Preyopathok-প্রিয় পাঠক

Preyopathok-প্রিয় পাঠক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Preyopathok-প্রিয় পাঠক, Media/News Company, 3rd Floor, Lushai Bhavan, 5 CDA Commercial Area, Momin Road, Patenga.

বেফাঁস বক্তব্য দিয়ে তোপের মুখে জামায়াতের শাহজাহান চৌধুরী আশরাফ আহমেদ, চট্টগ্রামঃবেফাঁস বক্তব্য দিয়ে দলের ভেতর বাইরে প্রব...
23/11/2025

বেফাঁস বক্তব্য দিয়ে তোপের মুখে জামায়াতের শাহজাহান চৌধুরী
আশরাফ আহমেদ, চট্টগ্রামঃ
বেফাঁস বক্তব্য দিয়ে দলের ভেতর বাইরে প্রবল তোপের মুখে পড়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। স্বয়ং জামায়াতে ইসলামীর আমির ড, শফিকুর রহমানের উপস্থিতিতে তার দেয়া বক্তব্যকে ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে দল থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের কথা শোনা যচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমেও শাহজাহান চৌধুরীর বক্তব্যটি ভাইরাল হয়েছে। নেটিজনরাও তাকে তুলোধুনা করে ছাড়ছেন। তার এই বক্তব্য জামায়াতের একটি অংশ সহজভাবে গ্রহন করেননি। ইতোমধ্যে জামায়াতে ইসলামীও শাহজাহান চৌধুরীর বক্তব্যকে প্রত্যাখ্যান করে এটি তার একান্ত নিজের মতামত বলে বিবৃতি দিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে বক্তব্য প্রদানকালে শাহজাহান চৌধুরী ভরা মজলিশে বলেন,"প্রশাসনের যারা আছে, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা দেবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে... আপনাকে প্রটোকল দেবে"।

এ সময় কেন্দ্রীয় এক নেতার দৃষ্টি আকর্ষণ করে শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনি এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম সকাল বেলায় জেনে নেবে, আর আপনাকে প্রোটোকল দেবে। টিএনও (ইউএনও) সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসেব যিনি নমিনি (জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী) তার থেকে খুঁজে বের করতে হবে।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলে ভেতর বাইরে এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে দলের ভেতর থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে শোনা যাচ্ছে। তার এ বক্তব্য নিজস্ব এবং এক্ষেত্রে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রামের জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান।

রোববার (২৩ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় মুহাম্মদ শাহজাহান বলেন, বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই উনার বক্তব্য। এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। তার এই বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি।

তবে নিজের এই বক্তব্য নিয়ে ভিন্নমত পোষন করেছেন শাহজাহান চৌধুরী। তিনি রোববার বলেন, দায়িত্বশীল সমাবেশে মানবিক নেতা ড. শফিকুর রহমানের উপস্থিতিতে আমি যে বক্তব্যটি রেখেছি- সেটা আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের স্বার্থে জাতির স্বার্থে কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টেরিম গভমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে। আমি এটি বোঝাতে চেয়েছিলাম। আমার এই বক্তব্যকে খন্ডিত করে প্রচার করে একটি পক্ষ ফ্যাসিস্টদের সহযোগিতা ও উস্কানি দিচ্ছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

অনেকেই বলছেন সাম্প্রতিক কিছু ঘটনায় শাহজাহান চৌধুরীর ব্যাপারে দলের হাইকমান্ড নাখোশ । সম্প্রতি নগরীর জামাল খান সড়কে বাম ছাত্র সংগঠনের জামায়াত বিরোধী মিছিলে জামায়াত কর্মী আকাশের এক নারী কর্মীকে লাথি মারার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই জামায়াত কর্মী শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

তার আগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া মাদরাসা এবং আহলে সুন্নাত জামাতের অনুসারীদের নিয়ে অপতথ্য দিয়ে বক্তৃতা করে সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

এছাড়া নগরীর বির্জা খালের সংস্কার নিয়ে চসিক,মেয়র ডা.শাহাদাত হোসেনের সাথেও বাকবিতন্ডায় জড়িযে পড়েন।

এদিকে শাহজাহান চৌধুরীর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সেখানের বেশ আলোচনা হচ্ছে।

এম এইচ তামিম লিখেছেন,নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দেয়া শাহাজাহান চৌধুরীর বক্তৃতাকে কেন্দ্র করে আওয়ামী বটফোর্সদের সমালোচনার ঝড়।
তিনি বরাবরের মতোই ভারতীয় আধিপত্য এবং আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স। গতকালের একটি বক্তব্যের কিছু অংশ কাট করে মিডিয়ায় সরগরম চলছে। তিনি বলেছেন প্রশাসনকে আমাদের কথায় উঠতে বসতে হবে।

নুরুল আলম রানা লিখেছেন,দেশটাতো জামাতের বাপ দাদার। এরা নাকি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এদের মধ্যে এখনো রাজাকারে চরিত্র বিদ্যমান। আল্লাহ ওদের হেদায়েত দান করুক আমিন।

আইনি মারপ্যাঁচে ঝুলে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন!আশরাফ আহমেদ,চট্টগ্রামঃমামলা পাল্টা মামলা, আইনি নোটিশে দেশের অন্যত...
14/11/2025

আইনি মারপ্যাঁচে ঝুলে যাচ্ছে চট্টগ্রাম চেম্বার নির্বাচন!
আশরাফ আহমেদ,চট্টগ্রামঃ
মামলা পাল্টা মামলা, আইনি নোটিশে দেশের অন্যতম বনেদী ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ঝুলে যাচ্ছে। এবার আপিল বিভাগের আদেশ অবমাননার অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্যানেলের লিডার ও মামলার বাদী সম্মিলিত ব্যবসায়ী পরিষদের এসএম নুরুল হক ও মোহাম্মদ বেলালকে আইনি নোটিশ পাঠিয়েছেন ইউনাইটেড বিজনেস ফোরামের পরিচালক পদের প্রার্থী আকতার পারভেজ।

তার পক্ষে আইনজীবী মোহাম্মদ আব্দুল হাই নোটিশে উল্লেখ করেন, ‘৩০ অক্টোবর আপিল বিভাগ টাউন অ্যাসোসিয়েশন, ট্রেড গ্রুপের প্রতিনিধিদের ২৪ ঘণ্টার মধ্যে বিবাদী করার নির্দেশনা দিলেও আপিল বিভাগের সেই আদেশ অমান্য করেছেন মোহাম্মদ বেলাল। রিটের বাদী মোহাম্মদ বেলালের এই বিলম্ব ও এড়িয়ে যাওয়ার আচরণ থেকে স্পষ্ট যে, তার উদ্দেশ্য ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যাহত করা।’

‘এছাড়া এসএম নুরুল হক চেম্বার নির্বাচন বানচাল করতে সভা-সমাবেশ করেছেন। সমাবেশে তিনি বলেছেন, নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয় বন্ধ করেছে। অথচ বাস্তবে তারাই একের পর এক মামলা করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করেছেন। এতে তাদের দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে।’

এর আগে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের দ্বন্ধের জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পর্যন্ত্য গড়িয়েছিল। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের অংশগ্রহণ এবং সরাসরি সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন না হওয়া নিয়ে তৈরী হওয়া সংকট নিরসনে চেম্বারের সদস্য তিন ব্যবসায়ী এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে (সালিশি আদালত) পৃথক তিনটি অভিযোগ দাখিল করেছেন। আইনি জটিলতায় পড়ে নির্বাচন বানচালেরও শঙ্কা জেগেছে ব্যবসায়ীদের মাঝে। কিন্তু এতোকিছুর পর আবার যখন ভোটার ও দুই প্যানেলই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবারো নির্বাচন নিয়ে শঙ্কা জেগেছে। আদৌ সহসাই নির্বাচন হচ্ছে কি?

নোটিশে আরও উল্লেখ করা হয়, এসএম নুরুল হক সমাবেশে দাবি করেছেন- নির্বাচন উচ্চ আদালতের স্থগিতাদেশের অন্তর্বর্তী আদেশ অনুযায়ী হতে হবে। যেখানে শুধু টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপগুলোকে বাদ দিতে হবে। যদিও আপিল বিভাগ সরাসরি হাইকোর্টের আদেশ সংশোধন করে পুরো নির্বাচন স্থগিত করেছেন। যতক্ষণ রিট পিটিশন মামলায় জারি করা রুল নিষ্পত্তি না হয়। নুরুল হকের এই দাবি সরাসরি বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ; যা আদালত অবমাননা। এই বক্তব্য আদালতের কার্যক্রমকে অবমূল্যায়ন করেছে, বিশেষ করে আপিল বিভাগের নির্দেশনাকে। আদালতের কার্যক্রমকে অবমূল্যায়ন করে দেওয়া বক্তব্য প্রত্যাহার করা, নিঃশর্ত ক্ষমা প্রকাশ এবং আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করতে ২৪ ঘণ্টা সময় দিয়ে এই নোটিশ জারি করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ব্যবসায়ী মোহাম্মদ বেলালের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর দুই শ্রেণিকে বাদ রেখে নির্বাচন পরিচালনার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। সেই আদেশের পর ২২ অক্টোবর আপিল করে বাণিজ্য মন্ত্রণালয়। আপিল শুনানির পর নির্বাচনে স্থগিতাদেশ দেওয়া হয়।

শুনানি শেষে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালত এ বিষয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিট দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। হাইকোর্টে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়।

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপ সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ইউনাইটেড বিজনেস ফোরাম।

র‍্যাব-পুলিশের টার্গেট এখন কিলার রায়হানআশরাফ আহমেদঃফ্ল্যাশব্যাক ২৯ মার্চ-২৫বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে প্রকাশ্যে গ...
12/11/2025

র‍্যাব-পুলিশের টার্গেট এখন কিলার রায়হান

আশরাফ আহমেদঃ

ফ্ল্যাশব্যাক ২৯ মার্চ-২৫
বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয় নিহত সন্ত্রাসী সরোয়ার বাবলার দুই সহযোগী বখতিয়ার হোসেন মামুন ও মোঃ আবদুল্লাহকে।

ফ্ল্যাশব্যাক-২৫ মে
পতেঙ্গা সী-বিচ এলাকায় বান্ধবীর সাথে আড্ডারত অবস্থায় গুলি করা হয় আলি আকবর প্রকাশ ঢাকাইয়া আকবরকে। দুদিন পর চমেক হাসপাতালে তিনি মার যান।

ফ্ল্যাশব্যাক-২৫ জুলাই
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ব্যবসায়ী মো. ইউনুসের কাছে ফোন করে চাঁদার দাবিতে হুমকি দেয়া হয়। চাঁদা না দিলে মাথার খুলি উড়িয়ে ফেলার হুমকি দেয়া হয়। আগস্টের প্রথম সপ্তাহে ব্যবসায়ী মো. ইউনুসকে গুলি করে হত্যা করা হয়।

ফ্ল্যাশব্যাক-২৫ অক্টোবর
রাউজানে মদুনা ঘাট ব্রিজের কাছে প্রকাশ্যে গাড়ি থামিয়ে গুলিতে খুন করা হয় যুবদল কর্মী ব্যবসায়ী মুহাম্মদ আলমগীর আলমকে।

ফ্ল্যাশব্যাক-৬ নভেম্বর
নগরীর চালিতাতলীতে বিএনপি নেতা এরশাদউল্লাহর গনসংযোগে নিজ বাড়ির সামনে পিস্তল ঠেকিয়ে খুন করা হয় সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাকে।

উপরের পাঁচটি আলোচিত হত্যাকান্ডই চলতি বছর চট্টগ্রামে সংঘটিত হয়।কয়েক মাসের ব্যবধানে সংঘটিত এসব হত্যাকান্ড পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে যেমন উৎকন্ঠায় ফেলেছে তেমনি প্রশাসনের ভাবমুর্তি নিয়েও প্রশ্ন উঠেছে। আর এসব হত্যাকান্ডের সাথে প্রধান কিলার হিসাবে আলোচনায় উঠে এসেছে জেলার শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের নাম। প্রতিটি হত্যাকান্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ ও র‍্যাব নিশ্চিত হয়েছে।

এছাড়া গত বছরের ২১ সেপ্টেম্বর চান্দগাঁওয়ে ইট-বালুর ব্যবসায়ী মো. তাহসীনকে হত্যায় রায়হানের সংশ্লিষ্টতা রয়েছে। গত ২৯ আগস্ট চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন-হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকায় মো. মাসুদ ও মো. আনিছকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলার আসামিও রায়হান।

পুলিশ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এসব হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় দায়ে
রায়হানের কয়েকজন সহযোগীকে র‍্যাব-৭ ও জেলা পুলিশ গ্রেফতার করেছে। তাদের দেয়া প্রাথমিক স্বীকারোক্তিতে এসব হত্যাকান্ড রায়হানের পরিকল্পনাতেই সংঘটিত হয়েছে তারা জানিয়েছে।

আলোচিত এসব হত্যাকান্ডের পর চট্টগ্রামের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর মাথা ব্যাথার কারণ হয়ে দঁড়িয়েছে এই রায়হান। তাই তাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম। গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে তাকে ধরতে জাল বিস্তার করে চলেছে বলে সুএ জানায়।

বর্তমানে সাজ্জাদের অস্ত্রভান্ডারও রায়হান নিয়ন্ত্রন করছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।। ইতোমধ্যে রাউজান সহ একাধিক স্থান থেকে রায়হানের গোপন অস্ত্রভান্ডার থেকে কিছু অস্ত্র উদ্ধার করতে পেরেছে।

সূত্র জানায, টার্গেট কিলিংয়ে পারদর্শী মোহাম্মদ রায়হান। তাই তার উপর প্রতিটি হত্যাকান্ডের দায়িত্ব বর্তায়। আলোচিত এসব হত্যাকান্ডে রায়হানের বিরুদ্ধে সরাসরি কিলিং মিশনে জড়িত থাকার তথ্য পেয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী । তাকে ধরা গেলেই চট্টগ্রামের এসব হত্যাকান্ডের কূল কিনারা হবে বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ তাঁকে ধরতে সক্রিয় দাবি করলেও রায়হান এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। পালিয়ে থাকা অবস্থায়ও তিনি বিভিন্ন অপরাধকাণ্ডে সক্রিয় রয়েছেন। সাত হত্যাসহ ১৫ মামলার আসামি মোহাম্মদ রায়হান মৃত বদিউল আলমের ছেলে।। রাউজানের বাসিন্দা রায়হান কারাগারে আটক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বাহিনীর হাল ধরেন রায়হান।

চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি,রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় তাঁর গোপন আস্তানাও রয়েছে। রায়হানের সাথে পাহাড়ি সন্ত্রাসীদেরও একটি গ্রুপের জড়িত থাকার তথ্য পেয়েছে গোয়েন্দারা। তার বাহিনীতে প্রায় ৩০ জন সক্রিয় সদস্য রয়েছে। তাই আইনশৃংখলা বাহিনী ঐদিকে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বলে জেলা পুলিশের একটি সূএ জানিয়েছে। ঢাকাইয়া আকবর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও রায়হানের নাম উচ্চারণ করেছেন বলে সূত্র জানিয়েছে।

পুলিশ বলছে,সবগুলো হত্যাকান্ডের ধরন প্রায় একই। আগে থেকে ওৎ পেতে থেকে,হুমকী দিয়ে পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী ঠান্ডা মাথায় এসব হত্যাকান্ড ঘটানো হয়। এসব হত্যাকান্ডের স্থানে সাধারনত কোন সিসি ক্যমেরা ছিল না। তাই এসব স্পটকে হত্যার মিশন সাকসেস করার স্থান হিসাবে বেছে নেয়া ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, রায়হানকে গ্রেপ্তারের জন্য আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। বেশ কয়েকটি টিম এখন কাজ করছে।আশা করি সুফল পাবো।

সরোয়ার মার্ডারঃপরিবারের অভিযোগের তীর মীর হেলালের দিকেআশরাফ আহমেদঃশীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা মার্ডারের পর চট্টগ্র...
08/11/2025

সরোয়ার মার্ডারঃপরিবারের অভিযোগের তীর মীর হেলালের দিকে
আশরাফ আহমেদঃ
শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা মার্ডারের পর চট্টগ্রামের আন্ডার ওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে উঠেছে।এক হত্যাকান্ডকে ঘিরে রাজনৈতিক দল ও নেতাদের মাঝে টানাপোড়েন শুরু হয়েছে। সরোয়ার মার্ডারে কারা সরাসরি জড়িত, কারাই বা নেপথ্যে আশ্রয় প্রশ্রয় দিয়েছে সে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাশাপাশি নিহত সরোয়ারের রাজনৈতিক পরিচয় নিয়ে রাজনৈতিক নেতাদের মাঝেও এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে। সরোয়ার কোন দলে সরাসরি জড়িত ছিল কিনা?। নাকি তাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে। এই হত্যাকান্ড শুধু বিবদমান দুই সন্ত্রাসী গ্রুপের বিরোধের জের নাকি এর পেছেনে কোন রাজনৈতিক নেতার ইগো আর আধিপত্য জড়িত। তা নিয়ে চলছে আলোচনা।পুলিশ ও আইনশৃংখলা বাহিনীও বিষয়টি আমলে নিয়ে তদন্তে মাঠে নেমেছে।
হত্যাকাণ্ডের পেছনে বিএনপি নেতা ব্যারিষ্টার মীর হেলালের হাত থাকতে পারে বলে অভিযোগ বাবলার ছোট ভাই আজিজ হোসেনের। তিনি গণমাধ্যমকে বলেন, কারাগারে ভাইয়ের সঙ্গে আসলাম চৌধুরীর পরিচয় হয়। এরপর জামিনে বেরিয়ে তার রাজনীতি করতেন আমার ভাই। এটা মানতে পারতেন না মীর হেলাল। তার কথা, এখানে তিনি কেন আসলাম চৌধুরীর রাজনীতি করবেন?
আজিজ হোসেন আরো দাবি করেন, সন্ত্রাসী সাজ্জাদের সঙ্গে মীর হেলালের যোগাযোগ রয়েছে। তারাই আমার ভাইকে মেরে ফেলেছে। শুক্রবার (৭ নভেম্বর) সরওয়ারের বাবা আব্দুল কাদেরের দায়ের করা মামলায় সাজ্জাদকে আসামি করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেন, কোনো শীর্ষ সন্ত্রাসী আমার অনুসারী হতে পারে না। আমার নাম ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, তাকে গ্রেপ্তার করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কোনো সন্ত্রাসীর জন্য আমি কখনোই কোথাও তদবির করিনি।
সরোয়ারের বাবা আবদুল কাদের এই হত্যাকান্ডের জন্য চট্টগ্রামে ছাএলীগের এইট মার্ডরা মামলার আসামী দুর্ধর্ষ শিবির ক্যাডার আরেক পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদকে দায়ী করেছেন। তিনি বলেন,তিনদিন আগে ভারতে থাকা সন্ত্রাসী বড় সাজ্জাদ ছেলেকে ফোন করে বলেছেন, তোমার সময় শেষ। যা খাবার খেয়ে নাও। কারাগারে থাকা ছোট সাজ্জাদের সহযোগী রায়হানের নেতৃত্বে সরোয়ারকে খুন করা হয়েছে। হত্যার সময় মুখোশ পরা ৭/৮ জন যুবক ছিল।
গত ১৯ সেপ্টেম্বর বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ডান হাত বাবলার বিয়েতে অংশ নেন আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।
এ বিষয়ে আসলাম চৌধুরী বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে আমরা অনেকের বিয়েতে যাই। তার মানে এই নয়, সে আমার অনুসারী। শীর্ষ সন্ত্রাসী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হোক।
তবে কারাগারে সরওয়ারের সঙ্গে তার পরিচয় হয়েছিল জানিয়ে বলেন,কারাগারে দেখা হওয়ার পর বাবলা ভালো হতে চেয়েছিল ।আমাকে জানিয়েছিল, সে ভালো হতে চায়। স্বাভাবিক জীবনে ফিরতে চায়। খারাপ পথ থেকে কেউ যদি ভালো হতে চায়, তাকে স্বাগত জানানো উচিত। কিন্তু এটিই তার কাল হয়েছে বলে মনে করি আমি।
নিহত সন্ত্রাসী সরোয়ারের সাথে নানা সময়ে নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী, হাটহাজারী আসনে বিএনপির মনোনয়ন চাওয়া ব্যারিষ্টার শাকিলা ফারজানা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ অনেকের সাথে ঘনিষ্ট ছবি দেখা গেছে। তাদের সাথে সরোয়ারের সম্পর্কের কথা শোনা যায়। কিন্তু এসব নেতারা এখন সরোয়ারের সাথে পরিচয়ের কথা অস্বীকারও করছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত্য মোঃআলাউদ্দিন ও মোঃ হেলাল নামে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।র‌্যাব ৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল হাফিজুর রহমান বলেন,গ্রেফতার দুইজন এই হত্যাকান্ডের সাথে জড়িত। তবে সরাসরি গুলি করেছে কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া য়ায়নি।
সিএমপির সূত্রে জানা গেছে,পাঁচটি খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি ছিলেন সরোয়ার হোসেন বাবলা। জামায়াত শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী চট্টগ্রামে ছাএলীগের এইট মার্ডার মামলার আসামী বড় সাজ্জাদের হাত ধরেই সরোয়ারের অপরাধ জগতে হাতেখড়ি। তারা উভয়েই পাঁচলাইশ চালিতাতলী এলাকার বাসিন্দা। একসময় বাবলা শিবির ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন এবং বিদেশে পলাতক বড় সাজ্জাদের অন্যতম সহযোগী ছিলেন। পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হলে সরোয়ার নিজেই একটি সন্ত্রাসী দল গড়ে তোলেন। ২০১১ সালে গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০১৬ সালের ৩১ আগস্ট চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল অস্ত্র মামলায় সরোয়ারকে ২১ বছরের কারাদন্ড দেয়। ২০১৭ সালে জামিন পেয়ে কাতারে পালিয়ে যান। সেখান থেকে ফিরলে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিমানবন্দর থেকে আবার গ্রেপ্তার হন।২০২৪ সালের ২৭ জুলাই সরোয়ার আবার গ্রেপ্তার হন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বাবলা।

চিটাগাং চেম্বার নির্বাচন:টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাচট্টগ্রাম অফিসঃআসন্ন চিটাগাং চেম্বা...
23/10/2025

চিটাগাং চেম্বার নির্বাচন:
টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাথে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভা
চট্টগ্রাম অফিসঃ
আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) উপলক্ষে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস.এম. নুরুল হক। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের উন্নয়নে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সবসময় কাজ করে যাবে।’

সভায় সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপত্বি আবদুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল মনসুর। এ সময় বক্তব্য রাখেন সম্মিলিত ব্যবসায়ী অ্যাসোসিয়েট গ্রুপের সদস্য মোহাম্মদ কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোস্তাক আহমদ চৌধুরী, এস.এম. কামাল উদ্দিন এবং অর্ডিনারি গ্র গ্রুপের সদস্য আহমেদ রশিদ আমু, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল), ইমাদ ইরশাদ, কাজী ইমরান এফ. রহমান, মো. আবছার হোসেন, মো. আরিফ হোসেন, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুছা।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. নাছির উদ্দীন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,- সহ-সভাপতি মো. আলমগীর, ফরিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এস এস এস বাহাদুর, অর্থ সম্পাদক ইমরানুল হক সাইয়েদ প্রমুখ। অনুষ্ঠানে সম্মিলিত ব্যবসায়ী – পরিষদের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। – তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভ্যাট ও ট্যাসহ ব্যবসাবান্ধব নীতি প্রণয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক – ব্যবসায়ী উপস্থিত ছিলেন

16/06/2025

প্রিয় পাঠকঃ১৬ জুন বিশিষ্ট ক্রীড়াবিদ, চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা, চট্টগ্রাম ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ...

15/06/2025

প্রিয় পাঠকঃড. খলিলুর রহমান।প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।তার নিয়োগের পর থেকে দ্বৈত নাগরিকত্ব, মিয়া...

19/05/2025

প্রিয় পাঠকঃঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ ও দায়িত্ব গ্রহন নিয়ে বিএনপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ম.....

10/05/2025

প্রিয় পাঠকঃছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়াম.....

10/05/2025

প্রিয় পাঠকঃচট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের...

03/05/2025

প্রিয় পাঠকঃবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বু....

02/05/2025

প্রিয় পাঠকঃবেগম খালেদা জিয়া দীর্ঘদিনের চিকিৎসা শেষে দেশে ফিরছেন আগামী সোমবার (৫ মে)। কাতারের আমিরের বিশেষ এয়ার .....

Address

3rd Floor, Lushai Bhavan, 5 CDA Commercial Area, Momin Road
Patenga
4000

Alerts

Be the first to know and let us send you an email when Preyopathok-প্রিয় পাঠক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Preyopathok-প্রিয় পাঠক:

Share