতিষ্ঠান।
তন্মধ্যে নারায়ণগঞ্জের বন্দর এলাকার জামেয়া গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসা অন্যতম।
তাঁরই প্রতিষ্ঠিত মাদ্রাসা ময়দানে মরহুমের ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াবের জন্য আয়োজন করা হয়েছে বিশাল সুন্নি সম্মেলন।
এই মহতি অনুষ্ঠানে তশরিফ আনবেন দেশ ও বিদেশের আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা বহু আলেমে দ্বীন।
আলহামদুলিল্লাহ, তাঁরই যোগ্য উত্তরসূরী শাহজাদা আলহাজ্ব মাওলানা আব্দুল মোস্তফা রাহিম আযহারী ও শাহজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম পাঞ্জাতন আযহারী সুন্নিয়তের ময়দানে বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
দয়াময় আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাই, দয়াল নবীজির উসিলায় সুন্নিয়তের এই রণবীরের বংশে সুন্নিয়তের যোগ্য খেদমতগার কেয়ামত তক্ জারি রাখুন। তাঁর দারাজাত বুলন্দ করুন এবং হাশরের ময়দানে তাঁর হক্বে দয়াল নবীজি (দ.)'র শাফাআত নসিব করুন।
আমীন ছুম্মা আমীন।
🎤 শাইখুল হাদীস আল্লামা মঈনুদ্দীন আশরাফী (মা:জি:আ)।
কপি পোস্ট আল্লামা জুবায়ের রজভী হুজুর।