Easy Career It

Easy Career It Make your dreams come true

04/08/2024

আর ইন্টারনেট ভিক্ষা চাইনা। ফ্রিল্যান্সাররা আপনাদের মার্কেটপ্লেস এ আনএভেইলেবল মুড অন করে দিন যেন আবার ইন্টারনেট কল গেলে অন্তত রেঙ্কিং এ প্রভাব না পরে। ফাইবার ফ্রিল্যান্সাররা আউট অফ অফিস মুড দিন।
১০ থেকে ১৫ দিনের জন্যে। রানিং অর্ডার থাকলে ক্লায়েন্ট কে আগেই জানিয়ে রাখুন।একবার রেংকিং খারাপ হয়ে গেলে ঠিক হওয়ার সম্ভাবনা অনেক কম। তাই আগেই স্টেপ নিয়ে রাখুন।

02/08/2024

ইজি ক্যারিয়ার আই.টি'র ভর্তি ব্যতীত বাকী সকল অফিসিয়াল কার্যক্রম এবং সাপোর্ট সিস্টেম আগামী ৪ আগস্ট, ২০২৪ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

28/07/2024

ফ্রিল্যান্সাররা , কোন মার্কেটপ্লেসে ভিপিএন (VPN) ব্যবহার করবেন না। তাহলে আপনাদের একাউন্ট পার্মানেন্ট লক হতে পারে। আপনারা চাইলে সরাসরি Upwork এ কথা বলেও কনফার্ম হতে পারেন।

🎯 a2i প্রজেক্টের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ সরকারের। এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য দ...
15/07/2024

🎯 a2i প্রজেক্টের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ সরকারের। এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি নাগরিকের ডিজিটাল স্কিল লার্নিং দরকার। আগামীর বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, চিকিৎসা, বিচার সহ সকল ক্ষেত্রে দেখা যাবে প্রযুক্তির ব্যবহার।

আর এই প্রযুক্তি পরিচালনার জন্য ডিজিটাল স্কিল সম্পন্ন নাগরিকের বিকল্প নেই। যুগের সাথে তাল মিলিয়ে চলতে প্রতিনিয়ত নতুন নতুন স্কিল শিখতে হয়, আর তার ধারাবাহিকতায় নতুন বছরে শুরু থেকেই ডিজিটাল স্কিল লার্নিং প্রগ্রামে অংশ গ্রহন করুন Easy Career iT এর সাথে।

📢 আমাদের কোর্স সমুহঃ
▶️ Professional Digital Marketing Course.
▶️ Professional Video Editing Course.
▶️ Professional Data Entry Course.
▶️Basic To Advance Office Management Course.

📌 আমাদের কোর্সগুলি সম্পর্কে আরো জানতে মেসেজ করুনঃ
01402-732072 (WhatsApp)

📌 অথবা আমাদের ওয়েভসাইট থেকে একাউন্ট করে আপনার পছন্দের কোর্সটি এনরোল করুনঃ www.easycareerit.com

14/07/2024

ফ্রিল্যান্সিং করা আসলেই কি সহজ? ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা যায়?

আপনাদের জন্য ফ্রি একটি Ms Word ব্যাসিক কোর্স দিয়ে আমাদের ওয়েভসাইট রান করলাম।(কোর্সটি বিনামূল্যে আপনারা করে নিতে পারেন)যা...
14/07/2024

আপনাদের জন্য ফ্রি একটি Ms Word ব্যাসিক কোর্স দিয়ে আমাদের ওয়েভসাইট রান করলাম।(কোর্সটি বিনামূল্যে আপনারা করে নিতে পারেন)

যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য আমাদের কোর্স এনরোল করতে কিংবা ভর্তি হতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.easycareerit.com এ চলে যাবেন। নিজের নাম, ইমেল ও পাসওয়ার্ড দিয়ে একটি স্টুডেন্ট একাউন্ট ক্রিয়েট করে নিবেন। তারপর আপনার পছন্দের কোর্সটি এনরোল করতে আমাদের ইনবক্স করুন নয়তো সরাসরি কল/হোয়াটসঅ্যাপ এ মেসেজ করুনঃ 01402732072

আমাদের চলমান কোর্স সমূহ:
▪️ডিজিটাল মার্কেটিং
▪️ডাটা এন্ট্রি

বিঃদ্রঃ ওয়েবসাইটের কাজ এখনো চলমান।(তবে সেটায় আপনাদের কার্যক্রমে কোনরূপ ব্যাঘাত ঘটবেনা।

ভর্তি চলছে‼️ফ্রিল্যান্সিং এর বিশাল এই সম্ভাবনাময় সেক্টরে আপনিও চাইলে ভালো কিছু করতে পারেন, কোনরকম অভিজ্ঞতা ছাড়াই। কারন আ...
10/07/2024

ভর্তি চলছে‼️
ফ্রিল্যান্সিং এর বিশাল এই সম্ভাবনাময় সেক্টরে আপনিও চাইলে ভালো কিছু করতে পারেন, কোনরকম অভিজ্ঞতা ছাড়াই। কারন আমরা আমাদের কোর্সটিতে শূন্য থেকে এডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে সবকিছু শিখিয়ে আপনাকে পরিপূর্ণ একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তবে আপনার ধৈর্য্য এবং পরিশ্রম করা লাগবে। এই সেক্টরে আপনার মত অনেকেই ভালকিছু করে নিজের পড়ালেখার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ে তুলছে। সে যাত্রায় আপনিও নিজেকে শামিল করতে পারেন।

কেন আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন?

▪️প্রতিটি ক্লাসের জন্য তথ্যবহুল টিউটোরিয়াল এর পাশাপাশি লাইভ ক্লাস এর সুযোগ।
▪️কোর্সের বাইরেও অতিরিক্ত ফ্রি ক্লাসের সুযোগ।
▪️সবসময় আমাদের লাইভ সাপোর্ট, ক্লাস কিংবা যেকোন সমস্যা সমাধানে আমরা সক্রিয় থাকবো।
▪️কোর্স শেষে চাকুরীর সুযোগ।

তাই আপনার পড়াশোনার পাশাপাশি গড়ে তুলুন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ঘরে বসেই আপনার স্বাধীন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করুন। আমাদের সাথে আপনার স্বপ্ন পূরণের যাত্রা আজই আরম্ভ করুন।

⏱️কোর্স শুরুঃ ১৬ আগস্ট, ২০২৪ ইং

📌ভর্তি হতে আমাদের মেসেজ করুন।

ভর্তি চলছে‼️ফ্রিল্যান্সিং এর বিশাল এই সম্ভাবনাময় সেক্টরে আপনিও চাইলে ভালো কিছু করতে পারেন, কোনরকম অভিজ্ঞতা ছাড়াই। কারন আ...
10/07/2024

ভর্তি চলছে‼️

ফ্রিল্যান্সিং এর বিশাল এই সম্ভাবনাময় সেক্টরে আপনিও চাইলে ভালো কিছু করতে পারেন, কোনরকম অভিজ্ঞতা ছাড়াই। কারন আমরা আমাদের কোর্সটিতে শূন্য থেকে এডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে সবকিছু শিখিয়ে আপনাকে পরিপূর্ণ একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তবে আপনার ধৈর্য্য এবং পরিশ্রম করা লাগবে। এই সেক্টরে আপনার মত অনেকেই ভালকিছু করে নিজের পড়ালেখার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ে তুলছে। সে যাত্রায় আপনিও নিজেকে শামিল করতে পারেন।

কেন আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন?

▪️প্রতিটি ক্লাসের জন্য তথ্যবহুল টিউটোরিয়াল এর পাশাপাশি লাইভ ক্লাস এর সুযোগ।
▪️কোর্সের বাইরেও অতিরিক্ত ফ্রি ক্লাসের সুযোগ।
▪️সবসময় আমাদের লাইভ সাপোর্ট, ক্লাস কিংবা যেকোন সমস্যা সমাধানে আমরা সক্রিয় থাকবো।
▪️কোর্স শেষে চাকুরীর সুযোগ।

তাই আপনার পড়াশোনার পাশাপাশি গড়ে তুলুন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ঘরে বসেই আপনার স্বাধীন পেশায় নিজেপ্রতিষ্ঠিত করুন। আমাদের সাথে আপনার স্বপ্ন পূরণের যাত্রা আজই আরম্ভ করুন।

⏱️কোর্স শুরুঃ ১৬ আগস্ট, ২০২৪ ইং

📌ভর্তি হতে আমাদের মেসেজ করুন।

10/07/2024

ফ্রিল্যান্সিং এ সাক্সেস হওয়ার জন্য ৫টি টিপস, যা আপনার ফ্রিল্যান্সিং জার্নিকে সফলতার শিখরে পৌঁছিয়ে দিবে।

ফ্রিল্যান্সিং শিখতে আমাদের মেসেজ করুন।

09/07/2024

কখনো নিজেকে মূল্যহীন মনে করবেন না, বরং নিজের স্থান পরিবর্তন করুন। দেখবেন স্থানভেদে আপনার মূল্যায়ন হচ্ছে।

ফ্রিল্যান্সিং শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন।

ফ্রিল্যান্সিং শিখুন ঘরে বসেই "ইজি ক্যারিয়ার আই.টি" এর সাথে✅চালু হচ্ছে নতুন ব্যাচ, কোর্সের জন্য নিজেকে প্রস্তুত করুন।💪
06/07/2024

ফ্রিল্যান্সিং শিখুন ঘরে বসেই "ইজি ক্যারিয়ার আই.টি" এর সাথে✅

চালু হচ্ছে নতুন ব্যাচ, কোর্সের জন্য নিজেকে প্রস্তুত করুন।💪

Address

Chittagong

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Easy Career It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy Career It:

Share