
11/01/2024
কে কেমন সেটা মহান আল্লাহ ই জানেন।
মহান আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। কাউকে কখনোই কোন বাজে মন্তব্য করা ঠিক না। কারণ কখন কার কাকে প্রয়োজন হবে সেটা আল্লাহই জানেন।
মোটকথা হল,কাউকে ছোট করা ঠিক না।
এমনও হতে পারে আপনি যাকে আজ ছোট করলেন সেই আল্লাহর প্রিয় বান্দা !!!
হতে পারে যাকে আজ ছোট করলেন কাল তার কাছেই আপনার খুব প্রয়োজন পড়বে !! কাউকে ছোট করবেন না। সবাইকে সম্মান দিতে শিখুন,যত ছোটই সে হোক না কেন।
অন্যকে সম্মান দিতে জানলে আপনিও অন্যের কাছে সম্মানিত হবেন।