Mohammad Fahad

Mohammad Fahad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Fahad, Digital creator, Chittagong.

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল,
নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’।

অর্থ: আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

23/07/2025

ভোট দেওয়ার ক্ষেত্রে আমি এই মানুষটার সাথে একমত,,,,,,
মেম্বার,চেয়ারম্যান ,এম পি ও মন্ত্রী হওয়ার ক্ষেত্রে
শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত করা উচিত।

**কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি---একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেনতার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এ...
01/07/2025

**কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি---

একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন
তার মুখের সব দাঁত পড়ে গেছে।
তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে
ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন।

প্রথম জ্যোতিষীটি,
স্বপ্নের ব্যাখ্যা করে বললেন, "মহারাজ,
এই স্বপ্নের অর্থ হলো আপনার
চোখের সামনেই আপনার পরিবারের
সকল প্রিয়জন মারা যাবে।
শুধু আপনি একা বেঁচে থাকবেন।"

এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন।
এমন অশুভ কথা বলার জন্য তিনি
সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন।

পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন।

দ্বিতীয় জ্যোতিষীটি,
মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন, "মহারাজ, আপনার আয়ু আপনার
পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন।"

রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন।

দুই জ্যোতিষী একই অর্থ বললেও
পার্থক্য ছিল কেবল 'কথা বলার ধরনে'। একজন পেল মৃত্যুদণ্ড,
আর অন্যজন পেল পুরস্কার।

তাই বলা যায়, কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে।

মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে,
আর তির্যক ভাষা আনে বিপদ।

সুন্দরভাবে কথা বলা শুধু
সৌজন্যের পরিচয় নয়,
এটা এক বিশেষ গুণ বটে।

টাকাই সবকিছু নয় – এই কথা বলা যত সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন।।এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত নয়। য...
30/06/2025

টাকাই সবকিছু নয় –
এই কথা বলা যত সহজ,
বাস্তবে মানা ততটাই কঠিন।।

এই সমাজে টাকা ছাড়া কোনো
মানুষের অস্তিত্বই স্বীকৃত নয়।
যার হাতে টাকা নেই,
তার কণ্ঠস্বর শোনা হয় না,
তার দুঃখ-ব্যথা অনুভব করা হয় না।

একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে,
তখন শুধু তার প্রয়োজনগুলোই
অপূর্ণ থাকে না,
সাথে সাথে সমাজ তার উপর
ছুঁড়ে দেয় অবহেলার,
অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য।

টাকা না থাকলে আপনি আপনার
স্ত্রীর শখ পূরণ করতে পারবেন না,
আপনার সন্তানের মুখে
হাসি ফোটাতে পারবেন না,।
আপনার মা-বাবার শেষ বয়সে
চিকিৎসাটুকু পর্যন্ত করাতে পারবেন না।

টাকা না থাকায়,
অনেক বাবা-মা বিনা চিকিৎসায়
পৃথিবী ছেড়ে চলে যায়।
অনেক মানুষ নিজের স্বপ্ন ছুঁতে
না পেরে আত্মহত্যা করে,
কেবল টাকার অভাবে।

তাহলে,
টাকাই কি সব?
না, তা হয়তো নয়।

কিন্তু টাকাই সেই ভিত্তি,
যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন,
দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান।

যারা বলে টাকা দিয়ে
সুখ কেনা যায় না,
তাদের বোঝা উচিত,
সুখ যদি না-ও কেনা যায়,
সুখে বাঁচার রাস্তাটা কিন্তু
টাকা দিয়েই তৈরি হয়।

জীবন শুধু আবেগ দিয়ে চলে না,
চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে।

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।স্বর্ণকারের বিধবা স্ত্রী তার ...
30/06/2025

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার
পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।

স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে
একটা হীরের হার দিয়ে বললো--
এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও
সে যেন এটা বেচে কিছু টাকার
ব্যবস্থা করে দেয়।

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে,,
বললো- বেটা,
তোমার মাকে গিয়ে বলবে যে
এখন বাজার খুবই মন্দা,
কয়েকদিন পর বিক্রি করলে
ভাল দাম পাওয়া যাবে।
কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও
আর কাল থেকে তুমি প্রতিদিন
দোকানে আসবে আমি কোন ১দিন
ভাল খদ্দোর পেলেই যেন তুমি
দৌড়ে হার নিয়ে আসতে পার
তাই সারাদিন থাকবে।

পরের দিন থেকে ছেলেটা
রোজ দোকানে যেতে লাগলো।
সময়ের সাথে সাথে সেখানে
সোনা-রুপা-হীরে কাজ
শিখতে আরম্ভ করলো।

ভাল শিক্ষার ফলে অল্প দিনেই
ছেলেটি নামকরণ করে ফেলল।
দূর দূরান্ত থেকে লোেক তার কাছে
সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।

তারপর,
একদিন ছেলেটির কাকা বললো--
তোমার মাকে গিয়ে বলবে যে
এখন বাজারের অবস্থা বেশ ভালো,
তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে
ভালো দাম পাওয়া যাবে।।

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে
হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে
এটা একটা নকল হীরের হার।
তাই সে হারটা আর কাকার কাছে
না নিয়ে বাড়িতেই. রেখে দিলো।

কাকা জিজ্ঞেস করলো-- হারটি এনেছো?

ছেলেটি বললো-- না কাকা,
পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।

তখন কাকা বললো-
তুমি যেদিন আমার কাছে হারটি
প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি
দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল,
কিন্তু তখন যদি আমি তোমাকে
এই কথাটা বলে দিতাম,
তাহলে তোমরা হয়তো ভাবতে যে
আজ আমাদের মন্দা সময় বলেই
কাকা আমাদের আসল জিনিষকে
নকল বলছে।

আজ যখন এ ব্যাপারে তোমার
পুরো জ্ঞান হয়ে গেছে,
তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।

এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া
তুমি যা কিছু দেখছো,যা কিছু ভাবছো,
সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই
অনেক সম্পর্ক শেষ হয়ে যায়।
তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা
নষ্ট হোক আমি তা চাইনি।।

বিবাহের সময় বাবা তার মেয়েকে জড়িয়ে কিছু উপদেশ দিয়ে ছিলেন-----এই উপদেশটি প্রত্যেক মা-বাবা তার মেয়েকে দেওয়া উচিৎ! ★★★★"মা, ...
30/06/2025

বিবাহের সময় বাবা তার মেয়েকে জড়িয়ে
কিছু উপদেশ দিয়ে ছিলেন-----
এই উপদেশটি প্রত্যেক মা-বাবা তার মেয়েকে
দেওয়া উচিৎ!
★★★★
"মা,
এই জীবনে মানুষ অনেক কিছু শিখে।
যেমন-বিদ্যা, সৌন্দর্য, রান্নাবান্না।
কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো
সহ্য আর ভালোবাসা।

সংসার মানেই যুদ্ধ না,
কিন্তু যুদ্ধের মতো ধৈর্য লাগে।
কখনো মনে হবে স্বামী বুঝছে না,
কখনো মনে হবে কেউ পাশে নেই।
তখনই মনে রাখবি,
পরিশ্রম ও ধৈর্য দিয়ে
সবকিছু জয় করা যায়।

মা,
সংসারে তুই কারও জন্য 'সম্পত্তি' হবি না।
তুই হবি একটা মূল্যবান মানুষ
যার মন আছে, যন্ত্রণাও আছে।
নিজের সম্মান নিজেই রাখবি।
কারো অবিচারে মাথা নুইস না,
আবার অভিমানেও সম্পর্ক ভাঙিস না।

তোর স্বামীর যত খুঁত দেখবি,
তার গুণগুলো আগে দেখার চেষ্টা করিস। মনে রাখিস, কেউই পরিপূর্ণ না।
ভালোবাসা মানে শুধু হাসি না,
কখনো কখনো চোখের জলে
একে অপরকে ধুয়ে পবিত্র করাও।

আর মা,
নিজের মা-বাবাকে ভুলে যাস না।
নতুন সংসার মানেই পুরনো
সম্পর্কের শেষ না,
বরং আরও গভীর বন্ধন।
মাঝে মাঝে খোঁজ নিবি-
এটুকুই আমাদের বেঁচে থাকার শক্তি।"

Shout out to my newest followers! Excited to have you onboard! Mostofa Patwary, Sabina Shakh
27/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mostofa Patwary, Sabina Shakh

19/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আমাদের সবার ঠিকানা শেষ সাড়ে তিন হাত মাটির কবর,,,
14/06/2025

আমাদের সবার ঠিকানা
শেষ সাড়ে তিন হাত মাটির কবর,,,

★★বয়সের সাথে সাথে শুধু চেহারা বদলায় না,বদলায় যায় চিন্তা-চেতনা ও মন মানুষিকতা!!!!!!   ゚viralシfypシ゚viralシalシ   Facebook
10/06/2025

★★বয়সের সাথে সাথে
শুধু চেহারা বদলায় না,
বদলায় যায় চিন্তা-চেতনা
ও মন মানুষিকতা!!!!!!


゚viralシfypシ゚viralシalシ
Facebook

09/06/2025
প্রবাস জীবনের শুরুতে,, এই দুই জনই আমাকে হেল্প করেছে।বিভিন্ন সময়ে ও  মাধ্যমে, এবং কি  আশ্রয় প্রদান করেছে।আমি উনাদের কাছে ...
09/06/2025

প্রবাস জীবনের শুরুতে,,
এই দুই জনই আমাকে হেল্প করেছে।
বিভিন্ন সময়ে ও মাধ্যমে,
এবং কি আশ্রয় প্রদান করেছে।
আমি উনাদের কাছে চির কৃতজ্ঞ।


Facebook

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Fahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Fahad:

Share