15/05/2023
🔰🔰ক্যানভা কি? 🔰🔰
🔰ক্যানভা একটি গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম, যা সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, প্রেজেন্টেশন, পোস্টার, ডকুমেন্ট, খুব সহজেই লোগো তৈরি করার সুযোগ, সোস্যাল মিডিয়াতে শিডিউল ফটো আপলোডের সুবিধা, প্রিমিয়াম ফন্ট, গ্রাফিক্স, ভিডিও, এনিমেশন, টেমপ্লেট এবং কনটেন্ট এবং অন্যান্য ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত হয়।🔰
👉ক্যানভাতে থাকা রেডিমেট টেমপ্লেট বা ডিজাইন এর সাহায্যে নিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার, লগো, পেসক্রিপশন, আইডি কার্ড, ফ্লায়ার, ব্রউচার ইত্যাদি বানিয়ে ফেলা যায়।এসকল তৈরীকৃত ডিজাইন পি.এন.জি বা জে.পি.জি সহ বিভিন্ন ধরনের ফরম্যাটে ডাউনলোড করা যায় এবং অনলাইনে সেভ রাখা যায়। রেডিমেট টেমপ্লেট বা ডিজাইনে পাবেন বিভিন্ন রং, টেক্সট, ব্যাকগ্রাউন্ড আর কিছু ডিাজাইন এ্যাড করে খুব সহজেই নিজের নতুন একটি ডিজাইন তৈরী করে ফেলা যাবে।🎨🖌️
👉ক্যানভা গ্রাফিক্স টুল জনপ্রিয় হওয়ার কারনগুলো হচ্ছে:
✅ডাউনলোড ছাড়ায় অনলাইনে করা হয়।✅
✅ সহজে ইমেইল একাউন্ট দিয়ে এ্যাকাউন্ট খোলা যায়।✅
✅ফ্রিতে ব্যবহার করা যায়।✅
✅তৈরীকৃত ডিজাইন ক্যানভাতেই সেইভ রাখা যায় ফলে যখন খুশী তখন এডিট, ডাউনলোড এবং ডিলিট করা যায়।✅
✅ অসংখ্য রেডিমেট টেমপ্লেট বা ডিজাইন আছে যা সহজেই এডিট করে নিজস্ব ডিজাইন বানানো যায়।✅
📌শেষ কথা
👉 আপনার যদি গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে নূন্যতম দাঁড়াও না থাকে কিন্তু গ্রাফিক্সের কাজের প্রয়োজন হয় ।
📌তাহলে আপনি Canva অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন ।
📌আমিও আমার সকল প্রকার গ্রাফিক্সের কাজ ক্যানভার মাধ্যমে সম্পন্ন করে থাকি ।✅😊
✌️✌️ # #ঘরে বসে ইনকাম💰💰 #ডিজিটাল_মার্কেটিং📢💻⌨️🖱️