H O O R

H O O R Fashion designer & entrepreneur

Gift 🌸
25/12/2025

Gift 🌸

H O O R   🚫 This is our own creation, so don't copy or use any of these picture/video without our permission
25/12/2025

H O O R

🚫 This is our own creation, so don't copy or use any of these picture/video without our permission

22/12/2025

ইমার্জেন্সি একটা প্রফেশনাল সেলাই মেশিন এবং কাট ওভারলক মেশিন দরকার। সেকেন্ডহ্যান্ড কিনতে চায়।
কেউ সেল করলে ইনবক্স করবেন। এরিয়া - কাঁলামিয়া বাজার, চকবাজার, টেরিবাজার, রাহাত্তারপুল, মুরাদপুর,জিইসি

হাতের কাজ, সূঁচের খেলা আর নতুন ডিজাইনের চিন্তায় পুরো সকাল গেছে। কাজের মাঝে ডুবে থাকা ভালোবাসার মতো অনুভূতি।H O O R      ...
22/12/2025

হাতের কাজ, সূঁচের খেলা আর নতুন ডিজাইনের চিন্তায় পুরো সকাল গেছে। কাজের মাঝে ডুবে থাকা ভালোবাসার মতো অনুভূতি।

H O O R

সকালের রোধ গায়ে মাখাতে মাখাতে আঁকতে বসেছিশুভ সকালসকাল মানেই আম্মুর ছোট খাটো একটা যুদ্ধ, সবার জন্য নাস্তা বানানো, আব্বুর ...
22/12/2025

সকালের রোধ গায়ে মাখাতে মাখাতে আঁকতে বসেছি
শুভ সকাল

সকাল মানেই আম্মুর ছোট খাটো একটা যুদ্ধ, সবার জন্য নাস্তা বানানো, আব্বুর অফিসের জন্য রান্না করা, টিফিন রেডি করা, নাস্তা নিয়ে সবার পেছনে পেছনে দৌড়ানো।
চাকুরীজীবি হাসবেন্ড হলে এটাই একটা সুবিধা সবকিছুই একটা নিয়মের মধ্যে থাকে। সারাদিন যে যার যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, এরপর আবার সন্ধ্যায় আব্বু ঘরে ফেরার অপেক্ষা। আবার ঘরটা জমজমাট, আবারো আম্মুর খাবার নিয়ে সবার পেছনে দৌড়ানো। মায়েদের মনে হয় স্বামী-সন্তানদের খেতে দেখলেই শান্তি লাগে। সেই ছোট থেকেই এই একই নিয়মেই বেঁধে থাকতে দেখছি আম্মুকে। কোন বিষয়ে বনিবনা না হলেও আব্বু আম্মুকে কখনো আলাদা থাকতে দেখিনি, উনারা একে অপরকে ছাড়া থাকতেই পারে না। আম্মু কোথাও থাকার উদ্দেশ্যে গেলেও আবারো ঠিক ফিরে আসে ঘরে, আব্বুও তা-ই। আব্বুকে কখনো দেখিনি আম্মুকে ছাড়া কোথাও যেতে। কেউ যদি দাওয়াত দেয় আম্মুকে না বললে আব্বুকে সেই দাওয়াতে যেতে দেখিনি কখনো, সেই দাওয়াত যতো আপন মানুষেরই হোক না কেন। এমন কি রমজানের ইফতারটাও একদিনের জন্যও বাইরে কোথাও করে না, হাতে একটা পানির বোতল থাকে, আজান দিয়ে দিলেও পানি খেয়ে রোজা ভেঙ্গে বাসায় এসেই ইফতার করে পরিবারের সাথে।
সেদিন আব্বুর কাছে জানতে চাইলাম, আচ্ছা আব্বু আম্মুকে দেখি আপনার নামে কত অভিযোগ করে, আপনি চুপ করে থাকেন, আম্মুরও তো অনেক সময় অনেক ভুল হয় আপনাকে কখনো দেখিনি নানুকে অভিযোগ করতে।
আব্বু বলেছিল, তোর আম্মুর দায়িত্ব আমি নিয়েছি দায়িত্বে অবহেলা হলে তো অভিযোগ করবেই, তোর আম্মুর অভিযোগ তোর নানুকে কেন করবো সে তো আমারই।
ভালোবাসা, শাসন, খুনসুটি, মনোমালিন্য সবকিছু মিলিয়ে আমার আব্বু আম্মুর সংসার জীবনটা দারুনভাবে কেটে যাচ্ছে।মাশাল্লাহ
দুজনই গুরুতর অসুস্থ এখন, বয়স হয়েছে, একে অপরের খেয়াল রাখে। আমরা সন্তানরা সবাই সবার পড়াশোনা আর কাজ নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। উনারা দুজন একে অপরের সাথে এভাবেই পাশে আছে।
মানুষ বলে না যে, সন্তান তার বাবা মায়ের সংসার যেভাবে দেখে এসেছে ঠিক সেভাবেই নিজের সংসার সাজাতে চায়, এটা কিন্তু সত্য কথা।

H O O R

কুফু মিলিয়ে বিবাহ করুন!অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে.!আসুন জেনে নেই কুফু কী?❑ কুফু(كُفُو) ❑ কি??বিয়ের ...
22/12/2025

কুফু মিলিয়ে বিবাহ করুন!

অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে.!

আসুন জেনে নেই কুফু কী?

❑ কুফু(كُفُو) ❑ কি??
বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«قال رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ»
“তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।” [১]

●এখন 'কুফু'-র অর্থ কি?
“কুফু”(كُفُو) একটি আরবী শব্দ; যার অর্থ সমান,সমতুল্য,সমতা,সমকক্ষ[২]।
ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।

●বিয়ের ক্ষেত্রে “কুফু” কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি:
মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার,অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে কুফু নেই। তারপরেও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'।

এবার আরেকটি উদাহরণ দেখি:
মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।

হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে।
অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরমধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, ‘ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে ’।

তাই সর্বদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিৎ। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।

যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের। পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট।
(এক কথায়- স্বামী স্ত্রী দুজনের মধ্যে রুজি রোজগার দিন ইসলাম ব্যাপারে খাওয়া দাওয়া ব্যাপারে কাপড়-চোপড় ঘরবাড়ি ব্যাপারে মনোমালিন্য নিজের ভিতর যেন না আসে।
এবং কোন ছেলে তার আর্থিক অবস্থার চাইতে বেশি মেয়ের আর্থিক অবস্থা যদি থাকে তাহলে নেগলেট করতে পারে )
আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমার বাড়িতেই ভালো আমি ছিলাম
বলবে। (স্বামীর সব কিছুর উপর সন্তুষ্ট যেন থাকতে পারে, অসন্তুষ্ট যেন না হয় )

©

21/12/2025

“আজ আমার দিন, আমার হাসি, আমার ছন্দ।
কোনো অন্যের অনুমতি লাগবে না।”
❤️

H O O R
21/12/2025

H O O R

আমার মতো বাঘিনীর বাচ্চা ওসমান হাদির মতোই হওয়া উচিৎ। এমন একটা সন্তান আমার খুব দরকার। আল্লাহ যেন কবুল করে।
20/12/2025

আমার মতো বাঘিনীর বাচ্চা ওসমান হাদির মতোই হওয়া উচিৎ। এমন একটা সন্তান আমার খুব দরকার।
আল্লাহ যেন কবুল করে।

Right
19/12/2025

Right

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when H O O R posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H O O R:

Share