Ridoy Chy

Ridoy Chy পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয় - মানসিক কষ্ট।😭

আসসালামু আলাইকুম। ✡️গাছবাড়ীয়া শাখা⚛️আগামী ২১ তারিখ HSC-27(নতুন একাদশ) শ্রেণির ICT ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ➡️ফ্রি ক্লা...
12/06/2025

আসসালামু আলাইকুম।
✡️গাছবাড়ীয়া শাখা⚛️
আগামী ২১ তারিখ HSC-27(নতুন একাদশ) শ্রেণির ICT ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস।
➡️ফ্রি ক্লাস ২১ জুন থেকে ৫ জলাই পর্যন্ত।ক্লাস সবার জন্য উন্মুক্ত।
➡️ক্লাস টাইম সকাল ১০:০০-১১:০০ টা।
যোগাযোগ-০১৮৩৮৪৫৮৪১০

23/05/2025

ঢাকাঃ চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত (তত্ত্বীয়) পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ মে। পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পার না হতেই আন্দোলনে নামছেন একদল ফলপ্রার্থী।

তাদের দুই দফা দাবি। প্রথমটি হলো- লিখিত (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস-ফেল ও জিপিএ হিসাব করা এবং দ্বিতীয় দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষা (ফল প্রকাশের কিছুদিন পরই ফেল করা বিষয়ের পরীক্ষা নেওয়া) চালু করা। দুই দফা দাবিতে আগামী রবিবার (২৫ মে) শিক্ষা ভবনের (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দাবি-দাওয়ার সঙ্গে একমত এবং সমাবেশে অংশ নেবেন রাজধানীর একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শাহনেওয়াজ পারভেজ। জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ২০১৮ সালের আগে এসএসসিতে আলাদা আলাদা পাস মার্কস ছিল না। এখন লিখিত পরীক্ষায় পাস করলেও এমসিকিউতে ফেল করলে তাকে ফেল দেওয়া হয়। এটা আমরা চাইছি না। আমরা চাই, দুইটা (লিখিত ও এমসিকিউ) মিলিয়ে পাস-ফেল হিসাব করা হোক।

শাহনেওয়াজ বলেন, আমরা ২৫ মে সমাবেশ করবো। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি-দাওয়া জানাবো। আশা করছি, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড আমাদের দাবিগুলো মেনে নিয়ে এবার এসএসসির ফল প্রকাশ করবে।

গত ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ মে।

এরপর থেকে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। বৃহস্পতিবার (২২ মে) এসএসসি ও দাখিলের ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়েছে। তবে ভোকেশনালের বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলবে।

বরিশাল এবং ময়মনসিংহ
13/05/2025

বরিশাল এবং ময়মনসিংহ

Sylhet borad
13/05/2025

Sylhet borad

দিনাজপুর বোর্ড-২০২৫বাংলা-২য় পত্র বহুনির্বাচনি অংশের সমাধান।উত্তরগুলো মিলিয়ে নাও!
13/05/2025

দিনাজপুর বোর্ড-২০২৫
বাংলা-২য় পত্র বহুনির্বাচনি অংশের সমাধান।
উত্তরগুলো মিলিয়ে নাও!

চট্টগ্রাম বোর্ড ২০২৫বাংলা ২য় পত্রMCQ অংশের সমাধান।
13/05/2025

চট্টগ্রাম বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র
MCQ অংশের সমাধান।

Dhaka Board বাংলা ২য় MCQ প্রশ্নের সল্ভ। বাকি বোর্ডগুলোর পাবে - Ridoy Chowdhuri। দ্রুত জয়েন দেও
13/05/2025

Dhaka Board বাংলা ২য় MCQ প্রশ্নের সল্ভ।
বাকি বোর্ডগুলোর পাবে - Ridoy Chowdhuri। দ্রুত জয়েন দেও

Cumilla board 2025 ssc exam bangla 2nd MCQ answer sheetবাকি সমাধান পেইজে দ্রুত ফলো দেন Ridoy ChyRidoy Chowdhuri
13/05/2025

Cumilla board 2025 ssc exam bangla 2nd MCQ answer sheet
বাকি সমাধান পেইজে দ্রুত ফলো দেন Ridoy ChyRidoy Chowdhuri

বাংলা -২য় পত্র রাজশাহী বোর্ডবাকি বোর্ডের mcq সমাধান পেতে Ridoy ChowdhuriRidoy Chy
13/05/2025

বাংলা -২য় পত্র রাজশাহী বোর্ড
বাকি বোর্ডের mcq সমাধান পেতে
Ridoy ChowdhuriRidoy Chy

13/05/2025

বাংলা দ্বিতীয় পত্রের
সব বোর্ডের MCQ সাজেশন দেওয়া হবে ইনশাআল্লাহ।
সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করো।

বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন ২০২৫ব্যাচ! সকল বোর্ডের জন্য কমন আসবে 99.9✅ ইনশাল্লাহ
13/05/2025

বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন ২০২৫ব্যাচ! সকল বোর্ডের জন্য কমন আসবে 99.9✅ ইনশাল্লাহ

12/05/2025


আগামীকাল তোমাদের এসএসসি যাত্রার শেষ দিন—বাংলা দ্বিতীয় পত্র। দীর্ঘ ১০ বছরের সাধনা, নিরন্তর সংগ্রাম, অগণিত ঘাম-ঝরানো রাত—সবকিছুর পরিপূর্ণতা এ পরীক্ষায়। আমি জানি, এই পথচলা সহজ ছিল না। আমি দেখেছি তোমাদের ক্লান্ত চোখ, তবুও হাল না-ছাড়ার দৃঢ়তা। আমি অনুভব করেছি তোমাদের চেষ্টার প্রতিটি কম্পন।

এই দীর্ঘ যাত্রায় আমিও ছিলাম তোমাদের পাশে—হ্যান্ডনোট, রাতের পর রাত সাজেশন তৈরি,সবকিছুই করেছি একটাই বিশ্বাস নিয়ে, তোমরা পারবে। তোমরা সফল হয়ে আমাকে বলবে VaiYa আলহামদুলিল্লাহ আমরা পেরেছি আপনার সম্মান রাখতে।

আমি চাই, তোমরা যেন আজকের রাতটিতে নিজের ভেতরের ভয়কে ভালোবাসায় গলিয়ে ফেলো। কালকের পরীক্ষাটা শুধু একটা খাতা নয়—এটা তোমার নিজের কাছে তোমার প্রমাণ, যে তুমি সত্যিই পরিশ্রম করেছো, সাহস দেখিয়েছো, বড় হওয়ার একটা ধাপে সফল হয়েছো।

যদি কেউ জিজ্ঞেস করে, “এসএসসি-র প্রস্তুতির সময় কে ছিল সবসময় পাশে?”
তুমি যেন বলতে পারো—“আমার" RiDoY VaiYa ছিলেন, নিঃস্বার্থভাবে, ভালোবাসা নিয়ে, সবসময়।”

আমি চাই না তোমরা আমাকে মনে রাখো শুধু একজন Senior Vaiya হিসেবে।
আমি থাকতে চাই তোমাদের হৃদয়ে—তোমাদের পথচলার সাথী হয়ে, হাসি-কান্নার সাক্ষী হয়ে।
এই 'এসএসসি' শেষ, সামনে 'এইচএসসি' ইনশাআল্লাহ, আমি থাকবো।
আগামীদিনেও, প্রতিটি ধাপে, আমি তোমাদের হয়ে পাশে থাকব।

কালকে পরীক্ষা দাও সাহস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে।
তোমাদের হাতে এখন শুধু কলম নয়, ভবিষ্যতের দরজা খোলার চাবিও।

ভালোবাসা নিও অপার।
তোমাদের RiDoY VaiYa 🌸

Address

Chandanish
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridoy Chy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ridoy Chy:

Share