26/07/2025
ভুল জায়গায় সর্বোচ্চ সেক্রিফাইজ এবং কম্প্রোমাইজ করে ভুল কাউকে ধরে রাখতে চাওয়ার মত অসম্মানি এবং ব্যার্থতা আর নেই। যে থাকার নয় তার জন্য তুমি যত সেক্রিফাইজ এবং কম্প্রোমাইজ করো সে তোমার থাকবে না, তোমাকে ছেড়ে যাবেই। যে থাকতে চায় না সে না থাকার জন্য নিজের মত হাজারটা কারন তৈরি করে নেয়। তোমার থাকতে চাওয়ার শত চেষ্টা সে ব্যার্থ করে দিবেই। যে তোমাকে চায় না, যার কাছে তোমার সব ধরনের এফোর্ট গুরুত্বহীন, যে তোমাকে ভুলতে অন্য কারো সংস্পর্শে গিয়ে নিজেকে বদলে নিয়েছে, অন্য দিকে সহজে মুভ অন করে নিয়েছে সে কখনো তোমার ছিল না। যে তোমার সে কখনো তোমাকে ছেড়ে যাবার কথা ভাবতো না, শত বাধা উপেক্ষা করে তোমাকে ধরে রাখার বিন্দু পরিমান চেষ্টা হলেও তার মধ্যে থাকতো। জেনে বুঝে সুস্থ মস্তিক্ষে তোমাকে নিখুতভাবে ঠকানোর অপরাধবোধ থেকে বাঁচার জন্য তুমি খারাপ না হলেও শেষে তোমাকে খারাপ সাজিয়ে যাবে এইটা একমাত্র তার মানসিক শান্তি। এই শান্তি হয়তো কিছুদিনের জন্য৷ মানুষকে ফাঁকি দিলেও আল্লাহকে কখনো কেউ ফাঁকি দিতে পারে না। আল্লাহ তাদের বিচার করেই, সঠিক বিচার দেরিতে হলেও পাবে। যে প্রকৃত ভালো মানুষ, যে তোমার ভালোবাসার যোগ্য সে শত বাধা উপেক্ষা করে তোমার থাকবেই, ভালোরা কখনো অন্যের জীবন নষ্ট করে ঠকানোর কথা ভাবে না। আর যে ভাবে সে তো মানুষই না, হাজার মানুষের ভিড়ে মুখোশধারী ভন্ড মাত্র। ভুল মানুষ আসে জীবনে ভুল করানোর জন্যই, সারাজীবন একসাথে থাকার জন্য নয়। তাদের নিকৃষ্ট অতীতকে ভুলার জন্য ক্ষনিকের জন্য তোমাকে মাধ্যম হিসাবে ব্যবহার করে জাস্ট, অসময়ের সঙ্গী বানায়। প্রয়োজন শেষে এরা তোমাকে ছুড়ে ফেলবেই। ভালো মানুষি অভিনয়ে তাদের জীবন সীমাবদ্ধ, ভদ্রতার মুখোশ পরে থাকে মাত্র। কিন্তু অভিনয় দিয়ে যখন বেশিদিন টিকতে পারে না তখন তোমাকে অপবাদ দিয়ে অন্য পাখি ধরবে। এইটাই তাদের আসল চরিত্র। দিনশেষে দেখবা এরা তুমি ছাড়া পুরাতন অতীত এবং নতুনে আসক্ত, সেখানে তোমার কোনো মূল্য নাই। এদের সাথে তাল মিলাতে গেলে তোমার জীবন নরক হওয়া ছাড়া কোনো উপায় নেই। যে থাকার সে এমনিতেই থাকে। আর যে থাকার নয় সে কখনো থাকবে না, তাই নিজের ক্ষতি হলেও সব কিছু বুঝে ভুল কারো পিছনে আর নিজের জীবন নষ্ট করো না, উড়ন্ত পাখিকে উড়তে দাও, যে থাকতে চায় না তাকে মুক্ত করে দাও৷ স্বাধীনভাবে উড়ার মানুষকে উড়তে দাও, তোমার জীবনে আর কখনো ফেরার রাস্তা রেখো না৷ নিজের জন্য নিজেকে বদলে নাও, এই স্বার্থপর পৃথিবীতে একমাত্র তুমি তোমার আপন। যার কেউ নেই তার আল্লাহ আছে। সঠিক বিচারের অপেক্ষায় সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজেকে এমন ভাবে বদলে নাও যেন ভুল কারো ছায়া ও তোমার জীবনে না পড়ে। মনে পাহাড় সমান অভিমান, অভিযোগ থাকলেও কখনো আর নিজেকে ভুল কারো কাছে বুঝাতে যেও না, নিজেকে প্রকাশ করতে যেও না। নিজেকে প্রমান করতে যেও না।
সবশেষে, যে প্রতারণা করে চলে যায়, সে কখনোই তোমার ছিল না। নিজেকে কষ্ট না দিয়ে বরং নিজের ভালো থাকা নিশ্চিত করো। কারণ তুমি, তোমার নিজের কাছেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে মূল্যহীন মনে করবার কোনো প্রয়োজন নেই৷ ভুল থেকে শেখো, শিক্ষা নাও।
ব্যার্থতা মানে তুমি চেষ্টা করছো একবার না বহুবার।
ঠকেছো মানে তুমি হেরে যাও নি বরং আল্লাহ তোমাকে জিতিয়ে দিয়েছে। বিশ্বাস রাখো, আল্লাহ যা করে সব সময় ভালোর জন্যই করে। যে কষ্ট তুমি পাচ্ছো, তোমাকে যেভাবে ঠকিয়েছে সেইম কষ্ট আল্লাহ তাকে দিবে, তার জীবনে ফিরে আসবে সব যন্ত্রনা। তোমাকে যে এভাবে হারিয়ে দিছে আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে হারাবে প্রতিটা কাজে। সবকিছু সময়ের উপর ছেড়ে দাও। নতুন ভাবে বাঁচো। এবার মুক্ত করে দাও 👍👍