30/10/2025
কেউ যখন চলে যেতে চাইছে, ব্যস। আর কোন গল্প নেই আসলে, চলে যেতে চাইছে এইটুকুই যথেষ্ট। আপনি তার পথ আটকিয়ে যদি জিজ্ঞেস করেন, কেনো চলে যেতে চাইছো, সে আসলে তার সমস্ত অজুহাত সাজিয়ে গুছিয়েই রেখেছে, আপনি জানতে চাইলে কেবল পেশ করবে। একজন মানুষ যখন চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়, তার পথ আটকিয়ে জানতে চাওয়া অনর্থক, বোকামি।
একটা সহজ সত্য আপনার মনে রাখা উচিৎ, আপনি যখন তার চলে যাওয়া আটকাতে মায়া নিয়ে তার সামনে দাঁড়াবেন। অথবা বুঝানোর আপ্রাণ চেষ্টা করবেন কিংবা আকুতি মিনতি করবেন, আপনার মনে রাখা দরকার দীর্ঘদিন আপনি একটা মানুষের পাশে থাকার পরেও যে মানুষটি আপনাকে বিন্দুমাত্র বুঝেনি, এই কয়েক সেকেন্ডে আপনি তাকে দার্শনিকদের মহা উক্তি ডেকে এনেও বুঝাতে পারবেন না। যে চলে যেতে চাইছে, সে মূলত আপনার মায়া, মমতা, প্রেম সব উপেক্ষা করেই যাচ্ছে।
আপনার কষ্ট হবে এটা সত্য, একটা দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলে পাথর হৃদয়কেও নাড়িয়ে যায়। তবে মেনে নেওয়া ছাড়া কি'বা করার আছে। যার জন্য আপনার কষ্টের শেষ নেই, সেই কাঙ্খিত মানুষটিই যখন আপনার কষ্ট ঘূনাক্ষরেও টের পাচ্ছে না, সেখানে সময় যত খরচ করবেন, কষ্ট ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনাকে সেখান থেকে ফিরে আসায় কল্যাণময়।
জগতের লীলাখেলা বুঝা বড় দায়। আমি একেকটা সম্পর্ক ভাঙা রাতে, দীর্ঘ সময় নিয়ে ভেবেছি। বুকের মন্দিরে দেবী বানিয়ে সবটুকু প্রেম দিয়ে পূজা করার পরেও, একটা মানুষ কেনো চলে যায়। কি কারন হতে পারে সেই চলে যাওয়ার পিছনে। আমার এসব পাগলামো আর ছেলেমানুষির রাতে, নিজেই হেসে উঠেছি। আজকাল বড় বেশি রাগ হয় নিজের উপর, আমার ওসব কর্মকাণ্ডের কথা ভেবে।
বলার মত তেমন কিছু উদ্ধার করতে পারিনি। নিয়তি বলেও কিছু একটা আছে, নিজেকে এই ধরনের কথা শুনিয়ে নিজেই নিজেকে মোটিভেট করেছি। পরিণত হয়ে জেনেছি, এই জগত সংসারে সকলেই সুখী হতে আসে না। কেউ কেউ দুঃখের কাদামাটি গায়ে মাখিয়ে একটা জীবন কাটিয়ে দেয়। এই জগত সংসারে নিয়তিকে কে না মেনে নেয়!
প্রশ্ন থেকে যায়, যারা ছেড়ে যায় আরও চমৎকার থাকবে বলে। তারা কতটুকু চমৎকার থাকে! অবসরে জানতে ইচ্ছে করে, এত প্রেম, এত মায়া, এতসব উপেক্ষা করে তারা যেখানে যায়, সেখানে কি মায়ার পরিমাণ আকাশ সমান, সেখানে কি প্রেমের পরিমাণ সমুদ্রের সমান। এই বুক ছেড়ে যাওয়া মানুষটি যে বুক গিয়ে পেয়েছে, সে বুক কি বড়সড় কোন পাহাড়ের সমান!