The bandarban travel

The bandarban travel The bandarban travel

"প্রকৃতির নিঃশব্দ ভাষায় শান্তি লুকিয়ে থাকে।"
01/09/2025

"প্রকৃতির নিঃশব্দ ভাষায় শান্তি লুকিয়ে থাকে।"

The magical clouds💨 Bayezid link road, Chattogram🏞️
24/08/2025

The magical clouds💨

Bayezid link road, Chattogram🏞️

কনটেন্ট ক্রিয়েশন জগতের ছয় রত্ন 💗✨বউ নাচিয়ে ভিডিও করা বাদেও যে মানুষকে সুস্থভাবে শিক্ষামূলক কনটেন্ট উপহার দেওয়া যায় ...
21/08/2025

কনটেন্ট ক্রিয়েশন জগতের ছয় রত্ন 💗✨
বউ নাচিয়ে ভিডিও করা বাদেও যে মানুষকে সুস্থভাবে শিক্ষামূলক কনটেন্ট উপহার দেওয়া যায় সেটাই প্রমাণ করে আমাদের সবার প্রিয় এই ছয়জন কনটেন্ট ক্রিয়েটর।

Nadir On The Go - Bangla নাদির ভাই:
যিনি ভ্লগিং শুরু করেছিলেন এমন এক সময়ে, যখন কনটেন্ট মানেই ছিল বাজে নাটক আর ভিউয়ের লোভ। শো-অফ নয়, মানসম্পন্ন গল্প বলেই তিনি আজ আছেন ভ্লগিং-এর শীর্ষে। এক ফোঁটা কন্ট্রোভার্সি ছাড়াই জিতেছেন কোটি মানুষের ভালোবাসা।

Bismillah Agro সাইফ ভাই:
যে মানুষ শহরের চাকরি ছেড়ে গ্রামের খামারে ফিরে এসেছে, হাতে কলমে স্বপ্ন গড়েছে। মাটি, গরু, ধান- সব কিছুই তার ভিডিওতে আছে, কিন্তু এক ফোঁটা অভিনয় নেই। যে মানুষের সরল জীবনযাপন আর সত্যিকারের পরিশ্রম দেখে লাখো মানুষ প্রেরণা পেয়েছে।

RK Sohanসোহান ভাই: যিনি শুধু কন্টেন্ট ক্রিয়েটর নন, বরং একজন কনসিস্টেন্ট নলেজ শেয়ারার। ‍বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যা অনেকেই ভুলতে বসেছে, সেগুলোকেই তিনি নতুনভাবে তুলে ধরেছেন তার তথ্যবহুল কন্টেন্টের মাধ্যমে। তার ভিডিও দেখে মানুষ জানছে এমন অনেক কিছু, যেগুলোর সঙ্গে নিজের শেকড়ের নতুন পরিচয় ঘটছে।

Ripon Mia রিপন ভাই তার সম্পর্কে আর নাই বললাম অতি সাধারণ একজন মানুষ।
সুখে থাকতে বেশি টাকা পয়সা লাগে না ,রিপন মিয়াকে দেখলে বোঝা যায়।

Salahuddin Sumonভাই:
সাংবাদিকতা ছেড়ে গ্রাম, ইতিহাস আর সংস্কৃতির পথে ছুটে চলা এক অনন্য যাত্রী। তার ভিডিও শুধু গল্প নয়, একেকটা জীবন্ত ইতিহাস। বাংলাদেশের মাটি, মানুষ আর অজানা অধ্যায়গুলোকে নতুন চোখে দেখিয়ে দেন।

MD FIZZ ভাই:
গোটা পৃথিবীটাই যার খেলার মাঠ। কাশ্মীরের পাহাড় থেকে কেরালার নদী, আফগানিস্তানের গ্রাম থেকে পাকিস্তানের রাস্তা- প্রতিটি জায়গায় নিজের কণ্ঠে বলেন, “টাকা না থাকলেও স্বপ্ন দেখা যায়, সাহস থাকলে সব সম্ভব।”

এই ছয়জন কন্টেন্ট ক্রিয়েটরের মিল কোথায় জানেন?
তারা প্রমাণ করেছেন, ভদ্রলোকের কনটেন্ট দিয়েও কোটি মানুষের ফ্যানবেস গড়া যায়। তারা আমাদের মনে করিয়ে দেন- “সফলতা পেছনে দৌড়ায়, যদি কনটেন্টে সত্যতা থাকে।”

আজকের সোশ্যাল মিডিয়া যদি আপনাকে ক্লান্ত করে দেয়, তাহলে তাদের ভিডিও দেখে একবার চোখ আর মনকে বিশ্রাম দিন।

19/08/2025

আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে।
আপনার মোবাইলে তোলা সেরা ছবিটা দেখান?

A place where I can lose myself
07/08/2025

A place where I can lose myself

"প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে ...
03/08/2025

"প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা"

নগরের কোলাহল থেকে পালিয়ে আসা শান্তির নাম - গ্রাম🏞️
25/07/2025

নগরের কোলাহল থেকে পালিয়ে আসা শান্তির নাম - গ্রাম🏞️

বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এর মানুষ বেশি লাকি!তারা ৫০ টাকা' খরচ করে পাহাড় দেখতে পারে। আসলেই কিন্তু চট্টগ্রামের মানুষেরা...
11/07/2025

বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এর মানুষ বেশি লাকি!

তারা ৫০ টাকা' খরচ করে পাহাড় দেখতে পারে। আসলেই কিন্তু চট্টগ্রামের মানুষেরা ভাগ্যবান। এদের সমুদ্র সৈকত দেখতেও বেশি টাকা খরচ করতে হয় না, পাহাড় দেখতেও বেশি টাকা খরচ করা লাগেনা। এক সাইডে গেলে পাহাড় আর এক সাইডে গেলে সমুদ্র! আহা, চট্টগ্রামের মানুষ সুখী না হয়ে যাবে কই বলেন? ❤️

গন্তব্য নয়, পথটাই আসল — আর সেই পথে বান্দরবান আমার প্রথম ভালোবাসা💙
01/07/2025

গন্তব্য নয়, পথটাই আসল — আর সেই পথে বান্দরবান আমার প্রথম ভালোবাসা💙

The magical clouds💨 Bayezid link road, Chattogram🏞️
26/06/2025

The magical clouds💨

Bayezid link road, Chattogram🏞️

তোমারে দেখিবার মনে চায়🥹📍 Bhatiary Lake
19/06/2025

তোমারে দেখিবার মনে চায়🥹

📍 Bhatiary Lake

Tasrif Khan💙💙
18/06/2025

Tasrif Khan💙💙

Address

Bandarban
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The bandarban travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The bandarban travel:

Share