27/11/2023
রেজাল্ট অবশ্যই একটা প্রায়রিটি তবে তা ব্যাক্তি কে ছাপিয়ে নয়।
অন্যান্য ১০টা কাজের মতো এটাও একটা কাজ। ভালো হলে ভালো, না হলেও আহামরি দোষের কিছু নেই যদি আপনি আপনার গন্তব্য বুঝে সঠিক ভাবে এগিয়ে যেতে পারেন।
এইচএসসি পরিক্ষায় আমি জিপিএ 4 পেয়েছিলাম। তার মানে এই না যে তখন যারা 5 পেয়েছিল তারা আমার চেয়ে সফল হয়েছে কিংবা এমনও না যে যারা 3 পেয়েছিল তাদের চেয়ে আমি সফল হয়েছি।
অসংখ্য জিপিএ 5 পাওয়া ছেলেমেয়েদের দেখেছি ১৫হাজার টাকার চাকরি করতে যেয়েও ইন্টারভিউ বোর্ড থেকে ছিটকে পড়েছে আবার ইন্টারে ফেইল করা অনেকেই এখন ব্যাবসা করে কয়েক লক্ষ টাকা মাসে সফলভাবে আয় করছে।
সঠিক গন্তব্য ঠিক করে একবার যদি স্বিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি শেষ দেখে ছাড়বেন, বিশ্বাস করেন আপনাকে আটকে রাখার সাধ্য কারো নেই।❤️