হৈমন্তী

হৈমন্তী Hello Guys! Assalamualaikum
Welcome to my page😘

26/07/2025
ভুল জায়গায় সর্বোচ্চ সেক্রিফাইজ এবং কম্প্রোমাইজ করে ভুল কাউকে ধরে রাখতে চাওয়ার মত অসম্মানি এবং ব্যার্থতা আর নেই। যে থাকার...
26/07/2025

ভুল জায়গায় সর্বোচ্চ সেক্রিফাইজ এবং কম্প্রোমাইজ করে ভুল কাউকে ধরে রাখতে চাওয়ার মত অসম্মানি এবং ব্যার্থতা আর নেই। যে থাকার নয় তার জন্য তুমি যত সেক্রিফাইজ এবং কম্প্রোমাইজ করো সে তোমার থাকবে না, তোমাকে ছেড়ে যাবেই। যে থাকতে চায় না সে না থাকার জন্য নিজের মত হাজারটা কারন তৈরি করে নেয়। তোমার থাকতে চাওয়ার শত চেষ্টা সে ব্যার্থ করে দিবেই। যে তোমাকে চায় না, যার কাছে তোমার সব ধরনের এফোর্ট গুরুত্বহীন, যে তোমাকে ভুলতে অন্য কারো সংস্পর্শে গিয়ে নিজেকে বদলে নিয়েছে, অন্য দিকে সহজে মুভ অন করে নিয়েছে সে কখনো তোমার ছিল না। যে তোমার সে কখনো তোমাকে ছেড়ে যাবার কথা ভাবতো না, শত বাধা উপেক্ষা করে তোমাকে ধরে রাখার বিন্দু পরিমান চেষ্টা হলেও তার মধ্যে থাকতো। জেনে বুঝে সুস্থ মস্তিক্ষে তোমাকে নিখুতভাবে ঠকানোর অপরাধবোধ থেকে বাঁচার জন্য তুমি খারাপ না হলেও শেষে তোমাকে খারাপ সাজিয়ে যাবে এইটা একমাত্র তার মানসিক শান্তি। এই শান্তি হয়তো কিছুদিনের জন্য৷ মানুষকে ফাঁকি দিলেও আল্লাহকে কখনো কেউ ফাঁকি দিতে পারে না। আল্লাহ তাদের বিচার করেই, সঠিক বিচার দেরিতে হলেও পাবে। যে প্রকৃত ভালো মানুষ, যে তোমার ভালোবাসার যোগ্য সে শত বাধা উপেক্ষা করে তোমার থাকবেই, ভালোরা কখনো অন্যের জীবন নষ্ট করে ঠকানোর কথা ভাবে না। আর যে ভাবে সে তো মানুষই না, হাজার মানুষের ভিড়ে মুখোশধারী ভন্ড মাত্র। ভুল মানুষ আসে জীবনে ভুল করানোর জন্যই, সারাজীবন একসাথে থাকার জন্য নয়। তাদের নিকৃষ্ট অতীতকে ভুলার জন্য ক্ষনিকের জন্য তোমাকে মাধ্যম হিসাবে ব্যবহার করে জাস্ট, অসময়ের সঙ্গী বানায়। প্রয়োজন শেষে এরা তোমাকে ছুড়ে ফেলবেই। ভালো মানুষি অভিনয়ে তাদের জীবন সীমাবদ্ধ, ভদ্রতার মুখোশ পরে থাকে মাত্র। কিন্তু অভিনয় দিয়ে যখন বেশিদিন টিকতে পারে না তখন তোমাকে অপবাদ দিয়ে অন্য পাখি ধরবে। এইটাই তাদের আসল চরিত্র। দিনশেষে দেখবা এরা তুমি ছাড়া পুরাতন অতীত এবং নতুনে আসক্ত, সেখানে তোমার কোনো মূল্য নাই। এদের সাথে তাল মিলাতে গেলে তোমার জীবন নরক হওয়া ছাড়া কোনো উপায় নেই। যে থাকার সে এমনিতেই থাকে। আর যে থাকার নয় সে কখনো থাকবে না, তাই নিজের ক্ষতি হলেও সব কিছু বুঝে ভুল কারো পিছনে আর নিজের জীবন নষ্ট করো না, উড়ন্ত পাখিকে উড়তে দাও, যে থাকতে চায় না তাকে মুক্ত করে দাও৷ স্বাধীনভাবে উড়ার মানুষকে উড়তে দাও, তোমার জীবনে আর কখনো ফেরার রাস্তা রেখো না৷ নিজের জন্য নিজেকে বদলে নাও, এই স্বার্থপর পৃথিবীতে একমাত্র তুমি তোমার আপন। যার কেউ নেই তার আল্লাহ আছে। সঠিক বিচারের অপেক্ষায় সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজেকে এমন ভাবে বদলে নাও যেন ভুল কারো ছায়া ও তোমার জীবনে না পড়ে। মনে পাহাড় সমান অভিমান, অভিযোগ থাকলেও কখনো আর নিজেকে ভুল কারো কাছে বুঝাতে যেও না, নিজেকে প্রকাশ করতে যেও না। নিজেকে প্রমান করতে যেও না।

সবশেষে, যে প্রতারণা করে চলে যায়, সে কখনোই তোমার ছিল না। নিজেকে কষ্ট না দিয়ে বরং নিজের ভালো থাকা নিশ্চিত করো। কারণ তুমি, তোমার নিজের কাছেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন মনে করবার কোনো প্রয়োজন নেই৷ ভুল থেকে শেখো, শিক্ষা নাও।
ব্যার্থতা মানে তুমি চেষ্টা করছো একবার না বহুবার।
ঠকেছো মানে তুমি হেরে যাও নি বরং আল্লাহ তোমাকে জিতিয়ে দিয়েছে। বিশ্বাস রাখো, আল্লাহ যা করে সব সময় ভালোর জন্যই করে। যে কষ্ট তুমি পাচ্ছো, তোমাকে যেভাবে ঠকিয়েছে সেইম কষ্ট আল্লাহ তাকে দিবে, তার জীবনে ফিরে আসবে সব যন্ত্রনা। তোমাকে যে এভাবে হারিয়ে দিছে আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে হারাবে প্রতিটা কাজে। সবকিছু সময়ের উপর ছেড়ে দাও। নতুন ভাবে বাঁচো। এবার মুক্ত করে দাও 👍👍

26/07/2025

পরিস্থিতি কোনো বিষয় না, কিছু গল্পের শেষ হতে একটা টুনকো অজুহাতই যথেষ্ট।

পুরুষ থাকতে চাইলে সে থাকার রাস্তা করে নেয়। একটা ঘর ছাড়া উড়ণচন্ডী মেয়েও শান্ত হয় একজন যত্নশীল পুরুষ যদি তার জীবনে আসে।

কথায় কথায় ব্রেকাপ বা ইমাচিউর বা পরিস্থিতির স্বীকার ,পরিবার সমাজ এই সব চিন্তা করা পুরুষ মানুষের জন্য কলিজা, ঘিলু কিডনি রক্ত যা দেবেন সে চলে যাবেই।

আমার কাছে একজন বউ পাগল ,বউয়ের আঁচল ধরে সারাদিন ঘুড়ে বেড়ানো জিরো মেইল ইগো থাকা পুরুষের গ্রহণযোগ্যতা হাজার হাজার গুণ বেশি সো কল্ড পরিস্থিতির স্বীকার পুরুষের চাইতে।

বউয়ের চাইতে যে পুরুষের পাশের বাসার মানুষ, আত্মীয় স্বজনরা কি বলবে , সমাজ পরিবার খুব বেশি গুরুত্বপূর্ণ সে সকল পুরুষ মানুষের বিয়ে করাই উচিৎ না।

২৪ ঘন্টায় ৪৮ রকমের মুড সুইং সামলাতে পারবেনা যে পুরুষ সে পুরুষ পুরুষ না ,একজন অপরিপক্ক ছেলে মানুষ ,যার পরিবার, মা বাবা বা সমাজ তাকে শেখায়ই নি একজন নারী কে কিভাবে ট্রিট করতে হয়।

যে পুরুষ বউয়ের রাগ সামাল দিতে গিয়ে বলতে পারেনা ,আচ্ছা ঠান্ডা হও তুমি, পানি খাও, পরে কথা বলি, উল্টো তালাক বা ব্রেকাপ বলে সেই সকল পুরুষ মানুষ ছেড়ে যাবেই।

ডিস রিস্পেক্ট ছোট ছোট বিষয় থেকেই আসে ,আমরা প্রথম প্রথম ইগ্নোর করি, পরে বুঝতে পারি অনেক দেরি হয়ে যায় যখন।

সো ঘিলু, কিডনি, রক্ত সব নিজের পিছে ঢালো।
ভুল মানুষের পিছনে নিজেকে অপচয় করার চেয়ে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখাটা জরুরি।

26/07/2025

সম্মান যেখানে শ্বাস নেয়, সেখানেই বাঁচো

যেখানে আপনার গুরুত্ব নেই, সেখানে এক মুহূর্তের অপচয় নয়। কেউ অবহেলা, অপমান করবে, তারপরেও সেখানে থাকতে হবে—দুনিয়াটা আপনার জন্য এতটা সংকীর্ণ হয়ে যায়নি। যেখানে সম্মান নেই, সেখানে যাবেন না। যে আপনার গুরুত্ব বোঝে না, তার সাথে মিশবেন না।

যেখানে আপনার উপস্থিতি-অনুপস্থিতিতে বিশেষ কিছু আসে-যায় না, সেখানে সময় না দিয়ে নিজের উন্নয়নে ব্যস্ত হোন। যে আসরে আপনার গুরুত্ব আছে, সে আসরে বসুন। তাদের সাথে মিশুন যারা আপনাকে সম্মান না করলেও অন্তত অসম্মান করে না। সেই আড্ডায় মাতুন, যেখানে আপনি তুচ্ছ নন।

আত্মসম্মান জীবনের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে খেয়াল রাখবেন, আত্মসম্মান যেন অহংকারে পরিণত না হয়। “আমি কিছু একটা”—এমন দম্ভে সাধারণের সাথে দূরত্ব সৃষ্টি করবেন না। অসাধারণ হওয়ার দরকার নেই, বরং সাধারণ থাকুন। তবে কারও অবজ্ঞায় আটকে থাকবেন না। অন্তত অবহেলা থেকে নিজেকে মুক্ত করুন।

যার-তার থেকে যখন-তখন অপমান জীবন থেকে অপসারণ করুন। বাঁচুন—সম্মানের সাথে। যারা বিশ্বাস নষ্ট করে, কথার পিঠে ব্যথা দেয় এবং ভর সমাজে অপমান করে—তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যারা ইশারা-ইঙ্গিতে আপনাকে অপমানিত করে, পর ভাবে কিংবা মিশতে চায় না—তাদের চৌহদ্দিতেও পা ফেলবেন না। দুনিয়াটা বিশাল। লক্ষ দুয়ার আপনার পক্ষ নেওয়ার অপেক্ষায়। নিজের জগতে নিজের মতই বাঁচুন, তবুও অসম্মানের পথে হাঁটবেন না।

আত্মসমালোচনা করুন, তবে আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়। প্রত্যেকের ভুল হয়। আত্মসমর্পণ মানে এই নয়—যে যা ইচ্ছা বলতে ও করতে পারবে। বিনীত থাকা ভালো, কিন্তু যারা বিনয়কে দুর্বলতা ভেবে পেয়ে বসে—তাদের শিক্ষা পাওয়াটাও জরুরি।

26/07/2025

যে তোমাকে ছাড়া একটিবারের জন্য হলেও অন্য কাউকে নিয়ে জীবন সাজাবে ভাবছে , সে কখনো তোমার ছিল না। সে কখনো তোমাকে ভালোবাসেনি। যে বার বার তোমার বিশ্বাস নষ্ট করেছে, তোমাকে ঠকানোর প্ল্যান করে ছিল, সে তোমাকে বার বার ঠকাবেই। সে তোমাকে ঠকানোর জন্য তোমার জীবনে এসেছিল। এমন ভুল মানুষের জীবনে আর কখনো না ফেরাটাই ভালো৷

নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাই টাই ভালো। যে ফোনকল ম্যাসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সে ফোনকল ম্যাসেজের অপেক্ষায় আর না থাকাটাই ভালো।
যে দরজায় তুমি বার বার কড়া নাড়ানোর পরও তোমার জন্য খুলেনি সে দরজায় আর কখনো কড়া না নাড়ানোটাই ভালো।
যার পিছে পাগলের মতো ছুটতেছো সে সব টুকু জানার পরও যখন তোমায় বারবার পথে ছুড়ে ফেলতেছে তার পিছনে আর না ছুটাটাই ভালো।
মানুষ বদলায় মেনে নিতে শিখো,
নিজেকে বদলাও তুমি নিজেকে যতোক্ষণ বদলাতে পারবে না ততক্ষণ নিজেকে ভালো রাখতে পারবে না।
নিজেকে ভালো রাখার জন্য বদলে যাওয়াটা জরুরী।👍

26/07/2025

শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই। লোক দেখানো ভালো থাকতে নেই। মন যা চাইছে মেনে নাও। যে পাখি উড়তে চাইছে উড়তে দাও। ভালোবাসার শেকলে আগলে রাখতে হয় বেঁধে রাখতে নেই। সরল হবার আগে সহজ হওয়া জরুরী। মেনে নেওয়ার শক্তি রাখা জরুরী। ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছো। 💜

"Love B'ombing" শব্দটা শুনে রোমান্টিক মনে হলেও, আসলে ব্যাপারটা অনেক ভয়ংকর।

Love b'ombing হলো এমন একটা সাইকোলজিক্যাল টার্ম, যেখানে কেউ একজন হঠাৎ আপনাকে অতিরিক্ত ভালোবাসা, আদর, যত্ন, কেয়ার, গিফট, ফোন, টেক্সট সবকিছু দিবে। আপনি ভাববেন, আহা! এরকম মানুষ তো আমি চেয়েছিলাম! মনে হবে, এই মানুষটাই বুঝি আপনার জন্য বানানো।

কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আপনি তার দিকে একটু অভ্যস্ত হয়ে পড়বেন। তখনই সে হঠাৎ করে দুরে সরে যাবে, যোগাযোগ কমিয়ে দিবে, বিরক্তি দেখাবে, আপনাকে দোষ দিতে শুরু করবে। তখন আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন "আমি কি ভুল কিছু করলাম?"

Love b'ombing হলো এক ধরনের Manipulation technique। এই কৌশলে যারা মাস্টার, তারা শুরুতে আপনাকে ইমোশনালি এটাচড করে তুলবে। যখন আপনি পুরোপুরি তাদের উপর ইমোশনালি ডিপেন্ডেবল হয়ে যাবেন, তখনই তারা দূরে সরে যাবে বা আপনাকে কন্ট্রোল করতে চাইবে।

বর্তমানে অনেকেই এটার শিকার হচ্ছে। মনে রাখবেন, যে ভালোবাসা হুট করে শুরু হয়, সেটা হুট করেই শেষ হয়ে যায়। ধীরে ধীরে তৈরি হওয়া সম্পর্ক, এগুলাই টিকে বেশিদিন। তাই কারো অতিরিক্ত যত্নে মুগ্ধ হবার আগেই ভাবুন, সে আপনাকে ঠিকমতো বুঝতেছে, নাকি আপনাকে নিয়ে খেলতেছে।

- সাইন্টিস্ট মাহফুজ

26/07/2025

বেঈমান, বিশ্বাসঘাতককে ঘৃণা করার কারণ 🫀

1. সে প্রতিশ্রুতি ভেঙেছিল।
2. মিথ্যে বলেছিল
3. দূরে গেছে নিজ স্বার্থ শেষে আমাকে অপবাদ দিয়ে। এমন ভাবে দূরে সরিয়ে দিছে যেখানে আর ফিরতে কখনো মন চাইবে না।
4. আমার ভালোবাসাকে সে দুর্বলতা ভেবেছিল।
5. সে আমার অপেক্ষাকে গুরুত্ব দেয়নি।
6.আমি তার জন্য কান্না করলে সে হাসত।
7. সে আমার কষ্ট গল্প গুলোকে নাটক বলত।
8. আমার স্বপ্ন নিয়ে সে কখনো ভাবেনি।
9. ভালোবাসার নাম করে শুধু নিয়েছে, দেয়নি কিছুই।
10. আমার নিঃশব্দতা সে বুঝতে চায়নি।
11. আমার ভালো দিকগুলো সে কখনো দেখেনি।
12. সে আমার আত্মবিশ্বাস ভেঙেছিল
13. তার ইগো ছিল আমার ভালোবাসার চেয়েও বড়।
14. সে আমাকে “বিরক্তকর” বলত যখন আমি তাকে নিজের থেকে ও বেশি ভালোবাসতাম।
15. সে অন্যদের আমার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল।
16. সে আমার গল্পের শেষটায় ছিল না।
17. আমার চোখের জল ও তাকে আমার ভালোবাসা বুঝাতে পারেনি।
18. সে ভালোবাসা বোঝেনা, শুধু খেয়ালিপনা বোঝে।
19. সে সবসময় নিজেকে সঠিক ভাবে ✅
20. আমার কোনো আবেগ সে বুঝতে চায়নি।
21. সে আমার উপর বিশ্বাস রাখেনি।
22. আমি তার জন্য বদলে গিয়েছিলাম, আর সে সেটাও দেখেনি।
23. আমার ভালোবাসাকে সে “মু্ক্তি চাই” বলেই শেষ করেছিল।
24. সে অন্যদের সামনে ভালো, আর আমার সাথে খারাপ আচরণ করত।
25. আমার আত্মসম্মান ভেঙে দিয়েছিল সে।
26. সে আমার সবচেয়ে ভয়ংকর মুহূর্তেও পাশে ছিল না।
27. সে একবারও ক্ষমা চায়নি।
28. সে একবারও স্বীকার করেনি যে সে ভুল করেছে।
29. সে নিজেকে সবসময় সঠিক ভেবেছে।
30. সে আমার ভালোবাসার মূল্য দেয়নি।
31. আমার নীরব কান্নাকে সে অবহেলা করেছে।
32. সে অন্য মেয়েদের নিয়ে আগ্রহ দেখাত, আর আমাকে অবহেলা করত।
33. সে আমাকে অপরাধবোধে ভোগাত।
34. তাকে হাজার বার বুঝালেও সে আমার কথা গুলো মন দিয়ে বুঝার চেষ্টা করতো না ।
35. সে সবকিছুকে মজা মনে করত, এমনকি আমার কান্নাকেও।
36. কোনো কথা রাখতে বললে "পারবো না"বলেই কাটিয়ে দিতো
37. সে আমার প্যারাগ্রাফ সমান মেসেজ গুলো কেও মন দিয়ে পড়ত না।
38. সে বলেছিল, “আমি বিশ্বাস ঘাতক।”অথচ আমি কখনো তার বিশ্বাস ভাঙিনি।
39. সে আমার সমস্যাগুলোকে গুরুত্ব দিত না।
40. সে আমাকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল।
41. সে আমার ভালোবাসায় সন্দেহ করত।
42. সে আমার হাসি কেড়ে নিয়েছে।
43. সে আমার অনুভূতি বুঝেনি, তবে আমার রাগের মাথায় বলা খারাপ ব্যবহার বুঝেছে।
44. সে আমার দোষ খুঁজতে পছন্দ করত।
45. সে বিশ্বাসঘাতক।
46. সে আমার ভালো কাজগুলোকে খাটো করত।
47. সে আমার ভালো লাগা জিনিসগুলো ঘৃণা করত।
48. সে আমার ভয়কে উপহাস করত।
49. সে আমার সবকিছুর ওপর সন্দেহ করত।
50. সে বলত, “চলে যাও আমার জীবন থেকে।”
51. সে বলেছিল, “তুমি না থাকলেও আমার চলবে।”
52. সে শুধু দূরে ঠেলে দিয়েছে।
53. সে অন্যদের সামনে “ভালো” ছিল, শুধু আমার জন্য “খারাপ।”
54. সে কখনো আমায় ভালোবাসেনি, শুধু চেয়েছিল।
55. সে ছিল এক অদ্ভুত ধোঁকা।
56. সে আমার ভালোবাসাকে অপমান করেছিল।
57. সে আমার “আমি” কে হারিয়ে দিয়েছিল।
58. সে সারাজীবন পাশে থাকবে বলেও তা ভঙ্গ করেছে।
59. তার জন্য আমি বেহায়া হয়েছি ভালোবাসা সময়, গুরুত্ব ভিক্ষা চেয়েছি কিন্তু পাইনি।
60. আমি তাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবেসেছিলাম। তাই নোংরা ভাবে সে ঠকিয়েছে আমাকে। তার প্রতি প্রচন্ড ঘৃনা জমে গেছে মনে আর এই ঘৃনা নিয়ে আজীবন বাঁচতে চাই। তাকে ক্ষৃমা করতে কখনো পারবো না🥹

Congratulations Team Australia 🇦🇺
19/11/2023

Congratulations Team Australia 🇦🇺



বিশ্বকাপ জুড়ে তার খেলা দেখে মুগ্ধ হয়েছি!নিজের সেরাটা দিয়েও ব্যর্থ ফাইনালে!ব্যক্তিগতভাবে আমি Virat kohlir একজন ফ্যান।তাই ...
19/11/2023

বিশ্বকাপ জুড়ে তার খেলা দেখে মুগ্ধ হয়েছি!
নিজের সেরাটা দিয়েও ব্যর্থ ফাইনালে!
ব্যক্তিগতভাবে আমি Virat kohlir একজন ফ্যান।
তাই একটু খারাপ লাগছেই!😏

A heart broken moment 🥹



08/11/2023

মাঝে মাঝে আমরা যা ভাবি না, নিজেকে দিয়ে সম্ভব কিনা তা ভেবে যা কখনো কল্পনায় ও আনি না এমন কিছুও জীবনের সাথে ঘটে যায়। জীবনে আসলে কঠিন বলতে কিছু নেই, সহজভাবে নিলে সবকিছু খুবই সহজ।

পরিস্থিতি এবং বাস্তবতার সাথে তাল মিলিয়ে জীবনকে জীবনের গতিতে চলতে দেয়া উচিত এবং খারাপ সময়, খারাপ সম্পর্ক, কিছু খারাপ মানুুষ থেকে নিজেকে মুক্ত করতে পেরে প্রতিটা মুহূর্তে শুকরিয়া করা উচিত। কারন জীবনের সাথে যা হয় সব সময় ভালোর জন্যই হয়❤️

'Messi is Infinity'Messi won his 8th ballon d'Or 🇦🇷⚽🇧🇩Congratulations
31/10/2023

'Messi is Infinity'
Messi won his 8th ballon d'Or 🇦🇷⚽🇧🇩
Congratulations

Bangladesh won by 6 wickets 🏏🇧🇩Congratulations Tigers 🐅
07/10/2023

Bangladesh won by 6 wickets 🏏🇧🇩
Congratulations Tigers 🐅


Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৈমন্তী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category