The Holy Media13

The Holy Media13 এটি একটি ইসলামিক পেজ। দ্বীন প্রচারের স্বার্থে আমার পেজটি Like বা Follow দিয়ে সাথে থাকার অনুরোধ রইলো।

♦️ II এইচ এম আজগর আলী I
♦️খতীবঃ সীতাকুণ্ড ডিগ্রী কলেজ মসজিদ
♦️ভাইস প্রিন্সিপালঃ মারকাযুস সুন্নাহ মডেল
মাদ্রাসা (চট্টগ্রাম)
♦️অধ্যায়নরতঃ (বি.এ.অনার্স) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়্।
বিভাগঃ কোরানিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ।
♦️ফাজিল অধ্যায়নরতঃ নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাস।

04/12/2025

ইক্বরা তাহফীজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে দোয়ার খন্ডাংশ।

02/12/2025

নোয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ইসহাক খন্দকার স্যারের ভোটের প্রচারণায় ৯ নং ওয়ার্ড এর পক্ষ থেকে দাওয়াতী কাজ।

05/11/2025

� #আলোচক: এইচ.এম. আজগর আলী
� #খতীবঃ ১নং পশ্চিম সৈয়দপুর, অন্তরখালী জামে মসজিদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
� #বি_এ.( #অনার্স )আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম।
� #কামিল (মাস্টার্স) নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা।
� #যোগাযোগ: 01881264413

04/11/2025

� #আলোচক: এইচ.এম. আজগর আলী
� #খতীবঃ ১নং পশ্চিম সৈয়দপুর, অন্তরখালী জামে মসজিদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
� #বি_এ.( #অনার্স )আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম।
� #কামিল (মাস্টার্স) নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা।
� #যোগাযোগ: 01881264413

20/10/2025

#মসজিদে_কুরআন_তালীমে_হামলা:
মসজিদের ভিতরে "কুরআন দার্সের" বা কুরআন তা'লীমের প্রোগ্রামে যারা হিংসাত্মকভাবে ছাত্রশিবিরের উপর আক্রমণ চালিয়েছে, তারা মূলত আল্লাহর কুরআনের বিরুদ্ধে আক্রমণ করেছে।
👉 রাসুলের যুগে আবু লাহাব ও আবু জাহেলের দলের লোকেরা রাসূলের যেকোনো দ্বীনের মজলিসে , নসীহা মূলক আলোচনার মধ্যে, কুরআন তালিম বা কুরআন দার্সের মজলিসে বিশৃঙ্খলা, বাঁধা ও আক্রমণের মাধ্যমে দমিয়ে ও নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেন এই জন্য যে, যেন ইসলাম কায়েম না হতে পারে। মানুষ যেন সত্য ধর্ম ইসলামী জীবন ব্যবস্থা থেকে দূরে থাকে।

যারা চাই ব্যাক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলতে তাদের এমন ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন,
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ﴾
[ الصف: 8]
তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায়,[১] কিন্তু আল্লাহ তাঁর জ্যোতিকে পূর্ণরূপে প্রতিষ্ঠিত করবেন; [২] যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে।
📜 আয়াতের ব্যাখ্যা:
[১] আল্লাহর 'নূর' (জ্যোতি) অর্থঃ কুরআন, ইসলাম, মুহাম্মাদ (সাঃ) কিংবা দলীল-প্রমাণাদি। 'মুখ দিয়ে নিভিয়ে দেওয়া' মানে তাদের সেই সব প্রতিবাদ, বাঁধা,কটূক্তি ও নিন্দনীয় কথাবার্তা যা তাদের মুখ থেকে বের হয়, তা দিয়ে তারা ঐ জ্যোতিকে প্রতিহত করতে চায়!

[২] অর্থাৎ, আল্লাহ সারা বিশ্বে তার দ্বীন ইসলামের বিজয় ও প্রসার ঘটাবেন এবং অন্য সমস্ত ধর্মের উপর তাকে ইসলাম ধর্মকে জয়যুক্ত করবেন। দলীল-প্রমাণের দিক দিয়ে অথবা পার্থিব জয়ের দিক দিয়ে কিংবা উভয় দিক দিয়ে।

👉দ্বীন ইসলাম চর্চার কেন্দ্রঃ
কুরআন, হাদিস ও দ্বীন ইসলাম চর্চার মূল প্রাণকেন্দ্র হলো মসজিদ ও মাদ্রাসা।
মসজিদে রাসুল (সা:) যে সমস্ত কাজগুলো করতেন।
🔸১। المسجد هو مكان السجود لله অর্থাৎ মসজিদ হলো, আল্লাহকে সিজদা করার স্থান। সেখানে নামাজ আদায় করতেন।
🔸২। المسجد هو مكان التعليم الدين অর্থাৎ মসজিদ হলো কুরআন, হাদিস ও দ্বীন ইসলাম ও ইসলামী সাংস্কৃতি চর্চার স্থান।
যেখানে বসে রাসূল (সা:) তার সাহাবিদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা, দ্বীনি নাসিহা, ওয়াজ, বক্তব্য ও খুতবা দিতেন।

🔸৩। المسجد هو مكان التحكيم অর্থাৎ মসজিদ হলো বিচারালয়।
যেখানে বসে রাসূল (সা:) পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ের আচার -বিচার ও সমস্যা সমাধান করতেন।
🔸৪। المسجد النبوي كان مكانَ أهل الصُّفَّة অর্থাৎ
মসজিদে নববী-ই ছিলো আহলুস সুফ্ফাদের থাকার স্থান।
✅আহলুস সুফ্ফাদের সংক্ষিপ্ত পরিচয়:
এখানে الصُّفَّة “সুফ্ফা” শব্দের অর্থ: ছাউনিযুক্ত বারান্দা বা ছায়াযুক্ত স্থান।
এই স্থানটি ছিলো মসজিদে নববীর উত্তর-পশ্চিম পাশের অংশ বা বারান্দা, যেখানে নবী ﷺ মক্কা থেকে আগত গরিব, অসহায় মুহাজিরদের আশ্রয় দেন।
সেখানে যারা অবস্থান করতেন, তাদের বলা হতো أهل الصفة (আহলুস সুফ্ফা)।

🔹 তাদের কার্যক্রম ও বৈশিষ্ট্য:
🔸১। তারা ছিলেন দরিদ্র সাহাবি, যাদের বাড়ি, সম্পদ, বা পরিবার ছিল না।
🔸২। তারা দিন-রাত কুরআন শিক্ষা, হাদীস শিক্ষা ও দ্বীন ইসলাম চর্চা এবং আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন।
🔸৩। নবী করিম ﷺ সবসময় তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন।
🔸৪। তাদের মধ্য থেকে বহু বিখ্যাত সাহাবি জ্ঞান ও দাওয়াতের মহান দায়িত্ব পালন করেন।

🔹 আহলুস সুফ্ফাদের মধ্যে যারা বাস করতেন সেই সাহাবিদের মধ্যে কয়েকজনের নাম:
১। হযরত আবূ হুরাইরাহ (رَضِيَ اللهُ عَنْهُ)
২। হযরত সালমান আল-ফারিসি (রা:)
৩।হযরত বিলাল ইবনু রাবাহ (রা:)
৪। হযরত আবদুল্লাহ ইবনু উম্মে মাকতুম প্রমুখ ইত্যাদি।

👉বিঃদ্রঃ যারা আল্লাহ ও রাসূলের কুরআন, হাদিস,দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিরোধীতা করে, বিরুদ্ধে অবস্থান করে এবং দ্বীন ইসলামের কাজে বাঁধা দেয়, কুরআন ও হাদীসের আলোকে দেখা যায় তারা হলো কাফের। যেমন;
এই আচরণ করেছিলো আবু লাহাব, আবু জাহেল, উতবা, শায়বা ও অন্যান্য কাফের মুশরিকরা।
আজ তাদের উত্তরসূরী যারা আছে তাদের উচিত হলো মন থেকে তাওবা করে ইসলামে ফিরে আসা। আল্লাহ বুঝদান করুক 🤲

ধৈর্য্য নাই যার - তালাক হবে তার।দেখেন আবু ত্বহা আদনান সাহেবের মানহানি করা সেই সাবিকুন নাহারের রুচি! তার বোরকা পড়ার ষ্টাই...
17/10/2025

ধৈর্য্য নাই যার - তালাক হবে তার।

দেখেন আবু ত্বহা আদনান সাহেবের মানহানি করা সেই সাবিকুন নাহারের রুচি! তার বোরকা পড়ার ষ্টাইল দেখে বুজায় যাচ্ছে তার আচার ব্যবহারটাও কতটা স্টাইলিষ্ট ভয়ানক।

আবু ত্বহা আদনান সাহেব হয়তো আগে ভয় পেতেন মানহানি বিষয়ের কোনো কিছু প্রকাশ হওয়ার,
কিন্তু এখন সত্য মিথ্যা যাই হোক প্রকাশ হয়েছে,
আদনান সাহেবের ভয়টাও আশাকরি কেটে গেছে।

একটা পল্টিবাজ নারীর সর্বোচ্চ ক্ষমতা হলো, স্বামীর চরিত্রে আঘাত হেনে কথা বলা, আর মামলা দিয়ে হয়রানি করিয়ে সাময়িক জিত নেওয়া।

কিন্তু দেখবেন দিন শেষে, আদনান সাহেবের প্রথম স্ত্রী তার সন্তানাদি নিয়ে এক সংসারে ধৈর্যের ফলে ভালোই আছে,
এবং এই ভাইরাস মহিলা আগেই দুইবার তালাক পেয়েছে,
তিন নাম্বার তালাকটাও তার কপালে কড়া নাড়ছে।

সবার সবই ঠিক থাকবে, কিন্তু দেখবেন এই মহিলা সবার দ্বারে দ্বারে ঘুরবে, সময়ে অসময়ে ইজ্জত বিলাবে, আর কোনোরকম দিন পার করবে, সহজে যেটা বলা হয়, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট।

সমাজের বাস্তবতাও এটাই, যে মহিলা নিজ আশ্রয়কৃত ঘর থেকে যখনই বের হবে, তখনই সে শকুনদের ভোগে শিকার হবে, এবং পদে পদে, তলে তলে এমন অসংখ্য নারী ইজ্জত বিলিয়ে টিকে আছে।

কোনো জীদি ও অধৈর্যশ্যীল নারীকে পুরুষ পছন্দ করেনা,
সন্তানাদির জন্য কখনো কখনো পুরুষ সংসার চালিয়ে গেলেও,
এমন বেয়াদব নারী কোনো পুরুষের আন্তরিক মহব্বত পায়না।

মেয়েরা হবে ধৈর্য্যশীল, আনুগত্য শীল, কোমলমতি, মায়া ও মমতাময়ী, এতে নিজে তো ভালো থাকবেই, সংসার কেও জান্নাতি বানিয়ে রাখবে,
অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই একজন নারীই পারে ঘরকে জান্নাতি করে রাখতে, এবং নারীই পারে সব কিছু তছনছ করে জাহান্নামি করে তুলতে।

এদিকে দেখবেন প্রথম ওয়াইফ, তার স্বামী সন্তান নিয়ে একই ঠিকানায় দিন পারি দিচ্ছে, আর উত্তেজিত বেয়াদব মহিলার
একের পর এক তালাক নিয়ে বিচারের আসায় দ্বারে দ্বারে ঘুরছে।

এখানেই বুজা যায় ধৈর্য্যই আসলে সুখের মূল,
ধৈর্য্য নাই যার - তালাক হবে তার।

যাঁরা দ্বীনের দায়ী হিসেবে নিজেকে প্রকাশ করেছেন বা করতে চাচ্ছেন তাঁদের জন্য উচিত দ্বিতীয় স্ত্রী গ্রহণে খুব সতর্কতা অবলম...
17/10/2025

যাঁরা দ্বীনের দায়ী হিসেবে নিজেকে প্রকাশ করেছেন বা করতে চাচ্ছেন
তাঁদের জন্য উচিত দ্বিতীয় স্ত্রী গ্রহণে খুব সতর্কতা অবলম্বন করা।
আল্লামা Haque ও Taw Haa Adnan সাহেব দের দ্বিতীয় বিবাহ আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও আমার কাছে স্বাভাবিক নয়।
ইতিহাস ঘাটলে দেখা যায় যুগে যুগে মুসলিম উম্মাহর সিংহদের কন্ঠ রোধ করার জন্য ই"য়া;হু'দী খৃ,ষ্টা।ন রা এরকম ভাবে নর্তকীদের তাদের গৃহে প্রবেশ করাতেন বিভিন্ন কায়দায়।
পরে সুযোগ বুঝে তাদের হীন চক্রান্ত বাস্তবায়ন করতো।
বর্তমানে যুগ পাল্টেছে,পাল্টেছে ষড়যন্ত্রের কায়দা কানুনও।

তাই যাঁরা একটু সেলিব্রিটি টাইপের দায়ী আছেন তাঁদের সর্বদা খুব সতর্ক থাকতে হবে।
কোন ষড়যন্ত্রের শিকার যেন না হতে হয়।
ওদের ষড়যন্ত্র খুব নিখুঁত ও ভয়ংকর হয়ে থাকে।

যারা না জেনে অযাথা জামায়াতের বিরোধীতা ও সমালোচনা করেছেন, এটি শুধু তাদের জন্য রাজনীতি নয়, এটাই মানবতা — যদি একে রাজনীতি ...
23/07/2025

যারা না জেনে অযাথা জামায়াতের বিরোধীতা ও সমালোচনা করেছেন, এটি শুধু তাদের জন্য

রাজনীতি নয়, এটাই মানবতা — যদি একে রাজনীতি বলা হয়, তবে এই রাজনীতিই প্রয়োজন
লঞ্চ ডুবে যখন ৮০ জন মানুষ মারা যান,
ডা. শফিকুর রহমান সেখানে ছুটে যান।
কোনো মিডিয়া কাভারেজ ছাড়াই
প্রত্যেক পরিবারকে ২৫ লাখ টাকা সমানভাবে ভাগ করে দিয়ে আসেন।

চট্টগ্রামের অগ্নিকাণ্ডে নিহতদের দেখতে গিয়ে
নিহতদের পরিবারকে ৫০ হাজার করে লক্ষাধিক টাকা সহায়তা দেন,
কোনো ক্যামেরা বা সংবাদকর্মী ছাড়াই।

সিলেটের ভয়াবহ বন্যায়
সবচেয়ে আগে পৌঁছান ডা. শফিক।
সিলেটবাসীর পাশে দাঁড়িয়ে দলীয় ফান্ড থেকে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেন।
এসব কোনো মিডিয়ায় আসে না।

জুলাই শহীদদের পরিবারের পাশে গিয়ে
প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে দেন।
তখন বলা হয়, “তিনি মানবিক”।

আর আজ, যখন আগুনে দগ্ধ মানুষের পাশে দাঁড়ালেন —
চিকিৎসক, ওষুধ ও টাকা নিয়ে,
তখন বলছেন — “ফুটেজের রাজনীতি”?

আপনারা বলুন,
যদি তিনি না যেতেন,
কাল সকালে আমরা শুনতাম —
“শিক্ষার্থীরা দগ্ধ হয়ে মারা যাচ্ছে,
রাজনীতিবিদরা এসির নিচে বসে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।”

আমরা চাই রাজনীতিবিদ আমাদের পাশে থাকুক বিপদের সময় —
আর যখন থাকেন, তখন আবার আমরা তাঁদেরই টেনে নামাই!

এটাই যদি রাজনীতি হয় —
তবে এমন রাজনীতিই আজকের বাংলাদেশে দরকার।

ডা. শফিকুর রহমান শুধু যাননি,
সাথে করে নিয়ে গেছেন চিকিৎসক ও অর্থ,
যাতে কোনো রোগী ডাক্তার বা ওষুধের অভাবে বঞ্চিত না হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের মনে যাতে প্রশ্ন না ওঠে,
"এই রোগীর খরচ কে দেবে?" —
সেই প্রশ্নের উত্তর হয়েই তিনি গেছেন।

23/07/2025

আলহামদুলিল্লাহ চট্টগ্রাম চকবাজারে কাঁপছে ৯.৮ মাত্রার ছাত্রশিবিরের ভূমিকম্পে। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে , ইনশাআল্লাহ

23/07/2025

দুই দল যখন ভাগে যোগে খাওয়ার অঙ্গীকারের স্লোগান!

21/07/2025

👉 #হিফ্জ_বিভাগের মাসিক মূল্যায়ন পরীক্ষা ।
🔹 #পরীক্ষার্থীঃ মোঃ আরমান শরীফ
🔹 #পিতাঃ মোঃ ফজলুল করিম

👉 #প্রধান_পরীক্ষকঃ
#চেয়ারম্যান অফ ইক্বরা তাহ্ফীজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
🔹এইচ.এম. আজগর আলী
🔹 #খতীবঃ ১ নং পশ্চিম সৈয়দপুর, অন্তরখালী জামে মসজিদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
🔹 #বি_এ.(অনার্স )আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম।
🔹 #কামিল (মাস্টার্স) নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা।

👉 #আমাদের_বিভাগ_সমূহঃ
🔸 নূরানী বিভাগ
🔸হিফ্জ বিভাগ
🔸নাজেরা বিভাগ
🔸 আবাসিক
🔸 অনাবাসিক
🔸 ডেকেয়ার
আপনি কি আপনার সোনামনি সন্তানের জন্য সময়ের সেরা ব্যাতিক্রম ধর্মী প্রতিষ্ঠান খুঁজছেন?
তাহলে আর দেরি নয়, আপনার একদম হাতের নাগালেই রয়েছে সময়ের সেরা একটি ব্যাতিক্রমী প্রতিষ্ঠান
ইক্বরা তাহ্ফীজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।
#ঠিকানাঃ আজাদ নগর বাজার, প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, প্রফেসরের বিল্ডিংয়ের ৩য় তলা, রামগতি, লক্ষীপুর। (01881264413/01735229573)

👉 #আমাদের_কিছু_ব্যতিক্রমধর্মী_আয়োজনঃ
📒 মাসিক মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে ছাত্রদের মান উন্নয়ন করা।
📒 ছাত্রদেরকে মাসিক মূল্যায়ন পরীক্ষা ও প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক, উপজেলা, জেলা পর্যায়ী ও বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে নিশ্চিত করা।

📒হিফজের পাশাপাশি ছোট ছোট সোনামনিদেরকে প্র্যাকটিক্যালী তিন ভাষায় (ইংরেজি, আরবি ও বাংলা) কথা বলা প্রশিক্ষণ দেওয়া।

📒 ছাত্রদেরকে বিভিন্ন বিষয় ভিত্তিক ইসলামিক বক্তব্য, ওয়াজ, খুতবা ইসলামী সংগীত ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া।

আলহামদুলিল্লাহ, যেন ইসলামের বিজয় দেখছি । ইনশাআল্লাহ! আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। প্রথম ছবি : ২৮ জুন’২৫ ইসলামী আন্...
19/07/2025

আলহামদুলিল্লাহ, যেন ইসলামের বিজয় দেখছি । ইনশাআল্লাহ! আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।

প্রথম ছবি :
২৮ জুন’২৫ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ।

দ্বিতীয় ছবি :
১৯ জুলাই’২৫ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The Holy Media13 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share