Islamic Media

Islamic Media Allah is the best planner.
(46)

স্বামীর প্রতি রুষ্ট নয়, প্রেমময়ী হোন — জীবন বদলে যাবেএকজন নারীর হৃদয়ে থাকে অফুরন্ত ভালোবাসা, আত্মত্যাগ আর সহমর্মিতা— যা ...
04/07/2025

স্বামীর প্রতি রুষ্ট নয়, প্রেমময়ী হোন — জীবন বদলে যাবে

একজন নারীর হৃদয়ে থাকে অফুরন্ত ভালোবাসা, আত্মত্যাগ আর সহমর্মিতা— যা একটি সংসারকে সুস্থ, সুন্দর ও পূর্ণতা দিতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায়, স্বামী সংসারের কাজ, দায়িত্ব ও জীবনের ব্যস্ততায় স্ত্রীকে সময় দিতে পারে না, মনোযোগ দিতে পারে না— ফলে অভিমান, হতাশা আর রুষ্টতা জমে ওঠে স্ত্রীর মনে। কিন্তু ভাবুন তো, এই ক্ষোভ বা রাগ কি সত্যিই সমাধান আনে? বরং তা ধীরে ধীরে সম্পর্ককে ক্লান্ত করে তোলে, স্বামীকে আরও দূরে ঠেলে দেয়। অথচ এই অভিযোগের জায়গায় যদি আপনি একটু কোমলতা রাখেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে অনেক কিছু বদলে যেতে পারে। পুরুষেরা আবেগপ্রবণ হলেও তারা তা প্রকাশে কুণ্ঠিত— তারা চায় সম্মান, চায় নির্ভরতা, আর চায় এক শান্ত আশ্রয়। একজন প্রেমময় স্ত্রী যখন দিনের শেষে স্বামীর পাশে এসে দাঁড়ান, বলেন "তুমি আছো বলেই তো সব সম্ভব", তখন সেই পুরুষটি পাহাড় ভাঙার সাহস পায়।

রুষ্টতা নয়, ভালোবাসা দিয়ে তাকে কাছে টানুন। দিনের শেষে এক কাপ চা, একটুখানি হাসি, একফোঁটা স্পর্শ— এসব ছোট ছোট জিনিসই পারে বড় বড় দূরত্বকে মুছে ফেলতে। আপনার ভালোবাসাই পারে তাকে নতুন করে অনুপ্রাণিত করতে, ভুল থেকে শিক্ষা নিতে বাধ্য করতে। মনে রাখবেন, কঠিন কথায় কেউ বদলায় না, বদলায় যখন বুঝতে পারে, কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একজন স্ত্রী যদি প্রতিদিন একটু ভালোবাসা দিয়ে সম্পর্কটাকে জল দেন, তাহলে সেই দাম্পত্য গাছটি কখনোই শুকাবে না। তাই চাইলেই জীবন বদলাতে পারে, শুধু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে— রুষ্ট হয়ে নয়, আমি প্রেম দিয়ে জয় করব। সেই প্রেমই হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি, স্বামীর সবচেয়ে বড় আশ্রয়, আর সংসারের সবচেয়ে বড় আশীর্বাদ।
Copy

স্বামী প্রচুর পরিমাণে আমাকে ভালবাসে। আমার জীবনের সকল অপূর্ণ স্বপ্নগুলোকে পুরণ করে দেওয়ার জন্য, তিনি সর্বোচ্চভাবে চেষ্টা...
30/06/2025

স্বামী প্রচুর পরিমাণে আমাকে ভালবাসে। আমার জীবনের সকল অপূর্ণ স্বপ্নগুলোকে পুরণ করে দেওয়ার জন্য, তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করে এবং বাস্তবায়িত করে।

বিয়ের পূর্বে ভাবতাম স্বামী আমার জীবনের স্বাধীনতা ও পথের কাঁটা হয়ে দাঁড়াবে! বিয়ের পর এমন একজন স্বামীকে পেয়ে আমি ধন্য। আমার জীবনে কোন অভিযোগ নেই, নেই কোন দুঃখ মান অভিমান এমন একজন জীবন সাথী পেয়ে।

স্বামীর এ প্রশংসা গুলো বান্ধবীদের মহলে আলোচনা করেছিলাম। আর সেখানে বান্ধবীরা খুব কৌতূহল ভাবে তাকিয়ে, আমার কথাগুলো অপলক দৃষ্টিতে শ্রবণ করতে ছিল।

অতপর সেদিন থেকে সপ্তাহের রং পরিবর্তন না হতে স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছিল। বদ নজর কতটা ভয়ংকর ভাবে কাজ করতে পারে।

সেটা আমি ওই দিনের পর থেকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বুঝতে সক্ষম হইলাম। অতপর স্বামী স্ত্রী সম্মিলিতভাবে রুকিয়ার মাধ্যমে মহান আল্লাহ তা'আলা আমাদেরকে পূর্বের অবস্থা ফিরিয়ে দেন।

ঐ দিনের পর থেকে স্বামী কিংবা নিজের ব্যক্তিগত জীবনের কোন গুনাগুন কারো নিকট প্রকাশ করি না। জীবনের ডায়েরি থেকে শো অফ শব্দটি মুছে দিয়েছি...

~সংগৃহীত

27/06/2025

আপনার ধ্বংস অতি নিকটে!

কিভাবে?

যখন আপনার স্ত্রীর প্রতিটা কথা আপনার কাছে বিরক্তিকর লাগবে,
যখন তার চেয়ে বাইরের মানুষদের কথা বেশি ভালো লাগবে,
ঠিক তখন থেকেই আপনার পতনের শুরু।

কারণ, ইসলামে স্ত্রীর প্রতি অবিচারকে ভয়াবহ গুনাহ হিসেবে বিবেচনা করা হয়েছে।

হাদীসে এসেছে —
"তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম আচরণ করে।"
— হযরত মুহাম্মদ( সাঃ)

স্ত্রীর মনভাঙা, অবহেলা, কটু কথা কিংবা নির্লজ্জ আচরণ
এগুলো শুধু সংসার নয়, বরং আপনার আখিরাতকেও ধ্বংস করতে পারে।
তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন, সম্মান দিন,
কারণ তার প্রতি আপনার আচরণই বলে দেবে আপনি আসলে কতটা ভালো মানুষ।

27/06/2025

ছয়টি গুনাহ থেকে বাঁচলে জাহান্নাম থেকে প্রায় বাঁচা হয়ে যায়!

অন্তরের তিনটি গুনাহ (গোপন গুনাহ)
১. হাসাদ (হিংসা)
কুরআন:
"তারা যদি তোমার ক্ষতিসাধনে আগ্রহী হয়, তবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট।"(সূরা আল-ফালাক, ১১৩:৫)
“আমি আশ্রয় নিচ্ছি হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।”

হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন,"হিংসা (হাসাদ) নেক আমলকে আগুন যেমন কাঠকে ধ্বংস করে তেমনি ধ্বংস করে দেয়।"(আবু দাউদ: ৪৯০৩)

২. রিয়া (লোক দেখানো আমল)
কুরআন:
“ওইসব লোকদের দুর্ভোগ যারা নামায পড়ে কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে।”(সূরা আল-মাউন, ১০৭:৪-৬)
হাদীস:
নবী (সা.) বলেন, "সবচেয়ে ভয়ানক ছোট শিরক হলো রিয়া।"(মুসনাদ আহমাদ: ২৩৬৩০)

৩. কিবর (অহংকার/গর্ব)
কুরআন:
"আল্লাহ অহংকারকারীদের ভালোবাসেন না।"(সূরা নাহল, ১৬:২৩)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।"(সহীহ মুসলিম: ৯১)

মুখের তিনটি গুনাহ (প্রকাশ্য গুনাহ)
১. গীবত (পরনিন্দা)
কুরআন:
“তোমরা একে অন্যের গীবত করো না। কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে?” (সূরা হুজুরাত, ৪৯:১২)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "গীবত হলো—তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে।" (সহীহ মুসলিম: ২৫৮৯)

২. মিথ্যা বলা
কুরআন:
"আল্লাহ মিথ্যাবাদী ও গোনাহগারকে পথ দেখান না।"(সূরা আল-মুমিন, ৪০:২৮)
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "মুমিন মিথ্যাবাদী হতে পারে না।"
(মুয়াত্তা ইমাম মালিক: ১৫৬১)

৩. লানত বা গালমন্দ করা
হাদীস:
রাসূলুল্লাহ (সা.) বলেন, "একজন মুমিন গালাগালকারী, লানতকারী, অশ্লীলভাষী বা কুরুচিপূর্ণ কথা বলা ব্যক্তি হতে পারে না।"(তিরমিযী: ১৯৭৭)

আল্লাহ তায়ালা আমাদেরকে এই ৬ টি গুনাহমুক্ত থাকার তাওফিক দান করুন।

27/06/2025
দাড়ির উপরে আওয়ামিলিগ ও বিএনপি ক্ষোভ কেন?
24/06/2025

দাড়ির উপরে আওয়ামিলিগ ও বিএনপি ক্ষোভ কেন?

হরমুজ প্রণালী বন্ধ করা হবে অর্থনৈতিক আ''ত্ম''হ''ত্যা: যুক্তরাষ্ট্র
23/06/2025

হরমুজ প্রণালী বন্ধ করা হবে অর্থনৈতিক আ''ত্ম''হ''ত্যা: যুক্তরাষ্ট্র

পারমাণবিক বোমা যেন জাহান্নামের প্রতিচ্ছবি।================================👺পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রথম ৬০ সেকেন্ডের...
22/06/2025

পারমাণবিক বোমা যেন জাহান্নামের প্রতিচ্ছবি।
================================
👺পারমাণবিক বোমা বিস্ফোরণের প্রথম ৬০ সেকেন্ডের টাইমটেবিল-
👉প্রথম সেকেন্ড (০-১ সেকেন্ড):

বোমা ফাটলে একটি তীব্র ঝলক (flash of light) দেখা যায় - এতটাই তীব্র যে চোখ সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে (permanent blindness)।
তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত - সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি গরম।
বিস্ফোরণ কেন্দ্রে (Ground Zero) যা কিছু থাকে সব বাষ্পীভূত (vaporized) হয়ে যায় - মানুষ, দালান, গাড়ি, সবকিছু।
👉২-৩ সেকেন্ড:
একটি বিশাল আগুনের গোলা (fireball) তৈরি হয়, যা দ্রুত আকাশে ছড়িয়ে পড়ে।
১-২ কিলোমিটারের মধ্যে যা কিছু থাকে, তা সম্পূর্ণ পুড়ে যায় - তৃতীয়-মাত্রার পোড়া (third-degree burns) প্রায় তাৎক্ষণিক।
👉৫-১০ সেকেন্ড:
শকওয়েভ (shockwave) নির্গত হয় - বাতাসের শক্তিতে বিল্ডিং ভেঙে পড়ে, দেয়াল ভেঙে যায়, মানুষ অনেক দূরে ছিটকে যায়।
৩-৪ কিলোমিটারের মধ্যে কানের পর্দা ফেটে যেতে পারে, শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়তে পারে।
👉১০-৩০ সেকেন্ড:
সব দিকে সুপারসোনিক ব্লাস্ট ওয়েভ (supersonic blast wave) ছড়িয়ে পড়ে - ১৫০০+ কিমি/ঘণ্টা বেগে বাতাসের ঢেউ ছড়িয়ে পড়ে।
কাঁচের টুকরা, ধ্বংসাবশেষ এবং আগুনের শিখা মানুষকে আহত করতে থাকে।
👉৩০-৬০ সেকেন্ড:
বিকিরণ (Initial nuclear radiation) নির্গত হয় - যারা ১-১.৫ কিলোমিটারের মধ্যে আছেন, তাদের তীব্র বিকিরণ থেকে মারাত্মক বিকিরণ অসুস্থতা (radiation sickness) হতে পারে।
আগুন এবং ফায়ারস্টর্ম (firestorm) শুরু হয় - বহু বর্গ কিলোমিটার জুড়ে।
এবং এর পরে?
কয়েক মিনিটের মধ্যেই গুরুতর বিকিরণ ছড়াতে শুরু করে - বাতাস থেকে, ধুলো থেকে, বৃষ্টি থেকে।
ব্ল্যাক রেইন (Black Rain): বিষাক্ত ছাই এবং তেজস্ক্রিয় কণা ভরা বৃষ্টি শুরু হতে পারে।
হাজার হাজার নয়, লক্ষ লক্ষ প্রাণ এক দিনেই চলে যেতে পারে - এবং এর প্রভাব বছরের পর বছর ধরে থাকবে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Media:

Share

Category