24/03/2025
খুনী শেখ হাসিনা-সহ আ. লীগের সন্ত্রাসী ও বিদেশে অর্থ পাচারকারীদের দ্রুত বিচার চাই: এনসিপি ইউকে
ভারতে পলাতক খুনী শেখ হাসিনা-সহ আওয়ামী লীগের সন্ত্রাসী ও বিদেশে অর্থ পাচারকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে এনসিপি ইউকে। ‘দফা এক, দাবি এক, লীগ নট কাম ব্যাক‘, ‘বাঁচতে হলে লড়তে হবে – এ লড়াইয়ে জিততে হবে’, ‘দিল্লী না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘দালালী না রাজপথ? রাজপথ, রাজপথ’, আ, লীগের আস্তানা – এই বাংলায় হবে না’ ‘এনসিপি জিন্দাবাদ – ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি প্লেকার্ড হাতে নিয়ে রোববার চাত্র-জনতার স্লোগানে মুখরিত হয় লন্ডনের আলতাব আলী পার্ক। সেখানে বক্তরা বলেন, কআওয়ামী লীগ দেশের মানুষের প্রতি যে জুলুম করেছে, গুম ও খুন করেছে, তারপর তাদের আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। বরং অনতিবিলম্বে তাদের প্রত্যেকটা অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে।
জাতীয় নাগরিক কমিটি ইন্টারন্যাশনাল ডায়াস্পারা শাখার কেন্দ্রীয় সদস্য-সহ এনসিপি সাপোর্টার ফোরাম ইউকের আবু সলমান মুরাদ এর সভাপতিত্বে উইকে সিনিয়র নেতা
জি এইচ রাসেল এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি-এনসিপি’র ইন্টারন্যাশনাল ডায়াস্পারা শাখার কেন্দ্রীয় সদস্য পাবেল চৌধুরী, জাতীয় নাগরিক কমিটি-এনসিপি’র ইন্টারন্যাশনাল ডায়াস্পারা শাখার কেন্দ্রীয় সদস্য সারমিন হেপি,
পথিক চৌধুরী,মোহামমদ জামিল, মোহাম্মদ মাহবুব হাসান কাওসার, আবু বকর নিহাজ, , দিপা মনি, ডা হাসিব, তামিম চৌধুরী কিসওয়ার প্রমুখ।
সমাবেশে বক্তরা আরো বলেন, যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাাদের প্রধান কাজ হচ্ছে দ্রুত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করা। কিন্তু আমরা সে বিষয়ে কোন অগ্রগতি দেখছিনা। বরং কেউ কেউ ফ্যাসিস্ট আ:লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশের দামাল ছাত্র-জনতা জীবনে বিনিময়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। তাদের নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই ওঠে না। এরা বাংলাদেশে ফিরে এসে দেশটাকে ধ্বংস করুক সেটা আর বরদাশত করা হবেনা।
TV Chowdhury -show Bangla Directory Asian Restaurant Directory Index .co.uk