Nayem Hasanat

Nayem Hasanat Welcome to my creative home. Here you will find Islamic Music, recitation of the Qur'an, reaction and review video and a various cultural activities.

29/12/2024

Tilawat Ar-Rahman X Mirinja Valley..⛰

25/11/2024

সূরা বুরুজ - আয়াত ১১-১৫ । জান্নাতের সৌন্দর্য্য বর্ণনা..

16/06/2024

ইব্রাহীমের পুত্র আমি | Ibrahimer Putro Ami | Nayem Hasanat

11/06/2024

Quran Tilawat II Nayem Hasanat II Qiraat recitation

09/06/2024

Mere Dil Mein He Yaad-E-Muhammad II Nayem Hasanat

15/03/2024

আয়াতুল কুরসি || Ayat Ul Kursi

মন দিয়ে শুনুন এবং অন্তরকে শীতল করুন।💓💤

15/02/2024

ইরানে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪০তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিচারক হিসেবে অংশ নেন বাংলাদেশের নন্দিত কারি Shaykh Ahmad Bin Yusuf Azhari

10/02/2024

প্রিয় গার্ডিয়ান পাবলিকেশন্স নিয়ে কিছু কথা।🥰

08/02/2024

কবিতা : তুমি কি এখন সপ্ন ভঙ্গ কেউ
কবি : মতিউর রহমান মল্লিক
কভার : নাঈম হাসানাত



তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ
একাকী কোথাও আহত পাখির শোক
ছলছল চোখে এলোমেলো করো ঢেউ
তুমি কি এখন শরাহত কোনো লোক!
-
তুমি কি ভেবেছো সূর্যটা ডুবে গেছে
তুমি কে ভেবেছো নেই আর কোনো আলো
তুমি কি ভেবেছো শিলীভূত হয়ে আছে
অনন্ত এক আকাশের ঘনকালো
-
রাত্রির পরে সকাল যে ফিরে আসে
সে কথা জানো কি তুমি
শেষাবধি কোনো লোকালয় উদভাসে
দৃঢ়পদভারে পার হলে বনভূমি
মানুষের নামে যারা কলঙ্ক তারা মানে পরাভব
যোগ-গুণ-ভাগ নিয়েতো অঙ্ক বিয়োগ নয়তো সব
-
তবুও তুমি কি উঠে দাঁড়াবে না আজ
বুক টান করে নামবে না পথে আর
পাড়ি জমাবে না আকাশের শাহবাজ
ছিঁড়বে না টুটি দুরন্ত ঝঞ্ঝার
-
একটু আঘাতে সিংহের বাড়ে ক্ষোভ
একটু আঘাতে বাঘ ছাড়ে হুংকার
একটু আঘাতে জ্বলে ওঠে বিক্ষোভ
বজ্রসভায় বিদ্যুৎ বারতার
-
এসব খবরে তুমি কি হও না দ্বিগুণ
উৎসাহী কোনো পুরুষোত্তম কেউ
অথবা কেবল নিজেকে করছো খুন
বিষের পাত্রে স্বেচ্ছায় তুলে ঢেউ
-
তবুও তুমি কি থেমে যাবে এই বেলা
অশেষ আঁধারে নেমে যাবে এই বেলা
সকল মিথ্যা মেনে নেবে এই বেলা
মৃত্যুর দিঠি মেনে নেবে এই বেলা
-
পাহাড় মানে না গর্হিত পরাজয়
নদীও মানে না পাহাড়ের বিঘ্নতা
মাটিও মানেনা ক্ষরণ অথবা ক্ষয়
তুমি কেন তবে মানবে বিপর্যয়!
-
বৃক্ষ মানে না বাতাসের বিক্ষোভ
ফাগুন মানে না সত্যের কারসাজি
আকাশ মানে না কারো কোন তান্ডব
তবে তুমি কেন দেবে সে সে ডিগবাজি
-
লক্ষ লক্ষ সাথীরা তোমার দেখো
আঁধার এড়িয়ে আশায় বেঁধেছে বুক
মাথা উঁচু করা তাদের কাছেই শেখো
আলোকিত হবে চিন্তাক্লিষ্ট মুখ
-
অথবা চেচিন সেনাদের কথা জানো
প্রতিদিন যারা শহীদি মৃত্যু চায়
তাদের প্রেরণা তোমার বক্ষে আনো
পড়বে না ভেঙে তাহলে যে বেদনায়
-
কাশ্মীরে যারা লড়ে অবিরাম আজ
তাদের দীপ্ত খবর তুমি নাও
তাহলে তীক্ষ্ণ হবে সব আন্দাজ
তোমার জন্যে আসলে তুমি কি চাও

( সংক্ষিপ্ত )

❍ স্ক্রিপ্ট তৈরী করা❍ ভিডিও মেক করা❍ ভয়েস এডিট দেয়া❍ ভিডিও এডিট দেয়া❍ থাম্বনেইল মেক করাএরপর গিয়া শেষমেস একটা কোয়ালিটি ভি...
25/01/2024

❍ স্ক্রিপ্ট তৈরী করা
❍ ভিডিও মেক করা
❍ ভয়েস এডিট দেয়া
❍ ভিডিও এডিট দেয়া
❍ থাম্বনেইল মেক করা

এরপর গিয়া শেষমেস একটা কোয়ালিটি ভিডিও রিলিজ দেয়া যায়। এতো কাজ আসলে একার পক্ষে কাভার দেয়া পসিবল হয় না। আর পসিবল হইলেও তা নিয়া রেগুলার ভিডিও প্রডিউস দেয়াও কঠিন। কোয়ালিটি মেনটেইন করতে গেলে ইরেগুলার হইয়া যাওয়া লাগে তখন।

এইজন্য আসলে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওর প্রত্যেকটা কাজ আলাদা আলদা লোক দিয়া করায়া থাকে। এসব আসলে কাজে নামলে বুঝা যায়। ফার্স্ট টাইমে তারা অবশ্য কাউরে নেয় না কারণ ইনকাম সোর্স না আসা অব্দি কেমনে আলাদা আলাদা লোক দিয়া করানো সম্ভব! আর এই প্রথম সময়টা পার করাই মারাত্মক কঠিন।

[ ছবিটা নতুন ভিডিওর স্ক্রিপ্ট। খুব দারুণ একটা বিষয় নিয়া কাজ করতেছি। এইটা খুব সেনসেটিভ ই্যসু জানি। তারপরও সাহস কইরা হাত দিলাম। সর্বোচ্চ এফোর্ট দিয়া দুই দিনের মধ্যেই কাজটা কমপ্লিট করার ট্রাই করবো। দোয়া করবেন। ]

২৫-১-২৪

20/01/2024

বই রিভিউঃ ১
গার্ডিয়ান পাবলিকেশন্স।

বইয়ের নামঃ ছোটদের ৩০ হাদিস
লেখকঃ আলি আতিক আজ-জাহেরি
ভাষান্তরঃ ফরহাদ খান নাঈম

Address

Chandpur
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Nayem Hasanat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayem Hasanat:

Share

Category