03/07/2025
মেয়র লুৎফুর রহমান ৭ বছর সাসপেন্ড ছিলেন। আমরা দেখতাম লুৎফুর লজ্জায় মূখ লুকিয়ে চলতেন তখন অহিদ ভাই বীরদর্পে জন বিগসের বিরুদ্ধে তার সব কিছু দিয়ে সেই যাত্রাকে ধরে রেখেছিলেন। লুৎফুরকে অহিদ ভাই সব সময় সাথে রাখতেন- উনাকে সাথে নিয়ে মসজিদে রেস্টুরেন্টে যেতেন। আজ ক্ষমতায় গিয়ে লুৎফুর আওয়ামীলীগ। মনে করেছিলেন হাসিনা ২০৪২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। অহিদ ভাই সেদিনের কঠিন সময়ে আমাদেরকে সাথে নিয়ে বিশেষ করে বি এন পির কর্মীদের সাথে নিয়ে Aspire পার্টি করেছিলেন। আজ সেই পার্টি দখল করেছেন লুৎফুরের নেতৃত্বে আওয়ামীলীগররা। এই দলের প্রতিষ্টাতা অহিদ আহমেদ, সেক্রেটারি Lilian Collins ও ট্রেজারার Jahed Chowdhury র মতো লোকেরা সরে যেতে বাধ্য হয়েছেন। লুৎফুরের প্রায় পুরো কেবিনেট আওয়ামীলীগারদের দখলে অথচ এরা ২০১৭/১৮ সালে Aspire এর বিরুধীতা করেছে। Very much like Israel occupied Palestines land.
লুৎফুরের আমন্ত্রণ নাকচ করে দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সাবেক মেয়র আরিফুল হক যখন জানতে পারেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যুগ দিয়ে প্রকাশ্যে হাসিনার প্রশংসায় পন্ধমুখ ছিলেন লুৎফুর, এমন সময় যখন ডাইনি হাসিনা গণতন্ত্রের প্রহরী খালেদা জিয়াকে পদ্মা নদীতে চুবিয়ে মারতে চেয়েছিলেন এবং ড. ইউনুসকে পদ্মা নদীতে টুস করে ফেলে দিতে চেয়েছিলেন। লুৎফুরের পরিবারের সদস্য বিগত নির্বাচনে দেশের গিয়েও আওয়ামী লীগের জন্য ক্যাম্পেইন করেছেন। যারা হাই কমিশনারকে টাউন হলে নিয়ে গেছেন তাদেরকে বলি আপনারা আওয়ামীলীগ নিয়েই থাকেন। চামড়া পাল্টিয়ে লাভ নেই।
Love Bangladesh ❣️