Ariyan Montashir

Ariyan Montashir সত্যিকারের সুখের সাথে একজনের শক্তি এবং প্রতিভার পূর্ণ ব্যবহার জড়িত✨🤍
(3)

নারীর নিরাপত্তা শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। Save Our Women - Bangladesh টিম চট্টগ্রাম সেই দায়িত...
12/09/2025

নারীর নিরাপত্তা শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। Save Our Women - Bangladesh টিম চট্টগ্রাম সেই দায়িত্বকে আপন করে নিয়েছে গত এক বছরে—হাজারো চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা পেরিয়ে তারা গড়ে তুলেছে সচেতনতা, ঐক্য আর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দল প্রমাণ করেছে, যখন তরুণরা একসাথে এগিয়ে আসে, তখন সমাজ বদলায়, আশা জাগে, আর পরিবর্তনের সুর বাজতে শুরু করে। আজকের এই সফলতা তাদের এক বছরের অর্জন নয়, বরং ভবিষ্যতের স্বপ্ন বুননের প্রথম ধাপ।

এমদাদুল হক মুনতাসির
প্রধান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
সোশ্যাল মিডিয়া উইংস
Save Our Women - Bangladesh (Chittagong Division)

এটা জুনায়েদে লাশ। বয়স ১০। ঢামেক মর্গে নেয়া হলো
21/07/2025

এটা জুনায়েদে লাশ। বয়স ১০।

ঢামেক মর্গে নেয়া হলো

21/07/2025

🚨 জরুরি রক্তের আবেদন 🚨
দয়া করে শেয়ার করুন – আপনার একটি শেয়ারে জীবন বাঁচতে পারে!

ঢাকা ও উত্তরার নিচের হাসপাতালগুলোতে শত শত ব্যাগ রক্ত প্রয়োজন:

🏥 ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
🏥 কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
🏥 উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
🏥 কুয়েত মৈত্রী হাসপাতাল
🏥 উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ
🏥 মনসুরআলী মেডিকেল কলেজ

🩸 রক্তদানে ইচ্ছুক?
কমেন্টে আপনার রক্তের গ্রুপ ও মোবাইল নম্বর দিন বা সরাসরি হাসপাতালে চলে যান।

❗ অনুরোধ:
দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না। উদ্ধারকাজে বাধা না দিয়ে বরং রক্তদানে এগিয়ে আসুন।

🙏 শেয়ার করুন, প্রাণ বাঁচান।

#রক্তদান #জীবনবাঁচান #ঢাকাবাংলাদেশ #উত্তর #জরুরি_রক্ত

🔴 তীব্র নিন্দা ও প্রতিবাদ – এমন বিকৃত মনের লোক সমাজে ঘুরে বেড়াচ্ছে!আজকের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি!চট্টগ্রামের ২নং ...
14/07/2025

🔴 তীব্র নিন্দা ও প্রতিবাদ – এমন বিকৃত মনের লোক সমাজে ঘুরে বেড়াচ্ছে!

আজকের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি!

চট্টগ্রামের ২নং গেইট থেকে চকবাজারগামী এক মাহেন্দ্রা টেম্পুতে একজন সম্মানিত নারী যাত্রী এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। সামনের সিটে বসা এক মধ্যবয়সী ব্যক্তি—যার দাড়ি, টুপি, এবং জুব্বা ছিল—সবার সামনে বসেই অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল আচরণ করে। তিনি প্রকাশ্যে মাস্টারবে*শন করতে থাকেন।

এই বিকৃত মানসিকতার লোকটির বিরুদ্ধে প্রতিবাদ করা সত্ত্বেও আশেপাশের কারও প্রতিবাদ না করা—তা আরও লজ্জাজনক। পাশে থাকা পুরুষরাও চুপ ছিলেন, যা সমাজে অপরাধীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে।

এভাবে মেয়েরা যদি দিনে-দুপুরে পাবলিক ট্রান্সপোর্টে এমন হেনস্তার শিকার হয়, তাহলে নিরাপত্তার জায়গাটা কোথায়?

👉 আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
👉 দোষী ব্যক্তির ভিডিওতে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে।
👉 তাকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া হোক।
👉 এমন ঘটনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা এবং ভয়েস তোলা জরুরি।

⚠️ ধর্মীয় পোশাক পরে থাকা মানেই কেউ পবিত্র নয়—মানুষ তার আচরণে পবিত্র হয়। লেবাস দিয়ে ছদ্মবেশ নেওয়া এমন বিকৃত মনস্কদের সমাজে বরদাশত করা যাবে না।

📢 এই পোস্টটি শেয়ার করুন, সচেতনতা ছড়ান।
📸 যদি আপনি তাকে চিনে থাকেন, অনুগ্রহ করে পরিচয় জানাতে সাহায্য করুন।

দোষীদের রেহাই নয়—শাস্তি চাই। নিরাপদ সমাজ চাই।

#প্রতিবাদ_করুন #নারী_নিরাপত্তা #চট্টগ্রাম #দোষীকে_চিহ্নিত_করুন #সচেতনতা #অপরাধীকে_ধরুন

30/06/2025

POV: It’s July again…

18/05/2025

🤣 “বকরি যদি হিরো হয়, কসাই কী করবে? কোরবানির আসল কান্ড!” 🐐😂
👉 শুধু Ariyan Montashir -এ!
এটা কোরবানি না, যেন একশন মুভি! 😆
দৌড়াচ্ছে গরু, পালাচ্ছে ছাগল – আর কসাই ভাইরাও পড়ে গেছে মহাবিপদে! এই কোরবানির ভিডিও দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাবেন! 🐄🐐

😂 এই কোরবানি, এই প্যারা – শুধু Ariyan Montashir-এর পেইজে!
👇 বন্ধুরে ট্যাগ দাও, যাদের কোরবানিতে এমন কাহিনী ঘটছে!

#কোরবানিরমজা #গরু_বাঘ_না_কি_গরু

12/05/2025

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ariyan Montashir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariyan Montashir:

Share

Category