
23/07/2025
যারা না জেনে অযাথা জামায়াতের বিরোধীতা ও সমালোচনা করেছেন, এটি শুধু তাদের জন্য
রাজনীতি নয়, এটাই মানবতা — যদি একে রাজনীতি বলা হয়, তবে এই রাজনীতিই প্রয়োজন
লঞ্চ ডুবে যখন ৮০ জন মানুষ মারা যান,
ডা. শফিকুর রহমান সেখানে ছুটে যান।
কোনো মিডিয়া কাভারেজ ছাড়াই
প্রত্যেক পরিবারকে ২৫ লাখ টাকা সমানভাবে ভাগ করে দিয়ে আসেন।
চট্টগ্রামের অগ্নিকাণ্ডে নিহতদের দেখতে গিয়ে
নিহতদের পরিবারকে ৫০ হাজার করে লক্ষাধিক টাকা সহায়তা দেন,
কোনো ক্যামেরা বা সংবাদকর্মী ছাড়াই।
সিলেটের ভয়াবহ বন্যায়
সবচেয়ে আগে পৌঁছান ডা. শফিক।
সিলেটবাসীর পাশে দাঁড়িয়ে দলীয় ফান্ড থেকে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেন।
এসব কোনো মিডিয়ায় আসে না।
জুলাই শহীদদের পরিবারের পাশে গিয়ে
প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে দেন।
তখন বলা হয়, “তিনি মানবিক”।
আর আজ, যখন আগুনে দগ্ধ মানুষের পাশে দাঁড়ালেন —
চিকিৎসক, ওষুধ ও টাকা নিয়ে,
তখন বলছেন — “ফুটেজের রাজনীতি”?
আপনারা বলুন,
যদি তিনি না যেতেন,
কাল সকালে আমরা শুনতাম —
“শিক্ষার্থীরা দগ্ধ হয়ে মারা যাচ্ছে,
রাজনীতিবিদরা এসির নিচে বসে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।”
আমরা চাই রাজনীতিবিদ আমাদের পাশে থাকুক বিপদের সময় —
আর যখন থাকেন, তখন আবার আমরা তাঁদেরই টেনে নামাই!
এটাই যদি রাজনীতি হয় —
তবে এমন রাজনীতিই আজকের বাংলাদেশে দরকার।
ডা. শফিকুর রহমান শুধু যাননি,
সাথে করে নিয়ে গেছেন চিকিৎসক ও অর্থ,
যাতে কোনো রোগী ডাক্তার বা ওষুধের অভাবে বঞ্চিত না হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের মনে যাতে প্রশ্ন না ওঠে,
"এই রোগীর খরচ কে দেবে?" —
সেই প্রশ্নের উত্তর হয়েই তিনি গেছেন।