দ্বিমত পাবলিশার্স

দ্বিমত পাবলিশার্স 'বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়'

মূলত কবিতা হচ্ছে হৃদয়ের একটি প্রগাঢ় ভাষা, অন্তরের নিভৃত স্বর, যা বিভিন্ন উপমা-উৎপ্রেক্ষার মাধ্যমে কবির অন্তঃপ্রবিষ্ট আবে...
29/05/2025

মূলত কবিতা হচ্ছে হৃদয়ের একটি প্রগাঢ় ভাষা, অন্তরের নিভৃত স্বর, যা বিভিন্ন উপমা-উৎপ্রেক্ষার মাধ্যমে কবির অন্তঃপ্রবিষ্ট আবেগ, প্রবোধ ও ভাবদর্শনকে গম্ভীরভাবে ধারণ করে। মানুষের প্রেমের পাশাপাশি অপ্রেমও (উপেক্ষা, নৈঃসঙ্গ্য, বিষণ্ণতা, অভাব) যে শিল্প ও সৌন্দর্যে রূপান্তর করা যায় তা এ কাব্যগ্রন্থে সুচারুরূপে আলেখ্য।

▪️পরিবেশক
বাতিঘর | দ্বিমত | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ

[৩০০৳ মুদ্রিত মূল্যের কাব্যগ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ২২৫৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

'আয়নাজোড়া অন্ধকার' (২০০৩)-এর আট বছর পর প্রচণ্ড আত্মবিশ্বাস ও সত্যবদ্ধতা নিয়ে 'সম্পন্ন সাম্পান'-এ যাত্রা করেছেন কবি খালেদ...
23/05/2025

'আয়নাজোড়া অন্ধকার' (২০০৩)-এর আট বছর পর প্রচণ্ড আত্মবিশ্বাস ও সত্যবদ্ধতা নিয়ে 'সম্পন্ন সাম্পান'-এ যাত্রা করেছেন কবি খালেদ মাহবুব মোর্শেদ। এ যেন এক নতুন অডিসি। নব্বই দশকে নিচু লয়, গাঁতল কণ্ঠ অথচ অনিবার্য শব্দচয়নে ঐতিহ্যানুগতার শেকড়, নিসর্গ আর বাস্তবতাকে একত্রে বয়ন করে দৃষ্টি-আকর্ষী পথচলা শুরু করেছিলেন এই কবি। দীর্ঘ প্রস্তুতির পর দুই মলাটে আবারও সংরক্ষণ করলেন ক্রমঋদ্ধ নিরবচ্ছিন্ন কাব্যচর্চার গোছালো সম্ভার। কাব্যগ্রন্থটি তিনটি উপশিরোনামে তিনটি পর্বে বিভাজিত : 'মানচিত্রের মনোচিত্রে অমনোতোষের মমি', 'মগজে মননে জমা গমনাগমনের ভূমি' ও 'তাকে দেখতে দেখতে কাকে দেখি'। খালেদ মাহবুব মোর্শেদ এবারে বসেছেন দীর্ঘ কবিতায় কাব্যিক শক্তিমত্ততার পরীক্ষা এবং প্রেম ও দ্রোহের প্রতি, মানুষ ও মাতৃভূমির প্রতি সত্যবদ্ধতার পঙক্তি রচনায়, পূর্বোক্ত গীতল চরিত্রের সাথে কিঞ্চিৎ আপস করে। নিসর্গের প্রমাণিত রূপকার এই কবির চোখে কেবল সুষম্য সৃষ্টির ছলে এড়িয়ে যায়নি দিকে দিকে গ্রাম বিক্রির চুক্তিনামা, নিসর্গে হানা দেয়া দস্যুর নখর, শ্রমিকের ঘাম থেকে জন্ম নেয়া কালো মরীচিকা কিংবা সংঘের শঠতা নাশা নির্বাণের দীপ।

কবির আজকের বর্ষামঙ্গল অন্য মাত্রার, আজকের সমুদ্রদর্শন অন্য দৃষ্টির। আজও কি নেই জীবনবাবুর পথে হাঁটাহাঁটি? আছে, তবে তা অন্য গন্তব্যে; আর একালের ইউসুফের স্বপ্নে হানা দেয় যমুনার তলদেশে ধানের শিষের জাদুবাস্তবতা। বিচিত্রগামী খালেদের কবিতা : মিথ ও রূপকথার জগৎ, দার্শনিকতা, পুরাণের প্রতিপাঠ, সর্বোপরি ক্রমশই কৌতূহলোদ্দীপক প্রেম এবং ভালোবাসার রহস্যের মোড়ক খুলে খুলে দেখিয়েছেন এই প্রেমিক কবি। আর কার কাছ থেকে পাওয়া যেত এই দেহসমুদ্র যে নুনের বেহারা তার বিশ্লেষণ কিংবা বিবাহবিষয়ক মৌলিক ভাষ্য। খালেদ মাহবুব মোর্শেদের কলমের অপেক্ষাতেই ছিল প্রাক্তন প্রেমের নামে ওড়ানো পতাকা, প্রিয়ার হাতে নকল মেহেদি-রাঙা কপট আদর কিংবা বামের বিলোল অগ্নির প্রতি ভালোবাসা।

পাহাড়ময় সমুদ্রঘেরা দ্বীপবাসী এই কবি ধীবরের মগ্নতায় চাঁদের কাছেও ঈর্ষণীয় শব্দের রূপচাঁদা আহরণ করে যে রূপশালী ফসলের সম্পন্ন সোনার তরি বেয়ে যাচ্ছেন, কাব্যপাঠকের কূলে কূলে নিশ্চিত বারবার ভেড়াবেন তা; আর আমাদের অভিজ্ঞতায় ধরা দেবে এক অবিস্মরণীয় ভ্রমণের স্মৃতি। কবির বাকরীতে ঋদ্ধ হোক মানস সবার, কবির মতো এ আমারও আশাবাদ।
: মোশতাক আহমদ [কবি, কথাসাহিত্যিক ও চিকিৎসক]

▪️পরিবেশক
বাতিঘর | দ্বিমত | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ

[২৪০৳ মুদ্রিত মূল্যের কাব্যগ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৮০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

ঝুম্পা লাহিড়ী ইংরেজিতে লিখেই খ্যাতি পেয়েছিলেন। তিনি যখন পুরাদস্তুর ইতালীয় ভাষায় গল্প লিখতে শুরু করেন তখন তাকে জিজ্ঞেস কর...
16/05/2025

ঝুম্পা লাহিড়ী ইংরেজিতে লিখেই খ্যাতি পেয়েছিলেন। তিনি যখন পুরাদস্তুর ইতালীয় ভাষায় গল্প লিখতে শুরু করেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, লেখালেখির ক্ষেত্রে কেন তিনি পুরো ভাষাটাই বদলে ফেললেন। ঝুম্পা লাহিড়ীর মতে, কাঠামো ভাঙার পাশাপাশি যদি চর্চিত ভাষাটাও বদলে ফেলার সুযোগ থাকে, তাতেও চিন্তার বড়ো বদল আসে। অমিতাভ ঘোষের ভাষায়ও পৃথিবীর নিয়ম হচ্ছে বারবার বদল হওয়া। একটা ভবন পুরানো হলে ভেঙে পড়ে কিন্তু একটা গাছ বারবার বিবর্তনের মাধ্যমে দীর্ঘকাল টিকে থাকে। ফলে পৃথিবীর মধ্যেই বদলের যে অভ্যন্তরীণ ব্যাপার, সময়ের সাথে সাথে চিন্তার যে বিবর্তন ঘটে, গল্পের ভাষা ও চিন্তার এই বিবর্তনের পাশাপাশি গল্প বলার মুনশিয়ানা ফজলুল কবিরীর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। প্রত্যেক মানুষ তার জন্মশহর ও স্মৃতির সাথে নানা বোঝাপড়ায় লিপ্ত হতে চায়। ফজলুল কবিরীর গল্পেও তার শৈশব ও স্মৃতি এমনভাবে আসে যা কেবল তারই নিজস্ব। তার গল্পে আরও বেশি বিচ্যুতি থাকলে ভালো হতো, তাতে খানিকটা নিন্দামন্দ করে নিজের পাণ্ডিত্য জাহিরের সুযোগ পাওয়া যেত।
__ অলাত এহ্সান [কথাসাহিত্যিক]

ফজলুল কবিরীর গল্পবিষয়ক দর্শন আমার ভালো লেগেছে। আমিও ছোটোগল্পকে এভাবে দেখতে চাই যেখানে শুধুমাত্র কাহিনি বলে দেওয়া থাকবে না; থাকবে বহুমাত্রিকতা, ভাবনা এবং অনুভবের জায়গা। তিনি গল্প নিয়ে ভাবেন এবং সময় দেন অনেক, এটা নিশ্চিত করেই বলা যায়। তিনি মৌলিক চিন্তায় সমৃদ্ধ গল্প আরও লিখুন এবং পাঠকের সাথে একটি চমৎকার ভাবনাসেতু তৈরি করুন, এই কামনা করি।
__ হাসান মাহবুব [কথাসাহিত্যিক]

ফজলুল কবিরীর গল্প পাঠে অনুভব করা যায় একটা রাষ্ট্র কী পরিমাণ নৈরাজ্যের ভেতর দিয়ে পরিচালিত হয় এবং পরিণতিতে সামাজিকভাবে কতটুকু বিপর্যয় ডেকে আনে এমনকি এক পর্যায়ে মানুষ মনে মনে ভাবতে শুরু করে, আমাদের কি কিছুই করার নেই? এসব বিষয়কে গল্পে তুলে আনার অনিবার্যতা এবং এর মাধ্যমে সময়কে ধরে রাখার যে দক্ষতা জরুরি তা আমরা ফজলুল কবিরীর গল্পে দেখতে পাই।
__ ইশরাত তানিয়া [কথাসাহিত্যিক]

গল্প-উপন্যাসের ক্ষেত্রে এন্টারটেইনিং উপাদানের চেয়ে চিন্তার গভীরতাকে আমি অনেক বেশি মূল্য দিই। ফজলুল কবিরীর গল্পের মূল দিক হচ্ছে বিষয়বস্তু ও চিন্তার গভীরতা। তার কাছে প্রত্যাশা থাকবে ভবিষ্যতেও যেন কথাসাহিত্যে তিনি তার মতো করেই চিন্তার জায়গাগুলোকে উসকে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখেন।
__ প্রমিথ রায়হান [কথাসাহিত্যিক]

ফজলুল কবিরীর ছোটোগল্প পড়েছি এতদিন, যদ্দুর পড়েছি সেগুলোর বুনট ধূসর কোনো দৃশ্যচিত্রের মতো, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে হয় রঙের বিষণ্নতার কারণেই, এরপর সে-চিত্র গেঁথে যায় মগজে।
__ এনামুল রেজা [কথাসাহিত্যিক]

ফজলুল কবিরীর লেখা যখন পড়ি, মনে হয় নান শ্রেণি-পেশার মানুষের জীবনকে দেখছি। আমাদের পরিচয় করিয়ে দেন সমকালীন সমাজের বিভিন্ন চিত্রের সাথে; মুহূর্তেই অংশীদার হই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন সুখ-দুঃখের বয়ানের। তিনি তার গল্পে সামাজিক খণ্ডচিত্রকে এমনভাবে রূপায়িত করেন যা ধ্রুপদি সাহিত্যিকের পরিচয় বহন করে।
__মোস্তফা অভি [কথাসাহিত্যিক]

▪️পরিবেশক
বাতিঘর | দ্বিমত | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ

[৪০০৳ মুদ্রিত মূল্যের গ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ৩০০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

সত্য যখন দেওয়ালের ওপাশে বন্দি হয়ে যায়, প্রতিবাদ যখন নিষেধের হুশিয়ারে ম্রিয়মাণ, তখনই নিষেধের দেওয়ালে একজন কবিকে চিকা মারত...
16/05/2025

সত্য যখন দেওয়ালের ওপাশে বন্দি হয়ে যায়, প্রতিবাদ যখন নিষেধের হুশিয়ারে ম্রিয়মাণ, তখনই নিষেধের দেওয়ালে একজন কবিকে চিকা মারতে হয়; যেটা প্রতিটি প্রজন্মের জন্য এক বলিষ্ঠ প্রেরণা হয়ে ওঠে, প্রতিটি আঁধারে একটা প্রজ্জ্বলিত মশাল হয়ে পথ দেখায়। আমি সেই প্রতিবাদে শামিল হয়েছি নিষেধের সময়ে এবং দেওয়ালে চিকা মেরেছি। তারই ব্যঙ্গার্থে এই বইয়ের নাম চিকা মারা নিষেধ।
__ [মাসুদ পারভেজ]

▪️পরিবেশক
বাতিঘর | দ্বিমত | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ

[২২৫৳ মুদ্রিত মূল্যের গ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৬৯৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

ইহা একখানা পেয়াদাসমৃদ্ধ গোরস্থানের উপাখ্যান। অধিকাংশ কবর ঝুরঝুরা হইলেও শান বাঁধানো ঘাটের মতন পোক্ত সাজানো কবরের সংখ্যা ন...
16/05/2025

ইহা একখানা পেয়াদাসমৃদ্ধ গোরস্থানের উপাখ্যান। অধিকাংশ কবর ঝুরঝুরা হইলেও শান বাঁধানো ঘাটের মতন পোক্ত সাজানো কবরের সংখ্যা নেহাত কম নাই। অভিন্ন কবরে লাশ এবং শ্বাস দাফনের পুনরাবৃত্তি পেয়াদাদের দৃষ্টিতে নতুন সংযোজিত ঘটনা নয়। গোরস্থানের সাইনবোর্ডে ‘পেয়াদাদের আধিরাজ্য’ ছাপা থাকলেও পেয়াদা সভাসদমণ্ডলী প্রত্যেকেই অন্তরাত্মার জ্ঞাতানুসারে ঐকমত্য যে, ইহা ডাহা মিথ্যা বাণী। গোরস্থান এবং নিবাসী পেয়াদাদের পরিচয়পত্রের এই কপট মিছা দোজখবাসীদের একমাত্র সান্ত্বনা। তবে কোন মালার তাগিদে পেয়াদারা এমন প্রবঞ্চনার মুর্দাবাগানে পাহারারত, তার শুকায়ে যাওয়া দুর্গন্ধ ফুল ছিঁড়া, গিঁট খুলিয়া দেখার প্রচেষ্টাই উদ্দেশ্য। ঘটনাক্রমে পেয়াদাদের সহিত নিজের মিল পাইলে ব্যাচখানা চেক বা কার্যদর্শন করিয়া লইবেন। ইহা ফিকশন হইলেও সত্য। যাহাই চিন্তার অধীন, ব্যক্তি উহার একখান আনকনশাস পেয়াদা বৈ কিছুই না।
__ [ফ্ল্যাপ থেকে]

▪️পরিবেশক
বাতিঘর | দ্বিমত | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ

[২২৫৳ মুদ্রিত মূল্যের গ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৬৯৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

বাকরুদ্ধতার মৌসুমে রাজনীতিসচেতন কবি প্রবাসে বসে একের পর এক লিখেছেন প্রতাবাদী কবিতা। তাই গ্রন্থের নামও যথার্থই দিয়েছেন 'আ...
16/05/2025

বাকরুদ্ধতার মৌসুমে রাজনীতিসচেতন কবি প্রবাসে বসে একের পর এক লিখেছেন প্রতাবাদী কবিতা। তাই গ্রন্থের নামও যথার্থই দিয়েছেন 'আমাকে বলতে দাও'। এটি মামুন আব্দুল্লাহর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তরুণ কবি তাঁর তরুণ শব্দগুচ্ছ দিয়ে কবিতাকে দাঁড় করিয়েছেন সযত্নে।

▪️পরিবেশক
বাতিঘর | দ্বিমত | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ

[২০০৳ মুদ্রিত মূল্যের গ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৫০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

'চিলড্রেন অব দ্য ডেজ' বা 'সময়ের সন্তানেরা' এদুয়ার্দো গালিয়ানোর এক অনবদ্য রচনা, যেখানে বছরের প্রতিটি দিন একেকটা গল্প হয়ে...
04/04/2025

'চিলড্রেন অব দ্য ডেজ' বা 'সময়ের সন্তানেরা' এদুয়ার্দো গালিয়ানোর এক অনবদ্য রচনা, যেখানে বছরের প্রতিটি দিন একেকটা গল্প হয়ে উঠেছে। সংক্ষিপ্ত অথচ তীব্র এই লেখাগুলোতে তিনি তুলে ধরেছেন ইতিহাসের বহু বিস্মৃত চরিত্র, ভুলে যাওয়া অবিচার ও বঞ্চনা, প্রান্তিক মানুষের আনন্দ-বেদনা এবং মানবতার সংগ্রামের উপাখ্যান। তাঁর লেখনিতে সময়, স্মৃতি ও প্রতিবাদের সুর এক হয়ে কথা বলে। গালিয়ানোর এই বর্ষপঞ্জির প্রতিটি দিন যেন একেকটি জানালা। এসব জানালার আলো এসে অতীতের ঘটনাগুলোকে নতুন করে দেখায়। কাব্যময় গদ্যে সাজানো, সহজ অথচ গভীর এই বই আমাদের অনুপ্রাণিত করে ছোটো ছোটো গল্পের মাঝে বড়ো সত্যগুলোকে খুঁজে নিতে এবং সারা পৃথিবীর বঞ্চিত মানুষের জন্য জাগিয়ে তোলে ভালোবাসা আর সহমর্মিতা। একই সাথে পাঠককে বৈষম্যহীন একটি সুন্দর পৃথিবীর স্বপ্নে বিভোর করে তোলে।

▪️পরিবেশক
বাতিঘর | দ্বিমত | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ [দ্বিমত]

[৪০০৳ মুদ্রিত মূল্যের গ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ৩০০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

রাজনৈতিক কবিতা লেখায় সবসময় একটা ঝুঁকি থাকে—অতি আবেগপ্রবণতা আর স্লোগানধর্মী হয়ে ওঠার ভয়। কিন্তু কবিকে মনে রাখতে হয়, কবিতা...
04/04/2025

রাজনৈতিক কবিতা লেখায় সবসময় একটা ঝুঁকি থাকে—অতি আবেগপ্রবণতা আর স্লোগানধর্মী হয়ে ওঠার ভয়। কিন্তু কবিকে মনে রাখতে হয়, কবিতার ভেতর শেষ পর্যন্ত পাঠক কবিতাই খোঁজেন।... এ যাবৎ বহু রাজনৈতিক কবিতা লিখেছি। কিছু কবিতাকে আজ এতো বছর পরে 'দুর্বল কবিতা'র কাতারে ফেলে সংকলনে রাখতে পারি নি। এছাড়া প্রবাসে সব কবিতা খুঁজে পাই নি। তবুও চার ফর্মার রাজনৈতিক কাব্যগ্রন্থটি করতে পেরে ভালো লাগছে। আশা করছি আগামীর পাঠক সময়ের স্মারক হিসেবে কবিতাগুলোকে চিহ্নিত করতে পারবেন।
__ [ফ্ল্যাপ | সেলিনা শেলী]

▪️পরিবেশক
বাতিঘর | ধী | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ [দ্বিমত]

[২২৫৳ মুদ্রিত মূল্যের গ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৬৯৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

কোভিড আক্রান্ত পৃথিবীর কথা এখন অনেকে ভুলে গেলেও এই ভয়ংকর দুঃস্বপ্নের দিন সমগ্র মানবজাতিকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল...
04/04/2025

কোভিড আক্রান্ত পৃথিবীর কথা এখন অনেকে ভুলে গেলেও এই ভয়ংকর দুঃস্বপ্নের দিন সমগ্র মানবজাতিকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। পেশাগত কর্তব্যহেতু অনেকরকম ঘটনা এবং হৃদয়বিদারক দৃশ্যের সম্মুখীন হবার দুর্ভাগ্য আমার হয়েছিল। আত্মীয়-পরিজন, বন্ধু-স্বজনের অসুস্থতা ও মৃত্যু প্রতি মুহূর্তে আমাকেও মৃত্যুর আশেপাশেই হাঁটিয়ে নিয়ে গিয়েছে। আমার পরিবারের সদস্যদের এবং আমার নিজের জীবনেও নেমে এসেছিল ভয়াবহ কোভিডের আঘাত। দীর্ঘদিন হাসপাতালে যমের সাথে টানাহেঁচড়া করে যদিও ফিরে এসেছি, বুকের ভিতরে করোনার চিরস্থায়ী প্রভাব রয়েই গেল। এ দুঃসময়ে নিকটজনের অমানুষ হওয়ার দৃশ্য যেমন দেখেছি, তেমনই আম-মানুষের মহানুভবতায় মুগ্ধ হয়ে অশ্রুসিক্ত হয়েছি। এই দুর্বিষহ সময়ে এবং কোভিড-উত্তরকালে রচিত কবিতাগুলো এ বইয়ে একত্রে গ্রন্থিত হলো। এ সময়টায় শুধু কোভিড পরিস্থিতিই নয়, আমাকে কোভিড ব্যাবসা ও কোভিড রাজনীতি ছাড়াও শৈশবস্মৃতি, পরিবেশচিন্তা এবং জীবনদর্শনের নানা দিক আলোড়িত করেছে।
__ [ফ্ল্যাপ | জিললুর রহমান]

▪️পরিবেশক
বাতিঘর | দ্বিমত | রকমারি

▪️প্রকাশক
একরাম আজাদ

[২৫০৳ মুদ্রিত মূল্যের গ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৮৮৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

23/03/2025

অন্য মন্ত্র [১৯৯৫] দ্বিমত প্রকাশিত প্রথম বই। দীর্ঘ ১৭ বছর পর আমরা এটির দ্বিতীয় সংস্করণ আনি। এটি কবিরও প্রথম বই [যদিও ইতোমধ্যে শুধু দ্বিমত-ই লেখকের ৮টি গ্রন্থ প্রকাশ করেছে]। কাব্যগ্রন্থটির পুনপ্রকাশ উপলক্ষ্যে অনুভূতি ও প্রেক্ষাপট আলোচনা করছেন কবি। পাঠকের উদ্দেশ্য তা পুনপ্রচার করা হলো।

[বইটি দেশের বিভিন্ন বুকশপের পাশাপাশি দ্বিমত থেকে ২৫% (ভার্চুয়াল মেলা চলাকালে ৪০%) ছাড়ে সংগ্রহ করা যাবে।]

19/03/2025

পুত্রহত্যার প্রতিশোধ নিতে গিয়ে ভূতভবিষ্যৎ না ভেবেই একজন বুড়ো পিতার দানব আকৃতির কুমিরের বিরুদ্ধে লড়াই করতে নামা এবং মরণপণ সংগ্রামের পর শেষ পর্যন্ত পরাক্রমশালী শত্রুর বিরুদ্ধে জয়লাভ করা নিঃসন্দেহে থ্রিলিং ব্যাপার। এবং থ্রিলারও যে ক্ল্যাসিক উপন্যাস হয়ে উঠতে পারে, এটি তার উদাহরণ হতে পারে।

▪️পরিবেশক
বাতিঘর | বুকস অব বেঙ্গল | রকমারি

▪️রকমারি
https://www.rokomari.com/book/271519/dano

▪️প্রকাশক
একরাম আজাদ
01812-043015

[৪০০৳ মুদ্রিত মূল্যের গ্রন্থটি ২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ৩০০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) প্রকাশকের নম্বরে বিকাশ/নগদ সেন্ডমানি করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।]

19/03/2025

ব্যাপক পাঠকনন্দিত গ্রন্থ 'সময়ের সন্তানেরা' এই বইমেলায় পাবলিশ করেছে দ্বিমত। এবং বইটি এবারে দ্বিমত বেস্টসেলার হয়েছে। কেন এই পাঠকপ্রিয়তা? জানতে হলে পড়তে হবে আপনাকেও।

[দেশের বিভিন্ন বুকশপের পাশাপাশি সরাসরি আমাদের কাছ থেকে ২৫% ছাড়ে বইটি কেনা যাবে। কলকাতায় পাবেন কথাপ্রকাশের আউটলেটে এবং আমেরিকাতে সরাসরি অনুবাদকের হাত থেকে নেওয়া যাবে।]

Address

Panchlaish
Chittagong
4000

Telephone

+8801812043015

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বিমত পাবলিশার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বিমত পাবলিশার্স:

Share

Category