
22/07/2025
স্কুলের আঙিনায় বিধ্বস্ত স্বপ্ন: আমরা দায় এড়াতে পারি না
একটি ছোট্ট স্কুল, কিছু নিষ্পাপ মুখ, যাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার—সেই আকাশই আজ নেমে এলো আগুনের গোলা হয়ে। একটি বিমান ভেঙে পড়ল স্কুলের ওপর, আর মুহূর্তেই থেমে গেল অনেক শিশুর জীবন। আমরা সবাই স্তব্ধ। কষ্টে, ক্ষোভে, এবং অপরাধবোধে।
এই দুর্ঘটনা কোনো একক ব্যর্থতা নয়। এটি দুর্নীতির দীর্ঘশ্বাস, অদক্ষ পরিকল্পনার ফল, অবহেলিত নিরাপত্তা ব্যবস্থা ও জবাবদিহির অভাবের প্রতিচ্ছবি। যখন নিয়ম মানা হয় না, নিরাপত্তা খাতে বরাদ্দ গায়েব হয়, আর অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া হয়—তখনই ঘটে এমন নির্মমতা।
এই শিশুদের মৃত্যুর দায় কার? শুধু নিয়তির? না, আমাদের সবার—আমাদের মৌনতা, দুর্নীতিকে মেনে নেওয়া, এবং দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থার প্রতি নীরব সমর্থন।
আমরা আর কত শিশু হারালে জাগব? আর কত মৃত্যুর পরে আমরা বলব, “এবার সচেতন হতে হবে”?
এই দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে—এই হোক আমাদের অঙ্গীকার। আইন মানা, দুর্নীতি প্রতিহত করা, জবাবদিহির দাবি—এটাই এখন সবচেয়ে জরুরি।
শুধু শোক নয়, এবার হোক প্রতিবাদ। যেন আর কোনো স্কুলের আঙিনা মৃত্যুপুরী না হয়।