Hamid Rony Live

Hamid Rony Live My Name Hamid Rony. My Profession Journalist & Social Worker.
(1)

একটা ৮ ইঞ্চি পাইপ… আর ৩২ ঘণ্টার অপেক্ষা… শেষ পর্যন্ত হারাতে হলো একটি শিশুকে।তানোরের সেই বাচ্চাটির মৃত্যু শুধু একটি পরিবা...
12/12/2025

একটা ৮ ইঞ্চি পাইপ… আর ৩২ ঘণ্টার অপেক্ষা… শেষ পর্যন্ত হারাতে হলো একটি শিশুকে।
তানোরের সেই বাচ্চাটির মৃত্যু শুধু একটি পরিবারের নয়—এটা পুরো দেশের জন্য এক ভয়ঙ্কর অ্যালার্ম।

৩২ ঘণ্টা চেষ্টা করে স্থানীয় ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করলো, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে গেলো একটি ছোট প্রাণ। প্রশ্ন হচ্ছে—এত দীর্ঘ সময় কেন লাগলো? কেন আমাদের রেসকিউ টিমের কাছে নেই সেই আধুনিক যন্ত্রপাতি, যেগুলো দিয়ে মিনিটে বা ঘন্টায় এ ধরনের উদ্ধার সম্ভব?

বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিস এবং রেসকিউ টিমের সবচেয়ে বড় দুর্বলতা হলো—
🔻 দক্ষ জনবল প্রশিক্ষণের ঘাটতি
🔻 হালনাগাদ আধুনিক রেসকিউ সরঞ্জামের অভাব
🔻 বিশেষায়িত "কনফাইন্ড রেসকিউ" ইউনিটের অভাব
🔻 গ্রাম পর্যায়ে ত্রাণ ও উদ্ধার প্রস্তুতির সম্পূর্ণ সীমাবদ্ধতা
🔻 দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক উদ্যোগের অভাব

এগুলো কি সরকারের ব্যর্থতা দেখায় না?
যেখানে পৃথিবীর অনেক দেশে ৮–১২ ঘন্টায় এমন উদ্ধার সম্ভব, সেখানে আমাদের ৩২ ঘন্টা লেগেও জীবন বাঁচানো গেল না।

এখনই সময় ভাবার—
👉 ফায়ার সার্ভিসকে অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়া প্রয়োজন
👉 বিশেষায়িত রেসকিউ টিম গড়ে তোলা জরুরি
👉 স্থানীয় পর্যায়ে জরুরি সাড়া (Emergency Response) সিস্টেমকে শক্তিশালী করা দরকার
👉 নিয়মিত প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের মহড়া এবং টেকনিক্যাল আপগ্রেড বাধ্যতামূলক করতে হবে
👉 প্রতিটি উপজেলায় আধুনিক রেসকিউ ইউনিট থাকা উচিত

একটি শিশুর জীবন হারিয়ে গেলে শুধু একটি পরিবার নয়—একটি জাতি ব্যথা পায়।
এই ব্যর্থতা আর যেন একটিও পরিবারকে কাঁদাতে না পারে—এটাই হোক আমাদের দাবি, আমাদের মানবিক দায়িত্ব।




12/12/2025

ওসমান হাদির ব্রেন ডেথে আছেন! মিরাকল কিছু না ঘটলে বাচার সম্ভাবনা নেই : ডাক্তার

11/12/2025

দীর্ঘ ৩৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে অবশেষে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য নেয়া হচ্ছে হাসপাতালে। আলহামদুলিল্লাহ।

ছেলের জন্য রাতভর অপেক্ষার পর রুনা বেগম বলেন, আমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল। কিন্তু জ্বর...
11/12/2025

ছেলের জন্য রাতভর অপেক্ষার পর রুনা বেগম বলেন, আমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল। কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি। সকালে আমি ওষুধ এনে তাকে খাইয়ে দিয়েছি। কে জানত এমন সর্বনাশ অপেক্ষা করছে! আমার অসুস্থ ছেলেটা এখন ৪০ ফুট মাটির নিচে এই তীব্র শীতে।

এতটুকু বলেই কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। প্রতিবার জ্ঞান ফিরেই আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে চোখে একমাত্র প্রশ্ন, ‘আমার ছেলেটাকে কি আমি আবার জড়িয়ে ধরতে পারব?’

মায়ের অপেক্ষা, সন্তানের বাঁচার সংগ্রাম, আর মানুষের দোয়া সব মিলেই রাতটি হয়ে ওঠে এক দীর্ঘ, নিঃশ্বাস বন্ধ করা প্রতীক্ষার রাত।

ইশ একজন মায়ের জন্য কতটা হৃদয় বিদারক বিষয়টি। চোখের সামনে সব বাট কিচ্ছু করতে পারছে না।। 😭😭

11/12/2025
আপনাদের মনে আছে??
11/12/2025

আপনাদের মনে আছে??

২৩ ঘণ্টা ধরে বিভীষিকাময় অপেক্ষা, তবুও উদ্ধার হলো না ছোট্ট সাজিদ। মা–বাবার বুক ফাঁটা আর্তনাদ! আমরা কতটা দূর্ভাগা, ২৪ ঘন্ট...
11/12/2025

২৩ ঘণ্টা ধরে বিভীষিকাময় অপেক্ষা, তবুও উদ্ধার হলো না ছোট্ট সাজিদ। মা–বাবার বুক ফাঁটা আর্তনাদ!

আমরা কতটা দূর্ভাগা, ২৪ ঘন্টায়ও গর্ত থেকে একটি শিশুকে উদ্ধার করতে পারছিনা! আমরা শুধু চাপাবাজী আর ক্রেডিটবাজীতে ভীষণ পারদর্শী! আহারে আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের প্রযুক্তি! শুধুই লুটপাট!!

মায়ের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎই গর্তে হারিয়ে যায় চার বছরের সাজিদ। পরিত্যক্ত টিউবওয়েলের গর্ত, মুখটা খড় দিয়ে ঢাকা, বোঝার উপায়ই ছিল না। মুহূর্তের মধ্যেই মা-ডাকা সাজিদ আর নেই পাশে… গর্তের ভেতর থেকে কাঁপা কণ্ঠে মা… মা… বলে চিৎকার। মা ছুটে এসে দেখেন, তার বুকের মানিক অন্ধকারের গভীরে পড়ে গেছে।
স্থানীয়রা ছুটে আসে, চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর শুরু হয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গর্তের গভীরতা ১৫০–২০০ ফুট; এতক্ষণে তারা নামতে পেরেছে মাত্র ৪০ ফুট পর্যন্ত। প্রতিটি সেকেন্ড যেন মৃত্যু-যন্ত্রণা হয়ে কাঁটার মতো বিঁধছে আমার বুকে।

মা-বাবা দাঁড়িয়ে আছে চোখের পানিতে ভাসতে ভাসতে,
অসহায় বাবার কণ্ঠে শুধু আর্তনাদ: “ছেলেকে আল্লাহর জিম্মায় দিলাম…”
এই বাক্যটুকু শোনার সময় চারপাশের বাতাসও ভারী হয় উঠেছিল। মা এখনো সেই গর্তটার দিকে তাকিয়ে আছেন, যদি তার ছোট্ট সাজিদ আবার “মা” বলে ডাক দেয়!
সবাই দোয়া করুন,

আল্লাহ তায়া’লার রহমতার দরজা খুলে যাক, আর ছোট্ট সাজিদ মায়ের বুকে ফিরে আসুক। 🤲💔

#এসএমআকবর

11/12/2025

শিশু‌টি সাজিদ যে গর্তে প‌ড়ে‌ছে, জানা গেছে সেটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট, ফায়ার সার্ভিস অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পৌঁছেছে মাত্র ৩০ ফুট পর্যন্ত। যোগ দিয়েছে সেনাবাহিনী। আল্লাহ সহায় হোক।

10/12/2025

মিরাজের কান্ড দেখুন, বল কই আর লাঠি নিয়ে যায় কই সে!! 😁🫣

#নোয়াখালী #খেলা #হাড়িভাঙ্গা #গাজীপুর ゚

১০ ঘন্টা হয়ে গিয়েছে। প্রায় ৩০ ফুট গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার সম্ভব হয়নি। কিছুক্ষণ পরপর এই ...
10/12/2025

১০ ঘন্টা হয়ে গিয়েছে। প্রায় ৩০ ফুট গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার সম্ভব হয়নি।

কিছুক্ষণ পরপর এই নিউজের আপডেট জানার চেষ্টা করছি। দুপুর থেকে রাত হয়ে গেলো....কিন্তু এখনও উদ্ধার হলো না।
২০১৪ সালে জিহাদের কথা মনে পড়ে গেলো।
টানা ২৪ ঘন্টা জিহাদকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা। টিভির সামনে থেকে চোখ সরাচ্ছিলাম না। জিহাদকে জন্য প্রার্থনায় পুরো দেশ। কিন্তু সবাইকে কাঁদিয়ে উদ্ধার হয়েছিলো শিশু জিহাদের লাশ।
এখনও শাহজাহানপুরের ঐ রাস্তা দিয়ে যাওয়ার পথে জিহাদের কথা মনে পড়ে যায়।

আজকে দুপুরে শিশু সাজিদ জমিতে মা বাবার সাথেই ছিলো। এমন সময় সে মায়ের কোল থেকে নামে ট্রলি দেখার জন্য। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শুধু 'আম্মু আম্মু' কান্নার শব্দ ভেসে আসছিলো।
পরবর্তীতে ওর বাবা মা বুঝতে পারে সে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছে। নিজেরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। ততক্ষণে শিশুটি আরও গভীরে চলে যায়। কান্নার আওয়াজও বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসও উদ্ধারের জন্য হাজির হয়। তাঁরা ভেন্টিলেশনের ব্যবস্থা করে এবং শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

জানিনা কী সংবাদ অপেক্ষা করছে। বাইরের দেশে এরকম পরিস্থিতিতে এর চেয়েও গভীর থেকে অনেক শিশুকে জীবিত উদ্ধারের সফলতার গল্প রয়েছে। আমাদের দেশে আমার জানা মতে নেই। আজ অন্তত সফল হোক।

আমার ছেলেটার বয়সও দুই বছর। তাকে চোখের আড়াল হতে দেই না। সব সময় ভয়ে থাকি। সে কষ্ট পেলে আমিও কষ্ট পাই।
সেইম বয়সের শিশু সাজিদ। এতটুকু শিশু কতটা ভয় পেয়েছে। ছটফট করেছে। কল্পনা করতেও পারছি না।

আল্লাহ্‌ শিশুটিকে হেফাজত করুন। বাবা মায়ের কোলে জীবিত ফিরিয়ে দিন। আমিন।
- অন্তর মাশঊদ

10/12/2025

কুমিল্লা বিভাগের ঘোষণার আগেই পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

🇧🇩 বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫৪তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা 🙏আজ ১০ ডিসেম্বর, চট্টগ্রাম বিভাগের একমাত্র বীরশ্রেষ্ঠ ...
10/12/2025

🇧🇩 বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৫৪তম শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা 🙏

আজ ১০ ডিসেম্বর, চট্টগ্রাম বিভাগের একমাত্র বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনের ৫৪তম শাহাদাত বার্ষিকী।
১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময়ে খুলনার রূপসা নদীতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিমান হামলায় বীরত্বগাথা লিখে শহীদ হন তিনি। 💥⚓🇧🇩
---
🎖️ বীরের জন্ম ও বীরত্বগাঁথা
📌 জন্ম: দেওটি ইউনিয়নের রুহুল আমিন নগর (বাঘপাছড়া), সোনাইমুড়ী, নোয়াখালী
📌 জন্ম বছর: ১৯৩৪
📌 পিতা: মো. আজহার পাটোয়ারী
📌 মাতা: জুলেখা খাতুন
১৯৫৩ সালে পাকিস্তান নৌ-বাহিনীতে যোগদান করে কর্মজীবন শুরু করেন।
মুক্তিযুদ্ধ শুরু হলে প্রাণের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে এসে তরুণদের যুদ্ধ প্রশিক্ষণ দেন। পরে জাহাজ ‘পলাশ’ ও ‘পদ্মা’র স্কোয়াড্রন লিডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন।
১০ ডিসেম্বর—উত্তাল রূপসা নদীতে যুদ্ধজাহাজ পলাশে দায়িত্ব পালনকালে শত্রু বোমায় গুরুতর আহত হয়ে রাজাকারদের হাতে বন্দী হন এবং বেয়নেট দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। 😢💔
---
🏅 জাতির বীরকে স্মরণে সম্মাননা
✔️ বীরশ্রেষ্ঠ খেতাব
✔️ ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ রো-রো ফেরি
✔️ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রতিষ্ঠা
✔️ নান্দিয়াপাড়ায় ডিগ্রি কলেজ নামকরণ
✔️ বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন একাডেমি
---
📍 তবুও উন্নয়ন বঞ্চিত জন্মভূমি… 😔
এতো সম্মাননা ও স্মৃতি সংরক্ষণ থাকলেও রুহুল আমিন নগর এখনো অবহেলিত।
📌 ভাঙাচোরা স্মৃতি জাদুঘর
📌 পর্যাপ্ত বই-চেয়ার-টেবিলের অভাব
📌 নেই বাউন্ডারি ওয়াল
📌 ভবনের দেয়াল ক্ষয়প্রাপ্ত
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তার কবর খুলনা থেকে নোয়াখালীতে আনার দাবি জানিয়ে আসছেন। পরিবারও সরকারের প্রতি একই আবেদন জানিয়েছেন। 🕊️
---
🕌 স্মরণে আয়োজন
আজ বিকেল ৩টায়
📍 বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগর, দেওটি ইউনিয়ন
👉 উপজেলা প্রশাসন ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে
আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন—
📌 “কবর হস্তান্তর দাবির বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে”
📌 “জন্মস্থানের উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে”
---
🇧🇩 শহীদের রক্তে রাঙানো স্বাধীনতা—অবহেলার নয়, গর্বের প্রতীক ✊
আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি
বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনকে

Address

Maijdee Court Noakhali
Chittagong
3800

Alerts

Be the first to know and let us send you an email when Hamid Rony Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamid Rony Live:

Share