12/10/2025
চোখ — আল্লাহর এক অনন্য নিয়ামত 🌿
এই দুনিয়ায় যার চোখের কোনো সমস্যা নেই, সত্যি বলতে সে-ই সবচেয়ে সুখী মানুষগুলোর একজন। হয়তো সে কখনো বুঝতেই পারে না, চোখের দৃষ্টি ঠিক থাকা আসলে কত বড় এক আশীর্বাদ।
যাদের চোখে ব্যথা, ঝাপসা দেখা, অস্বস্তি কিংবা ছোট্ট কোনো দৃষ্টি সমস্যা আছে — তারাই শুধু বোঝে প্রতিটা মুহূর্ত কতটা কষ্টের। চারপাশের রঙ, আলো, প্রিয়জনের মুখ, প্রকৃতির সৌন্দর্য — সবকিছুই দেখতে পারা যেন এক অলৌকিক উপহার।
চোখে একটু সমস্যা হলেই বোঝা যায়, এই দুনিয়ার যত আনন্দ, যত রঙ, সবকিছুই নির্ভর করে এই ছোট্ট দু’টি চোখের উপর। তাই যাদের চোখ ভালো আছে, তারা যেন কখনো এটাকে অবহেলা না করে। নিয়মিত যত্ন নেয়, সুরক্ষা করে, কারণ একবার হারালে এই দৃষ্টি ফিরে পাওয়া সহজ নয়। বিশেষ করে যারা কটাক্ট লেন্স পড়েন একটু সাবধানতা অবলম্বন করবেন।