
26/06/2025
সবটা দিয়ে ভালোবাসার পরেও যখন তুমি আমার হলে না চলে গেলে অন্য কারো দ্বারে, অভিনন্দন তোমাকে তার সাথে। যদি আমার চেয়েও ভালো সে তোমারে বাসতে পারে তবে দুঃখ নেই আমার। কেউ আমার জন্য পিছিয়ে থাকুক আমি তা চাই না। আমারও ইচ্ছে নেই কারো বিরক্তিতে থাকার।
The Daily - Cloud