H O O R

H O O R Fashion designer & entrepreneur

আপনারা ৫,০০০ পাবলিক সাক্ষী থাকলেন।
15/09/2025

আপনারা ৫,০০০ পাবলিক সাক্ষী থাকলেন।

ভাগ্যবতী স্ত্রীআমি তো কোনদিন বাচ্চার বাবা হতে চাই নি।চেয়েছিলাম শুধু "ও "বেঁ-চে থাক।আমার শুধু "ও" কেই প্রয়োজন! কিন্তু "ও ...
14/09/2025

ভাগ্যবতী স্ত্রী

আমি তো কোনদিন বাচ্চার বাবা হতে চাই নি।
চেয়েছিলাম শুধু "ও "বেঁ-চে থাক।
আমার শুধু "ও" কেই প্রয়োজন!
কিন্তু "ও "আমাকে ছেড়ে চলে গেল!!
আমার কলিজাটা ছিঁ-ড়ে যায়!
যদি ও আবার ফিরে আসত!

এই পৃথিবীতে আমি ওর সাথে লং টাইম বেঁ-চে থাকতে চেয়েছিলাম!

এখন" ও" ছাড়া আমার পৃথিবী অ-ন্ধ-কা-র !!

বুক ফাটা আ-র্ত-না-দ আর চোখের পানি ফেলে চিরতরে হা-রি-য়ে যাওয়া প্রিয় স্ত্রীর কথা বলছিলেন তিনি।

স্ত্রী সবসময় অ-সু-স্থ থাকত।
একবার ডাক্তার বলেছিলেন, তার স্ত্রীর মা হওয়া রিস্ক আছে!

এজন্য ভয়ে তিনি কখনও বাবা হওয়ার ইচ্ছাটুকু প্রকাশ করেন নি।

তার কাছে তার স্ত্রী সব!
কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন!

একদিন তারা জানতে পারে,তাদের নিজের অজান্তেই তার স্ত্রীর গর্ভে আল্লাহ মানব শিশু দিয়েছেন!
তার স্ত্রী গর্ভবতী!!
এই সংবাদে স্বামী খুশির পরিবর্তে পেরেশান হয়ে গেলেন!

তার বাচ্চার দরকার নেই। যদি তার স্ত্রীর কিছু হয়ে যায়!!

এই ভ-য়ে তিনি বাচ্চাকে পৃথিবীতে আনতে চাইছিলেন না।
কিন্তু অলৌকিক ভাবে তার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন!
এবং ডাক্তার জানালেন,আর কোন ভ-য় নেই।
তার স্ত্রীও ভীষণ খুশি ছিল!
বাচ্চা হওয়ার পাঁচদিন পর স্ত্রীর শরীর খারাপ হতে থাকে!
তার স্ত্রী বাচ্চাটাকে অন্যদের কাছে দিয়ে স্বামীকে কাতর কণ্ঠে বলে-আমি তোমার সাথে অনেক বছর বাঁ-চ-তে চাই!!
কিন্তু আমি তো আর মনে হয় বাঁ-চ-ব না!
এরপর স্বামীর গলা জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ সে ঘুমিয়ে থাকে!
পরের দিন অবস্থার অবনতি দেখে তাকে আই সি ইউ তে রাখা হয়!
এরপর ভোর ছয়টায় সে তার প্রিয় স্বামীকে ছে-ড়ে চি-র-ত-রে পর পারে চলে যায়!!
স্বামী ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝোরে কেঁ-দে যায় !!
সে তার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় সিজার হওয়ার আগে ডাক্তারকে চুপি চুপি বলেছিলেন-যদি এমন পরিস্থিতি হয় যে,বাচ্চা কিংবা মা কে বাঁ-চা-নো যাবে। তাহলে আপনি কিন্তু অবশ্যই আমার স্ত্রী কে বাঁ-চা-বে-ন।
কারণ: ও কে ছাড়া আমি বাঁ-চ-তে পারব না!!
কিন্তু আল্লাহ রব্বুল আলামীন যাকে নিয়ে যাবেন, তাকে একজন স্বামী হাজার বার চোখের পানি ফে-লেও তো ফিরিয়ে আনতে পারবে না!

আল্লাহ যেন এই দম্পতিকে প-র-কা-লে জান্নাতের চিরসঙ্গী হিসাবে কবুল করে নেন!

সংগৃহীত পোস্ট

14/09/2025
14/09/2025
আপনি আপনার স্ত্রীকে যথাযথ সম্মান দিবেন না, তার কোন হক আদায় করবেন না, তাকে শারীরিকভাবে নির্যাতন করবেন, নিজের দোষ স্বীকার ...
14/09/2025

আপনি আপনার স্ত্রীকে যথাযথ সম্মান দিবেন না, তার কোন হক আদায় করবেন না, তাকে শারীরিকভাবে নির্যাতন করবেন, নিজের দোষ স্বীকার করবেন না, নিজের সব ভুল এবং অন্যায়ের জন্য ক্ষমাও চাইতে পারবেন না, তাকে এনসিউরও করবেন না যে আর কখনো এমনটা হবে না এবং আপনি তাকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। আবার আপনি চান যে আপনার স্ত্রী আপনার সাথে সংসার করুক। এটা কীভাবে সম্ভব!
কোন স্ত্রীই আমার জানামতে এত উদার মনের হয় না কিংবা হওয়া উচিৎ ও না।

আবার এদিকে আপনারাই বলেন আপনারা নাকি সংসার ভাঙতে চান না। আমরা স্ত্রীরাই নাকি অহেতুক আপনাদের সংসার ছেড়ে চলে আসি। অথচ
সংসার টিকিয়ে রাখার জন্য আপনাদের ভূমিকা (শূণ্য)।
একটা ফ্যামিলিতে সব বউরাই কি খারাপ!!

এমন কাপুরুষ থেকে শত মাইল দূরে থাকা উচিৎ।
নিজের পছন্দ করা স্ত্রীকে তো আরো বেশিই যত্নে রাখা উচিৎ।

যদি সংসার টিকাতে চান, পাবলিকলি সব দোষ স্বীকার করে ক্ষমা চান, সবাইকে স্বাক্ষী রেখে ওয়াদা করতে হবে আর কোনদিন গায়ে হাত তুলবেন না, আমার প্রাপ্য সম্মান আমাকে দিবেন এবং আমাকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করবেন। তখন বুঝবো আপনি চান এই সংসারটা আসলেই টিকে থাকুক এবং আপনার কাছে আমার গুরুত্ব আছে। অন্যথায় আমাকে ভুলে যান এবং আমাকে আর কখনো বিরক্ত করবেন না।
আপনাকে আরো দুদিন সময় দিলাম।
রুমের চার দেয়ালের ভেতরে ক্ষমা চাইবেন, দুদিন পর আবার একই কাহিনী করবেন, তা আর হতে দেয়া যায় না। অস্বাভাবিক মৃত্যুর ঝুঁকি নিয়ে সংসার করা যায় না।

14/09/2025

❤️

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তাঁর সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটককক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হওয়া রঞ্জন চাকমা (৫৫)...
14/09/2025

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তাঁর সামনে স্বামীকে হত্যা, ঘাতক আটক
কক্সবাজার শহরে স্ত্রীর সামনে খুন হওয়া রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে ঘাতক বীরেন চাকমা (৫৪)। রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। মদ্যপ অবস্থায় আটক বীরেন চাকমাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, রাঙ্গামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা স্ত্রী কালোদেবী চাকমা (৩৫) কে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন।

দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙ্গামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকছিলেন।

স্থানীয় এক যুবক বলেন, “রাতে সম্ভবত তারা সবাই একসাথে মদ্যপান করছিলেন। এসময় মদ্যপ অবস্থায় রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন।’✍️🌿🌿🌿

তিনি বলেন,’স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলা আঘাত করে পালিয়ে যাওয়ার সময় মেয়েটি (স্ত্রী) চিৎকার করলে আমরা এগিয়ে আসি।’
✍️🌿🌿🌿🌿🌿🌿
হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করেন। পরে ব্যাগ হাতে পালাতে গিয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে এলাকাবাসী।✍️🌿🌿🌿🌿

কখনো পরিচিত বন্ধু, অমুক তমুকের ঘরে গিয়ে থাকবেন না। যদি আপনার জানা থাকে আপনার স্বামী এবং তার আশে-পাশে বন্ধুদের চরিত্র, বদ অভ্যাস সম্পর্কে। শয়তান যেকোনো সময় যেকোনো মানুষের উপর শোয়ার হতে পারে।
নিজেকে নিরাপদ রাখতে সচেতন থাকুন। বাসায় আপনি একা (স্ত্রী) থাকলে কখনো স্বামীর কোন বন্ধুকে এলাউ করবেন না। সচেতনতার মাইর নাই।

😂
13/09/2025

😂

12/09/2025

কয়েক মাস সব কাজ বন্ধ থাকবে।
নিজের যত্ন কখন নিয়েছি মনে নেই। একটু নিজের যত্ন নেওয়া এবং বিশ্রাম নেওয়া প্রয়োজন।

12/09/2025

কি সব ভুলভাল কথাবার্তা বলেন,
কিছু জানেন না!
বউ সবার লাস্টে, কিছু না দিলে আরো ভালো 🥱

#সার্কাজম

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when H O O R posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H O O R:

Share