SM sohel 01

SM sohel 01 welcome the█▓▒F░O░L░L░O░W▒▓█
┊┊┊▕▔╲▂▂▂╱▔▏
╭━━╮╭┈╮⠀╭┈╮╭━━╮
╰╰╰┃▏╭╮⠀╭╮▕┃╯╯╯
┈┃⠀┃▏┈┈▅┈┈▕┃⠀┃
┈┃⠀┃▏┈╰┻╯┈▕┃

Permanently closed.
৫২ বছরেও আলোর মুখ দেখেনি লক্ষ্মীপুর রেললাইন প্রকল্প,১৯৭৩ সালে জরিপ, ২০২৫ সালেও আবছায়ায় লক্ষ্মীপুরের স্বপ্ন। নোয়াখালীর চৌ...
21/04/2025

৫২ বছরেও আলোর মুখ দেখেনি লক্ষ্মীপুর রেললাইন প্রকল্প,
১৯৭৩ সালে জরিপ, ২০২৫ সালেও আবছায়ায় লক্ষ্মীপুরের স্বপ্ন।

নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর পর্যন্ত রেললাইন স্থাপন স্বপ্নটা শুরু হয়েছিল ১৯৭৩ সালে। জরিপ হয়েছিল, স্টেশন নির্ধারণও করা হয়েছিল। এরপর কেটেছে একান্নটি বছর। পাল্টেছে সরকার, পাল্টেছে রেলমন্ত্রী, কিন্তু বদলায়নি লক্ষ্মীপুরের ভাগ্য। রেললাইনের স্বপ্ন আজো সীমাবদ্ধ কেবল ফাইলের পাতায় আর প্রতিশ্রুতির বুননে।

২০১৫ সালে এ নিয়ে জাগোনিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, প্রকল্পটি রেল মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আজ ২০২৫ সাল এক দশক পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

লক্ষ্মীপুর একটি কৃষিনির্ভর জেলা। নারকেল, সুপারি, সয়াবিন, ধানসহ নানা কৃষিপণ্যের ভরসা এই জনপদ। কিন্তু রেল সংযোগ না থাকায় পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেশি। এতে পিছিয়ে পড়ছে জেলার সম্ভাবনাময় অর্থনীতি।

স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসনের পক্ষ থেকে একাধিকবার প্রস্তাব পাঠানো হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও দুইটি ভিন্ন রুটে প্রস্তাব পাঠানো হয়েছে একটি চৌমুহনী থেকে লক্ষ্মীপুর, আরেকটি লক্ষ্মীপুর হয়ে রায়পুর-চাঁদপুর পর্যন্ত।

জেলাবাসীর দাবি, অবিলম্বে এই রেল প্রকল্পের কাজ শুরু করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, তারা দেখতে চায় দৃশ্যমান অগ্রগতি। ৫২ বছর পরও যদি একটি জরিপ বাস্তবে রূপ না নেয়, তবে উন্নয়নের যে স্বপ্ন, তা শুধুই চোখে ধোঁয়া।

©️Lakshmipur Troll

তাদের শরীরী ভাষা দেখলেই আপনি বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে বল করেঃ শান্ত
19/04/2025

তাদের শরীরী ভাষা দেখলেই আপনি বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে বল করেঃ শান্ত

দাদা এটা সিনেমা না 🤣🤣🤣
18/04/2025

দাদা এটা সিনেমা না 🤣🤣🤣

বরাবরমাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টার কার্যালয়তেজগাঁও,  ঢাকা। মাধ্যম: জেলা প্রশাসক,  নোয়াখালী। বিষয় : নোয়াখ...
15/04/2025

বরাবর
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়
প্রধান উপদেষ্টার কার্যালয়
তেজগাঁও, ঢাকা।

মাধ্যম: জেলা প্রশাসক, নোয়াখালী।

বিষয় : নোয়াখালী সিটি করপোরেশন প্রতিষ্ঠার সানুগ্রহ আবেদন।

জনাব/ মহোদয়,
যথাবিহিত সম্মানপূর্বক আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, বাংলাদেশের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম নোয়াখালী। নোয়াখালী পৌরসভার প্রতিষ্ঠাকাল হচ্ছে ১৮৭৬ খ্রি.অর্থাৎ প্রায় ১শত ৪৮ বছরের পুরনো পৌরসভা হচ্ছে নোয়াখালী পৌরসভা। বিগত ৩০ বছর ধরে এই পৌরসভার চারপাশে নগরায়ন ক্রমান্বয়ে বেড়েই চলছে। পরিকল্পিত নোয়াখালী শহর গড়ে তোলার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে নোয়াখালী পৌরসভা সংলগ্ন ২ টি ইউনিয়ন এবং পাশ্ববর্তী চৌমুহনী পৌরসভাকে নিয়ে নোয়াখালী সিটি কর্পোরেশন গঠন এখন সময়ের দাবি বলা যায়। ২০২৫ সালে প্রকাশিত পরিসংখ্যান বু্্যরো এর তথ্য অনুযায়ী নোয়াখালী জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম অর্থাৎ মাত্র ৬%। অর্থাৎ দেশে বর্তমানে ধনী জেলার তালিকায় নোয়াখালী প্রথম স্থানে রয়েছে। প্রবাসী আয়ে নোয়াখালী জেলা শীর্ষ ৪ নম্বর স্থানে রয়েছে এবং প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় নোয়াখালীতে নগরায়ন বেড়েই চলেছে।
এ অবস্থায় নোয়াখালী পৌরসভার পূর্ব ও পশ্চিম পাশে অবস্থিত কাদির হানিফ ইউনিয়ন কাদিরহানিফ ইউনিয়নকে নোয়াখালী পৌরসভার সাথে যুক্ত করণ অপরিহার্য হয়ে পড়েছে এবং একইসাথে নোয়াখালী পৌরসভা লাগোয়া একলাশপুর ইউনিয়ন ও পাশ্ববর্তী চৌমুহনী পৌরসভাকে নোয়াখালী পৌরসভার সাথে সংযুক্ত করে মোট ৩৬টি ওয়ার্ড নিয়ে নোয়াখালী সিটি কর্পোরেশন গঠন অনিবার্য হয়ে পড়েছে। প্রস্তাবিত নোয়াখালী সিটি কর্পোরেশন এলাকায় বিপুল সংখ্যক নগর জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত
বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, সুপেয় পানির পর্যাপ্ততা নিশ্চিত করণে নোয়াখালী সিটি কর্পোরেশন গঠন অত্যন্ত যুক্তিযুক্ত বলে এখানকার নগর বিশেষজ্ঞগণ মনে করেন।
প্রস্তাবিত নোয়াখালী সিটি কর্পোরেশন এলাকার আয়তন সরকার নির্ধারিত মানদন্ড অনুযায়ী যথাযথ পরিমাণ রয়েছে। এছাড়া
বিদ্যমান আইন অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা অন্তত চার লাখ হতে হবে। প্রস্তাবিত
নোয়াখালী সিটি কর্পোরেশন এলাকায় বাসিন্দা রয়েছে প্রায় সাড়ে চার লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে তিন হাজার জন প্রয়োজন হলেও প্রস্তাবিত নোয়াখালী সিটি কর্পোরেশন এলাকায় আছে ৩ হাজার ৫৪০ জন।

সিটি কর্পোরেশন গঠনের জন্য আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। কিন্তু প্রস্তাবিত নোয়াখালী সিটি কর্পোরেশন এলাকার আয়তন প্রায় ৬০ বর্গকিলোমিটার। নোয়াখালী ও চৌমুহনী পৌরসভা দুটি ব্যবসা প্রধান ও শিল্পসমৃদ্ধ হওয়ায় স্থানীয় আয় পাঁচ কোটি টাকারও বেশি। এ ছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে নোয়াখালী পৌরসভার বার্ষিক আয় ৪৬ কোটি টাকার বেশি, যা সিটি করপোরেশন হওয়ার শর্তের ন্যূনতম সীমা অতিক্রম করে।
প্রস্তাবিত সিটি কর্পোরেশন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে এবং তা বাণিজ্যিক হতে হবে। প্রস্তাবিত নোয়াখালী সিটি কর্পোরেশন এলাকায় নোয়াখালী ও চৌমুহনী বিসিক শিল্পনগরী রয়েছে যেখানে ছোট, মাঝারি ও বড় মিলে প্রায় ১০ হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এলাকার ভৌত অবকাঠামো সুবিধাদি থাকতে হবে, যা ভবিষ্যতে সম্প্রসারণযোগ্য। প্রস্তাবিত নোয়াখালী সিটি কর্পোরেশন এলাকায় প্রায় এক হাজার ৩৪০ কিলোমিটার রাস্তা, এক হাজার ২১০ কিলোমিটার ড্রেন, একটি সরকারি বিশ্ববিদ্যালয়, ০২টি সরকারি মাস্টার্স কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ-সহ দুইটি সরকারি হাসপাতাল, প্রাইম, ইবনে সিনা, পপুলার ডায়াগনস্টিকসহ নামীদামী অনেকগুলো প্রাইভেট হাসপাতাল, ব্যাংক, বীমা, শপিং মল, আধুনিক মানের হোটেলসহ বিস্তৃত অবকাঠামো রয়েছে, যা সম্প্রসারণযোগ্য। অর্থাৎ বলা যায় নোয়াখালী পৌরসভা ও এর পাশ্ববর্তী ০১ টি পৌরসভা এবং ০২ টি ইউনিয়নকে নিয়ে "নোয়াখালী সিটি কর্পোরেশন" গঠন করা হলে নোয়াখালী অঞ্চলে এটি একটি শক্তিশালী ও আধুনিকমানের নগর হিসেবে গড়ে উঠবে।

এমতাবস্থায়, নোয়াখালী পৌরসভা এবং এর
পাশ্ববর্তী চৌমুহনী পৌরসভা ও তৎসংলগ্ন কাদির হানিফ ও একলাশপুর ইউনিয়ন-সহ সর্বমোট ৩৬ টি ওয়ার্ডকে একত্রিত করে নোয়াখালী সিটি কর্পোরেশন গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয়ের কাছে নোয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি।

বিনীত নিবেদক,

নোয়াখালী জেলাবাসীর পক্ষে

07/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার থাকা সত্ত্বেও ফি*লিস্তিনকে কোনো সাহায্য করে নি। মিশরের নিল নদ...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার থাকা সত্ত্বেও ফি*লিস্তিনকে কোনো সাহায্য করে নি। মিশরের নিল নদ থাকা সত্ত্বেও গা'জার মানুষ পানির অভাবে মারা গেছে ।সৌদি আরব আর আরব আমিরাতের তেলের খনি থাকা সত্ত্বেও গা'জার হসপিটাল আম্বুলেন্স গুলো চালানোর মত তেল ছিলো না। 💔
ইতিহাসের পাতায় লেখা থাকবে মুসলিম জাতির ৫০ কোটির উপরে সেনাবাহিনী, কা'মান, ক্ষেপণা'স্ত্র, ফাইটার জেট থাকার পরেও কেউ গা'জাকে সাহায্য করেনি 😞

10/03/2025

১০০%সত্যি কথা

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when SM sohel 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category