01/09/2025
"খোলা চিঠি"
প্রিয় আমি'টা
আজ ১লা সেপ্টেম্বর আন্তর্জাতিক
চিঠি দিবস! আজ অনেকেই নিজের প্রিয় মানুষ, বাবা, মা, ভাই বোন অন্যান্যদের নিয়ে লিখবে। এর মাঝে আমি বসলাম নিজেকে নিয়ে লিখতে। স্বার্থপর মনে হচ্ছে আমাকে তাইনা? আমিটা কেমন আছি, অনেকদিন হলো কোনো খোঁজ নেই না! আমার আমিটা কে অনেকদিন হলো সময় দেইনা!বাবা-মা, আত্মীয় স্বজন, বন্ধু -বান্ধব দিনশেষে সবার'ই খোঁজ নেওয়া হয় কিন্তু আমার আমিটার খোঁজ নেওয়া হয় না!
প্রিয় আমি,অনেকদিন হলো তোকে কোনো চিঠি লেখা হয়নি। তুই কেমন আছিস,এটা জিজ্ঞেস করার মতোও সময় হয় না কারো।কারণ সবাই তো ধরে নেয়—তুই ঠিক আছিস! হাসছিস,সব সামলে নিচ্ছিস তাই না?কিন্তু আমি জানি,তুই ঠিক নেই!
তোকে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি, চোখের নিচের ক্লান্তি, বুকের ভেতরের চুপচাপ কষ্ট,সব আমি বুঝি। কেউ যখন কাঁদতে চায়, তখন কাঁদার জন্য একটা কাঁধ খোঁজে। আর তুই?
তুই তো নিজের কাঁধটাই নিজের জন্য রেখে দিস।
তুই কতবার নিজেকে বলেছিস,'আর না' কিন্তু পরের দিনই আবার নতুন ভাবে সব শুরু করেছিস।
আমি জানি, কিছু রাত এমন আসে, যেদিন কেউ কিছু বোঝে না।কেবল তোর চোখে জল আসে, অথচ তুই মুখে বলিস—"ঘুম পাচ্ছে"! তুই কতটা অভিনয় করিস,শুধু সবাই ভালো থাকবে বলে।
তুই নিজেকে যতবার ভেঙে ফেলেছিস, ততবার আবার নিজের টুকরোগুলো তুলে এনে জোড়া লাগিয়েছিস। এতটুকু অভিযোগ করিসনি, কাউকে তুই দোষও দিস'নি। শুধু নিজেকে বলেছিস—চল,আবার হাঁটি!
আজ তোর হাত ধরে বলতে চাই—তুই যথেষ্ট, তুই ঠিক যেমন, তেমনটাই সুন্দর। তোকে ভালোবাসা দরকার, ঠিক নিজের কাছ থেকেই!
তোকে আজ একটু জড়িয়ে ধরতে চাই, কাঁধে মাথা রেখে বলতে চাই—আমি জানি, তুই অনেক সহ্য করেছিস, কিন্তু এবার একটু তোর নিজের জন্য বাঁচ!
ভালোবাসিস নিজেকে,কারণ তোকে ছাড়া আমি অসম্পূর্ণ!
ইতি,
"তোর ভিতরের আমি'টা"