Nipa Dev

Nipa Dev ✅10k follower goals 💫
🌻🌼follow my page🌼🌻
(1)

আমার বাবা নেই মানে আমার মায়ের প্রিয় মানুষটা নেই।বিশ্বস্ত সঙ্গীটা নেই,পাশাপাশি বসে মন খুলে কথা বলার মানুষটা নেই।সুখ, দু...
13/11/2025

আমার বাবা নেই মানে আমার মায়ের প্রিয় মানুষটা নেই।বিশ্বস্ত সঙ্গীটা নেই,পাশাপাশি বসে মন খুলে কথা বলার মানুষটা নেই।

সুখ, দুঃখ জমা রাখার নোটবুকটা নেই।রাগ দেখানোর মানুষটা নেই,অভিমান ভাঙানোর মানুষটা নেই।

মাঝরাতে হঠাৎ বুক ব্যথা বা অসুস্থতার ওষুধ মুখে তুলে দেবার কেউ নেই।আমার বাবা নেই মানে নিদারুণ কষ্ট মুখ লুকিয়ে কান্না করার কুটুম নেই।নিজের পছন্দ,অপছন্দ,ইচ্ছে,অনিচ্ছা প্রাধান্য দেওয়ার কেউ নেই।নির্ভয়,নি:সঙ্কোচে কিছু টাইপ করার মতো মানুষটা নেই।

প্রচন্ড অবহেলা,অনাদর আর তুচ্ছতাচ্ছিল্যও অভিযোগ জানানোর কোনো অভিযোগ বন্ধু নেই।আমার বাবা নেই মানে দিন শেষে আমার মায়ের মাথায় হাত বুলিয়ে “চিন্তা করোনা সবকিছু ঠিক হয়ে যাবে” বলা ভরসা দেওয়ার মতো মানুষটা নেই।

12/11/2025

নিজের জন্য বাঁচো,নিজেকে ভালোবাসো কারণ চোখের সামনে যা দেখছো,তা সব স্বার্থ আর প্রয়োজন 💔

নিজের জন্য মায়া হয় আজকাল নিজের জন্য বড় মায়া হয় -কি ছিলাম,আর কী হয়ে গেলাম!কতকাল নিজেকে ভালোবাসি না,নিজের কোনো যত্ন ...
10/11/2025

নিজের জন্য মায়া হয়

আজকাল নিজের জন্য
বড় মায়া হয় -
কি ছিলাম,আর কী হয়ে গেলাম!
কতকাল নিজেকে ভালোবাসি না,
নিজের কোনো যত্ন নেই না।

ইদানিং নিজের প্রতি বড় অভিমান হয়।

কখনও কখনও মনে হয়,
সবকিছু ঠিক হয়ে যাবে।
অথচ... কিছুই ঠিক হয়নি।
যা পাওয়ার ছিলো,
তা কখনোই পাওয়া হয়নি।

পেয়েছি সামান্য কিছু মায়া আর অগণিত স্মৃতি।

আমি কি আমার মধ্যেই আছি?
নাকি আমার ভেতর
অন্য কেউ বাস করে-
তা বুঝতেও পারি না।

আমি খুব বেশি কিছু চাইনি -
শুধু একটা ভরসার হাত
আর একটু ভালোবাসা চেয়েছিলাম।
এতটুকুও আমার ভাগ্যে জুটে নি!💔🥀

07/11/2025

🌼❤️‍🩹

হৃদয় বলে তুমি আছো   আর বাস্তবতা বলে তুমি নেই অবশ্য আমার হৃদয় কবেই -বা সত্যি               বলেছে?😅💔                 ゚  ...
05/11/2025

হৃদয় বলে তুমি আছো
আর বাস্তবতা বলে তুমি নেই
অবশ্য আমার হৃদয় কবেই -বা সত্যি
বলেছে?😅💔

বাবা...!মৃত্যুর আগ পর্যন্ত এই হৃদয়টা ছটফট করবে বাবা, তোমাকে না দেখার যন্ত্রণায়। সময়ের স্রোতে যতই দূরে নিয়ে যাক, মানু...
04/11/2025

বাবা...!
মৃত্যুর আগ পর্যন্ত এই হৃদয়টা ছটফট করবে বাবা, তোমাকে না দেখার যন্ত্রণায়। সময়ের স্রোতে যতই দূরে নিয়ে যাক, মানুষের ভিড়ে যতই ভুলতে বলুক, ভেতরের শূন্যতা কখনও পূরণ হবে না। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় আশা, স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল আলো।অথচ নিয়তির নিষ্ঠুর খেলায় সেই আলোকে আমি স্পর্শই করতে পারলাম না। হজার মানুষের কাছে থেকেও, তোমার অভাব আমাকে প্রতিটা মুহূর্তে গ্রাস করে বাবা। প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর বেদনা __ যেখানে শুধু তোমাকে বাবা বলে ডাকতে না পারার প্রতিধ্বনি বাজে। আমি জানি বাবা, পৃথিবীতে কোনো প্রার্থনা, কোনো কান্না,কোনো আকুলতা তোমাকে আমি আর দেখতে পারবো না। বাবা, বাবা বলে ডাকতে পারবো না। তবুও হৃদয়টা যে মানতে চাই না, তোমাকে বাবা,বাবা বলে ডাকতে না পারার এই তীব্র তৃষ্ণা আমাকে সারাজীবন কষ্ট দেবে। সবচেয়ে বেশি যাকে চাই ,সেই মানুষটাই যে তুমি বাবা চিরকাল আমার নাগালের বাইরে চলে গেলে। এই এক আফসোস থাকবে আজীবন...হয়তো এটাই নিয়তি,হয়তো এটাই ভালোবাসার আরেক নাম বাবা----

তোমাকে বাবা,বাবা বলে ডাকার এই তৃষ্ণা চিরকাল তৃষ্ণার্ত থেকে যাবে এই মন..!!🙂💔🥀

02/11/2025

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🌻

01/11/2025

- কিছুক্ষন চাঁদ দেখলে আনন্দ লাগে,অনেকক্ষণ চাঁদ দেখলে   নিজেকে অসহায় লাগে!😅💔অক্টোবরের শেষ রাত 🧿                 ゚       ...
31/10/2025

- কিছুক্ষন চাঁদ দেখলে আনন্দ লাগে,অনেকক্ষণ চাঁদ দেখলে নিজেকে অসহায় লাগে!😅💔

অক্টোবরের শেষ রাত 🧿

Address

Chittagong

Telephone

+8801610990607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipa Dev posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipa Dev:

Share