Farid Uddin

Farid Uddin আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ~লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন~

10/10/2025
জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়-স্বজনের সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প...
10/10/2025

জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে, এক হাত জমির জন্য আত্মীয়-স্বজনের সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।

ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করাটা ছিল ভুল।

দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল।

ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে কাছের মানুষের সাথে প্রতারণা করাটা ছিল ভুল।

দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল।

জীবনের শেষ বেলায় এসে মনে হবে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।

অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে খুব একটা ক্ষতি হয় না।

টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না।

জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে, মানুষের দোয়া এবং আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি।

লোকের শ্রদ্ধা আর ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস।

অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া।

মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে, মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল!

04/10/2025
23/09/2025

Happy 95th Saudi National Day! 🇸🇦💚 saudinationalday ❤️

31/08/2025

সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে চ**দি স্লোগান দিতেছে, পাবলিকের লোহার আন্ডারওয়ার পরা ছাড়া উপায় নাই

31/08/2025

৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকার টিকে গেলে!
সারাজীবন আওয়ামী লীগ কে মানুষের ঘৃণা বয়ে বেড়াতে হতো। বর্তমান সময়ের খারাপ পরিস্থিতি গুলো সম্পর্কে মানুষ কোনদিন ধারণা পেতো না এবং তুলনা করার সুযোগ হতো না। আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়া লোকগুলো চিনা যেতো না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আওয়ামী লীগ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি মানুষের স্বমর্থন এবং ভালোবাসা নিয়েই ফিরবে ইনশাআল্লাহ....
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন শেখ হাসিনা ✊

31/08/2025
31/08/2025

লতিফ সিদ্দিকী কে আটক ও বয়জেষ্ঠ দের অপমান, নুরের উপর হামলা, জাতীয় পার্টির সাথে সংঘর্ষ সবটাই সাজানো নাটক, পিট বাচাতে অপ রাজনীতি।

30/08/2025

👉হামলা করলো ইউনুসের বাহিনীরা, আর ভাঙচুর করছে জাতীয় পার্টির অফিস, একেই বলে নিজের মাথা নিজেই ফাটিয়ে প্রতিবেশী কে ফাসানো⁉️🤣🤣🤣

30/08/2025

নুরকে নগদে পিটাইলো সেনাবাহিনী আর পুলিশ।
তার জন্য এখন নিষিদ্ধ হতে হবে জাতীয় পার্টি।
কি চমৎকার এক আবদার 😀

29/08/2025

গোপালগঞ্জে সাঁজোয়া যান করে পালানোর সময় সেনাবাহিনী দেশপ্রেমিক, মব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন‍্য পাছা লাল করে দিলে সেনাবাহিনী স্বৈরাচার...😃

Address

Feni
Chittagong
3942

Alerts

Be the first to know and let us send you an email when Farid Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farid Uddin:

Share