12/04/2025
আমি আর আপনি একসাথে একপথে হাঁটছি।
আপনি স্লোগান তুললেন, নারায়ে তাকবীর। আমি উত্তর দিলাম আল্লাহু আকবর।
এরপরই আপনি পথ আলাদা করে ফেললেন। নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ (দঃ) স্লোগান বাদ দিয়ে চলে গেলেন অন্যদিকে। আল্লাহর পরে যে রাসুল (দঃ) গুরুত্বপূর্ণ সেটা আপনি ভূলে গেলেন।
তাহলে আপনিই বলুন, আমি কিভাবে আপনার সাথে একই পথে হাঁটি?
আপনি নবীকে আপনার পথ থেকে আলাদা করে আশা করছেন আমরা আপনার পথে হাঁটব? সেটা যে বিষয়েই হোক।
যাদের কাছে রিসালাতের মর্যাদা নাই, তাদের সাথে আমরা নাই।
নারায়ে তাকবীর - আল্লাহু আকবর
নারায়ে রিসালাত - ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।