Md Azmul Hossain

Md Azmul Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Azmul Hossain, Digital creator, Pahartali, Chittagong.

22/06/2024

20 AI Tools to replace your tedious work:

1. Research

- ChatGPT
- YouChat
- Abacus
- Perplexity
- Copilot
- Gemini

2. Image

- Fotor
- Stability AI
- Midjourney
- Microsoft Designer
-Remini

3. CopyWriting

- Rytr
- Copy AI
- Writesonic
- Adcreative AI

4. Writing

- Jasper
- HIX AI
- Jenny AI
- Textblaze
- Quillbot

5. Website

- 10Web
- Durable
- Framer
- Style AI

6. Video

- Klap
- Opus
- Eightify
- InVideo
- HeyGen
- Runway
- ImgCreator AI
- Morphstudio .xyz

7. Meeting

- Tldv
- Otter
- Noty AI
- Fireflies

8. SEO

- VidIQ
- Seona AI
- BlogSEO
- Keywrds ai

9. Chatbot

- Droxy
- Chatbase
- Mutual info
- Chatsimple

10. Presentation

- Decktopus
- Slides AI
- Gamma AI
- Designs AI
- Beautiful AI

11. Automation

- Make
- Zapier
- Xembly
- Bardeen

12. Prompts

- FlowGPT
- Alicent AI
- PromptBox
- Promptbase
- Snack Prompt

13. UI/UX

- Figma
- Uizard
- UiMagic
- Photoshop

14. Design

- Canva
- Flair AI
- Designify
- Clipdrop
- Autodraw
- Magician design

15. Logo Generator

- Looka
- Designs AI
- Brandmark
- Stockimg AI
- Namecheap

16. Audio

- Lovo ai
- Eleven labs
- Songburst AI
- Adobe Podcast

17. Marketing

- Pencil
- Ai-Ads
- AdCopy
- Simplified
- AdCreative

18. Startup

- Tome
- Ideas AI
- Namelix
- Pitchgrade
- Validator AI

19. Productivity

- Merlin
- Tinywow
- Notion AI
- Adobe Sensei
- Personal AI

20. Social media management

- Tapilo
- Typefully
- Hypefury
- TweetHunter

©

02/06/2024

🔎 কিছু রিমোট জব পাওয়ার জন্যে ভালো কিছু সাইট এর ধারনা দেই 🔥:-
✅ Linked.in
✅ Indeed
✅ Remote.co
✅ FlexJobs
✅ RemoteHub
✅ MyJob
✅ WeWorkRemotely
✅ Virtual Vocations
✅ EuropeRemotely
✅ Dailyremote.com
✅ Toptal.com
📌 আশা করি এসব যায়গায় একটু এক্সপ্লোর করে হলেও দেখবেন অনেক জব অপরচুনিটি আছে যদি আপনি আসলেই কাজ জানেন তো! আপনি ভালো একটু প্রোফাইল সাজাবেন,ওয়ার্ক স্যাম্পল রাখবেন সাথে, সুন্দর কভার লেটার লিখবেন ইনশাল্লাহ রেসপন্স পাবেন ইন্টারভিউ এর জন্যে।

29/05/2024

আমি কেন জানি কখনো তোমায় বলতে পারিনি মা
ভালবাসি আমি,ভালবাসি আমি,ভালবাসি তোমায়।
কেন জানি আমি বোঝাতে পারিনি,কতটা ভালবাসি,
কষ্ট কিংবা আনন্দঘন উদ্বেল সময়।
ফুল ভালবাসি,রুপ আছে তার,সুবাস মন মাতানো।
ফল ভালবাসি, মেটায় ক্ষুধা,স্বাদ নয় যেনতেন।
কিন্তু তোমায় কেন ভালবাসি,বুঝাতে পারিনি মা,
ভালবাসি,ভালবাসি একথা বলতে পারিনি মা।

29/05/2024

বেশিরভাগ মানুষ এমন কাউকে পেলে খুশি হয়, যার সাথে যে ইচ্ছেমত অভদ্র খারাপ আচরণ করতে পারবে আর এমন আচরণের জবাবে সে সবসময়ই কেবল ভদ্র ভদ্র মিষ্টি মিষ্টি কথা পাবে। নিজে বেয়াদবের মতো আচরণ করলেও সে অন্যের প্রতিক্রিয়াটািই কেবল দেখে, নিজের ক্রিয়াটার কথা মাথায় আনতে চায় না। মুখে যা-ই কিছু বলুক না কেন, মানুষ মেরুদন্ডহীন সম্মত বন্ধুই বেশি পছন্দ করে।

Note : এই রকম মনমানসিকতার মানুষ গুলো দয়া করে আমার থেকে দূরে থাকবেন।

28/05/2024

Struggle and Hard Work দুইটা ভিন্ন ব্যাপার বহন করে।
Struggle হচ্ছে যেমন: আপনি দিনে তিন বেলার মধ্যে এক বেলা খায় থাকেন আরেক বেলা খান না বা এক দিন খান আরেক দিন না খায় থাকেন। ওই জায়গা থেকে নিজে কে তুলে আনা এবং একটা পর্যায় নিয়ে যাওয়া that is called Struggle.
আর Hard Work হচ্ছে সবকিছুর মধ্যে থেকে কোনো কিছু পাওয়ার জন্য তীব্র ইচ্ছা এবং প্রতিনিয়তো সেই কাজে নিজেকে নিয়োজিত রাখা যাতে সেই ফলাফল টা অর্জন করতে পারে that is called Hard Work




24/05/2024

১.কেউ যন্ত্রণা দিচ্ছে?
👤চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
👤চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপমান করছে?
👤চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে?
👤চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
👤চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
👤চুপ হয়ে যান।

👀এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।
কিন্তু আপনি জানেন কি?
যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

👀তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন।
সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

সংগৃহীত

18/05/2024

কেউ না চাওয়া পর্যন্ত কাওকে জ্ঞান দিও না, একদমি জ্ঞান দেওয়ার দরকারি নাই। তুমি জ্ঞান দিতে যাবা তোমার চৌদ্দ গোষ্ঠী উদ্বার করে দিবে।

Different life but peaceful ❤️❤️Alhamdulillah ❤️❤️
24/03/2024

Different life but peaceful ❤️❤️
Alhamdulillah ❤️❤️

Suddenly meet❤️❤️
23/03/2024

Suddenly meet❤️❤️

Address

Pahartali
Chittagong
4202

Telephone

+8801858779945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Azmul Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Azmul Hossain:

Share