
11/01/2025
📢ধরিয়ে দিন📢ধরিয়ে দিন📢 ধরিয়ে দিন📢
এই প্রতারকদের ধরিয়ে দিন।
💵💵ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে 💵💵
এই প্রতারকদের নাম
👉শরিফ মোঃ শরিফুল ইসলাম, পিতা: মোঃ ইয়াছ উদ্দীন বিশ্বাস, মাতা: মিসেস মনোয়ারা বেগম, সাকিন: মাটিকাটা, জোয়ার সাহারা, ডাকঘর: ঢাকা ক্যান্টনমেন্ট-১২০৬, ক্যান্টেনমেন্ট, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। আইডি নং- ৩৭৭২১৫৫৭৯৬।
🧑🤝🧑🧑🤝🧑আমাদের ৫২ জন ক্লায়েন্টের কাছ থেকে 💵💵১,৫৬,০০,০০০💵💵 লাখ নিয়েছে। আরো বিভিন্ন দেশ ও বিদেশের গ্রাহকদের কাছ থেকে উইরোপে নেওয়ার নাম করে পেমেন্ট নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
👉 Continental Visa Overseas
বাড়ি নাম্বার ১১৪, সদরঘাট রোড, মাদারবাড়ী, থানা: সদরঘাট, জেলা: চট্টগ্রাম।
😭গ্রাহকের টাকা আত্মসাৎ করে সে গাড়ি বাড়ি এবং ফ্ল্যাট কিনে বাকি টাকা বিদেশে পাচার করে।
🫵বাটপারি হলো তার মেইন ব্যবসা। তারা সবাই ব্যাংকে এটি এম বুথ হ্যাক করে টাকা চুরি করার সময় ধরা পড়ে। তা আমরা পরে জানতে পারি। ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন থানা তাদের নামে মামলা আছে।
🫵এই প্রতারকদের থেকে সবাই সাবধান হন এবং
দয়া করে এই প্রতারকদের ধরিয়ে দিন।
ঢাকার মধ্যে আপনাদের আশেপাশে এ প্রতারকদের অবস্থান।
🫵এই প্রতারকদের পরিচয়সহ আত্মীয়-স্বজনসহ বা প্রতারকদের ধরিয়ে দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
📣প্রতারকদের ধরিয়ে দিয়ে অথবা, তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।