Islamic Media

Islamic Media Allah is the best planner.
(47)

01/09/2025
29/08/2025

একাত্তর বেহাত হয়ে যাওয়া মানে পরাধীনতা।

এবার আসেন পরাধীনতার অর্থটা একটু আরেকবার পাঠ করি। দেশে কে নির্বাচনে যাবে কে যাবেনা এটা যখন অন্য আরেকটা দেশ নির্ধারণ করতে শুরু করে, তখন তাকে পরাধীনতা বলে।

আপনার মন্ত্রী সভায় কে মন্ত্রী হবে আর কে এমপি, সকল নিরাপত্তা বাহিনীর প্রধান কে হবে, সেটা যখন দিল্লীর সরকার নির্ধারণ করে, তখন সেটাকে পরাধীনতা বলে।

লাজ-লজ্জার মাথা খেয়ে আওয়ামী পররাষ্ট্র মন্ত্রী যখন প্রকাশ্যে বলে ‘ভারতবর্ষ সরকারকে বলে এসেছি তারা যেনো হাসিনা সরকারকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখে’, তখন এটাকে পরাধীনতা বলে।

যখন বাংলাদেশে গুম হওয়া সুখরঞ্জন বালিকে ভারতে পাওয়া যায়, তখন সেটাকে পরাধীনতা বলে।

যখন বিডিআর তদন্তে সরকার কর্তৃক নিয়োজিত তদন্ত কর্মকর্তা ক‍্যাপ্টেন সোবায়েলকে সরকারী বাহিনীই গুম করে রাখে ৩৬৩ দিন,,কারণ তার তদন্তে অন্য বিশেষ কিছু শক্তির সম্পৃক্ততা বেরিয়ে আসছিলো, তখন সেটাকে পরাধীনতা বলে।

যখন দেশের সার্বভৌমত্ব নিয়ে পোস্ট করার অপরাধে সরকারী দলের গুন্ডারা আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলে, তখন এটাকে পরাধীনতা বলে।

যখন টিপাইমুখ অভিমুখে লং মার্চ ঘোষণা দেয়ার পর ইলিয়াস আলীকে গুম করে ফেলা হয়, তখন সেটাকে পরাধীনতা বলে।

আরো এক হাজার উদাহরণ দেয়া যাবে কি করে একাত্তর বেহাত হয়েছিলো সেটার। একাত্তর মঞ্চতো করা দরকার ছিলো সেদিন।

আপনারা সেদিন আপনাদের রোল প্লে না করে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করায়, দেশের সাধারণ ছাত্র-জনতা চব্বিশের অভ‍্যুত্থান ঘটিয়েছে। যে চব্বিশ এসে আসলে একাত্তরের পূনর্জাগরন ঘটিয়েছে। ক্ষমতা আর লুটপাটের নেশায় অন্যদের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেয়ার মতো জঘন্য কাজ যে খুনী করেছে, তাকে তাড়ানোর মধ্য দিয়ে স্বাধীনতার পক্ষশক্তি দেশটা রিক্লেইম করেছে।

ফলে আংকেলস, দেশ দাঁড়িয়ে আছে একাত্তরের উপর। চব্বিশ শুধু তাকে মজবুত করেছে। দেশ থেকে একাত্তর হারায়নি, স্রেফ খুনী আর তাঁর চল্লিশ ডাকাত পালিয়েছে।

একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে...
10/08/2025

একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে। হালকা ঘরের পোশাকে আয়নার সামনে বসে চুল আচড়াচ্ছিল।

হঠাৎ করে তার ভাই মাহিম রুমে ঢুকে পড়ে। মিম, আমার চার্জারটা দেখেছিস? বলতে বলতে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়।

মিম চ 'ম 'কে উঠে। তড়িঘড়ি করে পাশের চাদরটা টেনে গায়ে দেয়। মাহিম থেমে যায়। চোখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অ 'স্থি 'র 'তা সৃষ্টি হয়।

রুম থেকে বের হয়ে মাহিম নিজেকে দো 'ষী ভাবতে থাকে। আমি তো ওর ভাই! তাহলে আমার ভেতরে এমন অ 'নু 'ভূ 'তি কেন আসছে?

সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। মনে মনে বলে, আমার দৃষ্টিই যদি এমন হয়, তাহলে বাইরের মানুষদের চোখ কী হবে?

সে বুঝতে পারে, এই অনু 'ভূ 'তি 'র জ 'ন্ম পরিস্থিতি থেকে, যেটা সে নিজেও চায়নি। পা 'প শুধু চোখের না, পরিস্থিতিরও।

সেই সন্ধ্যায় মাহিম তার বোন মিমকে ডেকে খুব আদর করে বলে, তুই তো আমার ছোট বোন। কিন্তু আজ একটা কথা বলতেই হবে... নিজের ঘর, নিজের ভাই, সব ঠিকআছে। কিন্তু প 'র্দা শুধু বাইরের লোকদের জন্য নয়। ইসলামে পরিবারের সামনেও প 'র্দা 'র গুরুত্ব রয়েছে।

মিম মাথা নিচু করে চুপ থাকে। কিছুক্ষণ পর শান্ত গলায় বলে- ভাইয়া, আমি বুঝতে পারিনি। আজ থেকে আমি নিজের সম্মান আগলে রাখব।

সত্যি বলতে, চোখের প 'র্দা না থাকলে র /ক্তে /র সম্পর্কও ন 'ড় 'ব 'ড়ে হয়ে যেতে পারে। নারীর প 'র্দা শুধু শ 'রী 'র ঢাকার জন্য নয়, সম্মান, সম্পর্ক আর চিন্তার বি 'শু 'দ্ধ 'তার জন্যও জরুরি। এবং পুরুষের চোখেও প 'র্দা জরুরি। কারণ নীতি হা 'রা 'লে, সম্পর্ক টেকে না।

ভিডিওতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলা...
10/08/2025

ভিডিওতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা।

শুধুমাত্র অসুস্থতার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী। তারপর নিষ্ঠুরভাবে মারধর করছে, জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে স্ত্রীকে।

অথচ সুস্থ কিংবা অসুস্থ থাকাটা আমাদের কারো হাতেই নেই, সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার হাতে।

সেজন্যেই বিদেশি একজন প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।

অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে।

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে!

(বৃদ্ধ মহিলাটার লোকেশন এবং বর্তমান পরিস্থিতি জানার জন্যে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। আমরা খোঁজ পেলে তার সুন্দর একটা জীবনের ব্যবস্থা করতে সাহায্য করব। আপনারাও শরীক থাকুন এ ভালো কাজে)

ibrahim khalil shawon

বাংলাদেশে হাই রেঞ্জের প /তি /তা এখন ভার্সিটিতে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয়...
02/08/2025

বাংলাদেশে হাই রেঞ্জের প /তি /তা এখন ভার্সিটিতে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দরী মেয়েদের।

বিশেষ করে ভার্সিটির শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী, নেতা ইত্যাদি ক্যাটাগরির মানুষের প্রথম পছন্দ ভার্সিটির সুন্দরী মেয়ে।

যাদের একেকজনের রেট ১০ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত হতে পারে৷ প্রাইভেট ভার্সিটির মেয়েদের চাহিদা আরও বেশি।

আমি যখন ভার্সিটিতে পড়ি, তখন আমাদের ভার্সিটির একটা লোকেশনে এসব কার্যকলাপ ছিলো। ভার্সিটির মেয়েরা এসব করে এগুলা কেউ বিশ্বাস-ই করবে না।

কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে, অভিজাত শ্রেনীর মানুষরা এখন ভার্সিটির মেয়ে ছাড়া ভো 'গ করে না। সাধারণ আবাসিক হোটেল'তো লেবার, ড্রাইভার, দিনমজুরদের জন্য।

একটা ভার্সিটির মেয়ে যদি মাসে ৩-৪ লাখ টাকা আর্ন করে, সে কিভাবে টাকার লো 'ভ সামলাবে?

চট্টগ্রামে হালিশহরে একটি প /তি /তা /ল /য়ে /র সন্ধান পেয়েছি। যা ভার্সিটির মেয়েদের দ্বারা পরিচালিত হয়।

তাদের সেবা গুলো ভিন্ন ধরণের হয়ে থাকে। যেমন নির্দিষ্ট প /তি /তা /কে ২-৪ দিনের জন্য কক্সবাজার বা বাসায় নিয়ে যাওয়ার সুযোগ থাকে।

তবে বেশিরভাগই কক্সবাজারে নিয়ে যায়। কক্সবাজারে ট্রেন সেবা চালু হয়েছে, যা এক বিশেষ সুবিধা তাদের জন্য।

এই দেশটাকে সমূলে ধ্বং /স করতে কক্সবাজারের বিকল্প নেই। ট্যুরিস্ট স্পট গুলো সহজলভ্য করা মানে, আর্থিক ব্যানিফেশিয়াল এর পাশাপাশি অবাধ যৌ /ন /তা দিয়ে দেশ কে ডু 'বি 'য়ে দেওয়া।

আর ঢাকার কথা কি বলব! ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও ভ 'য়া 'ব 'হ। ঢাকা এখন স্মার্ট প /তি /তার শহর৷

লেখা : অনলাইন থেকে সংগ্রহীত।

Address

Chittagong
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Media:

Share

Category