18/03/2025
১। জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের সাথে ইফতার করার জন্য নিজে রোজা রাখছে! ভাবা যায়!
২। রোহিঙ্গাদেরকে জাতিসংঘের মহাসচিব নিজে - আসসালামু আলাইকুম বলছে!
৩। ডক্টর ইউনুস টুপি মাথায় দিয়ে বক্তৃতা দিছে, জাতিসংঘের মহাসচিবরে পাঞ্জাবি পড়াইছে!
.... বিশ্ব নেতৃত্বের সামনে ডক্টর মুহম্মদ ইউনূস ইসলামিক কালচার এবং মূল্যবোধকে যেভাবে আপহোল্ড করছেন এক কথায় সেটা অসাধারন! এর আগে এমনভাবে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান বিশ্বমঞ্চে ইসলামী মূল্যবোধকে এভাবে প্রাধান্য দিয়েছেন কিনা আমার জানা নাই!
উনার বক্তৃতার কথা আর কি বলবো! এক কথায় অসাধারণ! ❤️ এর আগে বাংলাদেশের কোন রাষ্ট্র নায়ক কখনো তার অডিয়েন্সকে এভাবে দরদ নিয়ে এড্রেস করেন নাই!
ডক্টর ইউনূসের অনেক কিছুর সাথে দ্বিমত পোষণ করি কিন্তু তার সততা, দেশপ্রেম আর একাগ্রতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই!
জুলাই অভ্যুত্থানের সাথে নূন্যতম কমিটেড থাকতে চাইলে আগামী ৩ বছরের ভিতর নির্বাচন নিয়ে কোন কথা বলা যাবে না! ডক্টর ইউনূসকে তার কাজ করতে দিতে হবে! প্রয়োজনে ডক্টর ইউনুস গণভোটের আয়োজন করুক দেশের মানুষ আসলেই সংস্কার ছাড়া নির্বাচন চায় কিনা!