F Rabby

F Rabby আসসালামুআলাইকুম সকল ভাই-বোনেরা আমার পেজ টাকে সাপোর্ট দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
(20)

24/03/2025

প্রবাসীদের একটাই সুবিধা, ঈদের শপিং করার চিন্তা নেই.. 🙂

আমার সঙ্গে যারা প্রেম করে প্রত্যেকেই লাখ লাখ টাকা দেয়, iphone 16 pro Max দিতে হয়। আমি সাধারণত এক সপ্তাহের বেশি বয়ফ্রেন...
23/03/2025

আমার সঙ্গে যারা প্রেম করে প্রত্যেকেই লাখ লাখ টাকা দেয়, iphone 16 pro Max দিতে হয়। আমি সাধারণত এক সপ্তাহের বেশি বয়ফ্রেন্ড রাখি না যারা এফোর্ট করতে পারে তারা টিকে যায়। এরপরেও তার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে।

এক তরুণী ঈদের মার্কেট করতে এসেছেন, খুব গর্বের সঙ্গে একটা মিডিয়ায় বলে বেড়াচ্ছেন এসব কথা। শুধু তাই নয়, ওই মেয়ে সঙ্গে করে নাকি বোন এবং ভাগ্নেকে নিয়ে এসেছেন কেনাকাটা করে দেবেন বলে। অথচ নিজে কোন জব করেন না। লন্ডনে থাকা বয়ফ্রেন্ড এক লাখ টাকা দিয়েছেন। এর আগে অবশ্য ওই বয়ফ্রেন্ড তাকে ঈদের মার্কেট একবার করেও দিয়েছেন। অন্যদিকে মার্কেটে আরো একজন বয়ফ্রেন্ড আসবেন যিনি আজকে ঈদের কেনাকাটা করে দিবেন।
এখানে দায় কার? পরিবারের সদস্যরা জানেন এই মেয়ে কোন জব করেন না। বয়ফ্রেন্ডের টাকায় চলেন। এরপরেও দলবেঁধে কেনাকাটা করতে এসেছেন। অর্থাৎ জেনেবুঝেই তারা মেয়েকে ওই পথে নামিয়েছেন। আইফোনে, সপ্তাহান্তে ভালো রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া, ছবি তোলা, ভালো ভালো ড্রেস- এইতো ! নিজে যে বিক্রিত পণ্য এই বোধটুকো অবশ্য তাদের নেই।
একটা না, বয়ফ্রেন্ড থেকে ভিক্ষার টাকায় লাক্সারিয়াস লাইফ লিড করেন এমন নির্লজ্ব বেশ কয়কজনের গর্ভবতী হওয়া ভিডিওই দেখলাম।

আরও একটা ভিডিও দেখলাম। যেখানে একটি মেয়ে ঠিক যেন বাঙালি নারীর প্রতিচ্ছবি। যে কখনও বাবাকে ভালোবাসি শব্দটা বলতে পারে না । মাত্র চার অক্ষরের একটা শব্দ বলতে গিয়ে অঝোরে চোখের পানি পড়ছে। যে শব্দটা বলতে গিয়ে বারবার গলা ধরে আসে, লজ্জায় নিজের বাবার কাছেই মুখ লুকাতে হয়।
কান্না যে এতও সুন্দর হয়, অশ্রুসমেত চেহারায় তন্ময় হয়ে তাকিয়ে থাকা যায়- এই মেয়েটি যেন তার বাস্তব উদাহরণ।

আর বাবা বলছিলেন- ওদের সুখেইতো আমি জীবন্ত থাকি। ভালোবাসার বেহেস্তি চাদরে মুড়িয়ে সুখে দিনাতিপাত করি। এইতো চাই- সন্তানরা ভালো থাকুক, হাসিতে থাকুক।
একটা মধ্যবিত্ত ফ্যামিলির ভেতরের গল্প টা ঠিক এমন ই! মেয়েকে বাজারী পণ্য করেননি। নিজের শ্রম-ঘামে যতটুকো হয়, ঠিক ততটুকেই লেপ্টে দিয়েছেন ভালোবাসায়।

দুনিয়ার সবাই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত থাকবে না- এটাই স্বাভাবিক। সামর্থ থাকলে ঈদের কেনাকাটায় ১০ লাখ খরচ করুক, কারও সমস্যা নেই। কিন্তু জোড় গলায় বাজারে বিক্রি হয়ে নিজের ঢোল পিটানোয় লাভটা কী !

22/03/2025

❝ কে উত্তম? ❞

“(তোমার দেবতাগণ ভালো) নাকি যিনি দুর্দশাগ্রস্তের ডাকে সাড়া দেন তিনি?” (২৭-সূরা আন নামল: আয়াত-৬২)

কার কাছে দুর্বল ও অত্যাচারিতরা বিজয় কামনা করে?

কার নিকট সকলে আকুল আবেদন করে? তিনি আল্লাহ। তিনি ছাড়া অন্য কারও উপাস্য হওয়ার অধিকার নেই।

অতএব, আমার ও আপনার কর্তব্য হল স্বচ্ছল ও অস্বচ্ছল উভয় অবস্থায়ই তাকে আহবান করা, তার নিকট সাহায্য প্রার্থনা করা, দুঃসময়ে তার কাছে আশ্রয় চাওয়া, অনুতপ্ত হয়ে কেঁদে কেটে তার দরবারে আরাধনা করা; তাহলেই তার সাহায্য দ্রুত আসবে।

“(তোমার দেবতাগণ ভালো) না কি যিনি দুর্দশাগ্রস্তের ডাকে সাড়া দেন তিনি?” (২৭-সূরা আন নামল: আয়াত-৬২)

তিনি ডুবন্ত ব্যক্তিকে রক্ষা করেন, মজলুমকে বিজয় দান করেন, পথহারাকে পথ দেখান, অসুস্থকে সুস্থ করেন, আর দুর্দশাগ্রস্তদের সাহায্য যোগান।

“যখন তারা জল জাহাজে (নৌযানে) চড়ে তখন তারা (আল্লাহর) দ্বীনের (ধর্মের) একনিষ্ঠ অনুসারী হয়ে তাকে (আল্লাহকে) বিনীতভাবে ডাকে।" (২৯-সূরা আল আনকাবূতঃ আয়াত-৬৫)

মানুষেরা দুর্দশা দূর করার জন্য যেসব আবেদন করে থাকে, আমি আপনাকে তার জন্য সুন্নাহের কিতাবের কথা বলছি। সে সব কিতাবে আপনি নবী প্রদত্ত দোয়া (প্রার্থনা) দেখতে পাবেন (ও শিখে নিবেন), তা দিয়ে আপনি আল্লাহ্‌কে ডাকতে পারবেন, তাঁর নিকট আকুল আবেদন জানাতে পারবেন এবং তার সাহায্য চাইতে পারবেন এবং যদি আপনি তার প্রতি আপনার ঈমান (বিশ্বাস) হারিয়ে ফেলেন তবে আপনি সব কিছু হারালেন। তার নিকট আকুল আবেদন করে আপনি সর্বোচ্চ ইবাদত করছেন। আপনি নিয়মিতভাবে, বিরতিহীনভাবে ও একনিষ্ঠভাবে প্রার্থনা করেন তবে আপনি দুশ্চিন্তা ও উদ্বিগ্নতা থেকে মুক্তি লাভ করবেন। তারটা ছাড়া সব রশিই কাটা, তারটা ব্যতীত সকল দ্বারই রুদ্ধ। তিনি নিকটবর্তী, তিনি সবকিছুই শুনতে পান ও যারা তার নিকট আকুল আবেদন করে তিনি তাদের ডাকে সাড়া দেন।

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
_______________________________________

“তোমরা আমাকে ডাক (আমার নিকট আকুল আবেদন কর) তাহলেই আমি তোমাদের আবেদনে সাড়া দিব।" (৪০-সূরা আল মু'মিন: আয়াত-৬০)

যদি আপনি দুঃখ-বেদনা নিয়ে বেঁচে থাকেন তবে আল্লাহকে স্মরণ করুন, তার তাসবীহ পাঠ করুন ও তার নিকট সাহায্য প্রার্থনা করুন। সত্যিকার মুক্তি পাওয়ার জন্য সেজদাহ করে তাঁর প্রশংসা জ্ঞাপন করুন। দু'হাত তুলে নাছোড় বান্দা হয়ে তার নিকট সাহায্য প্রার্থনা করুন। তার দরজায় ধরনা ধ

আজ ১৭ রমযান ঐতিহাসিক ‘বদর’ দিবস ✨বদরের যু*দ্ধ (আরবি: غزوة بدر‎‎) ২ হিজরির ১৭ রমজান  মুসলিমদের সাথে কা"ফের/মু"শরি*কদের মা...
18/03/2025

আজ ১৭ রমযান ঐতিহাসিক ‘বদর’ দিবস ✨

বদরের যু*দ্ধ (আরবি: غزوة بدر‎‎) ২ হিজরির ১৭ রমজান
মুসলিমদের সাথে কা"ফের/মু"শরি*কদের মাঝে এ যু*দ্ধ সংঘটিত হয়।

🏹 মুসলিম সৈন্য — কা"ফির সৈন্য

⚔ ৩১৩ জন — ১০০০ জন
🗡 ৮ টি ত*লো*য়ার — ৬০০ স*শস্ত্র সৈন্য
🐪 ৭০ টি উট — ৭০০ উট
🐎 ২ টি ঘোড়া — ৩০০ টি ঘোড়া
☪ ১৪ জন শ*হীদ — ৭০ জন মৃ*ত্যু
🔗 ০০ জন ব*ন্দী — ৭০ জন ব*ন্দী

📢 বদর যু*দ্ধে মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন:
হযরত মুহাম্মাদ (সাঃ) ﷺ

🛡 অন্যতম সেনাপতি ছিলেন:
1️⃣ হযরত আবু বকর সিদ্দীক (রা:)
2️⃣ হযরত উমর ইবনে খাত্তাব (রা:)
3️⃣ হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব (রা:)
4️⃣ হযরত আলী ইবনে আবু তালিব (রা:)

📖 ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যু*দ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষ"মতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। 🏆

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when F Rabby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share