06/01/2025
বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম সশরীরে লাইভে! দিলেন বিস্ফোরক সাক্ষাৎকারও, কী বললেন জানুন...
#মেজর #ডালিম #সাংবাদিক #ইলিয়াস #বঙবন্ধু
জীবিত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারী মেজর ডালিম! প্রায় ৫০ বছর পর প্রকাশ্যে ডালিম। ইউটিউবে সশরীরে সাক্ষাৎকারও দিলেন। বহাল তবিয়তে রয়েছে মুজিবের খুনি মেজর ডালিম। তবে বর্তমানে নীল নকশাকারী খুনি মেজর ডালিম কোথায় আছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এখনও পলাতক।
গত রবিবার যুক্তরাষ্ট্রের প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের লাইভে সরাসরি কথা বলে মেজর ডালিম। সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও দেখা গিয়েছে। লাইভে এসে ডালিম বলেছে, 'শেখ মুজিব মারা যায়নি। তার স্বৈরাচারী কাজের ফলাফল পেয়েছে।' গোটা ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, হাসিনা সরকারের ক্ষমতাকালে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেও তৎকালীন বাংলাদেশ সরকার ডালিমের কোন খোঁজ পায়নি। এখনও পলাতক সে। ঘটনার ৫০ বছর পরও কোথায় জীবিত অবস্থায় রয়েছে মুজিবের খুনি মেজর ডালিম সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
পুরো নাম শরিফুল হক ডালিম (জন্ম: ১৯৪৬), যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা তিনি। জানা যায়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সূত্রের খবর, মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আবদুর রশিদ ও মেজর ডালিমসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা ১৯৭৫ সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন। এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা-অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয়। পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন, ‘আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। কারফিউ জারি করা হয়েছে।’