J Alam Mohammad Manik

J Alam Mohammad Manik আসসালামু আলাইকুম, সম্মানিত শ্রোতা, আমি এক জন সাধারন মানুষ, আমি কোন দল বা কোন ব্যক্তির নয়,আমি সবার

যার মন যত সুন্দর তার আকা তত সুন্দর ❤️🫶 #সুন্দর  #আর্ট
02/08/2025

যার মন যত সুন্দর তার আকা তত সুন্দর ❤️🫶
#সুন্দর #আর্ট

20/07/2025

দেশটা আফগানিস্তান হতে আর বেশি দেরি নাই
বাচ্চা গুলো মিলে দেশটা শেষ করলো

07/04/2025

#দিল্লি না #ঢাকা

 #ছাত্রলীগ  #জয়বাংলা  #জয়বঙবন্ধু  #শেখহাসিনাসরকারবারবারদরকার
07/01/2025

#ছাত্রলীগ #জয়বাংলা #জয়বঙবন্ধু #শেখহাসিনাসরকারবারবারদরকার

06/01/2025

বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম সশরীরে লাইভে! দিলেন বিস্ফোরক সাক্ষাৎকারও, কী বললেন জানুন...
#মেজর #ডালিম #সাংবাদিক #ইলিয়াস #বঙবন্ধু
জীবিত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারী মেজর ডালিম! প্রায় ৫০ বছর পর প্রকাশ্যে ডালিম। ইউটিউবে সশরীরে সাক্ষাৎকারও দিলেন। বহাল তবিয়তে রয়েছে মুজিবের খুনি মেজর ডালিম। তবে বর্তমানে নীল নকশাকারী খুনি মেজর ডালিম কোথায় আছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এখনও পলাতক।

গত রবিবার যুক্তরাষ্ট্রের প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের লাইভে সরাসরি কথা বলে মেজর ডালিম। সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও দেখা গিয়েছে। লাইভে এসে ডালিম বলেছে, 'শেখ মুজিব মারা যায়নি। তার স্বৈরাচারী কাজের ফলাফল পেয়েছে।' গোটা ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, হাসিনা সরকারের ক্ষমতাকালে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেও তৎকালীন বাংলাদেশ সরকার ডালিমের কোন খোঁজ পায়নি। এখনও পলাতক সে। ঘটনার ৫০ বছর পরও কোথায় জীবিত অবস্থায় রয়েছে মুজিবের খুনি মেজর ডালিম সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

পুরো নাম শরিফুল হক ডালিম (জন্ম: ১৯৪৬), যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা তিনি। জানা যায়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সূত্রের খবর, মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আবদুর রশিদ ও মেজর ডালিমসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা ১৯৭৫ সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন। এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা-অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয়। পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন, ‘আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। কারফিউ জারি করা হয়েছে।’

মারহাবা !কোনোভাবেই দিল্লিকে ঢাকার সাথে জিততে দেওয়া যাবে না !
14/12/2024

মারহাবা !
কোনোভাবেই দিল্লিকে ঢাকার
সাথে জিততে দেওয়া যাবে না !

04/12/2024

কেনো বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে

অকৃতজ্ঞ জাতী

আল্লাহ হাফেজ বাংলাদেশ ভালো থাকুক প্রিয় বাংলাদেশ আবার দেখা হবে কোন একটা সুন্দর দিনেসবাই ভালো থাকো আর দোয়ায় রাখবেন আমাকে
28/10/2024

আল্লাহ হাফেজ বাংলাদেশ
ভালো থাকুক প্রিয় বাংলাদেশ
আবার দেখা হবে কোন একটা সুন্দর দিনে
সবাই ভালো থাকো আর দোয়ায় রাখবেন আমাকে

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।আমাদের সকলের মনে রাখা উচিত এই অনিবার্য শেষ যাত্রার কথা। ধন সম্পদ, ক্ষমতা প্রতিপত্ত...
16/10/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আমাদের সকলের মনে রাখা উচিত এই অনিবার্য শেষ যাত্রার কথা। ধন সম্পদ, ক্ষমতা প্রতিপত্তি কোনকিছুই সঙ্গে যায়না, শুধু আপনার আলমনামা ছাড়া।

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুকরিয়া 🤲
08/10/2024

আলহামদুলিল্লাহ
আল্লাহর কাছে
হাজারো শুকরিয়া 🤲

🚫সতর্কীকরণ বিজ্ঞপ্তি ‼️বিভিন্ন সূত্র জানাচ্ছে যে, আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং ...
02/10/2024

🚫সতর্কীকরণ বিজ্ঞপ্তি ‼️
বিভিন্ন সূত্র জানাচ্ছে যে, আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। আর আপনাকে ফাঁসাতে বিভিন্ন সরকার বিরোধী, ধর্মবিরোধী যা লেখা/ছবি পোস্ট করবে। এই সুযোগে এই দল তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে।

আমি নিশ্চিত করে জানাচ্ছি যে, এই একাউন্ট ছাড়া আমার নামে নতুন করে আর কোন একাউন্ট খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। তাই আমার কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহন করবেন না।

এবং কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ী নই। এই ম্যাসেজটি কপি পোস্ট করে আপনার ওয়ালে রাখুন। আমিও রাখলাম। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😢চকরিয়া ডুলহাজারায় গভীররাতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজি...
24/09/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😢
চকরিয়া ডুলহাজারায় গভীররাতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন । ডাকাতদের হাতে (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।
রাত আনুমানিক আড়াইটার দিকে একটা ডাকাতদলের আস্তানায় অভিযান পরিচালনার সময় বাংলার এই বীরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই সন্ত্রাসগুলা এতটুক সাহস কিভাবে পেল,, একজন সেনা লেফটেন্যান্ট কে হত্যা করতে পারে,, সে যে দলেরই হোক না কেন ,,তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক।

Address

Chittagong
4000

Telephone

+971544354826

Website

Alerts

Be the first to know and let us send you an email when J Alam Mohammad Manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J Alam Mohammad Manik:

Share