Sahid Art শহীদ আর্ট

Sahid Art শহীদ আর্ট এখানে যাবতীয় আর্টের কাজ করা হয় প্রয়োজনে যোগাযোগ করুন
01815636508/ গুগল সার্চ করতে পারেন শহীদ আর্ট।

রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত জনজীবন
16/05/2025

রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত জনজীবন

আছিয়ার পর এবার ধর্ষনের শিকার হলো রোজামনি

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ফিরে আসে।

তাই মা ও আর অতটা চিন্তা করেনি।

কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু মেয়েটা ঘরে ফিরার কোন নামগন্ধ নেই।

মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না।

মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র পাঁচ বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা।
চারদিকে খুঁজা শুরু করে।

কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে- আমার রোজা মনি, কোথায় গেলি রে মা।

তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়৷

মাইকিং এ যখন বলা হচ্ছিল - মেয়েটার বয়স পাঁচ বছর, পড়নে জামা ছিল মা টা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলে আসতে চাচ্ছিল।

এভাবেই গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে।

একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল।

মা টা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল - আমার রোজা মনিকে তোমরা কেউ দেখছো?

সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌঁড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবে দুপুর গড়ায়।

বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বিচ্ছিরি গন্ধ আসতেছে।

সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মেয়ের লা*শ।

তারপর এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ওই মা টাও ছুটে আসে। আসতে আসতে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!

মা টা এসে কাপড় উল্টেই দেখতে পায় এটা তো তার মেয়েটাই, এ তো তার আদরের রোজা মনি।

একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে। শরীরে ক্ষতের চিহ্ন। প্রথমে ধ*র্ষণ করা হয়েছে, তারপর মুখে একখাবলা চাল ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে শ্বাস নিতে না পারে।

তারপর জোরে গলা টিপে শ্বাস বন্ধ করে মারা হয়েছে।
মৃত্যুর সময় মেয়েটা যে নিদারুণ কষ্ট পেয়েছে তার ছাপ মেয়েটার চোখেমুখে ছিল। গলাতে চড়া দাগ ছিল, মুখটাও বন্ধ ছিল।

সবশেষে গরম পানি ঢেলে শরীরের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পার
(সংগৃহীত),, হায়রে স্বাধীন বাংলাদেশ

আছিয়ার পর এবার ধর্ষনের শিকার হলো রোজামনিবাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের ...
15/05/2025

আছিয়ার পর এবার ধর্ষনের শিকার হলো রোজামনি

বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকালেই পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে খেলে। তারপর সন্ধ্যার আগে আগেই বাসা ফিরে আসে।

তাই মা ও আর অতটা চিন্তা করেনি।

কিন্তু গতকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত। কিন্তু মেয়েটা ঘরে ফিরার কোন নামগন্ধ নেই।

মায়ের মনে সন্দেহ ঢুকে, আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে কিন্তু পায় না।

মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র পাঁচ বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে বুঝে উঠতে পারে না মা।
চারদিকে খুঁজা শুরু করে।

কিন্তু না পেয়ে এবারে বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে- আমার রোজা মনি, কোথায় গেলি রে মা।

তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়৷

মাইকিং এ যখন বলা হচ্ছিল - মেয়েটার বয়স পাঁচ বছর, পড়নে জামা ছিল মা টা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছন চলে আসতে চাচ্ছিল।

এভাবেই গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিলেন যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে।

একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েন মা। আজকেও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল।

মা টা এদিক ওদিক দৌড়ে মেয়েটার খোঁজ করতেছিল আর যাকে পাচ্ছিল তাকেই জিজ্ঞেস করছিল - আমার রোজা মনিকে তোমরা কেউ দেখছো?

সবাই যখন মাথা নেড়ে না করে তখন মা দৌঁড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবে দুপুর গড়ায়।

বিকালের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, বিচ্ছিরি গন্ধ আসতেছে।

সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট একটা মেয়ের লা*শ।

তারপর এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ওই মা টাও ছুটে আসে। আসতে আসতে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস!

মা টা এসে কাপড় উল্টেই দেখতে পায় এটা তো তার মেয়েটাই, এ তো তার আদরের রোজা মনি।

একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে। শরীরে ক্ষতের চিহ্ন। প্রথমে ধ*র্ষণ করা হয়েছে, তারপর মুখে একখাবলা চাল ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে শ্বাস নিতে না পারে।

তারপর জোরে গলা টিপে শ্বাস বন্ধ করে মারা হয়েছে।
মৃত্যুর সময় মেয়েটা যে নিদারুণ কষ্ট পেয়েছে তার ছাপ মেয়েটার চোখেমুখে ছিল। গলাতে চড়া দাগ ছিল, মুখটাও বন্ধ ছিল।

সবশেষে গরম পানি ঢেলে শরীরের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পার
(সংগৃহীত),, হায়রে স্বাধীন বাংলাদেশ

সুখের সন্ধানে হালাল উপার্জন করতে পারেন যদিও তা কম হয়।আল্লাহ এতে অনেক বরকত দেবেন ইনশাআল্লাহ
26/03/2025

সুখের সন্ধানে হালাল উপার্জন করতে পারেন যদিও তা কম হয়।
আল্লাহ এতে অনেক বরকত দেবেন ইনশাআল্লাহ

Shout out to my newest followers! Excited to have you onboard! Alamgir Tamim, MD Hanif, Md A Bashar
26/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Alamgir Tamim, MD Hanif, Md A Bashar

25/03/2025

1706 followers, 28 likes, 3 comments

আজকের কাজের চিত্র
17/03/2025

আজকের কাজের চিত্র

তাইন্দং তবলছড়ির সিএনজি চালক ভাইদের ভালবাসায় চলে এলাম তাইন্দং বাজারে। আলহামদুলিল্লাহ।ইনশাআল্লাহ দেখা হবে সকলের সাথে। সব...
15/03/2025

তাইন্দং তবলছড়ির সিএনজি চালক ভাইদের ভালবাসায় চলে এলাম তাইন্দং বাজারে। আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ দেখা হবে সকলের সাথে। সবার জন্য শুভকামনা রইলো
শহীদ আর্ট 01815-636508

তৌহিদ মেম্বার ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
22/02/2025

তৌহিদ মেম্বার ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

উত্তর ফটিকছড়ি হেয়াকো এলাকার কৃতিসন্তান চৌধুরী পাড়া নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব তৌহিদুল ইসলাম সাবেক মেম্বার ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শহীদ আর্ট এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা র কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি আমীন

উত্তর ফটিকছড়ি হেয়াকো এলাকার কৃতিসন্তান চৌধুরী পাড়া নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব তৌহিদুল ইসলাম সাবেক মেম...
22/02/2025

উত্তর ফটিকছড়ি হেয়াকো এলাকার কৃতিসন্তান চৌধুরী পাড়া নিবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব তৌহিদুল ইসলাম সাবেক মেম্বার ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শহীদ আর্ট এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা র কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি আমীন

Address

Heyako Bazaar
Chittagong

Telephone

+8801815636508

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahid Art শহীদ আর্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share