13/11/2025
আমার বাবা নেই মানে আমার মায়ের প্রিয় মানুষটা নেই।বিশ্বস্ত সঙ্গীটা নেই,পাশাপাশি বসে মন খুলে কথা বলার মানুষটা নেই।
সুখ, দুঃখ জমা রাখার নোটবুকটা নেই।রাগ দেখানোর মানুষটা নেই,অভিমান ভাঙানোর মানুষটা নেই।
মাঝরাতে হঠাৎ বুক ব্যথা বা অসুস্থতার ওষুধ মুখে তুলে দেবার কেউ নেই।আমার বাবা নেই মানে নিদারুণ কষ্ট মুখ লুকিয়ে কান্না করার কুটুম নেই।নিজের পছন্দ,অপছন্দ,ইচ্ছে,অনিচ্ছা প্রাধান্য দেওয়ার কেউ নেই।নির্ভয়,নি:সঙ্কোচে কিছু টাইপ করার মতো মানুষটা নেই।
প্রচন্ড অবহেলা,অনাদর আর তুচ্ছতাচ্ছিল্যও অভিযোগ জানানোর কোনো অভিযোগ বন্ধু নেই।আমার বাবা নেই মানে দিন শেষে আমার মায়ের মাথায় হাত বুলিয়ে “চিন্তা করোনা সবকিছু ঠিক হয়ে যাবে” বলা ভরসা দেওয়ার মতো মানুষটা নেই।
゚