12/04/2025
কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ডের সানাউল্লাহ বাহার এর ছেলে কাতার প্রবাসী আবির (২৭) কে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
উক্ত অভিযোগে রোগীর স্বজনেরা চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে । এ সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সেনাবাহিনী ও পুলিশ এর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
উল্লেখ্য বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আবিরকে বসুরহাট সেন্টাল হাসপাতালে ভর্তি করানো হয়। ১ঘন্টা চিকিৎসা নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে, কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করে। ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করায়। শুক্রবার বিকেল ৩টায় তার মৃত্যু হয়।
রোগীর স্বজনেরা অভিযোগ করেন বসুরহাট সেন্ট্রাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবীরকে ভুল ইঞ্জেকশন পুশ করেন। এতে আবিরের মৃত্যু হয়।