Meaw's World

Meaw's World Meaw's World Official
[email protected]

👉👉👉টিকা দেয়া নেই এরকম ছোটো বাচ্চা বিড়াল কামড়ালে কি করেন???👉👉👉সাধারণত ছোটো বাচ্চা বিড়াল গুলো কামড়ালে র‍্যাবিস হওয়ার সম্ভা...
21/07/2025

👉👉👉টিকা দেয়া নেই এরকম ছোটো বাচ্চা বিড়াল কামড়ালে কি করেন???

👉👉👉সাধারণত ছোটো বাচ্চা বিড়াল গুলো কামড়ালে র‍্যাবিস হওয়ার সম্ভাবনা কম থাকে।

👉👉👉মনে রাখবেন, র‍্যাবিস এর জীবাণু শুধু মাত্র র‍্যাবিস আক্রান্ত কোনো প্রাণীর সংস্পর্শে আসলে বা তার কামড় খেলে হতে পারে।

👉👉👉ছোটো বিড়াল বাচ্চা কামড়ালে ক্ষত স্থান ভালো করে সাবান, পানি দিয়ে সময় নিয়ে ধুয়ে ফেলবেন এবং ভালো এন্টিসেপটিক লাগাবেন।

19/07/2025

শুধু একটু ভালোবাসি দেইকখা

১: ♦️আপনার ফিমেল বিড়াল কি এডাল্ট  হিটে আছে?২:♦️মেটিং করিয়েছেন তাও হিটে আছে? ৩:♦️তাও খুব ডাকাডাকি করছে? আপনি ভাবছেন বিড়াল...
19/07/2025

১: ♦️আপনার ফিমেল বিড়াল কি এডাল্ট হিটে আছে?
২:♦️মেটিং করিয়েছেন তাও হিটে আছে?
৩:♦️তাও খুব ডাকাডাকি করছে?
আপনি ভাবছেন বিড়াল কে মেটিং করালাম তাও কেন হিটে আছে🤔

১,♦️ফিমেল বিড়াল কে ১১ মাসের আগে মেটিং করাতে হয় না
একটা এডাল্ট বিড়ালের ওজন পারফেক্ট থাকলে এবং ১১ মাস যদি হয় আর হিটে আসে মেল বিড়ালের সাথে মেটিং করাতে পারেন!
এর আগে করালে বা বাসায় যদি মেল এডাল্ট বিড়াল থাকে মেটিং হয়ে যায় তাহলে কি হবে?

যদি ১১ মাসের আগে ফিমেল বিড়াল মেটিং করে ফেলে তাহলে প্রেগ্ন্যাসির টাইম চলতি অবস্থায়
১,♦️ মিসক্যারেজ হতে পারে
২,♦️অন্যান্য অসুবিধা হতে পারে!

এই বার আসি মূল কথায়👇
আপনার ফিমেল বিড়াল কে ২ দিন মেটিং করিয়ে বাসায় নিয়ে এসেছেন মেটিং কম্পলিট হয়েছে তাও ফিমেল বিড়ালের হিট যায় নি?
তাহলে টেনশন করবেন না!

ফিমেল বিড়ালের হিট যতদিন থাকবে এমন করবেই এই টা সাভাবিক,,,,
হিট চলে গেলে নিজেই সান্ত হয়ে যাবে আপনার কাজ মাটিং করা ফিমেল বিড়াল টার সুধু যত্ন নেওয়া

মেটিংয়ের পরেও হিটে আছে তার মানে এই না যে মেটিং সাকসেস হয় নাই😲
ভয় পাবেন না 🤚
আপনার বিড়াল প্রেগনেন্সি কনসেপ্ট করেছি কিনা এটা বুঝতে আপনি ২০ দিন সময় নিন!
তাও যদি বুঝতে না পারেন আল্ট্রা করিয়ে শিওর হয়ে নিন

🐾 বিড়াল সম্পর্কে ৮টি অজানা ও চমকপ্রদ তথ্য – আপনি জানলে অবাক হবেন! 😺১. 🧠 মানসিক সক্ষমতায় বিড়াল শেয়াল ও কুকুরকেও হার মানায়...
14/07/2025

🐾 বিড়াল সম্পর্কে ৮টি অজানা ও চমকপ্রদ তথ্য – আপনি জানলে অবাক হবেন! 😺

১. 🧠 মানসিক সক্ষমতায় বিড়াল শেয়াল ও কুকুরকেও হার মানায়!

বিড়ালের মস্তিষ্ক ৯০% মানুষের মস্তিষ্কের মতো। গবেষণায় দেখা গেছে, তারা সমস্যা সমাধান এবং পরিকল্পনা করার দক্ষতায় অনেক কুকুরের চেয়েও বেশি স্মার্ট।

২. 🧬 একটি বিড়ালের ‘মিউ’ শব্দ শুধুই মানুষের জন্য!

বিড়ালরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে ঘ্রাণ ও দেহভঙ্গিমার মাধ্যমে। কিন্তু "মিউ" শব্দটা তারা শুধু মানুষকে কিছু বোঝানোর জন্য ব্যবহার করে— যেমন ক্ষুধা, আদর চাওয়া বা বিরক্তি!

৩. 🌈 বিড়ালরা মানুষকে রঙিন দেখলেও নিজে দেখে ব্লু ও গ্রিনের ছায়ায়!

আপনি যেভাবে রঙিন পৃথিবী দেখেন, বিড়াল তেমনটা দেখে না। তাদের চোখের রঙ শনাক্ত করার ক্ষমতা সীমিত— তারা মূলত নীল ও সবুজ রঙ আলাদা করতে পারে, কিন্তু লাল-কমলা ধরণের রঙ ধূসর বা বাদামি দেখায়।

৪. 🕵️‍♀️ আপনার মনে যা আছে, বিড়াল তা বুঝে ফেলে!

বিড়ালরা মানুষের চোখের চাহনি, কণ্ঠের স্বর এবং মুখাবয়ব থেকে আবেগ বুঝে নিতে পারে। তারা চুপচাপ পর্যবেক্ষণ করে এবং প্রতিক্রিয়া দেয়। আপনি কষ্টে থাকলে, অনেক সময় তারা নীরবে পাশে এসে বসে থাকে।

৫. 🐈‍⬛ আপনার পায়ের চারপাশে ঘুরছে? মানে আপনাকে ‘মার্ক’ করছে!

বিড়াল যখন আপনার পায়ের সাথে গা ঘষে, সেটা শুধুমাত্র আদর নয়। ওরা তাদের গায়ে থাকা ঘ্রাণগ্রন্থির মাধ্যমে আপনাকে “নিজস্ব সম্পত্তি” হিসেবে মার্ক করে— যেন অন্য কোনো প্রাণী বুঝতে পারে আপনি ওর ‘মানুষ’!

৬. 💤 বিড়াল তার জীবনের প্রায় ৭০% সময় ঘুমিয়ে কাটায়!

একটি প্রাপ্তবয়স্ক বিড়াল দিনে গড়ে ১৩-১৬ ঘণ্টা ঘুমায়। বাচ্চা বিড়ালদের ক্ষেত্রে এই সময় ২০ ঘণ্টাও হতে পারে! তাদের দেহঘড়ি এমনভাবে তৈরি যে তারা 'শিকারি' প্রাণী— ঘুম তাদের শক্তি সংরক্ষণের কৌশল।

৭. 🎶 বিড়ালরা 'মিউজিক' পছন্দ করে— কিন্তু মানুষের না!

বিশেষভাবে গবেষণায় দেখা গেছে, বিড়ালের জন্য তৈরি করা নির্দিষ্ট কম্পোজিশনের সুর তারা উপভোগ করে। যেমন, হার্টবিট বা মায়ের গলা অনুরূপ সুর। তবে মানুষের পপ বা রক গান ওদের জন্য বিভ্রান্তিকর হতে পারে।

৮. 👣 আপনার বিড়াল হয়তো আপনাকে অনুসরণ করছে প্রতিদিনই!

আপনি যখন ঘুমান, রান্না করেন বা স্নানঘরে যান— বিড়াল অনেক সময় আপনাকে নিরবেই অনুসরণ করে। কেন? কারণ আপনি তার নিরাপত্তার অংশ, এবং আপনার সবকিছুর মধ্যে সে অংশ নিতে চায়।

---

🌀 এই তথ্যগুলো যদি আপনাকে চমকে দিয়ে থাকে, তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথেও!

বিড়ালপ্রেমী হোন বা না হোন— এদের আচরণ সত্যিই রহস্যময় ও আকর্ষণীয়। নিচে কমেন্টে জানান, আপনি কোন তথ্যটা আগে জানতেন না! 😻

😓😓
02/07/2025

😓😓

18/04/2025

বউ দিবা কিনা বল😭

Welcome To My Meaw's World😻😽
13/04/2025

Welcome To My Meaw's World😻😽

15/11/2024

Join my live❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meaw's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share