Munna Bhai

Munna Bhai محمد حسن مراد منى مؤسسة النهار. أور أجراباد موهوري بارا شيتاجونج

শ্রীমঙ্গলের দুই পাশে চা বাগান মাঝখানের সোজা রাস্তা মৌলভীবাজার রোড
04/11/2025

শ্রীমঙ্গলের দুই পাশে চা বাগান মাঝখানের সোজা রাস্তা মৌলভীবাজার রোড

জীবনটা খুব কঠিন যাকে তাকে বিশ্বাস করে সময় টা নষ্ট করলে, সেই সময় কখনো ফেরত পাও যাই না, কিন্তু আমারও সময় মূল ছিলো, আপনি...
04/11/2025

জীবনটা খুব কঠিন যাকে তাকে বিশ্বাস করে সময় টা নষ্ট করলে,
সেই সময় কখনো ফেরত পাও যাই না,
কিন্তু আমারও সময় মূল ছিলো,
আপনি অমূল্য হীন করে দিলেন,
পারবেন কি?
সেই সময় গুলো ফেরত দিতে,

03/11/2025
03/11/2025

অতিরিক্ত ভালোবাসা মানেই হলো বিষ । মানুষের ভালোবাসা হওয়া উচিত ব্ল্যাক কফির মতন চিনি ছাড়া স্বাস্হ‍্যকর । আর অল্প চিনিতে একটু স্বাদ বাড়ে কিন্তু তিতা দূর করতে গিয়ে দুই তিন চামুচ চিনি দিবেন তো এটা আপনার জীবনের হুমকি স্বরূপ হয়ে দাড়াবে।

অতিরিক্ত প্রেম দেখানো মানুষ গুলো কেয়ার করা ভুলে যায়।

অতিরিক্ত প্রেম দেখানো মানুষ নিজের ভালোবাসার মানুষটিকে সম্পত্তি ভাবা শুরু করে

অতিরিক্ত ভালোবাসা মানুষকে দমবন্ধ হওয়ার যাপিত জীবন দান করে ।

অতিরিক্ত ভালোবাসা দেখানো মানুষ আরেক জনের অনুভূতির কদর করে না।আরেক জনের ভালো লাগা গুলো নোটিশ করা ভুলে যায়।

মানুষের ভালোবাসাবাসির ব‍্যাপারটা হওয়া উচিত পরিমিত কিন্তু দেখানো উচিত তা দায়িত্ববোধে । যাদু , সোনা , ময়না ডাকলে কিন্তু বাস্তবে তাকে ব‍্যবহার করলে নিজস্ব সম্পত্তির মতন তাহলে তুমি তাকে ভালোবাসো নি।তার থেকে বেনিফিটেড হওয়াই তোমার মূল লক্ষ‍্য।

ভালোবেসে তাকে দিতে হলে তাকেও প্রাইভেসি দেও। তার জীবন যাপনে সেই বিশ্বাস দেও যাতে তোমার খবরদারি না থাকে ।তাকে একটু খানি স্পেস দেও । তাকে তার ব‍্যবহারিক জীবনে স্বস্তি এনে দেও ।তাকে কম্ফোর্ট জোনে রাখো যাতে সে সেইফ এবং সিকিউর ফিল করে।

ভালোবাসা হলো আলোর মতন সেখানে প্রদীপকে লুট করার কিছু নেই। আলো যখন তোমার মনের ঘরে পৌঁছাবে তখন ভিতর ও বাহিরের অন্ধকার দুই দূর হবে।

02/11/2025

কারো জীবনে প্রেমিকার হয়ে থাকাটা
খুব একটা ক'ঠি'ন কাজ নয়
কিন্তু! কারো হৃদয়ের সম্মানের স্থানে থাকাটা
ততটাও সহজ কাজ নয়।

আমরা বরাবরই সহজ কাজ করতে
বেশ ভালো উৎসাহী,
তাই এখন চারিদিকে শুধু
প্রেমিক-প্রেমিকার ছড়াছড়ি।

একদিকে চুটিয়ে প্রেম করে জিএফ'কে বলছে
আজ না তোমাকে বেশ সুন্দর লাগছে,
অন্যদিকে! জানিস আমার জিএফ আজ যেই আটা ময়দা মাখছে,
মনে হচ্ছিলো ঘরের সব আটা ময়দা ও-ই মেখে এসেছে,
এখানে সম্পর্ক আছে ঠিকই,
কিন্তু সম্মান কী আদো আছে?

মেয়েদের জীবনে সম্মানটা হচ্ছে
মাছের জীবনে পানি থাকার মতো,
মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না,
ঠিক তেমনি সম্মান ছাড়াও
একটি মেয়ের পক্ষে বাঁচা সম্ভব না।

প্রেমিকা হয়ে কারো জীবনে আমরা-
সারাজীবন বাঁচাতে পারি না,
একটা না একটা সময় সেই স্থান
ভে'ঙ্গে'চু'রে একাকার হয়ে যায়-ই,
কিন্তু! কারো হৃদয়ে একবার যদি
সম্মানের স্থান অর্জন করতে পারি
তবে সেই স্থানে আ'মৃ'ত্যু অবস্থান করি,
তাই কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার থেকে
সম্মান পাওয়াটা জীবনে অনেক বেশি জরুরী।

এমন অনেক সংসার আছে
যেখানে কোনো ভালোবাসা নেই
দুজন মানুষ অন্য দুজন মানুষের দ্বারা
ক্ষ'ত-বি'ক্ষ'ত মন নিয়ে
একটি সংসার বেঁধেছে
জীবন নামক খরস্রোতা নদী
পার করার চেষ্টায়,
তবুও তারা বেঁচে আছে।
কারণ! ভালোবাসা ছাড়া বাঁ'চা যায়,
হয়তো ভালো থাকা যায় না।
কিন্তু সম্মান নিয়ে যেমন বাঁ'চা যায়,
ঠিক তেমনি ভালোও থাকা যায়।
কারণ! সব মেয়েরাই সব ছেলেদের হৃদয়ে
সম্মানের স্থান অর্জন করতে পারে না।
আর তাই, কারো ভালোবাসা পাওয়ার চেয়ে
কারো থেকে সম্মান পাওয়াটা অনেক বেশি প্রয়োজন।

"পুরুষের থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে
সম্মান পাওয়াটা বেশি জরুরী"
তাই
আমি মনে করি আপনার সম্মানটা আমার জন্য গুরুত্বপূর্ণ,
এইটা ভেবে আমি যাহা বলেছিলাম ঐটা থেকে বিরতি হলাম,
আর যাই করি আমি আপনার ক্ষতিটা করবো এই বিষয়টা রাখতে পারেন,
সর্বশেষে বলতেছি আপনি নিচিন্তায় এবং নিরাপত্তা থাকতে পারেন।।।

01/11/2025

এসব ব্লক-আনব্লকের খেলা আমার একদম ভালো লাগে না! যখন মনের দূরত্ব বেড়ে যায়, তখন এসব ব্লক-আনব্লকে বা কী আসে যায় বলো?

সোশ্যাল মিডিয়ায় ব্লক করে, যোগাযোগের সব পথ বন্ধ করে দিলেই কি সত্যিই সব ভুলে যাওয়া যায়? যার প্রতি মনের টান এখনো রয়ে গেছে, তাকে ব্লক করেও কি শান্তি মেলে কখনো?

চাইলেই তো আমিও পারি। সবকিছু বন্ধ করে দিতে, হারিয়ে যেতে নিরুদ্দেশের মতো। কিন্তু যাকে খোঁজার কেউ নেই, সে হারিয়ে গেলেও কার বা কিছু আসে যায় বলো?

হ্যাঁ, আমিও পারি —এক নিমিষেই সব স্মৃতি মুছে ফেলতে! বারবার একই স্মৃতির ভারে বিষণ্ন হয়ে থাকার কোনো মানে নেই। তবুও আমি সেসব স্মৃতি মুছি না…
কারণ আমি সেই মানুষ নই, যে ভালোবাসার স্মৃতি ভুলে থাকতে পারে।

তুমি পারো হয়তো, আমি পারি না — পারলেও না পারার মতো করে নিজেকে এড়িয়ে যাই।

ভুলে যেতে পারি না, তবুও ভুলে থাকার ভান করি।
যদি ব্লক করলেই সব ভুলে যাওয়া যেত, তবে মানুষ তার ভালোবাসার মানুষকেই প্রথমে ব্লক করতো — স্মৃতিসহ!

এপাশের মানুষটার আকুতি যদি ওপাশের মানুষটা খানিকটা অনুভব করতো, তবে অন্য কারো মাঝে সুখ খুঁজতে যেত না কখনো। অন্য বুকে মাথা রেখে ঘুমানো তো আমার পক্ষেও সম্ভব, কিন্তু যে বুকে একসময় শান্তির আশ্রয় পেয়েছি, সেই বুক ছাড়া ঘুম আসে কীভাবে বলো?

চাইলেই তো আমিও সব পারি —
কিন্তু এড়িয়ে যাই বলে ভেবো না, আমি অক্ষম।
ভালোবাসলে অনেক কিছুই এড়িয়ে যেতে হয়, অনেক কিছু হজম করতে হয়, অনেক কিছু দেখেও না দেখার, বুঝেও না বোঝার ভান করতে হয়।

এসব করতেই মানুষ নীরব হয়ে যায় —
সব সহ্য করতে শিখে যায়। আর যখন সব সহ্য করা শেখা হয়ে যায়, তখন এসব ব্লক-আনব্লকের আর কোনো প্রয়োজনই থাকে না…
উহু, একদমই না,

30/10/2025

কেউ যখন চলে যেতে চাইছে, ব্যস। আর কোন গল্প নেই আসলে, চলে যেতে চাইছে এইটুকুই যথেষ্ট। আপনি তার পথ আটকিয়ে যদি জিজ্ঞেস করেন, কেনো চলে যেতে চাইছো, সে আসলে তার সমস্ত অজুহাত সাজিয়ে গুছিয়েই রেখেছে, আপনি জানতে চাইলে কেবল পেশ করবে। একজন মানুষ যখন চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়, তার পথ আটকিয়ে জানতে চাওয়া অনর্থক, বোকামি।

একটা সহজ সত্য আপনার মনে রাখা উচিৎ, আপনি যখন তার চলে যাওয়া আটকাতে মায়া নিয়ে তার সামনে দাঁড়াবেন। অথবা বুঝানোর আপ্রাণ চেষ্টা করবেন কিংবা আকুতি মিনতি করবেন, আপনার মনে রাখা দরকার দীর্ঘদিন আপনি একটা মানুষের পাশে থাকার পরেও যে মানুষটি আপনাকে বিন্দুমাত্র বুঝেনি, এই কয়েক সেকেন্ডে আপনি তাকে দার্শনিকদের মহা উক্তি ডেকে এনেও বুঝাতে পারবেন না। যে চলে যেতে চাইছে, সে মূলত আপনার মায়া, মমতা, প্রেম সব উপেক্ষা করেই যাচ্ছে।

আপনার কষ্ট হবে এটা সত্য, একটা দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলে পাথর হৃদয়কেও নাড়িয়ে যায়। তবে মেনে নেওয়া ছাড়া কি'বা করার আছে। যার জন্য আপনার কষ্টের শেষ নেই, সেই কাঙ্খিত মানুষটিই যখন আপনার কষ্ট ঘূনাক্ষরেও টের পাচ্ছে না, সেখানে সময় যত খরচ করবেন, কষ্ট ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনাকে সেখান থেকে ফিরে আসায় কল্যাণময়।

জগতের লীলাখেলা বুঝা বড় দায়। আমি একেকটা সম্পর্ক ভাঙা রাতে, দীর্ঘ সময় নিয়ে ভেবেছি। বুকের মন্দিরে দেবী বানিয়ে সবটুকু প্রেম দিয়ে পূজা করার পরেও, একটা মানুষ কেনো চলে যায়। কি কারন হতে পারে সেই চলে যাওয়ার পিছনে। আমার এসব পাগলামো আর ছেলেমানুষির রাতে, নিজেই হেসে উঠেছি। আজকাল বড় বেশি রাগ হয় নিজের উপর, আমার ওসব কর্মকাণ্ডের কথা ভেবে।

বলার মত তেমন কিছু উদ্ধার করতে পারিনি। নিয়তি বলেও কিছু একটা আছে, নিজেকে এই ধরনের কথা শুনিয়ে নিজেই নিজেকে মোটিভেট করেছি। পরিণত হয়ে জেনেছি, এই জগত সংসারে সকলেই সুখী হতে আসে না। কেউ কেউ দুঃখের কাদামাটি গায়ে মাখিয়ে একটা জীবন কাটিয়ে দেয়। এই জগত সংসারে নিয়তিকে কে না মেনে নেয়!

প্রশ্ন থেকে যায়, যারা ছেড়ে যায় আরও চমৎকার থাকবে বলে। তারা কতটুকু চমৎকার থাকে! অবসরে জানতে ইচ্ছে করে, এত প্রেম, এত মায়া, এতসব উপেক্ষা করে তারা যেখানে যায়, সেখানে কি মায়ার পরিমাণ আকাশ সমান, সেখানে কি প্রেমের পরিমাণ সমুদ্রের সমান। এই বুক ছেড়ে যাওয়া মানুষটি যে বুক গিয়ে পেয়েছে, সে বুক কি বড়সড় কোন পাহাড়ের সমান!

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Munna Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munna Bhai:

Share