ATV News

ATV News In Search Of Truth....
সত্যের সন্ধানে....

ইবি-র বহিষ্কৃত বাস ড্রাইভার মুনছুর আহমেদ এর ক্ষমতায় দাপটে জনগণের আস্থার প্রতিষ্ঠান সিআইডি চট্টগ্রাম মেট্রো  ও জেলা-র এস ...
15/07/2025

ইবি-র বহিষ্কৃত বাস ড্রাইভার মুনছুর আহমেদ এর ক্ষমতায় দাপটে জনগণের আস্থার প্রতিষ্ঠান সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলা-র এস আই লানজু মিয়া সত্যকে মিথ্যা বানিয়েছেন।।

চট্রগ্রাম সিআর ৩৯৮/২৩ // সরঃ নথি জালিয়াতি মামলার আসামী যমুনা বহুমুখী সেতু টোল-প্লাজায় বহাল তবিয়তেই চাকুরী করছেন- ফ্যাসিস...
07/07/2025

চট্রগ্রাম সিআর ৩৯৮/২৩ // সরঃ নথি জালিয়াতি মামলার আসামী যমুনা বহুমুখী সেতু টোল-প্লাজায় বহাল তবিয়তেই চাকুরী করছেন- ফ্যাসিস্ট সরকারের দোষর মুস্তাক আহমেদ শিপু।।

কুষ্টিয়া সদর থানা অন্তর্গত জুগিয়া- বারখাদা ১৩নং পৌরওয়ার্ড আওয়ামীলীগের সদস্য, ইবি-র বহিষ্কৃত ড্রাইভার ও ত্রিমোহীনি এলাকার স্থায়ী বাসিন্দা ড্রাইভার মুনছুর আহমেদ এর ছোট ছেলে মুস্তাক আহমেদ শিপু বলে সুত্রে জানা গেছে। তিনি সরকারী নথি জালিয়াতি চক্রের সদস্য বলে জানা গেছে। এছাড়াও তিনি তথ্য গোপন করে অন্যের সন্তানের পিতৃ পরিচয় মুছে দিতে একাধিক জন্ম নিবন্ধন তৈরিতে সহায়তা ও উক্ত মামলার বাদীকে একাধিকবার লান্চিত ও হত্যার হুমকি দিয়েছেন বলে জানা গেছে। আরও জানা গেছে ফ্যাসিষ্ট সরকারের আমলে তিনি ভেড়ামারা ও কুষ্টিয়া এলাকার অন্যতম মাদক ব্যাবসায়ী ও যুবলীগকর্মী ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে তথ্য গোপন করে দেশের অন্যতম মেগা প্রজেক্ট যমুনা বহুমুখী সেতু টোল প্লাজায় বিশেষ ক্ষমতাবলে চাকুরীতে যোগদান করেন এবং এখন পর্যন্ত তিনি কোন এক অদৃশ্য শক্তিবলে বহাল তবিয়তেই চাকুরীতে বহাল আছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিমোহীনি এলাকার কয়েকজন সাধারণ মানুষ যমুনা বহুমুখী সেতু টোল প্লাজা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ফ্যাসিষ্ট সরকারের দোষর শিপু-কে অনতিবিলম্বে চাকুরী থেকে অপসারণ করে আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর কাছে সোপর্দ করার আহবান জানিয়েছেন তারা।
#ন্যায়বিচার #স্বাধীনবাংলাদেশ

03/07/2025

চট্রগ্রাম সিআর ৩৯৮/২৩ মামলার আসামী মুনছুর গং
বাবা-র কাছ থেকে সন্তান-কে কেড়ে নিতে ভূয়া জন্ম নিবন্ধন তৈরি করে সন্তানের পিতৃ পরিচয় মুছে দিতে মরিয়া ইবি-র বহিষ্কৃত বাস ড্রাইভার মুনছুর আহমেদ ও তার ডিভোর্সী মেয়ে ফারজানা আক্তার সুমি ওরফে বৃষ্টি। কুষ্টিয়া সদর উপজেলা ত্রিমোহীনি এলাকার বাসিন্দা মুনছুর। কোর্টের নির্দেশ অমান্য করে সন্তান -কে তার বাবার সাথে কোনো যোগাযোগ করতে দেয়না মুনছুর গং। স্বাবেক স্বামীর সাথে বৃষ্টির ফোনালাপ ফাস। মুনছুর গং তার নাতির স্কুলে নাতির বাবা-কে ঢুকতে বাঁধা দেওয়ার ভিডিও ফাস।
#স্বাধীনবাংলাদেশ

ইবি-র বহিষ্কৃত বাস ড্রাইভার ও একাধিক মামলার দাগী আসামী মুনছুর আহমেদ এর বিরুদ্ধে চাকুরী ফিরে পেতে অভিনব কৌশল অবলম্বন করার...
25/06/2025

ইবি-র বহিষ্কৃত বাস ড্রাইভার ও একাধিক মামলার দাগী আসামী মুনছুর আহমেদ এর বিরুদ্ধে চাকুরী ফিরে পেতে অভিনব কৌশল অবলম্বন করার অভিযোগ উঠেছে।।

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামি বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরে বাস ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন মুনছুর আহমেদ। কুষ্টিয়া সদর মডেল থানা এলাকার জুগিয়া বারখাদা গ্রামের ত্রিমোহীনি এলাকার মৃত বাহার আলী প্রামাণিক এর ছোট ছেলে মুনছুর। খোঁজ নিয়ে জানা গেছে তিনি ই'বি-তে চাকুরি করাকালীন গাড়ির মুল্যবান যন্ত্রাংশ ও জ্বালানি তৈল চুরির অপরাধে ইবি কতৃপক্ষ কতৃক সাময়িক বহিষ্কার হয়েছিলেন বেশ কয়েকবার। পরবর্তীতে ইবি কতৃপক্ষের মনোনিত তদন্ত কমিটির তদন্তে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ মুনছুর - কে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করলে ধুর্ত মুনছুর আহমেদ তার আওয়ামী রাজনৈতিক প্রভাব খাটিয়েও চাকুরীতে বহাল থাকতে ব্যার্থ হইলে জরিমানা সাপেক্ষে নিজেই চাকুরী থেকে অব্যাহতি গ্রহণ করেন বলে সুত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র নিশ্চিত করেছেন যে, এলাকার সহজ সরল চাকরি প্রত্যাশি অনেকজনকে ইসলামি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মুনছুর বিভিন্ন সময় প্রতারনা মুলকভাবে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা এবং তাদেরকে করেছেন সর্বশান্ত। এছাড়াও ভর্তিচ্ছুক শিক্ষার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ারও অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে বলে জানা গেছে।

আরও জানা গেছে বাংলাদেশ সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কুষ্টিয়া সদর উপজেলা বারখাদা ১৩নং পৌরওয়ার্ড আওয়ামীলীগ কমিটির সদস্য মুনছুর আহমেদ। এছাড়াও তার বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতারণার দায়ে একাধিক অভিযোগে আদালতে মামলা চলমান আছে বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম সিআর ৪৭৭/২৩ মামলার একমাত্র আসামি ও চট্টগ্রাম সিআর ৩৯৮/২৩ এবং চট্টগ্রাম সিআর ২৬৩/২৫ মামলার সরকারী নথি জালিয়াতি ও প্রতারণার দায়ে অভিযুক্ত আসামি এছাড়াও তিনি ঝিনাইদহ সিআর ৮৪৩/২৩ মামলার আসামী বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।

আরও জানা গেছে আইন আদালত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুনছুর, সরকারি নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে বিক্রেতার স্বাক্ষর সহ নোটারী পাবলিক কুষ্টিয়া এর স্বাক্ষর ও সিলমোহর জাল-জালিয়াতি করে হাতিয়ে নিয়েছেন অন্যের ট্রাক যার মামলা আদালতে চলমান আছে বলে জানা গেছে। এব্যাপারে কুষ্টিয়া নোটারী পাবলিক এডভোকেট নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করে জানা গেছে ২৫০ টাকা মুল্য মানের ষ্ট্যাম্প নোটারী সিরিয়াল ১৯১, ০২-০৩-২০১৭ইং তারিখে নোটারী দেখিয়ে জাল-জালিয়াতি করেছে মুনছুর এবং এব্যাপারে তার নামে আদালতে মামলা চলমান আছে বলে তিনি জানান।

বিগত শৈরশাসকের দোসর, দখলদার, প্রতারক, অবৈধ ম্যাগনেট ব্যাবসায়ী সিন্ডিকেট এর মুল হোতা আওয়ামীলীগ কর্মী মুনছুর বর্তমানে নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে বেশ কয়েকজন বিএনপি নেতার সাথে সক্ষতা গড়ে তুলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ইবি কতৃপক্ষের কতিপয় অসাধু কর্মকর্তার সাথে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে চাকুরী ফিরে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন মুনছুর বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইবি ক্যাম্পাসজুড়ে। তারই ধারাবাহিকতায় ইবিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এমন অসাধু ব্যাক্তি পুনরায় চাকুরিতে যোগদান করলে ইবিতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে বলে তারা মনে করেন বলে জানিয়েছেন।
#স্বাধীনবাংলাদেশ

অপহরণের ঘটনায় কুষ্টিয়া জেলা-র শীর্ষ সন্ত্রাসী কালু-কে ধরতে ব্যার্থ হলেও তার অন্যতম সহযোগী আওয়ামীলীগ নেতা সন্ত্রাসী স্বপ...
16/06/2025

অপহরণের ঘটনায় কুষ্টিয়া জেলা-র শীর্ষ সন্ত্রাসী কালু-কে ধরতে ব্যার্থ হলেও তার অন্যতম সহযোগী আওয়ামীলীগ নেতা সন্ত্রাসী স্বপন মাস্টার ওরফে স্বপন চেয়ারম্যান কে আজ গ্রেফতার করেছে পুলিশ। প্রশংসায় ভাসছেন ইবি থানা-র ওসি মেহেদী হাসান।

ইবিতে অপহরণের ঘটনায় ১১ নং আব্দালপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপন মাস্টারকে আটক করেছে ইবি থানা পুলিশ। ইবির পশ্চিম আব্দালপুর স্কুলপাড়ার মুদি দোকানী মৃত কুদ্দুস আলীর ছেলে যাবকশো (৩৮) কে গত রাত আনুমানিক রাত ৩ ঘটিকার সময় দোকান থেকে অপহরণ করে নিয়ে গেছে (জাসদ গণবাহিনীর) সন্ত্রাসী কালু বাহিনীর লোকজন । সেই সাথে দোকানে একটি চিরকুট রেখে গেছে যেখানে ৫ দিনের মধ্যে ১৫ লক্ষ্য টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। অন্যথায় তার লাশও পাবে না বলে জানানো হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কালুর আপন বড় ভাই ও অন্যতম সহযোগী আওয়ামী সন্ত্রাসী স্বপন মাস্টার ওরফে স্বপন চেয়ারম্যান-কে আটক করেছে ইবি থানা পুলিশ।
#স্বাধীনবাংলাদেশ

ব্রেকিং নিউজ ||ভারতের আহমেদাবাদে ২৫০ জন আরোহী নিয়ে বিধ্ব@স্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান! টেকঅফের কিছুক্ষণ...
12/06/2025

ব্রেকিং নিউজ ||
ভারতের আহমেদাবাদে ২৫০ জন আরোহী নিয়ে বিধ্ব@স্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান!
টেকঅফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।
প্রাণহানির আশঙ্কা অত্যন্ত বেশি, উদ্ধার অভিযান চলছে।
এই ভয়া*বহ দূ্-র্ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো দুনিয়া !

12/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

মেয়ের জামাই কতৃক শশুর-কে গুলি করে হত্যার অভিযোগ। অস্ত্র - গুলি ও মোটরসাইকেল উদ্ধার। কুষ্টিয়া সদর উপজেলাধীন ইবি থানা এল...
10/06/2025

মেয়ের জামাই কতৃক শশুর-কে গুলি করে হত্যার অভিযোগ। অস্ত্র - গুলি ও মোটরসাইকেল উদ্ধার।

কুষ্টিয়া সদর উপজেলাধীন ইবি থানা এলাকার মধুপুর গ্রামে মেয়েকে ছাড়িয়ে নেয়ায় বাবাকে গু লি করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১০ জুন রাত ৯ টার দিকে মধুপুর গরুর বাজারে চা খেতে গেলে মোঃ টুটুল হোসেন (৫৫) নামে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল চা খাওয়ার উদ্দেশ্যে বাজারে এসে একটি দোকানে বসে। এই সময় ২ টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে মোটর সাইকেলের উপর থেকেই তাকে উদ্দেশ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

মোঃ টুটুল হোসেন (৫৫) মধুপুর গ্রামের মৃত তোরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন যাপন করে বছরখানেক এসে একটি মুদি দোকান দিয়েছে এবং পাশাপাশি কলার ব্যবসা করেন। টুটুল হোসেনের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে টুম্পা খাতুন (২১) এর ৬ বছর আগে কুষ্টিয়া শহরের পেয়ারাতালা এলাকার বাসিন্দা মোঃ মীর মামুন এর ছেলে ইমরান হোসেন (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ঘর আলো করে একটি পুত্র শিশুর জন্ম হয় এরই মধ্যে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় বিয়ের ২ বছর পর টুম্পা খাতুন ইমরানকে ডিভোর্স দিয়ে দেয়।

স্ত্রী টুম্পা কতৃক স্বামী কে ডিভোর্স স্বামী ইমরান মেনে না নিয়ে মাঝেমধ্যে মধুপুরে তার শ্বশুরবাড়িতে আসা যাওয়া করতো তার ছেলেকে দেখার উদ্দেশ্যে । স্বাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করার জন্য প্রস্তাব দিলে শশুর টুটুল হোসেন প্রস্তাব মেনে না নেয়াই তার মেয়েও তা প্রত্যাখ্যান করে। ইমরানের সাথে টুম্পার বিয়ে না দেওয়ায় ইমরান তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতো ও টুটুলকে মেরে ফেলার হুমকি ধামকি পর্যন্ত দিয়েছেন বলে জানান টুম্পা।

মোঃ টুটুল হোসেনকে গুলি করে হ@ত্যার পরে একটি পিস্তল ও ৬ রাউন গুলি এবং একটি মোটরসাইকেল ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয়রা ইবি থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে পৌঁছে লা শ, অ স্ত্র, গু লি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
#স্বাধীনবাংলাদেশ #হারুন

এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক বলে আশংকা করা জচ্ছে। দেশবাসি মনে করেন ভালোভাবে যাচাই-বাছাই করা দরকার।।
02/06/2025

এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক বলে আশংকা করা জচ্ছে। দেশবাসি মনে করেন ভালোভাবে যাচাই-বাছাই করা দরকার।।

৫ই আগষ্ট বিপ্লবের ফল🥰
02/06/2025

৫ই আগষ্ট বিপ্লবের ফল🥰

28/05/2025

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ

এই যুদ্ধ মূলত বাংলাদেশ স্বাধীনতার প্রসঙ্গে হলেও ভারত-পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। কারণ ইতোপূর্বে ভারত কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে জয়ী হতে পারে নি। এর বৃহৎ কারণ তৎকালীন পূর্বপাকিস্তানের বীর জনতা ও যুবক-তরুণ সিপাহ সালার। ফলে ভারত বাংলাদেশকে আলাদা করে দেওয়ার চূড়ান্ত ষঢ়যন্ত্র করে। এছাড়া পাকিস্তানের সাথে তাদের টিকে থাকা সম্ভব নয়। এই হিসেবে তারা শেখ মুজিবুর রহমানকে গড়ে তুলতে শুরু করে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এখানে ব্যাপক ভূমিকা পালন করে। ২৪ বছর পাকিস্তানের বিভিন্ন বৈষম্য ও নিপীড়নের শিকার বংলার জনতা ১৯৭১ সালে জেগে ওঠে। এবং স্বাধীনতা আন্দোলনের পটভূমি রচয়িতা শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে উদ্দীপ্ত হয়। এবং ২৬ মার্চ বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৎ ও যোগ্য রাষ্ট্র নায়ক জেনারেল জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এক ন্যায় সংগত যুদ্ধে জড়িয়ে পড়ে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তান শোচনীয় পরাজয় বরণ করে। সেই মুহূর্তে ভারত বাংলাদেশের সকল সম্পদ লুণ্ঠন ও বুদ্ধিজীবী হত্যায় মেতে ওঠে। এই পরিস্থিতে ‘র’ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পাকবাহিনী ভারতের কাছে আত্মসমার্পণ করতে বাধ্য হয়। এটির সাথে শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ ও সক্রিয় সংযোগ ছিলো। অর্থাৎ বাংলার বিজয়কে ভারতের হাতে তুলে দিলেন। এই একটি বারই ভারত জিতে ছিল। জয় বললে ভুল হবে। ক্রিকেট খেলার মতো আমাদের বিজয়কে তারা চুরি করে নেয়। এখন যেমন আইসিসি তাদের দেয়। তেমনি ’৭১-এ শেখ মুজিব তাদের এই জয় উপহার দেয়। অথচ, ভারতীয় মিডিয়া এ সময় আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য মানবিক সংকটকে ব্যবহার করে এবং নিজেদের ভূরাজনৈতিক স্বার্থের দিকটা আড়াল করে রাখে। বিশ্বব্যাপী তাদের বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করার মিথ্যা প্রচার চালাতে থাকে।

কপিঃ banglaedition.com
#স্বাধীনবাংলাদেশ #হারুন #সাংবাদিকইলিয়াস

ছবিতে অর্ধনগ্ন ব্যাক্তিটি ম্যাক্সিকো পার্লামেন্টের একজন সদস্য। সংসদে ডিবেটে অংশ গ্রহণ করার সময় শরীরে সব কাপড় খুলে ফেলেন।...
24/05/2025

ছবিতে অর্ধনগ্ন ব্যাক্তিটি ম্যাক্সিকো পার্লামেন্টের একজন সদস্য। সংসদে ডিবেটে অংশ গ্রহণ করার সময় শরীরে সব কাপড় খুলে ফেলেন। তার যুক্তি,
"আপনারা আমাকে দেখে লজ্জা পাচ্ছেন তাই না? লজ্জা তখন পান না? যখন রাস্তায় কোন গরীব অসহায় ক্ষুধার্ত মানুষ পয়সার অভাবে খালিপায়ে অর্ধ নগ্ন হয়ে ঘুরে বেড়ায়", আর আপনি তাদের দেখে অব লীলায় পাশ কাটান অথচ ওদেরই শোষন করে আমি আপনি আজ সংসদের সদস্য।
অভিনব প্রতিবাদকে স্যালুট।
আসুন এদেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই।
#স্বাধীনবাংলাদেশ #হারুন

Address


Alerts

Be the first to know and let us send you an email when ATV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATV News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share