28/10/2024
তত্ত্বজ্ঞানীগণ বলেছেন, আল্লাহ পাকের আযাব থেকে আত্মরক্ষার ব্যাপারে মু'মিন ও কাফির উভয়ই অসহায়। আল্লাহ পাক ব্যতীত কেউ রক্ষা করতে পারেনা। তবে মু'মিন ও কাফিরের মধ্যে পার্থক্য এতটুকু যে, মু'মিন আল্লাহ পাকের রহমতের আশা করে এবং আল্লাহ পাকের সাহায্য লাভ করতে থাকে, আল্লাহ পাক মু'মিনের হিফাজত করে থাকেন। পক্ষান্তরে কাফিররা আল্লাহ পাকের দরবারে কোনো আশাও করেনা এবং তাঁর সাহায্যও পায়না।
দ্বিতীয়ত, কাফির এ দুনিয়ার লোভে-লাভে সর্বক্ষণ মেতে থাকে, আর প্রকৃত মু'মিনের পেছনে থাকে এ দুনিয়ার সবকিছু।"
[ তফসীরে নূরুল কোরআন: ১৭/৫৭]