Love with Lamia

  • Home
  • Love with Lamia

Love with Lamia ""Daily beauty, Simple routines & Real life glow""

03/07/2025

শুভ সকাল 🌅☀️

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

03/06/2025

একটু সময় নিয়ে পড়ার অনুরোধ রইলো। 👇
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম,

,,,,আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম

রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন,, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন ।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার।

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া গাফফারু,ইয়া হাইয়্যুল,ইয়া কাইয়্যুম,ইয়া যাল যালালি ওয়াল ইকরাম,ইয়া রহমানির রহিম, আল্লাহ গো ,ও আল্লাহ,ও আরশে আজিমের মালিক তুমি তোমার তাওহীদ এর কালিমা(লা ইলাহা ইল্লাল্লাহু)এর উছিলায় এবং তোমার প্রিয় বন্ধু,হযরত মোহাম্মদ (সঃ) এর উছিলায় আমাদের মনের নেক আশা পূরণ করে দেও । তুমিই আমার একমাত্র ভরসা, ইয়া রব আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই,তাইতো আমার চাওয়ারও কোনো জায়গা নাই,, আমি তোমার দরবারের ভিখারি। ও মালিক আমার অসম্ভব দোয়াগুলো কবুল করে নাও (যা আমার জন্য কল্যানকর)। ইয়া রহমান, ইয়া রাহিম
আমিন, আমিন, আমিন
ছুম্মা আমিন।।

💡 স্কিন কেয়ার টিপস (Skin Care Tip):"রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে ঘুমান – কারণ দিনভর জমে থাকা ধুলো-ময়লা, ...
01/06/2025

💡 স্কিন কেয়ার টিপস (Skin Care Tip):

"রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে ঘুমান – কারণ দিনভর জমে থাকা ধুলো-ময়লা, মেকআপ আর তেল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়, যা ব্রণ ও রুক্ষতার কারণ হয়।"

➡️ তাই প্রতিরাতে একটি মাইল্ড ফেসওয়াশ ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন, আর যদি সম্ভব হয়, একটু অ্যালোভেরা জেল লাগিয়ে ঘুমান — সকালে স্কিন থাকবে সফট, ক্লিয়ার আর গ্লোয়িং! ✨🌿

"Every small step you take today brings you closer to the dreams you've envisioned for tomorrow. Keep pushing forward, e...
31/05/2025

"Every small step you take today brings you closer to the dreams you've envisioned for tomorrow. Keep pushing forward, even when it feels tough. Your consistency and determination will pave the way for success. Stay focused, stay positive, and remember — the journey is just as important as the destination. You’ve got this! 💪✨ "

30/05/2025

আসসালামু আলাইকুম।
শুভ সকাল 🌼🌼

29/05/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো..🥰

আমরা আসলেই কিছু করতে পারবোনা 🤲🤲
29/05/2025

আমরা আসলেই কিছু করতে পারবোনা 🤲🤲

29/05/2025

আসুন কান্না জরিপ করিঃ
১)কাউকে জড়িয়ে ধরে কেঁদেছেন -৫
২)কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়েছেন- ৫
৩)গান শুনতে শুনতে কেঁদেছেন -৫
৪)ওয়াশরুমে ঢুকে কেঁদে আবার মুখ মুছে বের হয়েছেন-৫
৫)কারো কথায় কষ্ট পেয়ে কেঁদেছেন-৫
৬)প্রিয় মানুষের সামনে কেঁদেছেন- ৫
৭)মুভি দেখে কেঁদেছেন - ৫
৮)খাবার সামনে নিয়ে কেঁদেছেন - ৫
৯)কারো কান্না দেখে কেঁদেছেন-৫
১০) হাসতে হাসতে কেঁদেছেন -৫
১১) আকাশের দিকে তাকিয়ে কেঁদেছেন-৫

এখন বলেন আপনার স্কোর কতো?

©

🌻 "জীবনটা কঠিন হতে পারে, কিন্তু তুমি তার থেকেও কঠিন।"নিজের ওপর বিশ্বাস রাখো। শান্ত থেকো। এগিয়ে যাও।🫶 শুভ সকাল           ...
29/05/2025

🌻 "জীবনটা কঠিন হতে পারে, কিন্তু তুমি তার থেকেও কঠিন।"
নিজের ওপর বিশ্বাস রাখো। শান্ত থেকো। এগিয়ে যাও।
🫶 শুভ সকাল

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Love with Lamia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love with Lamia:

  • Want your business to be the top-listed Media Company?

Share