
02/04/2025
নাম:আরাধ্যা বিশ্বাস। বাবার নাম দীলিপ বিশ্বাস। সে শুধু নিজের নাম আর বাবার নাম বলতে পারছে। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো(২৮) তে আছে। কেউ মেয়েটিকে চিনতে পারলে তার পরিবারের কাছে খবর দিন প্লিজ। লোহাগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সেও গুরুতর আহত।