দ্বিমত পাবলিশার্স

হতে চাওয়া কবিদের প্রতি কোনো দরদি মহান কবির কিছু নসিহত পড়েছিলাম। কবিতার ধরন প্রসঙ্গে তিনি বলেছিলেন : কখনও কখনও কবিরা কাচে...
12/09/2025

হতে চাওয়া কবিদের প্রতি কোনো দরদি মহান কবির কিছু নসিহত পড়েছিলাম। কবিতার ধরন প্রসঙ্গে তিনি বলেছিলেন : কখনও কখনও কবিরা কাচের জানালার এপাশ থেকে দুনিয়া দেখতে বসে। বাইরের আলো কমে এলে জানালার কাচে যখন ঘরের ভিতরটা ভেসে ওঠে বিম্ব হয়ে, তখন কবিতা কবির নিজের ঘর কিংবা নিজের মন অর্থাৎ ভীষণ ব্যক্তিগত ও দারুণ ইন্টিমেট বিষয়গুলোর কথা বলে। আর যখন ঘরের আলো কমে আসে আর বাইরের আলো উজ্জ্বলতর হয়ে ওঠে, কবি তখন কাচের ওপাশের পৃথিবীকে দেখে। সেই দেখা কবিতা হয়ে ওঠে।

পৃথিবীর মুখোমুখি হতে গিয়ে স্যানিটি ধরে রাখতে যখন মুহূর্তের গায়ে কান পেতেছি, ফিসফাস যা-কিছু শুনেছি তা ভেতর আর বাইরের আলো বাড়িয়ে-কমিয়ে বলতে চেয়েছি। কবিতা হয়েছে কি না জানি না। এই বিক্ষুব্ধ পৃথিবীতে এইসব পঙ্ক্তি লিখে কখনও কখনও গ্লানি বোধ করেছি। কিন্তু শেষ পর্যন্ত কবিতা লেখার স্বপ্নই বাঁচিয়ে রেখেছে যেন।

আহসানুল করিম
লেভিটাউন, নিউ ইয়র্ক

▪️ কবিতা | ৬৪ পৃষ্ঠা | ২২৫৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৬৯৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

মাঈন উদ্দিন জাহেদের পাশের জানালা প্রবন্ধগ্রন্থটি এবার অমর একুশে বইমেলায় 'দ্বিমত' থেকে প্রকাশিত হয়েছে। মাঈন উদ্দিন জাহেদ ...
07/09/2025

মাঈন উদ্দিন জাহেদের পাশের জানালা প্রবন্ধগ্রন্থটি এবার অমর একুশে বইমেলায় 'দ্বিমত' থেকে প্রকাশিত হয়েছে। মাঈন উদ্দিন জাহেদ মূলত কবি হলেও দীর্ঘদিন থেকে সাহিত্য বিষয়ে প্রবন্ধ রচনা করে আসছেন। ইতোমধ্যে তাঁর মনন মৌমাছি নামে একটি প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রবন্ধপ্রেমী পাঠকদের চিন্তনজগতে গভীরভাবে নাড়া দিয়েছে। মনন মৌমাছি গ্রন্থটির মাধ্যমে মাঈন উদ্দিন জাহেদ নিজেকে একজন প্রাবন্ধিকরূপে মননশীল পাঠকের সামনে বিশেষভাবে উপস্থাপন করতে পেরেছেন।

সমাজ থেকে আহরিত নানা বিষয়-আশয়ের নির্যাসটুকু নিজস্ব চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে সমকালের পরিপ্রেক্ষিতে যৌক্তিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে গঠনমূলকভাবে বিশ্লেষণ করতে হয়। নিজের যুক্তিকে গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রয়োজনে বিভিন্ন মনীষীর মন্তব্য প্রবন্ধে ব্যবহার করা যায়, তবে মনীষীদের একাধিক মন্তব্যের ভারে আক্রান্ত হয়ে প্রবন্ধে নিজের চিন্তা যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ রাখতে হবে। পাশের জানালার প্রবন্ধকার এ ব্যাপারে সতর্ক ও সজাগ। গ্রন্থটির নামকরণ যথার্থ হয়েছে। সচেতন পাঠকসমাজ সূচিপত্র দেখলে তা বুঝতে পারবেন।

পাশের জানালার প্রথম লেখাটি মাওলানা জালালুদ্দিন রুমির উপর। এতে রুমির কাব্যদর্শন এবং জীবনযাপন সম্পর্কে প্রাবন্ধিক পাঠকদের ধারণা দেয়ার চেষ্টা করেছেন। কাশ্মীরের লোককবি হাব্বা খাতুন নিয়ে দীর্ঘ আলোচনা উপস্থাপন করেছেন এবং সমকালের মননের সঙ্গে সমন্বয় সাধন করে হাব্বা খাতুনের লোকজ ধারার প্রেমগীতগুলো ব্যাখ্যা করেছেন প্রাবন্ধিক নিজের মতো করে। এছাড়া পাশের জানালায় গ্রন্থিত হয়েছে দাগ দেহলভি, জিগর মুরাদাবাদি, ফরিদ উদ্দিন আত্তারসহ এ উপমহাদেশের আরও কজন।

আশা করা যায়, মাঈন উদ্দিন জাহেদের আলোচ্য গ্রন্থটি সাহিত্যপ্রেমী প্রযুক্ত প্রজন্মের পাঠকসহ অন্য পাঠকদের নতুনভাবে ভাবতে সাহায্য করবে।
── শাহিদ হাসান [কবি ও কথাসাহিত্যিক]

▪️সুফিসাহিত্য | ১২৮ পৃষ্ঠা | ৩২০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ২৪০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

ক্রমাগত পরিবর্তিত সময়ের ভেতর মুহূর্তেই পাল্টে যাচ্ছে ধারণা, সময়ের অভিঘাত। নানামাত্রিক এই বদল প্রভাব রাখছে যাপনে, রুচিতে।...
06/09/2025

ক্রমাগত পরিবর্তিত সময়ের ভেতর মুহূর্তেই পাল্টে যাচ্ছে ধারণা, সময়ের অভিঘাত। নানামাত্রিক এই বদল প্রভাব রাখছে যাপনে, রুচিতে। ফলে সৃজনের দুনিয়ায় বহুলচর্চিত মাধ্যমের সাথে পেছনে থাকারাও সামনে আসছে সমান হেডম নিয়ে। অণুগল্পের জনপ্রিয়তা মূলত সময়কেন্দ্রিক হেরফেরের সাথে বাস্তবিক রুচিবোধকেও চিহ্নিত করে। অস্থির এবং অপরিমেয় যাপনের চারপাশে এত এত শ্লেষ ও দায়, তা মানুষ বিশদে দেখার সময় আর পকেটে রাখছে না। ফলে, তাকে হিসেবে রাখতে হয় যাত্রাপথের খুচরো সময়, দীর্ঘ কর্মের ফাঁকতালে পাওয়া লাল-চা আর ধোঁয়া উড়ানোর কিঞ্চিৎ অবসর। এর ব্যতিক্রম, বলা চলে, আয়োজন করে রস আস্বাদনের মানুষ কিছু আছে, তবুও সর্বোত বাণিজ্যিক প্রয়াসের কালে অণুগল্প এক বিশাল বৃক্ষের ছায়া ও প্রভাব হয়ে দাড়াচ্ছে। এর বড় একটা কারণ এই, মানুষ ছায়া দেখলেই কায়ার অনুমান করে রাখে আর পছন্দ করে কল্পনার বিস্তৃত আকাশ। অনেক আশার ভেতর সামান্য পাওয়ার মতোই অণুগল্প সামান্যতেই অনেকান্ত আদর-অনুভব দিতে পারে।

আমরা জানি, অণুগল্প বর্তমান বিশ্বসাহিত্যে জনপ্রিয় এক টার্ম। তার চর্চা ও জনপ্রিয়তায় আছে পেছনের ইতিহাস। কিন্তু আমাদের অবাক করে এই, ব্রিটেনের মতো জায়গায় 'ন্যাশনাল ফ্লাশফিকশন ডে' পালিত হয়ে আসছে অর্ধযুগের বেশি সময় ধরে। নিউজিল্যান্ড ও আরো কোথাও অণুগল্পকে সামনে রেখে বিশেষ দিবস পালিত হচ্ছে। যেটা আগেই বলতে চেয়েছি, মানুষের সময়হীনতাই এই টার্মকে মানুষের কাছাকাছি নিয়ে যাচ্ছে। জাতকের গল্প, ঈশপের গল্প অথবা লোকচলিত বিভিন্ন রূপকথায়ও আমরা অণুগল্পের ছায়া দেখতে পাই। কাফকা, হেমিংওয়ে, চেখবের মতো বিখ্যাত লেখকেরা অণুগল্প চর্চা করেছেন। কেউবা ছোটগল্পের পাশাপাশি অণুগল্প চর্চা করেই পেয়েছেন ম্যান অব বুকার কি পুলিৎজার পুরস্কার। বাংলা অণুগল্পের কথা বললে প্রথমেই আসে বনফুলের নাম। স্বপ্নময় চক্রবর্তীর কাজ অণুগল্পকে করেছে সমৃদ্ধ। এদেশে মুম রহমান অণুগল্পের ভূবনে অগ্রগণ্য। বিভিন্ন লিটলম্যাগ কি দৈনিকের পাতা অণুগল্পকে মান্যতা দিয়ে বিভিন্ন আয়োজন রাখলেও এখানে রনি অধিকারী সম্পাদিত 'অনুভূতি' লিটলম্যাগই অণুগল্প নিয়ে প্রথম পরিকল্পিত ও সমৃদ্ধ বিশেষ সংখ্যা প্রকাশ করে। এই সংখ্যাটির জন্য সম্পাদক যেমন কুর্নিশ পাবেন তেমনি এদেশের অণুগল্প চর্চাও গতি পাবে বলে আশা করি। এই ছিলছিলায় বলা যায়, মোহাম্মদ হোসেন এর 'এপিটাফ' একটা উল্লেখযোগ্য সংযোজন।

মোহাম্মদ হোসেন গল্পকার হিসেবে পরিচিত; দুটো গল্পবইও ইতোমধ্যে বেরিয়েছে তার। এবার বোধহয় কোমর বেধেই অণুগল্পকে ধরবার কোশেশ করেছেন তিনি। 'এপিটাফ' নাম শুনলে অতীতের বিখ্যাত লিটলম্যাগের কথা মনে পড়ে কিন্তু গল্পকার অতীতকে মনে রেখেই পাঠকের সামনে তুলে ধরেন নয়া বাস্তবতা, অণুগল্পের আলপথ ধরে। একচল্লিশটি অণুগল্পের সমাহারে চমৎকার একটা গ্রন্থ সাজিয়েছে দ্বিমত পাবলিশার্স। এর ভেতরে কী আছে? এই প্রশ্ন আমাদের তাড়িয়ে বেড়ায় বটে। সামাজিক নিঠুর বাস্তবতা, রাজনৈতিক ছিনালিপনা, ক্ষুধা ও কাম, করোনা নামের অতিমারি, চারপাশের নিখাদ জোচ্চুরি, সাংসারিক রংধুন, লেনাদেনা ও লোভ সব মিলিয়ে চূড়ান্ত একটা প্যাকেজের নাম 'এপিটাফ'। কোনো কোনো গল্পে আড়াল রেখেছেন গল্পকার, কোথাওবা খোলামেলা। চরিত্রের প্রয়োজনে সংলাপ বির্নিমাণে গল্পকারের মুন্সিয়ানা চোখে পড়ার মতো। ভাষা ব্যবহারে স্থানিক ও ব্যক্তিক সেন্স এত নিখুঁতভাবে ধরেছেন মোহাম্মদ হোসেন তা অণুগল্পের জমিনে উর্বরা ফসল হিসেবে পরিগণিত হবে ভাবিকালে। 'প্রেম' গল্পটাকে কারো কারো গদ্যকবিতা বলে ভ্রম হতে পারে; অন্তত ছন্দ না-জানা কবিদের থেকে এই অণুগল্প ঢের গুণ বেটার ফিল দেয়। 'প্রিয়তমা' গল্প আমাদের সামনে তুলে আনে করোনা নামক অতিবাস্তবতার নিঠুর এক চিত্র। স্বামী আসছে ইতালি থেকে আর বউ পালিয়ে বাঁচে করোনার দোহাই দিয়ে। তেমনি 'মা' গল্পটাও চোখে জল আনে। এই দুটো গল্প পাঠে আমাদের কাছে এই বার্তা পরিস্কার হয় যে, গল্পকার সমাজস্থিত মানুষ, মানুষের কোনো কিছুই তার চোখ এড়ায় না। 'খুশবু' কি আমাদের ক্ষুধাপিড়িত দারিদ্র্য জনগোষ্ঠীর নিয়তিকে বিদ্রুপ করে না? আর 'উদবেগ' ভন্ড ও চেচ্চড়দের প্রতিনিধিত্ব করে। 'দরদি'র ডাক্তার নামের কসাইগুলো চারপাশে জেগে আছে উচ্চতর ডিগ্রি ও রোশনাইমাখা সাইনবোর্ড নিয়ে। 'আকুতি' গল্পটা পড়া যাক, '- বিষ দাও।/ -কেন?/ -বাঁচতে চাই।' মূলত এ কারণেই অণুগল্প আজ এত জনপ্রিয়। বিন্দুর ভেতর সিন্ধুর আভাস দিতে পারে অণুগল্প। মোহাম্মদ হোসেন তথাকথিত মিডিয়াপুষ্ট, বন্ধু-ভাগ্যে উচ্চকিত ফাঁকা-বাহবা পাওয়া, সংঘের আশীর্বাদধন্য, আড্ডারুর পরিচয়ে ভুল বাক্য জায়েজ করা সৃজনকার নন। ফলে তার বই নিয়ে বইমেলায় লাইভ হয় না, বকোয়াবাজি চলে না নানা মাধ্যমে, এমনকি কোথাও দৃশ্যমান হয় না তার মুখ। কিন্তু দায়িত্ব নিয়ে এই কথা বলা যায়, বাংলা অণুগল্পে মোহাম্মদ হোসেন এর নাম নিতেই হবে 'এপিটাফ'র কল্যাণে। 'এপিটাফ' আমাদের অণুগল্পের ভূবনে নতুনতর বিভা।

'হেরা অহন মরণের অভাবে বাইচা থাকব, স্যার।' এরকম মহার্ঘ্য জীবনঘনিষ্ট উচ্চারণের সাথে 'এপিটাফ'-এ গলাগলি হবে পাঠকের। উপলব্ধীজাত নানারকম ভাবনা নিজস্ব প্রকাশভঙ্গিতে মোহাম্মদ হোসেন আমাদের সামনে আনেন। 'অস্বচ্ছতা' গল্পে আয়নার এই উচ্চারণ, 'কারণ তোমরা মানুষরা অস্বচ্ছ, ঘোলাটে' এরচে বড় সত্য আর কী হতে পারে মানুষের? 'আগুন', 'জঠরজ্বালা' ক্ষুধার কাছে মানুষের অসহায়ত্বকে প্রচার করে। 'অভিশাপ' এদেশের ট্রাফিক সিস্টেম ও তার সাথে যুক্ত রাজা-উজিরদের ন্যাংটা করে দেয় একেবারে। এরকম বহু গল্পের উদাহরন সামনে আসে কিন্তু অণুগল্পের শরীরের মতোই আমাদের বাসনাকে সংক্ষিপ্ত করতে হয়। মোহাম্মদ হোসেন যেটা করেছেন, একেবারে নির্বাচিত শব্দপুঞ্জে গল্পের শরীর নির্মাণের চেষ্টা; আর আছে ঝানুচোখে পরিপার্শ্বকে দেখানোর প্রয়াস। এই চেষ্ঠায় তার সততার অভাব নেই। ফলে গল্পগুলো আর গল্পকারের একার থাকে না; হয়ে ওঠে আমপাঠকের। অনুভূতি ও অভিজ্ঞতাকে সমান্তরালে আনতে গিয়ে কখনো কখনো গল্পকার সত্তার সাথে ব্যক্তি মোহাম্মদ হোসেনেরও সাক্ষাৎ হয়েছে। কবুল করতে হয়, এই সাক্ষাৎ কিছুটা হলেও শিল্পগুণ ক্ষুণ্ন করেছে। তবুও 'এপিটাফ'র মাস্তানি শেষ হবার নয়। জীবনের সমস্ত মাস্তি দেখে নিয়ে তা যে কায়দায় প্রাগুক্ত গ্রন্থে উল্লাসিত হয় তা অন্যরকম দ্যোতনায় ভাস্বর। নানা ইশারাভাষ্যে, ইঙ্গিতে, সুনির্বাচিত শব্দে অণুগল্প যেভাবে জীবনের ক্লেদ ও কুসুমকে জারিত করেছে মোহাম্মদ হোসেন এর হাতে তা দীর্ঘতর হতে থাকুক। সময়ের প্রয়োজনে, জান্তবকালে যেভাবে প্রতিবাদ ও প্রকাশ্য করা যায় শৈল্পিক কায়দায় তার বিশদ আছে 'এপিটাফ'-এ। অণুগল্পের এই জার্নিতে যুক্ত হোক আরো আরো নতুন ঢেউ। পাঠককে 'এপিটাফ'র জগতে স্বাগতম।
── ইলিয়াস বাবর [গল্পকার]

📚 অণুগল্প | ৪৮ পৃষ্ঠা | ১৫০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১১০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

এই উপন্যাসের নাম 'পৈতৃক পাপ' হওয়ার পেছনের গল্পটি লোমহর্ষক। লম্পট পিতা একাধিক গোপন বিয়ে করে প্রত্যেক স্ত্রীর ঘরে একটা-দুট...
05/09/2025

এই উপন্যাসের নাম 'পৈতৃক পাপ' হওয়ার পেছনের গল্পটি লোমহর্ষক। লম্পট পিতা একাধিক গোপন বিয়ে করে প্রত্যেক স্ত্রীর ঘরে একটা-দুটা করে সন্তান জন্ম দেয়। এদের কেউ কাউকে চেনে না জানে না। দৈব কারণে প্রথম স্ত্রীর পুত্র, উপন্যাসের নায়ক, অন্য গ্রামের এক যুবতির প্রেমে পড়ে। দুজনে বিয়ে করতে সিদ্ধান্ত নিলে প্রেমিকার মায়ের সাথে পাকা কথা বলতে যায় এবং সেখানে নিজের বাবাকে আবিষ্কার করে চমকে যায়। ট্র‍্যাজেডিটা হলো, যার সাথে এতদিন প্রেম করেছে এবং বিয়ে করতে গেছে সে আসলে তারই বৈমাত্রীয় বোন! এমন বিচ্ছিরি সত্য তাকে তীব্র পাপবোধের পাশাপাশি ভয়ংকর যন্ত্রণার মুখে ঠেলে দেয়। অতঃপর বাকি জীবন তাকে ভোগ করতে হয় পৈতৃক পাপের শাস্তি।

এখানে ট্র‍্যাজেডিকে অকৃত্রিম করে তুলতে লেখকের প্রচেষ্টা নজর কাড়ে। নায়কের মাতৃবিয়োগ, লম্পট পিতার সংসারবিরাগ, অভাব ও উচ্চশিক্ষার প্রয়োজনে স্থানান্তর এবং সেখানে প্রেম, অতঃপর ট্র‍্যাজেডির মুখোমুখী এসে পড়া সবটাতেই একটা স্মুথ কানেক্টিভিটি ও নিরবচ্ছিন্ন প্রবাহ পাঠককে টেনে রাখে গল্পের ভেতর। ফলে ক্লাইমেক্সে গিয়ে নায়কের সাথে সাথে যন্ত্রণাগ্রস্ত হয়ে পড়ে পাঠকও।
── একরাম আজাদ

▪️উপন্যাস | ৯৬ পৃষ্ঠা | ৩০০৳

৩০% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ২১০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

যে জীবন আনন্দের, যুদ্ধের, জয়ের তাতেও নেমে আসে হঠাৎ করুণার মেঘ। নিজের কাছে কুণ্ঠিত হয়ে পড়ে মানুষ। হারিয়ে যায় স্বপ্ন, চাওয়...
03/09/2025

যে জীবন আনন্দের, যুদ্ধের, জয়ের তাতেও নেমে আসে হঠাৎ করুণার মেঘ। নিজের কাছে কুণ্ঠিত হয়ে পড়ে মানুষ। হারিয়ে যায় স্বপ্ন, চাওয়া-পাওয়া, দূরের ভাবনা। তাই ডুবে ডুবে ভেসে থাকে কোনো কোনো মানুষ। লজ্জা, হতাশা কিবা নিয়তির কাছে অসহায়তাই যদি বলি, কোথায় আছে তা থেকে উদ্ধারের উপায়? তাই তো কখনও পাগলপারা শরীরের ভিতর এক নদী, অস্থির শরীরের ভিতর লুকানো এক বোধ প্রতিদিন তাড়া করে। সে লুকায়, সে নেমে পড়ে, সে হাসে, সে প্রতিশোধ নেয়; আবার কখনও জীবন থেকে পালায়। সত্যি কি এ পালানো? নাকি এক যুদ্ধের পরে আরও এক যুদ্ধের জন্য সৈনিকের বেশ? নহন্য আত্মার জয়-পরাজয়ের বিচার করার আমরাই বা কে? যখন মায়ের বুক থেকে ছিনিয়ে নেয় ছেলে; চামড়া ছিলে গোলাপি মাংসের তুফানে গা ভাসায় পাগল ঔপনিবেশিকের দল; মরণের মাঝ দিয়ে হয়ে ওঠে নহন্য সেই বীর। সেই নারীরই কী দোষ যে একা নিঃসঙ্গ সন্তান লালনপালন করতে করতে হারিয়েছে তার যৌবনের মাতাল সময়? অথবা যে নারী বা পুরুষের ধর্ম, সমাজ, দেশের সীমানার বাইরে দাঁড়িয়ে রয়েছে শাশ্বত প্রেম? কী দোষ যার স্বামী নপুংসক কিবা প্রেমের সঙ্গী না হলে অবলীলায় ভাসে যে অন্য পুরুষের সাথে ভালোবাসার শেষ মার্গে? সমাজ, সংসার আর ধর্মের বিচারেই কি সব মহাপাপ আর পাপীর দল? না তার বাইরেও আছে অন্য এক জীবন, আছে আরেক যুদ্ধ। যে জীবন নহন্য, যে জীবন নহন্যিয়ার।

▪️গল্প | ৪৮ পৃষ্ঠা | ২০০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৫০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

কবিতা একটা বিরাট পুকুরে একটা ছোটো পাথর ছুড়ে মারা। পাথরের মৌহূর্তিক উপস্থিতি জানান দেয় এর ছড়িয়ে পড়ার মধ্যে, এর ক্রমসঞ্চার...
03/09/2025

কবিতা একটা বিরাট পুকুরে একটা ছোটো পাথর ছুড়ে মারা। পাথরের মৌহূর্তিক উপস্থিতি জানান দেয় এর ছড়িয়ে পড়ার মধ্যে, এর ক্রমসঞ্চারণের মধ্যে। পৃথিবীময় এত কবিতা লেখা হওয়ার পরেও কবিতা রচনার প্রক্রিয়া চলমান এবং কোনোদিনও স্তব্ধ হবে না এমন এক প্রবহমানতার নাম। এ বই আত্মতার শুশ্রূষার প্রচেষ্টা যখন পরিপার্শ্ব কেবলই ক্যামোফ্ল্যাজ আর সংকোচনে তৎপর। এই কৃত্রিম কল্লোলের যুগে হেনরি থোরু'র 'ওয়াল্ডেন' হয়তো এক ফ্যান্টাসি বা ইউটোপিয়া বলে মনে হতে পারে; কিন্তু জীবনের অজস্র সম্ভাবনার কথা হয়তো কবিতাকেই মনে করিয়ে দিতে হয়। যে সময় চলে গিয়ে নাই হয়ে যাচ্ছে তাকে কবিতার ফ্রেমে খানিকটা হলেও আটকে রাখবার এই প্রণোদনা গাঁথা থাকল মহীবুল আজিজের বর্তমান কাব্যগ্রন্থে।

▪️কবিতা | ৫৬ পৃষ্ঠা | ২২০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৬৫৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

কবিতা বলতে আমি যা বুঝি, এখানে তা নেই। কিন্তু আমার কবিতা হয়ে ওঠার একটা সিগনেচার এখানে আছে, যা পরবর্তী কাব্যগ্রন্থগুলোতে ক...
01/09/2025

কবিতা বলতে আমি যা বুঝি, এখানে তা নেই। কিন্তু আমার কবিতা হয়ে ওঠার একটা সিগনেচার এখানে আছে, যা পরবর্তী কাব্যগ্রন্থগুলোতে ক্রমান্বয়ে পোক্ত হয়েছে। সেই ক্রমপরিবর্তনটা বোঝার জন্যই মূলত গ্রন্থটি বাজেয়াপ্ত করার সাহস আমি করি না। কিশোরীর প্রথম চুম্বনের অনুভূতির মতো এক অকৃত্রিম ব্যাকুলতা ও আনাড়িপনা এর সর্বাংশে লেপটে আছে-সস্নেহ দৃষ্টি দিলে যে-কেউ সেটি টের পাবেন।

এখানকার প্রায় সব কবিতাই গতানুগতিক ভাষা ও ফরমেটে লেখা; শুধু চিন্তার ক্ষেত্রে কিছুটা স্বাতন্ত্র্য উঁকি দিয়েছে বলে আমার মনে হয়েছে। ফলে মনের জোরে এদের কবিতা দাবি করার দুঃসাহস আমি করব না। তবুও যেহেতু পূর্ববর্তী মুদ্রণ শেষ, বইটি পাঠলভ্য করার জন্য নিয়মমাফিক আরেকটা মুদ্রণে যাওয়া।

এই সুযোগটাকেই কাজে লাগিয়ে পূর্বমুদ্রণের বিস্তর সমস্যার একটা সুরাহা করার চেষ্টা করেছি। যার ফলে একেবারেই অপাঙ্তেয় কয়েকটি কবিতা ফেলে দিয়ে সমসাময়িক ও সমধারার কিছু কবিতা রিপ্লেস করার পাশাপাশি তুলনামূলক ভালো কবিতাগুলো শুরুতে এনে ধারাপাতটি নতুন করে সাজিয়েছি এবং কয়েক জায়গায় প্রয়োজনীয় সম্পাদনাও করেছি।
── একরাম আজাদ

▪️কবিতা | ৪০ পৃষ্ঠা | ১৫০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১১০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

জিললুর রহমানের কবিতা অন্য মাত্রার──একথা এই বইয়ের ফ্ল্যাপেই লিখেছিলাম সাতাশ বছর আগে। আজ এই ফ্ল্যাপের প্রয়োজন ফুরিয়েছে, তব...
31/08/2025

জিললুর রহমানের কবিতা অন্য মাত্রার──একথা এই বইয়ের ফ্ল্যাপেই লিখেছিলাম সাতাশ বছর আগে। আজ এই ফ্ল্যাপের প্রয়োজন ফুরিয়েছে, তবু লিখতে বললে লিখব──জিললুর রহমানের কবিতা বহু মাত্রার, যা আনন্দময় অন্বেষণের বিষয়।

আশির দশকে কবি হিসেবে আবির্ভূত হয়ে অন্য অনেকের মতোই তাঁকে শিল্পের জন্য কবিতা আর জীবনের জন্য কবিতা──এই দ্বিধার অভিজ্ঞতা নিয়ে যে-কোনো পথে যাবার কিংবা নতুন একটা সমন্বিত পথ কেটে যাবার সুযোগ ছিল। জিললুর কোন পথে গিয়েছেন তা বিগলিত সময়ই বলে দিয়েছে।

একদিকে বিশ্বব্যাপী তরুণদের স্বপ্নের সমাজতন্ত্রের পতন, অন্যদিকে সামরিক শাসনের দীর্ঘ ছায়ার নিচ থেকে বেরিয়ে অনিশ্চিত গন্তব্যে মাত্রা: একদিকে কবিতার নামে নৈরাজ্য, অন্যদিকে ঐতিহ্যানুগ শান্ত সমাহিত পথ চলা; একদিকে পরকালের লোভনীয় পুরস্কার অস্বীকার, অন্যদিকে অম্লাত শোকের পয়ার সীবন করে যাওয়া;──প্রিয় পাঠক, এই ছিল কবি জিললুরের যৌবনের অনুধ্যান। জিললুর শুরু থেকেই সমাজ ও রাজনীতি সচেতন। স্লোগানমুখরতা ছাড়াই কীভাবে সমাজ ও রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতিকে কাব্যিকভাবে তুলে আনা যায় তা আমরা যে-কোনো বয়সেই তাঁর কাছ থেকে শিখতে পারি। তাঁর কবিতায় কোনো অতিকথন নাই; পরিমিতিবোধ তাঁর একটা বৈশিষ্ট্য।

তাঁর কবিতার পরতে পরতে আছে আন্তর্বয়নের মাধ্যমে পঠনের প্রিয় জগৎকে নিত্য নতুন কবিতায় উত্তীর্ণ করার খেলা, আছে স্বদেশভূমি ডুবে যাবার শঙ্কা জয় করে প্রিয়ার ঘাড়ের তিলের সৌন্দর্যে অনার্য দুচোখের মেতে ওঠার উল্লাস, আছে অশনি সংকেত ঠোঁটে ঝুলিয়ে লাল কবুতরের ওড়াউড়ি, বড্ড স্পষ্ট হয়ে একালে এসেছে বেহুলা, অনেক জটিল সমীকরণ নিয়ে ভেসেছে আফ্রোদিতি, আছে অগ্রজ কবির শব্দচয়নের তারিফ, আছে কবিবন্ধুর জন্য এলিজি, আছে সময়কে শিল্পিত রূপে ধারণ করে এক অনিঃশেষ যাত্রার ইশারা। তত্ত্বের অ-আ-ক-খ না জেনেও তাঁর কবিতার রস আহরণ করতে পাঠকের বিন্দুমাত্র শ্রম স্বীকার করতে হয় না।

আজ সাতাশ বছর পরে আমাদের দ্রষ্টা কবির ছোটো পরিসরের এই প্রথম বইয়ের অনেক কবিতাই পাঠকের ঠোঁটে মন্ত্রের মতো উচ্চারিত হয়: উচ্চারিত হয়ে চলবে উত্তর প্রজন্মের নতুন পাঠকের ঠোঁটেও। এই কবিতাগুলো বঙ্গীয় উত্তর আধুনিকতার পথিকৃৎ কি না, সে বিচারের ভার কবির সমকালীন পাঠক আর চিরকালীন পাঠকের হাতেই না হয় ছেড়ে দেয়া যাক।

── মোশতাক আহমদ [কবি ও কথাসাহিত্যিক]

▪️ কবিতা | ৪৮ পৃষ্ঠা | ১৬০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১২০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

ক্ষিপ্র শব্দের জালে সময়ের সমুদ্র থেকে তুলে আনা প্রতিটি মুহূর্ত আলোকচিত্রের নৈপুণ্য নিয়ে ফুটে উঠেছে বিটুল দেবের কবিতায়। য...
30/08/2025

ক্ষিপ্র শব্দের জালে সময়ের সমুদ্র থেকে তুলে আনা প্রতিটি মুহূর্ত আলোকচিত্রের নৈপুণ্য নিয়ে ফুটে উঠেছে বিটুল দেবের কবিতায়। যেন এক অদৃশ্য অথচ প্রকাণ্ড শক্তি মতান্তরে অপশক্তির বিপরীতে দাঁড়িয়ে সুনির্বাচিত শব্দের বীজ বুনে দিতে চাইছেন কবি। যে জীবনে এত পরাজয়, অবমাননা, খেদ ও ক্ষয়িষ্ণুতা, পরাধীনতার শেকল, সেই জীবনকেই কবি অলংকৃত করতে চান কবিতায় উদ্ভাসিত সবুজের স্পর্ধিত সজীবতা দিয়ে। এটাই তো প্রকৃত কবির কাজ। কবি বলেন:

জি হুজুর, জি হুজুর করলে বেঁচে থাকা যাবে
আরও কিছু দিন,
কিন্তু নতশিরে গাধার জীবন চাই না
চাই একটা সিংহের জীবন।

'মানবতার অভাবে জ্বরে ভোেগা সমাজে' আমাদের বাস। তদুপরি মানুষের পদবি কাব্যগ্রন্থের কবিতাগুলো শেষ পর্যন্ত আমাদের নতশির গাধার জীবন থেকে শক্তিশালী সিংহ হয়ে ওঠার মন্ত্রণা যোগাবে, এই প্রত্যাশা করতেই পারি। সেই সাথে প্রত্যাশা করি বইটির পাঠকপ্রিয়তার।

— চাণক্য বাড়ৈ

📚 কবিতা | ৫৬ পৃষ্ঠা | ২২০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৬৫৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

বৃষ্টির কালে মেঘেরা শালীন থাকে কী করে? এরকম ফিচেল প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে কবি, তার কবিতার রসগ্রাহী পাঠক হতে ইচ্ছা করে।...
29/08/2025

বৃষ্টির কালে মেঘেরা শালীন থাকে কী করে? এরকম ফিচেল প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে কবি, তার কবিতার রসগ্রাহী পাঠক হতে ইচ্ছা করে। আঁতুড়ঘরে শিশুর কান্না দেখে বা শুনে বোঝার সাধ্য নাই ভবিষ্যৎ পৃথিবীতে কীরূপ ছাপ সে রাখতে চলেছে। কেননা মানুষ সৃষ্টির আধার, কবি তার উৎসমুখ। সেই উৎসমুখে দাঁড়িয়ে কবি সোহেল ইয়াসিন পরিবেশনা করেন কবিতা : 'একবার ফেরাও চোখ/ পুড়ে যাবার পূর্বমুহূর্তে কিছু ছাইভস্মের/ সহজ সংস্থান করে যাবো ভাবছি।' কিছু কিছু কবিতা বোধগম্যতার অধিক দখল করে মগজ, তার সহজ অনুরণন যেন সর্বসত্তাজুড়ে—ত্রিলোকের সুন্দর দর্শন-নন্দন ও বাস্তবের পরিকাঠামো পেরিয়ে তখন অনেক অনেক দূর নিয়ে যায়। কবিতা তাই যতটা বোঝা যায় তার থেকে বেশি, যতটা দেখা যায় তার থেকেও অধিক। আবার উলটোটা যদি বলা হয়, যা অধিক নয় তা আবার অল্পও নয়, হতে পারে তা সীমা ছাড়ানো বা রহস্যাবৃত।

'একটু দাঁড়াও, রহস্য বাড়ছে' কাব্যগ্রন্থে কবি সোহেল ইয়াসিন এসব বিষয়ের মুসাবিদা করেন কীভাবে? তিনি যে মেঘের স্বভাব ফেরি করে বেড়ান। 'সূর্যান্তের অবিশ্বাস্য প্রভা'য় তিনি স্বতঃস্ফূর্ত সহজাত। তার শব্দগুলো নিজেরাই যথাস্থানে বসে কবিতার সৌধ গড়ে তোলে যেন।

স্বরূপ সুপান্থ
কবি

▪️কবিতা | ৬৪ পৃষ্ঠা | ২২০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৬৫৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

গ্রন্থেরই একটি কবিতায় আমরা পাই কবির স্বীকারোক্তি : 'ব্যথা তীব্রতর হয়, হতে থাকে। যে জন্ম নেয় সে জানে না। যে জন্ম দেয় সে-ই...
28/08/2025

গ্রন্থেরই একটি কবিতায় আমরা পাই কবির স্বীকারোক্তি : 'ব্যথা তীব্রতর হয়, হতে থাকে। যে জন্ম নেয় সে জানে না। যে জন্ম দেয় সে-ই জানে কতটা তীব্র এ ব্যথা! প্রতিটি জন্ম বেদনাসমেত নিয়ে আসে অপার আনন্দ। নিত্য ব্যথানন্দে ভুগি। জন্ম দিই জলে-ফুলে ভরা এক-একটি অলৌকিক মায়াফুল, জ্বলজ্বলে শুভ্র পঙক্তি।' কবি তার যন্ত্রণালব্ধ কবিতাকে 'মায়াফুল' নামে আখ্যা দিয়েছেন; ফলে কাব্যগ্রন্থের নাম দাঁড়ায় 'একমুঠো মায়াফুল'। দীর্ঘ চর্চাপ্রসূত চমৎকার ৪০টি কবিতার সংকলন এই কাব্যগ্রন্থ। আশা করি অনুভূতিপ্রবণ পাঠক কবির মায়াফুলদের সাথে নিজেকে রিলেট করতে পারবেন, এবং নিজেও ফুটবেন আরেকটি মায়াফুল হয়ে।

📚 কবিতা | ৪৮ পৃষ্ঠা | ২০০৳

২৫% ছাড়ে সরাসরি প্রকাশনা থেকে নিতে ১৫০৳ + ৪০৳ শিপিং চার্জ (দেশের যে-কোনো স্থানে) 01812-043015 নম্বরে বিকাশ/নগদ করে কুরিয়ার ডিটেইল দিলে আপনার অর্ডারটি কনফার্ম হবে। পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে আপনার পারসেল পৌঁছে যাবে।

Address

Panchlaish
Chittagong
4000

Telephone

+8801812043015

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বিমত পাবলিশার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বিমত পাবলিশার্স:

Share

Category