19/04/2025
চট্টগ্রামের চকবাজারে কাপাসগোলা ব্রিজের কাছে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে বৃষ্টির মধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যায়। অটোরিকশায় ছিল এক শিশু, তার মা ও নানী। ফিরতি পথে দুর্ঘটনায় রিকশাটি নালায় পড়ে গেলে মা শিশুটিকে ধরে রাখার চেষ্টা করলেও পানির স্রোতে ছুটে যায়। মা ও নানীকে স্থানীয়রা উদ্ধার করলেও শিশুটি নিখোঁজ ছিল।
প্রায় ১৩ ঘণ্টা পর শনিবার সকালে আসাদগঞ্জের চামড়া গুদাম মোড়ের পাশে চাক্তাই খালে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং শিশুটির বাবা মরদেহটি গ্রহণ করেন। শিশুটির বাড়ি আসাদগঞ্জে, বাবার নাম শহীদ ও মায়ের নাম সালমা বেগম।
যারা এই ড্রেনেজ অবস্থাপনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে...