
10/10/2024
সুন্নি গড়নার দুইজন আলেম মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে সাক্ষাৎ করার কারণে, সুন্নি জামাতের মুরুব্বিরা এই দু'জন বক্তাকে প্রকাশ্যে কালেমা পড়ে নতুন করে তাওবা করার নসিহত করেছেন, এবং তারা করতে বাধ্য হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে মতের ভিন্ন একজন আলেমের সাথে সাক্ষাৎ করলে কি প্রকাশ্যে তওবা করতে হয়? এটাই'কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ ও আকিদা?
একজন অমুসলিমের সাথে হাত মিলালে কি কেউ কা/ফের হয়ে যায়..? কিন্তু মিজানুর রহমান আজহারির সাথে হাত মিলানোর কারনে তাদের ২জনকে আবার নতুন করে কালেমা পড়তে হয়েছে..? তাহলে চিন্তা করুন এদের আকিদা কতটা ভয়ংকর ও বিষাক্ত!