Political Memes

Political Memes 𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮'𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦 ♡︎シ︎

♡︎𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐯𝐢𝐬𝐢𝐭𝐢𝐧𝐠 𝐨𝐮𝐫 𝐏𝐚𝐠𝐞.

Let's go 📈
31/07/2025

Let's go 📈

Dekhben dekhben
30/07/2025

Dekhben dekhben

29/07/2025

.....

13/10/2023
12/10/2023

একদিন তুমি মুচকি হেসে দিয়ে বলবে। ইয়া আল্লাহ আমি যা প্রার্থনা করেছি। তার চেয়েও বেশি দিয়েছো।

আলহামদুলিল্লাহ

29/07/2023

বাংলাদেশ এমন একটা দেশ, যেইখানে সরকারের থেকে পারমিশন নিয়ে সরকার পতনের আন্দোলন হইতেছে!
আর পুলিশ তো সরকার দলীয় আমলা হিসেবে কাজ করছেই, নিজ দলের লোক আন্দোলন করলে সেটা হয় শান্তি সমাবেশ, আর বিরোধী দলের লোকেরা করলে হয় বিশৃঙ্খলা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।
তবে মনে রাখবেন, রাষ্ট্রের এই দুর্দিনে আপনার মত সচেতন নাগরিকের যদি কোনো ভুমিকা না থাকে। জালেমের বিরুদ্ধে আপনার হৃদয়ে অন্তত ঘৃনা জন্ম না নেয়। আপনার ঈমান নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার আছে।
তা না হলে, আম জনতা এভাবেই বাকস্বাধীনতা হারিয়ে পঙ্গু হয়ে, দাস হয়ে থাকবে আরও কিছু কাল।

17/06/2023

"ওলামাদের এক হতে হবে"-
কী মনোমুগ্ধ আলোচনা! মাশা-আল্লাহ।

ইসলামী আন্দোলনকে বাংলাদেশে সফল করার জন্য ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধতার গুরুত্ব তুলে ধরেছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (হাফি.)।


17/06/2023

❞আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়; তখন তার চেহারা কালো হয়ে যায়। আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত।💔

يَتَوَارٰي مِنَ الْقَوْمِ مِنْ سُوْٓءِ مَا بُشِّرَ بِهٖ ؕ اَيُمْسِكُهٗ عَلٰي هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِي التُّرَابِ ؕ اَلَا سَآءَ مَا يَحْكُمُوْنَ ٩٥۝

তাকে যে সংবাদ দেয়া হয়েছে, সে দুঃখে সে কওম থেকে আত্মগোপন করে। আপমান সত্ত্বেও কি একে রেখে দেবে, না মাটিতে পুঁতে ফেলবে? জেনে রেখ, তারা যা ফয়সালা করে, তা কতই না মন্দ!

لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِ ۚ وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰي ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٠٦۝

যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের জন্য মন্দ উদাহরণ এবং আল্লাহর জন্য রয়েছে মহান উদাহরণ। আর তিনিই পরাক্রমশালী, মহাজ্ঞানী।

وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰۤي اَجَلٍ مُّسَمًّي ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ

আর আল্লাহ যদি মানবজাতিকে তাদের যুলমের কারণে পাকড়াও করতেন, তবে তাতে (যমীনে) কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না। তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে, তখন এক মুহূর্তও পেছাতে পারে না, এবং আগাতেও পারে না।


📖 সূরা নাহল : ৫৮-৬১
🎙️ শামসুল হক ভাই 💚

15/06/2023

কারো প্রতি কোন রাগ ক্ষোভ রাখবেন না! আপনি ভাল থাকবেন..

আবরারুল হক আসিফ
#আসিফ

15/06/2023

যাদের বউ দাড়ি পছন্দ করে না তাদের জন্য আলোচনাটি!

শায়খ আহমাদুল্লাহ
Sheikh Ahmadullah

12/06/2023

ভাগে কুরবানী দেওয়ার আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন!

শায়খ আহমাদুল্লাহ
Sheikh Ahmadullah

07/06/2023

গড় তীব্র গরম থেকে বাঁচতে ব্যাঙের বিয়ে!

আজিজ আল কাওসার

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Political Memes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Political Memes:

Share

Category