FR BD adventures

FR BD adventures I love video making. So please follow my page

18/03/2025

১। জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের সাথে ইফতার করার জন্য নিজে রোজা রাখছে! ভাবা যায়!

২। রোহিঙ্গাদেরকে জাতিসংঘের মহাসচিব নিজে - আসসালামু আলাইকুম বলছে!

৩। ডক্টর ইউনুস টুপি মাথায় দিয়ে বক্তৃতা দিছে, জাতিসংঘের মহাসচিবরে পাঞ্জাবি পড়াইছে!
.... বিশ্ব নেতৃত্বের সামনে ডক্টর মুহম্মদ ইউনূস ইসলামিক কালচার এবং মূল্যবোধকে যেভাবে আপহোল্ড করছেন এক কথায় সেটা অসাধারন! এর আগে এমনভাবে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান বিশ্বমঞ্চে ইসলামী মূল্যবোধকে এভাবে প্রাধান্য দিয়েছেন কিনা আমার জানা নাই!

উনার বক্তৃতার কথা আর কি বলবো! এক কথায় অসাধারণ! ❤️ এর আগে বাংলাদেশের কোন রাষ্ট্র নায়ক কখনো তার অডিয়েন্সকে এভাবে দরদ নিয়ে এড্রেস করেন নাই!

ডক্টর ইউনূসের অনেক কিছুর সাথে দ্বিমত পোষণ করি কিন্তু তার সততা, দেশপ্রেম আর একাগ্রতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই!

জুলাই অভ্যুত্থানের সাথে নূন্যতম কমিটেড থাকতে চাইলে আগামী ৩ বছরের ভিতর নির্বাচন নিয়ে কোন কথা বলা যাবে না! ডক্টর ইউনূসকে তার কাজ করতে দিতে হবে! প্রয়োজনে ডক্টর ইউনুস গণভোটের আয়োজন করুক দেশের মানুষ আসলেই সংস্কার ছাড়া নির্বাচন চায় কিনা!

দৈনন্দিন জীবনে আমরা প্রতেকেই শেভিং ব্লেড ব্যবহার করে থাকি। ব্যবহার করার পর ডাস্টবিনে ফেলে দিই এবং এই ব্লেডের সর্বশেষ গন্...
16/03/2025

দৈনন্দিন জীবনে আমরা প্রতেকেই শেভিং ব্লেড ব্যবহার করে থাকি। ব্যবহার করার পর ডাস্টবিনে ফেলে দিই এবং এই ব্লেডের সর্বশেষ গন্তব্য হয় ময়লার ভাগাড়। ফেলে দেওয়ার আগে কখনও ভাবি না এর ক্ষতিকর প্রভাবটা কী হতে পারে।

ব্লেড হচ্ছে আমাদের ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ধারালো বস্তু। এমনকি যুদ্ধের ময়দানে ব্যবহৃত সোওর্ড থেকেও। সুতরাং এর অপব্যবহার বা অসাবধান ব্যবহার হতে পারে বড় ধরনের ক্ষতির কারন। এমনকি জীবননাশও হতে পারে। হয়ও তা ই।

ফেলে দেওয়া ময়লাগুলো পশুপ্রাণীর খাবারের উৎস। ব্লেডগুলো এতো ছোট যে, কুকর, বিড়াল বা এ জাতীয় পশু আলাদা করতে পারে না। ময়লার ভিতর রয়ে যাওয়া ব্লেডগুলোও এরা খেয়ে ফেলে। ফলে অনেক সময় হয়তো গলায় আটকে যায়। কখনও কলনও গলায় প্রবেশের আগেই আহত করে ফেলে। আর আহত হয়ও এমন এক অংশে যা বেচে থাকার জন্য অতীব গুরুত্বপূর্ণ।

মানুষের মতো না পারে প্রকাশ করতে, না পারে এর কোন চিকিৎসা করে সেড়ে উঠতে। ফলে অনেক অবুঝ প্রাণীর মৃত্যু ঘটে। একবার খেয়াল করে দেখুন তো, ফেলে দেওয়া ব্লেডটি কেমন করে আপনার অজান্তে অবুঝ প্রাণীগুলোর জীবন কেড়ে নিচ্ছে।

ব্যবহারের পর ব্লেডগুলোকে আমরা কোন শক্ত বক্স কিংবা বোতলের ভিতর ভরে ডাস্টবিনে ফেলতে পারি। অথবা মাটির নিচে অনেক গভীরে পুতে রাখতে পারি। কিছু সময় পর জং ধরে মাটিতে মিশে যাবে। অথবা জমিয়ে রেখে অন্যসব মেটাল জিনিসপত্র ভাঙ্গারির নিকট বিক্রি করার সময় আলাদা করে দিয়ে দিতে পারি যেন এরা এটাকে রিসাইকেল করে ফেলতে পারে। এর ফলে আমাদের কোন ক্ষতি বা টাকা পয়সা খরচ হবে না, কিন্তু বেচে যেতে পারে অনেক নিরপরাধ প্রাণী।

আসুন আজ থেকে এই ছোট পরিবর্তনটি প্র্যাকটিস করি। অন্যকে উৎসাহিত করি।

আর বেশি বেশি শেয়ার করে প্রাণীর জীবন বাচাই।

আমরা অনেক সময় ভাবি, "আমার ভাগ্য কেন এমন?" কিংবা "আমি কেন এমন অবস্থায় আছি?" কিন্তু, জানেন কি? আপনার চিন্তাভাবনা আপনার ভাগ...
03/03/2025

আমরা অনেক সময় ভাবি, "আমার ভাগ্য কেন এমন?" কিংবা "আমি কেন এমন অবস্থায় আছি?" কিন্তু, জানেন কি? আপনার চিন্তাভাবনা আপনার ভাগ্যের মূল চাবিকাঠি! 🧠✨

আজকাল অনেকেই মনে করে যে জীবন একেবারে দুঃখ-দুর্দশায় ভরা। কিন্তু, আপনি কি জানেন, আপনার চিন্তাভাবনা সেই জীবনের পেছনে প্রধান চালিকা শক্তি হতে পারে? 😲

উদাহরণ দিয়ে বুঝি:

ধরা যাক, আপনি খুবই নেতিবাচক চিন্তা করছেন, যেমন— "আমি সফল হতে পারব না", "এটা আমার পক্ষে সম্ভব নয়"। এই ধরনের চিন্তা আপনার ভিতরের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আপনি সেই লক্ষ্য থেকে দূরে চলে যান।

তবে যদি আপনি ইতিবাচকভাবে ভাবেন, যেমন— "আমি এটি করতে পারব", "আমি চেষ্টা করে দেখব", তাহলে আপনার মনোভাব একদম বদলে যাবে। এই ইতিবাচক চিন্তা আপনাকে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে! 🚀💡

নিউটনের থিওরি থেকে শেখা:

আপনি যদি জানেন, নিউটন তার "Law of Motion" এ বলেছিলেন— "যতটুকু শক্তি প্রয়োগ করা হবে, ততটুকু প্রভাব পড়বে"। এটি শুধু শারীরিক বলের বিষয় নয়, মানসিক বলেরও ব্যাপার! আপনার চিন্তা যত বেশি ইতিবাচক হবে, তত বেশি ফল আপনি পাবেন।

চিন্তার শক্তি:

👉 চিন্তাভাবনা শক্তিশালী: আপনি যেটি ভাববেন, সেটি একদিন বাস্তবে ঘটতে পারে। 👉 মনের শক্তি: আমাদের মনের ক্ষমতা অসীম। তাই, আপনি যেভাবে ভাববেন, আপনার ভাগ্যও সেভাবে গড়ে উঠবে। 👉 সফলতা: চিন্তা শুধুমাত্র ভবিষ্যতকে নয়, বর্তমানও বদলাতে সাহায্য করতে পারে।

📣 আপনার চিন্তাভাবনা কীভাবে আপনার জীবনে প্রভাব ফেলে?

এখন, আপনাদের কী মনে হয়? আপনার চিন্তাভাবনা কি আপনার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম? নিচে মন্তব্যে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন!

এক দোকানে গিয়েছিলাম, তখনও সন্ধ্যা হয়নি। ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান।স্যান্ডেলের দাম ৬০ টাকায় নিলাম। কিন্তু আ...
19/02/2025

এক দোকানে গিয়েছিলাম, তখনও সন্ধ্যা হয়নি। ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান।

স্যান্ডেলের দাম ৬০ টাকায় নিলাম। কিন্তু আমার কাছে তো ভাংতি নেই, ছিল মাত্র ১০০০ টাকার নোট।

দোকানদার নিজে থেকেই বললেন— "সমস্যা নাই দেন"।

আরো কয়েকজন ক্রেতা তখন স্যান্ডেল দেখছিল।

ঠিক তখনই আমার মোবাইলে কল আসে। কথা বলতে বলতে দোকানির দেওয়া বাকি টাকা পকেটে গুজে চলে আসি। অন্যমনস্ক থাকার কারণে টাকাটা গুনে নেওয়া হয়নি, যদিও সেটা করা উচিত ছিল।

রাতে বাসায় ফিরে টাকা বের করলাম। দেখি, তিনটা ৫০০ টাকার নোট! সর্বনাশ!

দোকানদার স্যান্ডেলের দাম তো রাখেনইনি, উল্টো ৫০০ টাকা বেশি দিয়ে দিয়েছেন!

আমার এতটা সততা নেই যে আনন্দ পাইনি— একটু খুশিই হয়েছিলাম।

কিন্তু কয়েক মিনিট পর থেকেই ভিতরে অস্বস্তি লাগতে শুরু করলো।

লোকটার সারাদিনের কষ্টের আয় হয়তো এই ৫০০ টাকা, যা এখন আমার কাছে!

তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম, লোকটাকে বের করতেই হবে!

প্রায় আধা ঘণ্টা খুঁজেও পেলাম না। এই শহরে শত্রুর দেখা সহজে মেলে, কিন্তু হারানো মানুষের না!

রাতটা ভালো কাটলো না। সকালেও খুঁজতে গেলাম, পেলাম না।

দুপুরে গিয়ে অবশেষে পেয়ে গেলাম তাকে।

টাকাটা ফেরত দিলাম।

লোকটার হাসি বলে দিচ্ছিল, গতরাতেও তিনি হয়তো অনেক হিসাব কষে এই টাকা মেলানোর চেষ্টা করেছেন, পারেননি।

এবার মিলে গেল!

তিন মাস পর ঢাকার বাইরে গিয়েছিলাম। বাসের যাত্রাবিরতিতে এক হোটেলে খেতে নামলাম।

খাওয়া শেষে বাসে উঠে দেখি, সর্বনাশ!

আমার কাঁধের ব্যাগটা হোটেলেই রেখে এসেছি!

ব্যাগে ছিল প্রায় ১০,০০০ টাকা আর একটা মোবাইল।

তৎক্ষণাৎ বাস থেকে নেমে পড়লাম।

প্রায় ৪০ মিনিট পর হোটেলে পৌঁছালাম, কিন্তু ব্যাগ নেই!

চোখে পানি চলে এলো, এতদিনের সঞ্চিত টাকা...

ধীরে ধীরে আশা ছেড়ে দিচ্ছিলাম।

তখনই পেছন থেকে এক কিশোর ডেকে বলল—

"ভাই, আপনার ব্যাগটা এখানে রেখে গিয়েছিলেন!"

ছেলেটি নাকি আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি শুনিনি।

ব্যাগ খুলে দেখি, সবকিছু আগের মতোই আছে!

হিসাব মিলাচ্ছি—

হয়তো সেই স্যান্ডেলওয়ালার উপকারের প্রতিদানই আজ ফিরিয়ে দিলেন কেউ!

আপনি কারও উপকার করলে সেটি কখনো বৃথা যায় না। হয়তো যার উপকার করলেন, সে আপনাকে ফেরত দিতে পারবে না। কিন্তু আল্লাহ অন্য একজনের মাধ্যমে আপনাকে ফিরিয়ে দেবেন, ইনশাআল্লাহ!

বিশ্বাস রাখুন, উপর থেকে কেউ একজন আমাদের জীবনের সুতো টানছেন!

- সংগৃহীত

ইস্তেগফার (استغفار) বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনেক উপকারিতা রয়েছে, যা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এটি কেবল প...
10/02/2025

ইস্তেগফার (استغفار) বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনেক উপকারিতা রয়েছে, যা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এটি কেবল পাপের ক্ষমা পাওয়ার মাধ্যমই নয়, বরং দুনিয়া ও আখিরাতে অসংখ্য কল্যাণ বয়ে আনে। নিচে এর কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরা হলো—

১. পাপ ক্ষমা হয়

আল্লাহ তাআলা কুরআনে বলেছেন—
"তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল।"
(সূরা নূহ: ১০)

২. রিজিক ও বরকত বৃদ্ধি পায়

ইস্তেগফার করলে আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিক বৃদ্ধি করেন। কুরআনে এসেছে—
"তিনি (আল্লাহ) তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন।"
(সূরা নূহ: ১১-১২)

৩. দুঃখ-দুর্দশা ও সংকট দূর হয়

হাদিসে এসেছে—
"যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাকে সকল সংকট থেকে মুক্তি দেবেন, সকল চিন্তা দূর করে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিক দেবেন।"
(আবু দাউদ: ১৫১৮)

৪. অন্তরের প্রশান্তি লাভ হয়

ইস্তেগফার করলে হৃদয়ে প্রশান্তি ও স্বস্তি আসে, কারণ এটি আত্মশুদ্ধির একটি অন্যতম মাধ্যম।

৫. আল্লাহর ভালোবাসা অর্জন হয়

আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন। কুরআনে এসেছে—
"নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন।"
(সূরা আল-বাকারা: ২২২)

৬. জান্নাতে প্রবেশের পথ প্রশস্ত হয়

যারা আল্লাহর কাছে নিয়মিত ইস্তেগফার করে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।

নিয়মিত ইস্তেগফার পাঠ করলে দুনিয়া ও আখিরাতে অগণিত কল্যাণ লাভ করা সম্ভব।

আপনার মস্তিষ্ক এমন একটি শক্তি, যা ব্যবহার করে আপনি নিজেকে, এবং পুরো বিশ্বকে বদলে দিতে পারেন। আপনার গোপন শক্তিকে কাজে লাগ...
05/02/2025

আপনার মস্তিষ্ক এমন একটি শক্তি, যা ব্যবহার করে আপনি নিজেকে, এবং পুরো বিশ্বকে বদলে দিতে পারেন। আপনার গোপন শক্তিকে কাজে লাগান এবং নিজের সেরা ভার্সনকে বের করে আনুন

আপনার ব্রেইন আপনাকে সঠিক পথ দেখাতে প্রস্তুত। কেবল তিনটি কাজ করে দেখুন:

1️⃣ নিজেকে বিশ্বাস করুন। আপনি যা ভাববেন, তাই বাস্তবায়িত হবে। তাই আপনার চিন্তাগুলোকে ইতিবাচক রাখুন। অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের মতামত পরিবর্তন করবেন না, আপনি একবার যেটা বলেছেন সেটাই হবে।

2️⃣ ছোট লক্ষ্য ঠিক করুন। প্রতিদিন একটি কাজ করুন, যা আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে। এবং ঘুমানোর আগে ভাবুন আজকে নতুন কি করলেন

3️⃣ নিজেকে পুরস্কৃত করুন। ছোট সাফল্যের জন্য নিজেকে ধন্যবাদ দিন। এবং আসেপাশের মানুষের সস্তা কথায় কান দিবেননা। এটি আপনাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে।

💡 আপনার ব্রেইন দিনে ৭০,০০০ চিন্তা করতে পারে!

আপনি যত বেশি পজিটিভ চিন্তা করবেন, আপনার ব্রেইন তত বেশি প্রোডাকটিভ হয়ে উঠবে। আপনি হয়ে উঠবেন সুপার হিউম্যান।

💡 মস্তিষ্ক কখনো বিশ্রামে থাকে না।

ঘুমানোর সময়ও আপনার ব্রেইন কাজ করে এবং স্মৃতিগুলোকে সাজিয়ে রাখে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমান, এটি আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াবে।

💡 মস্তিষ্কের ৭৫% পানি।

যথেষ্ট পানি পান করলে আপনার ব্রেইন আরো কার্যকরভাবে কাজ করতে পারে।

💡 নিউরোপ্লাস্টিসিটি:

আপনার ব্রেইন নিজেকে নতুন অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে পারে। যদি আপনি নিয়মিত নতুন কিছু শেখার চেষ্টা করেন, আপনার মস্তিষ্ক শক্তিশালী হতে থাকবে।

ভুলেও আমাকে ফলো করবেন না। কারণ, ফলো করলে আমার শেখানোর আগ্রহ এতটাই বেড়ে যাবে যে, আপনি না চাইলেও আপনাকে শিখিয়ে ছাড়ব।😁

🌟 এই পোস্ট ভালো লাগলে শেয়ার করুন আর আপনার মন্তব্য জানাতে ভুলবেন না! 😊

জীবন এবং বাস্তবতা খুবই কঠিন। রাত ০৩ টা ২৭ মিনিট। কুয়াশাময় গভীর  রাতে পরিচ্ছন্নতা কর্মী তার কাজে নিয়োজিত।
02/02/2025

জীবন এবং বাস্তবতা খুবই কঠিন। রাত ০৩ টা ২৭ মিনিট। কুয়াশাময় গভীর রাতে পরিচ্ছন্নতা কর্মী তার কাজে নিয়োজিত।

মাহে রমজান ২০২৫সেহরি ও ইফতারের সময়সূচি হিজরি ১৪৪৬
28/01/2025

মাহে রমজান ২০২৫
সেহরি ও ইফতারের সময়সূচি হিজরি ১৪৪৬

26/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Chittagong

Telephone

+8801845334422

Website

Alerts

Be the first to know and let us send you an email when FR BD adventures posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share