13/06/2025
মুখে দিলেই মিলিয়ে যায় পাকিস্তানি বিহারি কাবাব | রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট কাবাব রেসিপি | Bihari Kabab
আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো স্বাদের পাকিস্তানি বিহারি কাবাব। খুব সহজ কিছু টিপস ফলো করলেই আপনিও ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো পারফেক্ট, নরম আর তুলতুলে এই কাবাব। অতিথি আপ্যায়ন, ঈদ বা যেকোনো বিশেষ দিনের জন্য এই রেসিপিটি সেরা।
তাহলে চলুন, দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই মজাদার বিহারি কাবাব।
📜 উপকরণ (Ingredients):
গরুর মাংসের কিমা - ২ কাপ
ছোলার ডাল - ১ কাপ (২০ মিনিট ভেজানো)
পেঁয়াজ (মাঝারি) - ২টি
রসুন - ৩ কোয়া
আদা - ১ ইঞ্চি
টক দই - ২ টেবিল চামচ
সয়া সস - ২ টেবিল চামচ
টমেটো সস - ২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো - ১ টেবিল চামচ
বিহারি কাবাব মসলা - ২ টেবিল চামচ (স্বাদমতো)
ম্যাজিক মসলা - ১ প্যাকেট
তেজপাতা - ১টি
গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) - কয়েকটি
ডিম - ১টি
রান্নার তেল - ৩ টেবিল চামচ (রান্নার জন্য)
ভাজার জন্য তেল - দেড় কাপ
লবণ - স্বাদমতো
আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আরও এমন মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।
আপনারা কাবাব কী দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন? কমেন্টে আমাদের জানান!
#গরুরমাংসেরকাবাব #বিহারিকাবাব #কাবাবরেসিপি #সহজরেসিপি