30/03/2025
ঈদের আনন্দ শুধুমাত্র ব্যক্তিগত নয়,এটি সমাজের সাথে ভাগ করে নেওয়ার একটি বিশেষ উপলক্ষ।ঈদ আমাদের শেখায় ভালোবাসা,সহানুভূতি, ও একতার শক্তি!এই আনন্দের মুহূর্তগুলোতে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে, অসহায়দের সাহায্য করে,পরিবার ও বন্ধুর সাথে সময় কাটিয়ে প্রকৃত আনন্দ অনুভব করি।
আজকের দিনে,যখন আমরা ঈদ উদযাপন করছি, আসুন সমাজের পিছিয়ে পড়া অংশের পাশে দাঁড়াই,তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।যে আনন্দে আমাদের পরিবার পূর্ণ হয়, সেই আনন্দে যেন সমাজের প্রতিটি সদস্য অংশগ্রহণ করতে পারে।
ঈদ হোক সবাইকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম।ঈদের আনন্দ সমাজের সাথে ভাগ করে আমরা শুধু নিজেদের না, বরং আমাদের চারপাশের পৃথিবীটাকেও সুন্দর করে তুলতে পারি।
আলহামদুলিল্লাহ 🥰
স্বপ্নের সাকুড়া সংগঠন পক্ষে থেকে আজ ৪৫ টা পরিবার কে ঈদ উপহার দেয়া হয়েছে!যারা আর্থিক সহযোগিতা করেছেন আল্লাহ সবার দান কে কবুল করুক আমিন!এ ভালো কাজ অব্যাহত থাকুক সে জন্য সকলের সহযোগিতা কামনা করি!