AstroToons

AstroToons Like Share and Follow more loving videos...

21/09/2025

💞 অমীমাংসিত দায় 💞

🥀 অমীমাংসিত দায় কাঁধে নিয়ে ঘুরছি!
🌸 ভুল থেকে ফুল কুঁড়িয়ে নিয়ে আমি ফের ভুল করি।
💔 তোমায় ভালোবাসবো না, বাসবো না করে কতদূর এগিয়ে আসলাম!
অথচ তুমি যেখানে ছিলে, ঠিক সেখানেই আছো...
🌿 যেমন থাকে ডাল, 🌱 কুঁড়ি, 💮 কষা, কিংবা 🌷 ফুল স্তবক।
😢 এই অমীমাংসিত দায় কী করে এড়িয়ে যাই?

AstroToons

14/09/2025

"ভালবাসা গণনা করা যায় না বা স্পর্শযোগ্য নয়, এটি কেবল হৃদয়ের অনুভূতি" (❁´◡`❁)
🎀🩵

13/09/2025

25/06/2025

☁️ মেঘের পরে আলোর ভিড়েতুমিই প্রথম চেয়েছিলে,বুঝিনি আমি তোমাকে দেখে—রেখেছো যে কত মায়াতে। ✨❓ বুঝতে দাও নি কেন আমাকে,সাজিয়েছো যা হৃদয়ে…ছায়া হয়ে ছিলে পাশে,বলো— কি করে যাবো তোমায় রেখে। 💔

23/06/2025

কিসের সন্ধানে জানা নেই....‼️

আমি দিনে ১৮ ঘন্টা কাজ করে দেখেছি। দিনে ১২ ঘন্টা ঘুমিয়েও দেখেছি। পরিক্ষায় ফেল করে দেখেছি। ক্লাসে প্রথম হয়েও দেখেছি। আমি রোমাঞ্চকর প্রেম দেখেছি, শিকড়ের টান দেখেছি।
দেখেছি...তিক্ত বিচ্ছেদ ও।💔
আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি আবার সেই শহরে হাজার টাকার নোট উড়িয়েছি। আমি সবকিছুর বিনিময়ে নিজেকে খুঁজেছি। খুঁজে পায়নি কোথাও। সফল হয়ে দেখেছি আবার ব্যর্থ...ও হয়েছি।
কোথাও আমার অস্তিত্ব নেই। আমি ঘুরে বেড়াচ্ছি পথে পথে তবে কিসের সন্ধানে জানা নেই...🤔

18/06/2025

"তুমি আমার নয়তো সুখ 😌 তুমি সুখের বেদনা 💔
সব স্বপ্নের রং হয় না তো 🌈 বেদনার মতো নয় রঙা 🌫️
জীবনের সব কথা নয় — আমি জীবনটাকেই বলতে চাই 🫶
হয়তো দু’বাক্য নয়... সে তো ভালোবাসার কাব্য কয় 🖋️💞

আমি কবি নই ✍️ তবুও আজ কাব্যের ভাষায় বলবো 🥺❤️‍🔥

তুমি বললে — “আজ দু’জনে নীল রঙা বৃষ্টিতে ভিজব” 🌧️💙
“রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো” 🎶☀️
শেষ বিকেলের ছায়ায় নীল 🌇
আকাশের বুকে আমি —
লাল রঙা স্বপ্ন আঁকব ❤️🎨 তোমার মনের একান্ত দামী 🌌

17/06/2025

☔ তুমি বৃষ্টি চেয়েছিলে বলে...
আমি ভেঙেছি হৃদয়ের নীল মেঘ —
শুধু তোমার আকাশে একটু ছোঁয়া দিতে!
আমি "নিজের" বলতে চেয়েছিলাম শুধুই তোমায়...
আর তুমি?
❝জানতেই পারো না...
তোমায় কতটা ভালোবেসেছি !❞
🥰🌹🥀

16/06/2025

"সে যদি সত্যি ভালোবাসে,
তোমার খারাপ সময়েও পাশে থাকবে,
ঝড়ের রাতে ছাতা নয়,
নিজেই হবে আশ্রয়ের ছায়া। 🕊️

অভিমানী সন্ধ্যাগুলোতে,
তোমার চুপচাপ থাকা বুঝে নেবে,
একটুও না বলেও—
তোমার মনখারাপ গলায় শুনে নেবে। 💬

তোমার স্বপ্নগুলো আঁকবে চোখে,
তোমার ভয়গুলো ছুঁয়ে বলবে— “আমি আছি”,
সে শুধু হাসির দিন নয়,
অশ্রু ভেজা রাতেও তোমারই পাশে হাঁটি।

ভালোবাসা শুধু ‘ভালো’ সময়ে নয়,
ভালোবাসা বোঝা যায়,
যখন কেউ ভাঙা মনটাকেও
ধরতে চায় দুই হাতে, নির্ভরতায়।" 💖

14/06/2025

| তপোধীর ভট্টাচার্য |

নিঃসঙ্গ আমাকে আরো নিঃসঙ্গ করেছে
গোপনে এসে সে কাছে
ধীরে ধীরে
চোখ তুলে
আমাকে দেখেছে একবার
তবু আমি নিঃসঙ্গের দিকে তাকাতে পারিনি
বন্ধুর থেকে
সিঁড়ি বেয়ে নিঃসঙ্গ এসে গেছে কাছে, পেয়েছে
লুটে নিচ্ছে তার
উত্তাপ, যাঁ চোখের ঠিক নিচে এক ফোঁটা
অশ্রু জমে আছে
ধীরে ধীরে
নিঃসঙ্গের চোখ ঝুলে আসে, তবুও তখনো
আমার আঙুল
কাঁপে, হাত পাতে, তার কাছে যেতেই পারিনা
গোপনে এসে
নিঃসঙ্গ আমাকে আরো নিঃসঙ্গ করেছে l

💞🥀

13/06/2025

"কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন..."

🍁🥀

Address

Chittagong
Chittagong
4360

Website

Alerts

Be the first to know and let us send you an email when AstroToons posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AstroToons:

Share

Category