আত্মকথা

আত্মকথা কত দুরে চাঁদ তাঁরা,তাও দেখতে পাই

28/10/2024

তত্ত্বজ্ঞানীগণ বলেছেন, আল্লাহ পাকের আযাব থেকে আত্মরক্ষার ব্যাপারে মু'মিন ও কাফির উভয়ই অসহায়। আল্লাহ পাক ব্যতীত কেউ রক্ষা করতে পারেনা। তবে মু'মিন ও কাফিরের মধ্যে পার্থক্য এতটুকু যে, মু'মিন আল্লাহ পাকের রহমতের আশা করে এবং আল্লাহ পাকের সাহায্য লাভ করতে থাকে, আল্লাহ পাক মু'মিনের হিফাজত করে থাকেন। পক্ষান্তরে কাফিররা আল্লাহ পাকের দরবারে কোনো আশাও করেনা এবং তাঁর সাহায্যও পায়না।
দ্বিতীয়ত, কাফির এ দুনিয়ার লোভে-লাভে সর্বক্ষণ মেতে থাকে, আর প্রকৃত মু'মিনের পেছনে থাকে এ দুনিয়ার সবকিছু।"

[ তফসীরে নূরুল কোরআন: ১৭/৫৭]

11/06/2024

গ্রামের তুলনায় শহরের মানুষ অধিক সহজসরল এবং উদার হয়ে থাকে। শহরের মানুষের মধ্যে হিংসাও সাধারণত কম থাকে। এর কারণ হচ্ছে, শহরের মানুষকে জীবনধারণের জন্য অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হয়! তারা অন্যের সমালোচনা করার মতো সময়ই পায় না।

আর গ্রামের অধিকাংশ মানুষ বছরের অধিকাংশ সময় তেমন কোনো কাজই করে না। দিনের কিছু সময় টুকটাক কাজ করে বিকেলে চা দোকানের আড্ডাকে তারা গিবতের কারখানা বানিয়ে ছাড়ে! পরিবারের কেউ না কেউ শহরে বা বিদেশে থেকে টাকা পাঠায়, আর পরিবারের সবাই মিলে তাতে ফুটানি করে!!

গ্রামে অধিকাংশ ক্ষেত্রে একটি পরিবার আরেকটি পরিবারের বিরুদ্ধে যুগের পর যুগ অকারণেই লেগে থাকে। একজন লোক আরেকজন লোকের বিরুদ্ধে লেগে থাকাটাই যেন স্বাভাবিক। বাকীরা কখনো সে সব বিরোধ মিটাবার চেষ্টাও করে না। বরং গ্রাম্য বিরোধগুলো টিকিয়ে রাখাকেই তারা নিজেদের ঐতিহ্য বানিয়ে নিয়েছে।

একটি মেয়ের বিয়ে দিতে গেলে বুঝা যায় গ্রামের মানুষ কতো সহজসরল। আর যদি কেনো মেয়ের সংসার ভেঙ্গে যায় কোনো কারণে তাহলে বুঝতে পারবেন ও সমাজের মানুষকে মুখে কতো বিষ! একটি পরিবার যদি একটু ভাল আয় উন্নতি করে তাহলে আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী ও দূরবর্তী সবাই তাদের ক্ষতি কামনায় উঠেপড়ে লাগে!! শহরে সাধারণত এমনটি দেখা যায় না।

এদের অলস মস্তিষ্ক গ্রামের নির্মল প্রাকৃতিক সবুজ পরিবেশকে বাস অনুপযোগী দুষিত করে ছাড়ে! দীর্ঘ দিন শহরে থাকা মানুষ তাই ইচ্ছে করলেও গ্রামে শান্তিতে থাকতে পারে না। অথচ অনেকেই স্বপ্ন দেখেন, কর্মজীবন শেষে আবার গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বাকী জীবনটা কাটাবেন!! গ্রামের পরিবেশ যতো সুন্দর, মানুষগুলোর চিন্তাধারা ততোধিক জটিল। কিছু ব্যতীক্রম তো আছেই!!

11/06/2024

21/08/2023

জীবন সহজ নয়, আপনাকে সহজ বানিয়ে নিতে হবে।

02/08/2023
জীবনের প্রতি অনিহা৷ ব্যর্থতায় জীবনের অর্থই খুজে পাচ্ছেন না। হয়তো আপনি মানসিকভাবে খুবই দুঃখ কষ্ট নিয়ে এখন ফেসবুক স্ক্রল ক...
23/06/2023

জীবনের প্রতি অনিহা৷ ব্যর্থতায় জীবনের অর্থই খুজে পাচ্ছেন না। হয়তো আপনি মানসিকভাবে খুবই দুঃখ কষ্ট নিয়ে এখন ফেসবুক স্ক্রল করছেন।

কিন্ত আপনি জানেন কি?
সময়ের আলোচিত এই টাইটানে আটকা পড়া যাত্রীরা বিপুল অর্থবিত্তের মালিক। হয়তোবা ওরা কেউ বেচে নাই, মৃত বলেই ঘোষণা এসেছে। কিন্ত ওরা মৃত্যুর আগে ওদের জীবনে আয় করা মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে যদি আপনার জায়গায়ও থাকতে পারতো তাও বিনা হিসাবে মেনে নিতো। বিশ্বাস করুন, সাফল্য একটি আপেক্ষিক বিষয়। যে যেই অবস্থায় আছেন সেটাকে ভ্যালু দিয়ে, আলহামদুলিল্লাহ বলে সর্বাবস্থায় সে নিয়ামতকে উপভোগ করা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ন।

আমাদের জীবনের অন্যতম একটি সফলতা কি জানেন? বেচে থাকা। আল্লাহর পক্ষ থেকে এটি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত, উপহার

04/05/2023

#ব্যবহার" এমন একটি আশ্চর্যজনক অস্পর্শনীয় বস্তু_
যা মানুষকে অনেক উঁচুতে উঠাতেও সক্ষম, আবার নিচে নামাতেও সক্ষম🫰
আপনি টাকা পয়সা দিয়ে হয়তো ক্ষনিকের জন্য কারো প্রিয় মানুষ হতে পারবেন, কিন্তু ব্যবহার দিয়ে প্রিয় মানুষ হওয়ার স্থায়ীত্ব সবসময় দীর্ঘ🌸 যখন আপনার সময় খারাপ যাবে, আর্থিকভাবে অসচ্ছল থাকবেন তখন কিন্তু আপনি আর কারও প্রিয় মানুষের লিস্টে থাকবেন না, কিন্তু আপনি যদি হন উত্তম ব্যবহারের অধিকারী, ভদ্রতা, নম্রতা ও পজিটিভিটিতে পরিপূর্ণ তাহলে আপনার যতই দুঃসময় যাক কিছু মানুষ আপনার জন্য আজন্ম থেকে যাবে❤️ এটলিস্ট মানসিক শান্তি দেওয়ার জন্য হলেও🦋✨
লিংক আপ শুধু টাকায় হয়না💸 লিংক আপের ভাগীদার কথার মাধুর্যতাও☺️🫶

02/05/2023

"যদি তোমারা শুকরিয়া আদায় করো, তবে অবশ্যই আমি তোমাদের নেয়ামত বাড়িয়ে দিব"
(সূরা-ইব্রাহীম-৭)

Address

Chattagram
Chittagong
4209

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত্মকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আত্মকথা:

Share